PDA

View Full Version : মঙ্গলগ্রহে যাবার শখ



FXBD
2020-01-21, 03:51 PM
9871
বিগত কয়েক দশক ধরেই পৃথিবীর বাইরে মানব বসতির পরিকল্পনা করছে বিভিন্ন সংস্থা। এর জন্য বিভিন্ন গ্রহের পরিবেশ ও মানব বসতির সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে। আর এ পরিকল্পনায় অগ্রাধিকারে রয়েছে মঙ্গল গ্রহ। ২০৫০ সালের মধ্যে ১০ লাখ মানুষকে মঙ্গল গ্রহে পাঠানোর পরিকল্পনার কথা জানিয়েছেন ইলন মাস্ক। স্পেস এক্সের সিইও ইলন মাস্ক বেশ কিছু টুইট বার্তায় লাল গ্রহটিতে মানব বসতি স্থাপনের লক্ষ্যের কথা বলেন। স্টারশিপ প্রকল্প নিয়েও বিস্তারিত জানিয়েছেন তিনি। প্রতি বছর কয়েক মেগাটন কার্গো মঙ্গল গ্রহে নেবে স্পেসএক্সের রকেট। ফলে এ শতকের মাঝামাঝি মানব বসতির জন্য প্রস্তুত হবে গ্রহটি। টুইট বার্তায় মাস্ক বলেন, স্টারশিপের লক্ষ্য প্রতিদিন গড়ে তিনটি ফ্লাইট পরিচালনা করা। এতে প্রতি বছর এক হাজারের বেশি ফ্লাইট পাঠান হবে। প্রতি ফ্লাইটে ১০০ টনের বেশির কার্গো যাবে। ফলে প্রতি বছর এক মেগাটন কার্গো পাঠান হবে। ‘এসএন১’ নামে স্টারশিপ প্রোটোটাইপ রকেটটি এখন স্পেসএক্সের টেক্সাস কারখানায় নির্মাণাধীন রয়েছে। মঙ্গল গ্রহে বসতি স্থাপনে কী কী করা হবে তা নিয়ে ইলন মাস্ক বেশ সরব। তবে সেখানে মানুষ কীভাবে বেঁচে থাকবে তা নিয়ে রয়েছে দ্বিধাদ্বন্দ্ব। কারণ অক্সিজেন বা পানি (বরফ আছে) কোনোটাই নেই মঙ্গলে।