PDA

View Full Version : ফরেক্সে লসের কারন কী?



TanjirKhandokar1994
2020-01-24, 06:37 AM
আমি মনে করি ফরেক্সে একমাত্র লসের কারন হলো এখানে আমাদের অদক্ষতা ও অন অবিজ্ঞতার। কেননা এখানে আমরা প্রথম অবস্থায় ভালো করে না বুঝেই রিয়েল ট্রেডিং শুরু করি পাশাপাশি অল্প সময়ে বেশি লাভের আশায় লোভ করে ট্রেড করি যার ফলশ্রুতিতে আমরা লসের সম্মুখীন হই। আপনারা কি বলেন? আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ।

fxarif
2020-01-24, 07:02 AM
ফরেক্স লসের প্রধান কারন হলো সঠিকভাবে এনলাইসিস না করা আর মানি ম্যানেজমেন্ট ঠিকভাবে না করা

shahalertpay
2020-01-24, 07:43 AM
ফরেক্স লসের মূল কারন হচ্ছে আমাদের মধ্যে অতিরিক্ত লোভ কাজ করে এবং ফরেক্স সম্পর্কে না শিখে ইনভেষ্ট করে থাকি। তাই আপনি যদি ফরেক্স করতে চান তাহলে আপনাকে অবশ্যই ফরেক্স মার্কেটে সময় দিয়ে ফরেক্স শিখতে হবে। আপনি যত বেশি শিখবেন, আপনার লস হওয়ার সম্ভাবনা কম থাকবে।

SHARIFfx
2020-01-24, 10:29 AM
ফরেক্স লসের প্রদান কারন লোভ করা। লোভ ২ প্রকার। ইচ্ছাকৃত লোভ আর অনইচ্ছাকৃত লোভ। নতু ট্রেডাররা ইচ্ছাকৃত লোভ করে আর পুরানো ট্রেড্রাররা অনইচ্ছাকৃত লোভ করে। তাই এই লোভ কে বাদ দিয়ে ৩০০০-৫০০০ পিপ্স হাতে রেখে ট্রেড নিন। নতুবা ডেইলি ট্রেড ডেইলি নিন।প্রতিটি ট্রেডে টেক প্রফিট আর স্টোপ লস ইউজ করুন।টেকনিকাল এনালাইসিস ফান্ডামেন্টাল এনালাইসিস আর সেন্টিমেন্টাল এনালাইসিস কাজে লাগিয়ে ট্রেড করুন।

Emarif1992
2020-01-24, 10:55 AM
ফরেক্স এ লসের মূল কারণ হচ্ছে অদক্ষতা কারণ ফরেক্স মার্কেটে অল্প সময়েই কেই গেইন করতে পারে না আর যারা ফরেক্স এ মূলত লস করে তারা খুব অল্প সময়েই অনেক বেশি ইনকাম করতে চায়, নিজেই লোভ কন্ট্রোল করতে পার না। এলোমেলো ট্রেড এন্ট্রি দেয় আর লস করে এবং অবশেষে নিজের ব্যলেন্স জিরো করে।

Shohedulla
2020-01-24, 08:20 PM
ফরেক্সে লাভ করার অনেক কারন থাকে তার ভিতরে কিছু কিছু আমি জানি এবং তা আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমত অতিরিক্ত ঝুঁকির ফলে।এমনকি অনেক লোক আছে যারা বেশি ধারণা নেই পরে সম্পর্কে কিন্তু তারা ট্রেডিং করে এবং ফলে লাভ করতে পারে না। অতিরিক্ত কারেন্সি দ্বারা ট্রেডিং করলে লোকসান হয়ে থাকে।

Goearn.info
2020-01-24, 09:12 PM
আমি মনে করি ফরেক্সে একমাত্র লসের কারন হলো এখানে আমাদের অদক্ষতা ও অন অবিজ্ঞতার। কেননা এখানে আমরা প্রথম অবস্থায় ভালো করে না বুঝেই রিয়েল ট্রেডিং শুরু করি পাশাপাশি অল্প সময়ে বেশি লাভের আশায় লোভ করে ট্রেড করি যার ফলশ্রুতিতে আমরা লসের সম্মুখীন হই। আপনারা কি বলেন? আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ।

এর কারন আমারা খুব ব্যস্ত হয়ে পড়ি ট্রেদ নিয়ে আসলে আমাদের বেশি লাভ করা উচিত না আসলে আমাদের সবথেকে বড় সমস্যা হলো লোভ বেশি খাবো আর ২ য় ভুল ট্রেড নিলাম মনে হই আসলে এমন কিছুই না আপনি সঠিক ভাবে কাজ শিখুন না হলে আপনি লস তো করবেন ই না শিখে ট্রেড করলে লস করা সাভাবিক।

