PDA

View Full Version : বিশ্বের প্রায় ৫০ কোটি মানুষ বেকার



kohit
2020-01-22, 06:49 PM
বিশ্বের ৪৭ কোটির বেশি মানুষ বর্তমানে পূর্ণ কিংবা আংশিক বেকারত্বে ভুগছে। এ সংখ্যা বিশ্বের মোট শ্রমশক্তির ১৩ শতাংশ। জাতিসংঘের (ইউএন) আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বিশ্বজুড়ে বিপুলসংখ্যক মানুষ স্বাচ্ছন্দে জীবনযাপনের জন্য পর্যাপ্ত আয় করতে পারছে না। দিন দিন তারা যেমন দারিদ্র্যের দুষ্টচক্রে আবর্তিত হচ্ছে, তেমনি বাড়ছে বৈষ্যমের মাত্রা।

ওয়ার্ল্ড এমপ্লয়মেন্ট অ্যান্ড সোস্যাল আউটলুক শীর্ষক বার্ষিক প্রতিবেদনে আইএলও বলছে, বৈশ্বিক অর্থনীতিতে চলমান মন্দার কারণে মানুষ কাজ হারাচ্ছে। তবে গত দশকের অধিকাংশ সময়জুড়ে বেকারত্বের হার প্রায় একই ছিল। এর মধ্যে গত বছর বেকারত্বের হার পৌঁছেছিল ৫ দশমিক ৪ শতাংশে। চলতি বছরও এ হার খুব একটা পরিবর্তন হবে বলে মনে হচ্ছে না। এ বছর নিবন্ধিত বেকার মানুষের সংখ্যা ১৯ কোটি ৫ লাখে পৌঁছবে বলে ধারণা করা হচ্ছে। কর্মহীন মানুষের এ সংখ্যা গতবছর ছিল ১৮ কোটি ৮০ লাখ।

জাতিসংঘ বলছে, বর্তমানে বিশ্বের প্রায় ২৮ কোটি ৫০ লাখ মানুষ আংশিক বেকার। এর মানে হলো, তারা যে পরিমাণ কাজ করতে চাচ্ছেন, সেই পরিমাণ কাজ মিলছে না। অথবা তারা হয়তো কাজ খোঁজা ছেড়ে দিয়েছেন কিংবা শ্রমবাজারে প্রবেশাধিকার পাচ্ছেন না।

প্রতিবেদন অনুযায়ী, চাকরির জন্য প্রাপ্তবয়স্ক ৫০০ কোটি ৭০ লাখ মানুষের মধ্যে ১৬ কোটি ৫০ লাখ প্রয়োজনীয় আয়ের জন্য পর্যাপ্ত কর্মঘণ্টা পাচ্ছেন না। একই সঙ্গে ১১ কোটি ৯০ লাখ মানুষ কাজ খোঁজা ছেড়ে দিয়েছেন, কিংবা ব্যক্তিগত অবস্থানের কারণে তারা চাকরির বাজারে প্রবেশ করতে পারছেন না। সব মিলিয়ে বিশ্বব্যাপী বেকারত্ব ও পর্যাপ্ত আয়ের সংকটে ভুগছে অন্তত ৪৭ কোটি ৩০ লাখের মতো মানুষ।

বণিক বার্তা