PDA

View Full Version : উত্তরখান এর বাওথার ভ্রমণ



DhakaFX
2020-01-23, 04:12 PM
ঢাকা শহরের যান্ত্রিক জীবন যাপনে যখন হাঁপিয়ে উঠে মন-প্রাণ, তখনই মন খোঁজে একটু নির্মল বাতাস, খোলা আকাশ, শান্ত একটি পরিবেশ। আর এই শান্তির খোঁজ বর্তমানে জনপ্রিয় করে তুলেছে ঢাকার উত্তরখান এর বাওথারকে। শহরেই যেন গ্রামের প্রশান্তি নেমে এসেছে এখানে। ঢাকার পরিষ্কার নগরী খ্যাত উত্তরার কাছেই বাওথার,উত্তরখান থেকে ।উত্তরার পাশে এত সুন্দর জাইগা আছে জানায় ছিল নাহ । শহরে থেকে গ্রামের অনুভূতি পেতে চাইলে আর দেরী না করে আজকেই চলে যান । নদীতে সাঁতার কাটা, নৌকায় চড়া, আশেপাশে ঘুরে বেড়ানোর জন্য চমৎকার একটি জায়গা। সাঁতারের জন্য বেশ ভাল জায়গা। পরিষ্কার নিটোল পানি। তবে খুব আহামরি কিছু নয় এটি কারন এটি এখনও কোনো ট্যুরিস্ট স্পট হিসেবে গড়ে ওঠে নি। এখানে নৌকা সবসময় নাও পেতে পারেন। তবে আশেপাশে যাদের ঘুরে বেড়ানোর জন্য, একটু শান্তিতে নিঃশ্বাস নেওয়ার জায়গা নেই তাদের অবশ্যই ভালো লাগবে।
9898
কিভাবে যাবেন ,
ঢাকার যে কোন প্রান্ত থেকে এয়ারপোর্ট মোড়ে নামবেন ,সেখান থেকে একটু হেটে হাজী ক্যাম্প যাবেন ।সেখান থেকে কাচকুড়া এর অটো পাবেন ।ভাড়া নিবে ২০ টাকা করে ,কাঁচকুড়া বাজার নেমে ডানে মোড় নিয়ে দেখবেন অটো আছে ।সেখান থেকে বাওথার ।ভাড়া নিবে ৫ টাকা । অথবা বলতে পারেন যেখানে সবাই ঘুরতে যাই অটো দিয়ে একবারে ছবির জায়গাতেই নামায়া দিয়ে আসবে । এই গরমে গোসল আর সাতার কাটার জন্য উপযুক্ত জায়গা ।তবে নদীতে ঘুরার জন্য নৌকার ব্যাবস্থা নেই ।তবে অনেক ছোট ছোট নৌকা দেখতে পাবেন সেগুলা স্থানীয়রা নিজেদের কাজে ব্যাবহার করে থাকেন, বাকিটা নিজেই দেখে আসুন ।