Romjan1989
2020-01-24, 09:25 PM
ফরেক্স ট্রেডিং লসের কারণ হলো ভাল করে ফরেক্স ট্রেডিং ব্যবসা সম্পর্কে অভিজ্ঞতা অর্জন না করা। আমাদের উচিত ফরেক্স ট্রেডিং ব্যবসা শুরু করার আগে ভালো করে ট্রেডিং করা বুঝে নেওয়া। ফরেক্স ট্রেডিং সম্পর্কে অভিজ্ঞতা না নিয়ে ব্যবসা শুরু করা বোকামি ছাড়া আর কিছুই না। ফরেক্স ট্রেডিং ব্যবসা অন অভিজ্ঞতায় লসের মূল কারণ বলে আমি মনে করি।

MdRubelShaikh
2020-01-25, 07:15 PM
ফরেক্স ট্রেডিং ব্যবসায় লাভের চেয়ে লস বেশি হয়।আমি রিয়েল ট্রেড করে সেটাই বুঝতে পারছি।তবে লস হলেও লস থেকে কিছু শিক্ষা পেলাম।যেমন বেশি ট্রেড ওপেন করা যাবেনা, কোন লোভ করা যাবেনা এবং ধর্য্য ধরে ট্রেড করতে হবে।তাহলেই ফরেক্স ব্যসায় লাভ করা যাবে বলে আমার মনে হয়।

alamsat
2020-01-29, 01:11 PM
ফরেক্স এ লসের মুল কারন হল নিয়ম বর্হিভুত ট্রেড করা আপনি ফরেক্স এর যাবতীয় নিয়ম মানুন কখনও লস হবে না হলেও সেটার পরিমান অনেক কম হবে আর প্রফিট আর লস মিলিয়ে আপনি প্রফিটে থাকতে পারবেন। তাই নিয়মগুলি মানতে শুরু করুন দেখবেন আপনিও ফরেক্স এ নিয়মিত প্রফিট করতে পারছেন। তাই কেন আমরা ফরেক্স করতে এসে এর নিয়মগুলি মানি না এর মুল কারন হল বেশি প্রফিটের আশায় বেশি লেভারেজ নিয়ে বড় লট ব্যবহার করা। ফলে আমরা বার বার লস করে একাউন্ট শুন্য করে ফেলি তাই আর নয় নিয়মের বাইরে ট্রেড আমরা সকলে ফরেক্স থেকে আয় করতে চাই সেটা নিয়ম মেনেই।

MANIK6642
2020-01-29, 01:31 PM
ফরেক্স মার্কেট খুবই রিস্কি একটা মার্কেট। এখানে লাভের থেকে লসের পরিমাণ অনেক বেশি। ফরেক্স মার্কেটে এ লসের সব থেকে বড় কারণ আমার মনে হয় লোভ।এই লোভই ফরেক্স ট্রেডারদের সফল হতে দেয় না।ফরেক্স মার্কেট এ অনেকেই শুরু করে অন্য দের প্রফিট অর্জন করতে দেখে।কিন্তু সে এটা দেখে না যে প্রফিট করছে সে কতদিন ধরে ফরেক্স করছে।শুধু এটা বিবেচনা করে যে অমক ভাই আজ ফরেক্স থেকে ১০০ ডলার প্রফিট করছে। এই লোভ নিয়ে যারা ফরেক্সে এ আসে তারা সফল হতে পারবে না। ফরেক্স এ সফল হওয়া কঠিন কিছু না। আপনার একটু চেষ্টায় আপনাকে ফরেক্স এ সফল করে তুলবে।এজন্য আগে লোভ বাদ দিয়ে ফরেক্স শিখতে হবে।এছাড়া অনভিজ্ঞতা ফরেক্স এ লসের আর একটা কারণ। আপনি ডেমোতে ট্রেডিং না শিখে যদি ফরেক্স এ ট্রেড করতে চান তাহলে কিভাবে হবে আপনি তো জানেন ই না যে কখন ট্রেড করা উচিত কখন উচিত নয়।আপনি যদি নিউজ ফলো না করেন ট্রেড আন্দাজে কি করবেন আর তারই বা ভবিষ্যত কেমন হবে আপনার একাউন্ট যেকোন সময় জিরো হয়ে যেতে পারে। তাই আগে ডেমোতে নিয়মিত ট্রেডিং প্র্যাক্টিস করে নিজেকে দক্ষ হিসাবে গড়ে তুলতে হবে। নিয়ম মেনে ট্রেড করতে হবে না হলে আপনার লস হবে।ফরেক্স সহজ ব্যবসা লাভ করাপ কঠিন কিছু না তবে সর্বপ্রথম আমাদের ফরেক্স শিখে নিজেকে ফরেক্স ট্রেড করার যোগ্য ও দক্ষ হিসাবে গড়ে তুলতে হবে তাহলেই ভবিষ্যৎ আমরা ফরেক্স এ সফল হতে পারব।

souravkumarhazra6763
2020-01-29, 07:06 PM
ফরেক্স একটি অনলাইন বিজিনেস,বেশিরভাগ ট্রেডার এই বিজিনেস এ লস করে থাকে,ফরেক্স,লস এর অনেক কারন আছে,তারভিতর কিছু কারণ হলো,ম্যানি ম্যানেজমেন্ট ঠিক না রেখে ট্রেড করা,স্টপ লস ব্যবহার না করা,মার্কেট ট্রেন্ড এর বিপরীতে ট্রেড করা,এই গুলোর কারনে একজন ফরেক্স ট্রেডার লস করে থাকে।

PK_SHIKDER
2020-02-01, 05:10 PM
ফরেক্স মার্কেটে বার বার লচের কারণ হলো ভালো দক্ষতা ও অভিজ্ঞতার অভাবে । তার কারন হলো আমরা যারা নতুন ট্রেডার তারা কয়েকদিন ফরেক্স মার্কেট খুব ঘাটাঘাটি করে এবং কিছুদিন ডেমো ট্রেডিং প্রাকটিস করে একটু লাভ করা শিখে ফেল্লেই মনে করি যে এখনই সময় রিয়েল মার্কেটে ট্রেড করার উত্তম সময় । ঠিক তেমনটাই করি এবং তার ফলাফল স্বরূপ আমরা পেয়ে থাকি বার বার লচ । তাই আমাদের উচিত ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো অভিজ্ঞতা অর্জন করে তারপর ট্রেড ওপেন করা এবং লোভকে কন্ট্রোল রেখে অল্প প্রফিট নিয়ে ট্রেড ক্লোজ করে সন্তুষ্টি থাকা,,,,, ধন্যবাদ ।

Rajib_Biswas
2020-02-01, 08:56 PM
ফরেক্সে লসের বেশ কয়েকটি কারণ রয়েছে। এগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ কারণগুলো হলো
ক. অতিরিক্ত আত্মবিশ্বাস বা ওভারকনফিডেন্স(Overconfid ence): অনেক সময় ট্রেডিং এর আগে আমরা ভালোভাবে মার্কেট এনালাইসিস না করেই নিজের ধারণার ওপরই ট্রেডিং করে থাকে যা মূলত ফরেক্সে লস করার অন্যতম কারণ। তাই কখনো ওভার কনফিডেন্স হয়ে ট্রেডিং করা যাবে না।
খ. মাত্রাতিরিক্ত ট্রেডিং বা ওভারট্রেডিং (Over trading): ফরেক্স মার্কেটে লসের আরেকটি কারণ হলো ট্রেডিং করা। আমাদের মধ্যে অনেক ট্রেডার নিয়ম অনুযায়ী মানি ম্যানেজমেন্ট অনুসরণ না করে ওভার ট্রেডিং করে থাকেন ফলাফলে তিনি লস করে বসেন।
গ. অতিরিক্ত লিভারেজ বা ওভার লিভারেজিং (over leveraging): মূলধন অনুযায়ী আমাদের নির্দিষ্ট লিভারেজে ট্রেডিং করা উচিত। কিন্তু আমরা অধিক লাভের আশায় অতিরিক্ত লিভারেজ নিয়ে ট্রেডিং করে থাকি।
ঘ. স্টপ লস গ্রাহ্য না করা বা ওভাররাইডিং স্টপ লস (Over riding stop loss): অনেক সময় আমরা ট্রেডিং এ স্টপ লস বা টেক প্রফিট ব্যবহার করিনা এবং কখনো কখনো স্টপ লস ব্যবহার করলেও মার্কেট লসে আসলেও অতিরিক্ত stop-loss ব্যবহার করে থাকি। অর্থাৎ ট্রেডিংয়ে অতিরিক্ত ঝুঁকি নিয়ে থাকি।
ঙ. সামান্য অভিজ্ঞতা কে অনেক বড় মনে করা বা ওভার এক্সপোজার (Over exposure) : সামান্য 2-3 মাসের ট্রেডিং অভিজ্ঞতা থাকলেই আমরা নিজেকে অনেক বড় মানের ট্রেডার মনে করতে থাকি। যা আমাদের ফরেক্স মার্কেটের লসের অন্যতম কারণ হতে পারে।

mdmoshin1988
2020-02-01, 10:07 PM
আমি মনে করি ফরেক্সে একমাত্র লসের কারন হলো এখানে আমাদের অদক্ষতা ও অন অবিজ্ঞতার। কেননা এখানে আমরা প্রথম অবস্থায় ভালো করে না বুঝেই রিয়েল ট্রেডিং শুরু করি পাশাপাশি অল্প সময়ে বেশি লাভের আশায় লোভ করে ট্রেড করি যার ফলশ্রুতিতে আমরা লসের সম্মুখীন হই। তাই কেন আমরা ফরেক্স করতে এসে এর নিয়মগুলি মানি না এর মুল কারন হল বেশি প্রফিটের আশায় বেশি লেভারেজ নিয়ে বড় লট ব্যবহার করা। ফলে আমরা বার বার লস করে একাউন্ট শুন্য করে ফেলি তাই আর নয় নিয়মের বাইরে ট্রেড আমরা সকলে ফরেক্স থেকে আয় করতে চাই সেটা নিয়ম মেনেই।

SOMARANITHAKUR1995
2020-02-01, 10:41 PM
ফরেক্স মার্কেটে যেমন লাভ যায় তেমনি লসও হতে পারে। ফরেক্স মার্কেটে লস এর অনেকগুলো কারণ আছে। যথা;
১. উপযুক্ত প্রশিক্ষণ না নিয়ে অদক্ষ অবস্থায় রিয়েল ট্রেড করা।
২. অতিরিক্ত লোভ করা।
৩. বেশি ঝুঁকি নিয়ে ট্রেড করা।
৪.ট্রেডিং এর নিয়ম না মেনে ট্রেড করা।
৫. এনালাইসিস সঠিক না হওয়া।
৬. অন্যের সিগনালের ওপর নির্ভরশীল হওয়া।
৭. ধৈর্যের অভাব।
৮. মার্কেট অনুকূলে থাকুক আর না থাকুক প্রতিদিন ট্রেড করার জন্য এক্সাইটেড হয়ে যাওয়া ইত্যাদি লসের অন্যতম কারণ।

fxarif
2020-02-01, 11:55 PM
ঠিকভাবে এনালাইসিস না করা আর ভুল সময়ে এন্ট্রি নেওয়াই ফরেক্সে লসের কারন।

Hredy
2020-03-14, 07:52 PM
ফরেক্স লসের মূল কারন হচ্ছে আমাদের মধ্যে অতিরিক্ত লোভ কাজ করে এবং ফরেক্স সম্পর্কে না শিখে ইনভেষ্ট করে থাকি। তাই আপনি যদি ফরেক্স করতে চান তাহলে আপনাকে অবশ্যই ফরেক্স মার্কেটে সময় দিয়ে ফরেক্স শিখতে হবে। আপনি যত বেশি শিখবেন, আপনার লস হওয়ার সম্ভাবনা কম থাকবে।

Kane
2020-03-14, 08:00 PM
ফরেক্স লসের মূল কারন হচ্ছে আমাদের মধ্যে অতিরিক্ত লোভ কাজ করে এবং ফরেক্স সম্পর্কে না শিখে ইনভেষ্ট করে থাকি। তাই আপনি যদি ফরেক্স করতে চান তাহলে আপনাকে অবশ্যই ফরেক্স মার্কেটে সময় দিয়ে ফরেক্স শিখতে হবে। আপনি যত বেশি শিখবেন, আপনার লস হওয়ার সম্ভাবনা কম থাকবে।

Lubna1212
2020-03-14, 08:23 PM
প্রিয় ভাই আপনি ঠিক বলেছেন ফরেক্স ট্রেডিং লোকস এর পিছনে ব্যাখ্যাটি হ'ল ফরেক্স এক্সচেঞ্জিং ব্যবসায় সম্পর্কে বোঝা বাছাই করা নয়। বৈদেশিক মুদ্রার বিনিময় ব্যবসা শুরু করার আগে আমাদের একটি দীর্ঘ সময় বিনিময় বোঝা উচিত। ফরেক্স এক্সচেঞ্জের সাথে জড়িত না হয়ে ব্যবসা শুরু করা অবশ্যই অযোগ্য নয়। ব্যবসায়িক অভিজ্ঞতায় দুর্ভাগ্যের পিছনে অন্যতম প্রধান লক্ষ্য ফরেক্স এক্সচেঞ্জিং।

Habibur shaikh
2020-03-15, 11:04 PM
ফরেক্সে অদক্ষতা লস এর মূল কারণ। সঠিক দক্ষতা না থাকলে এই মাধ্যমে সফলতা অর্জন করা সম্ভাব না। এক্ষেত্রে দক্ষতা অর্জনের বিশেষ প্রয়োজন রয়েছে। দক্ষতা এই সফলতার স্বাদ দিতে পারে... ধন্যবাদ।

KGF3010
2020-03-15, 11:10 PM
ফরেক্স লসের মূল কারন হচ্ছে আমাদের মধ্যে অতিরিক্ত লোভ কাজ করে এবং ফরেক্স সম্পর্কে না শিখে ইনভেষ্ট করে থাকি। তাই আপনি যদি ফরেক্স করতে চান তাহলে আপনাকে অবশ্যই ফরেক্স মার্কেটে সময় দিয়ে ফরেক্স শিখতে হবে। আপনি যত বেশি শিখবেন, আপনার লস হওয়ার সম্ভাবনা কম থাকবে।

Rion83
2020-03-15, 11:16 PM
ফরেক্স লসের প্রদান কারন লোভ করা। লোভ ২ প্রকার। ইচ্ছাকৃত লোভ আর অনইচ্ছাকৃত লোভ। নতু ট্রেডাররা ইচ্ছাকৃত লোভ করে আর পুরানো ট্রেড্রাররা অনইচ্ছাকৃত লোভ করে। তাই এই লোভ কে বাদ দিয়ে ৩০০০-৫০০০ পিপ্স হাতে রেখে ট্রেড নিন। নতুবা ডেইলি ট্রেড ডেইলি নিন।প্রতিটি ট্রেডে টেক প্রফিট আর স্টোপ লস ইউজ করুন।টেকনিকাল এনালাইসিস ফান্ডামেন্টাল এনালাইসিস আর সেন্টিমেন্টাল এনালাইসিস কাজে লাগিয়ে ট্রেড করুন।

Fardin02
2020-03-15, 11:25 PM
ফরেক্স লসের মূল কারন হচ্ছে আমাদের মধ্যে অতিরিক্ত লোভ কাজ করে এবং ফরেক্স সম্পর্কে না শিখে ইনভেষ্ট করে থাকি। তাই আপনি যদি ফরেক্স করতে চান তাহলে আপনাকে অবশ্যই ফরেক্স মার্কেটে সময় দিয়ে ফরেক্স শিখতে হবে। আপনি যত বেশি শিখবেন, আপনার লস হওয়ার সম্ভাবনা কম থাকবে।

muslima
2020-08-25, 10:20 PM
আমাদের উচিত ফরেক্স ট্রেডিং ব্যবসা শুরু করার আগে ভালো করে ট্রেডিং করা বুঝে নেওয়া। ফরেক্স ট্রেডিং সম্পর্কে অভিজ্ঞতা না নিয়ে ব্যবসা শুরু করা বোকামি ছাড়া আর কিছুই না। ফরেক্স ট্রেডিং ব্যবসা অন অভিজ্ঞতায় লসের মূল কারণ বলে আমি মনে করি। আমরা যারা নতুন ট্রেডার তারা কয়েকদিন ফরেক্স মার্কেট খুব ঘাটাঘাটি করে এবং কিছুদিন ডেমো ট্রেডিং প্রাকটিস করে একটু লাভ করা শিখে ফেল্লেই মনে করি যে এখনই সময় রিয়েল মার্কেটে ট্রেড করার উত্তম সময় । ঠিক তেমনটাই করি এবং তার ফলাফল স্বরূপ আমরা পেয়ে থাকি বার বার লস ।

ABDUSSALAM2020
2020-08-25, 10:43 PM
ফরেক্স এ লস এর কারণগুলো হলো কোন ট্রেডার যদি ফরেক্স সম্পর্কে না জেনে সে যদি ফরেক্সের বিভিন্ন কাজ করে এবং অর্থনৈতিকভাবে সে বিনিয়োগ করে হঠাৎ করে তাহলে সে ফরেক্স থেকে লস করবে যার জন্য সে নিজেই দায়ী থাকবে কারণ তাকে আগে ফরেক্স সম্পর্কে ভালোভাবে জানতে হবে এটাই হলো ফরেক্স যদি সে না জানে তাহলে শুয়ে আছে না লস করবে তবে সে যদি ফরেক্স এর কাজ করে তবে সে লাভবান হবে ফরেক্স থেকে।

IslamMdMerajul
2020-08-25, 10:50 PM
ফরেক্স এ লস এর মূল কারণ হলো ট্রেড করার সময় বেশি লোভ করে বেশি বেশি ট্রেড করে। যার ফলে মার্কেটে টিকে থাকা অনেক কঠিন হয়ে যায়। এমনকি ব্যালেন্স জিরো হয়ে যায়। এছাড়া ধৈর্য ধারণ ক্ষমতা কম যাদের তাদের ফরেক্স মার্কেটে অনেক বেশি লস করে থাকে।

Shole33
2020-08-25, 11:04 PM
ফরেক্সে লসের কারন কী?
,,,,,,,,,,,ফরেক্স এ লস এর কারণগুলো হলো কোন ট্রেডার যদি ফরেক্স সম্পর্কে না জেনে সে যদি ফরেক্সের বিভিন্ন কাজ করে এবং অর্থনৈতিকভাবে সে বিনিয়োগ করে হঠাৎ করে তাহলে সে ফরেক্স থেকে লস করবে যার জন্য সে নিজেই দায়ী থাকবে কারণ তাকে আগে ফরেক্স সম্পর্কে ভালোভাবে জানতে হবে এটাই হলো ফরেক্স যদি সে না জানে তাহলে শুয়ে আছে না লস করবে তবে সে যদি ফরেক্স এর কাজ করে তবে সে লাভবান হবে ফরেক্স থেকে।।।

arifmunshi
2020-08-25, 11:08 PM
একাধিক কারনে আপনার ফরেক্সে লস হতে পারে, আমার নিজ অভিজ্ঞতা থেকে বলসি, ১. ট্রেড করে লস হলে গরম মাথায় সেই লস পূর্ণ করতে গেলে। ২. অতিরিক্ত ট্রেড অপেন করলে। ৩. একদিনে বেশি লাভ হলে আরো বেশি লাভের আশায় আরো বেশি ট্রেড করলে। ৪. না বুঝে ট্রেড করলে বেশি লস হবার সম্ভাবনা থাকে।

sss21
2020-08-25, 11:22 PM
আমি মনে করি ফরেক্সে একমাত্র লসের কারন হলো এখানে আমাদের অদক্ষতা ও অন অবিজ্ঞতার। কেননা এখানে আমরা প্রথম অবস্থায় ভালো করে না বুঝেই রিয়েল ট্রেডিং শুরু করি পাশাপাশি অল্প সময়ে বেশি লাভের আশায় লোভ করে ট্রেড করি যার ফলশ্রুতিতে আমরা লসের সম্মুখীন হই। আপনারা কি বলেন? আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ।

FREEDOM
2020-08-25, 11:44 PM
ফরেক্স এ লসের মূল কারণ হচ্ছে অদক্ষতা কারণ ফরেক্স মার্কেটে অল্প সময়েই কেই গেইন করতে পারে না আর যারা ফরেক্স এ মূলত লস করে তারা খুব অল্প সময়েই অনেক বেশি ইনকাম করতে চায়, নিজেই লোভ কন্ট্রোল করতে পার না। এলোমেলো ট্রেড এন্ট্রি দেয় আর লস করে এবং অবশেষে নিজের ব্যলেন্স জিরো করে।

IFXmehedi
2020-08-26, 02:14 PM
আমি মনে করি ফরেক্সে একমাত্র লসের কারন হলো এখানে আমাদের অদক্ষতা ও অন অবিজ্ঞতার। কেননা এখানে আমরা প্রথম অবস্থায় ভালো করে না বুঝেই রিয়েল ট্রেডিং শুরু করি পাশাপাশি অল্প সময়ে বেশি লাভের আশায় লোভ করে ট্রেড করি যার ফলশ্রুতিতে আমরা লসের সম্মুখীন হই। আপনারা কি বলেন? আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ।

ভাই ফরেক্স মার্কেটের লস এর মূল কারণ হলো না বুঝে ট্রেডিং করা । আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি যদি ফরেক্স মার্কেটে বুঝে বুঝে ট্রেডিং করেন তাহলে আপনি অবশ্যই মার্কেটে প্রফিট করতে পারবেন কিন্তু আপনি যখনই না বুঝে আন্দাজে ট্রেডিং করবেন তখনই আপনি লস করবেন । ফরেক্স মার্কেটে লাভ লস নির্ভর করে আপনার মার্কেট এনালাইসিস এবং জ্ঞানের উপরে । আপনি যদি ভালোভাবে মার্কেট এনালাইসিস এর সক্ষমতা অর্জন করতে পারেন তবে এখান থেকে আপনি সফল হতে পারবেন ।

waleed
2020-08-26, 02:18 PM
ফরেক্স এ লসের মুল কারন হল নিয়ম বর্হিভুত ট্রেড করা আপনি ফরেক্স এর যাবতীয় নিয়ম মানুন কখনও লস হবে না হলেও সেটার পরিমান অনেক কম হবে আর প্রফিট আর লস মিলিয়ে আপনি প্রফিটে থাকতে পারবেন। তাই নিয়মগুলি মানতে শুরু করুন দেখবেন আপনিও ফরেক্স এ নিয়মিত প্রফিট করতে পারছেন। তাই কেন আমরা ফরেক্স করতে এসে এর নিয়মগুলি মানি না এর মুল কারন হল বেশি প্রফিটের আশায় বেশি লেভারেজ নিয়ে বড় লট ব্যবহার করা। ফলে আমরা বার বার লস করে একাউন্ট শুন্য করে ফেলি তাই আর নয় নিয়মের বাইরে ট্রেড আমরা সকলে ফরেক্স থেকে আয় করতে চাই সেটা নিয়ম মেনেই।

Fahmida1
2020-08-26, 02:35 PM
আমার বিশ্বাস ফরেক্স লসের অন্যতম কারণ হচ্ছে অভিজ্ঞতা ও দক্ষতার অভাব। ফরেক্স ফোরামের পর্যাপ্ত পরিমাণ অভিজ্ঞতা, দক্ষতা, পরিশ্রম ও ধৈর্যের প্রয়োজন হয়। ডেমো অ্যাকাউন্ট অনুশীলন করতে হয়। প্রথমেই ছয় মাস থেকে এক বছর ডেমো অ্যাকাউন্ট এ ট্রেড করতে হবে। ডেমো অ্যাকাউন্ট এ সফল হলে পরে রিয়েল একাউন্টে ট্রেড করতে হয়। ফরেক্স ফোরামের সকল কার্যাবলী সম্পর্কে অনুসরণ না করলে লস হওয়ার সম্ভাবনাই বেশি।

Rokibul7
2020-08-26, 02:39 PM
ফরেক্স লসের মূল কারন হচ্ছে আমাদের মধ্যে অতিরিক্ত লোভ কাজ করে এবং ফরেক্স সম্পর্কে না শিখে ইনভেষ্ট করে থাকি।নিয়ম বর্হিভুত ট্রেড করা আপনি ফরেক্স এর যাবতীয় নিয়ম মানুন কখনও লস হবে না হলেও সেটার পরিমান অনেক কম হবে আর প্রফিট আর লস মিলিয়ে আপনি প্রফিটে থাকতে পারবেন।

KAZIMAJHARULISLAM
2020-08-26, 02:40 PM
ফরেক্সে লস এর জন্য নানান ধরনের কারণ কাজ করে থাকে।তবে এদের ভিতরে যে জিনিসটি সবথেকে প্রধান তাহলো,ফরেক্স সম্পর্কে অদক্ষতা এবং জ্ঞানের অভাব। সেই সাথে অধৈর্য এবং অতিরিক্ত লোভ।কেননা যে ট্রেডারের দক্ষতা এবং অভিজ্ঞতার পরিমাণ যত বেশি,তার মুনাফা অর্জনের পরিমাণও ততটাই বেশি। কেননা একজন দক্ষ ট্রেডার সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট করে,প্রতিনিয়ত মার্কেট এনালাইসিস এর মাধ্যমে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে।কিন্তু একজন অদক্ষ ট্রেডার এর,পূর্ণাঙ্গ জ্ঞানের অভাব হওয়ায়, সে তার মন গড়া সিদ্ধান্ত গ্রহণ করে এবং অতিরিক্ত লাভের আশায় সঠিকভাবে মার্কেট এনালাইসিস না করেই বিভিন্ন লটে ট্রেড ধরে।তাই সকলের উচিত লস ঠেকাতে, ফরেক্স সম্পর্কে পূর্ণাঙ্গ অভিজ্ঞ ও দক্ষ হয়ে তারপরেই রিয়েল ট্রেডিং শুরু করা।

Akib
2020-08-26, 02:43 PM
আমি মনে করি ফরেক্সে একমাত্র লসের কারন হলো এখানে আমাদের অদক্ষতা ও অন অবিজ্ঞতার। কেননা এখানে আমরা প্রথম অবস্থায় ভালো করে না বুঝেই রিয়েল ট্রেডিং শুরু করি পাশাপাশি অল্প সময়ে বেশি লাভের আশায় লোভ করে ট্রেড করি যার ফলশ্রুতিতে আমরা লসের সম্মুখীন হই। আপনারা কি বলেন? আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ।

ফরেক্স একটি স্বাধীন ব্যবসা।এই ব্যবসা যে কোনো দেশের যে কোনো মানুষ করতে পারবে। যে কোনো কাজ বা চাকরি পাশাপাশি ও এই ব্যবসাটি করা সম্ভব। কিন্তু এই ব্যবসাটি করতে অনেক ধৈর্য নিয়ে এই ফরেক্স ব্যবসার সম্পর্কে অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করতে হবে। নাহলে ফরেক্স এ লস করার সম্ভবনা থাকে।

Soh1952
2020-08-26, 03:31 PM
ফরেক্স মার্কেটে লস এর অনেকগুলো কারণ আছে। যথা;
১. উপযুক্ত প্রশিক্ষণ না নিয়ে অদক্ষ অবস্থায় রিয়েল ট্রেড করা।
২. অতিরিক্ত লোভ করা।
৩. বেশি ঝুঁকি নিয়ে ট্রেড করা।
৪.ট্রেডিং এর নিয়ম না মেনে ট্রেড করা।
৫. এনালাইসিস সঠিক না হওয়া।
৬. অন্যের সিগনালের ওপর নির্ভরশীল হওয়া।
৭. ধৈর্যের অভাব।

Starship
2020-08-26, 04:12 PM
ফরেক্স মার্কেটের লস হওয়ার বেশ কয়েকটি কারণ রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি কারণ হলো- প্রথমত ফরেক্স সম্পর্কে প্রথমে জানতে হবে বুঝতে হবে। ফরেক্স সম্পর্কে না জেনে যদি আমরা রিয়েল একাউন্টে ট্রেড করি তাহলে আমরা লসের সম্মুখীন হব। মার্কেট এনালাইসিস সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান না থাকা। ডেমো অ্যাকাউন্ট পর্যাপ্ত অনুশীলন না করা।

ফরেক্স মার্কেটে আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ কারণ হলো অতিরিক্ত লোভ নিয়ন্ত্রণ করতে না পারা। অনুমানের উপর ভিত্তি করে ট্রেড করা থেকে বিরত থাকতে হবে। বড় রিক্স নিয়ে ট্রেড করা যাবে না। ট্রেড করার সকল নিয়ম কানুন ভঙ্গ করা যাবে না। উপরোক্ত নিয়ম অনুসরণ করলে ফরেক্স থেকে লস প্রতিরোধ করা সম্ভব।

Sakib42
2020-08-26, 05:06 PM
আমি মনে করি ফরেক্সে একমাত্র লসের কারন হলো এখানে আমাদের অদক্ষতা ও অন অবিজ্ঞতার। কেননা এখানে আমরা প্রথম অবস্থায় ভালো করে না বুঝেই রিয়েল ট্রেডিং শুরু করি পাশাপাশি অল্প সময়ে বেশি লাভের আশায় লোভ করে ট্রেড করি যার ফলশ্রুতিতে আমরা লসের সম্মুখীন হই। আপনারা কি বলেন? আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ।

ফরেক্স লস এর মূল কারণ হচ্ছে মনকে স্থির করতে না পারা এবং মানি ম্যানেজমেন্ট সম্পর্কে ধারনা না নিয়ে ট্রেড করা আপনার লাভের জন্য অবশ্যই মানি ম্যানেজমেন্ট সম্পর্কে ধারণা থাকতে হবে এবং ধৈর্য ধরতে হবে মনকে স্থির রাখতে হবে মার্কেট এনালাইসিস করতে হবে আপনি যদি মার্কেট এনালাইসিস না করতে পারেন তাহলে অবশ্যই আপনার ক্লাসের পরিমাণটা খুব বেশি হবে তাই এই ব্যাপার গুলোর প্রতি আগে মনোযোগ দেওয়া দরকার না হলে দেখা ছাড়া আর উপায় থাকবে না তাই নিজের মনকে স্থির রাখুন ধৈর্য ধারণ করুন এবং মার্কেট এনালাইসিস করে ট্রেড দিন

Sid
2020-08-26, 05:11 PM
ফরেক্স ট্রেডিং লসের কারণ হলো ভাল করে ফরেক্স ট্রেডিং ব্যবসা সম্পর্কে অভিজ্ঞতা অর্জন না করা। আমাদের উচিত ফরেক্স ট্রেডিং ব্যবসা শুরু করার আগে ভালো করে ট্রেডিং করা বুঝে নেওয়া। ফরেক্স ট্রেডিং সম্পর্কে অভিজ্ঞতা না নিয়ে ব্যবসা শুরু করা বোকামি ছাড়া আর কিছুই না। ফরেক্স ট্রেডিং ব্যবসা অন অভিজ্ঞতায় লসের মূল কারণ বলে আমি মনে করি।

samun
2020-08-26, 05:26 PM
ফরেক্স লসের মূল কারন হচ্ছে আমাদের মধ্যে অতিরিক্ত লোভ কাজ করে এবং ফরেক্স সম্পর্কে না শিখে ইনভেষ্ট করে থাকি। তাই আপনি যদি ফরেক্স করতে চান তাহলে আপনাকে অবশ্যই ফরেক্স মার্কেটে সময় দিয়ে ফরেক্স শিখতে হবে। আপনি যত বেশি শিখবেন, আপনার লস হওয়ার সম্ভাবনা কম থাকবে।

milu
2020-08-26, 05:53 PM
ফরেক্স লসের মূল কারন হচ্ছে আমাদের মধ্যে অতিরিক্ত লোভ কাজ করে এবং ফরেক্স সম্পর্কে না শিখে ইনভেষ্ট করে থাকি। তাই আপনি যদি ফরেক্স করতে চান তাহলে আপনাকে অবশ্যই ফরেক্স মার্কেটে সময় দিয়ে ফরেক্স শিখতে হবে। তাই আপনি যদি ফরেক্স করতে চান তাহলে আপনাকে অবশ্যই ফরেক্স মার্কেটে সময় দিয়ে ফরেক্স শিখতে হবে। আপনি যত বেশি শিখবেন, আপনার লস হওয়ার সম্ভাবনা কম থাকবে।

Akib
2020-08-26, 06:53 PM
আমি মনে করি ফরেক্সে একমাত্র লসের কারন হলো এখানে আমাদের অদক্ষতা ও অন অবিজ্ঞতার। কেননা এখানে আমরা প্রথম অবস্থায় ভালো করে না বুঝেই রিয়েল ট্রেডিং শুরু করি পাশাপাশি অল্প সময়ে বেশি লাভের আশায় লোভ করে ট্রেড করি যার ফলশ্রুতিতে আমরা লসের সম্মুখীন হই। আপনারা কি বলেন? আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ।

ফরেক্স একটি স্বাধীন ব্যবসা।এই ব্যবসা যে কোনো দেশের যে কোনো মানুষ করতে পারবে। যে কোনো কাজ বা চাকরি পাশাপাশি ও এই ব্যবসাটি করা সম্ভব। কিন্তু এই ব্যবসাটি করতে অনেক ধৈর্য নিয়ে এই ফরেক্স ব্যবসার সম্পর্কে অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করতে হবে।নাহলে ফরেক্স এ লস করার সম্ভাবনা আছে।

Akib
2020-08-26, 09:31 PM
আমি মনে করি ফরেক্সে একমাত্র লসের কারন হলো এখানে আমাদের অদক্ষতা ও অন অবিজ্ঞতার। কেননা এখানে আমরা প্রথম অবস্থায় ভালো করে না বুঝেই রিয়েল ট্রেডিং শুরু করি পাশাপাশি অল্প সময়ে বেশি লাভের আশায় লোভ করে ট্রেড করি যার ফলশ্রুতিতে আমরা লসের সম্মুখীন হই। আপনারা কি বলেন? আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ।

ফরেক্স একটি স্বাধীন ব্যবসা।এই ব্যবসা যে কোনো দেশের যে কোনো মানুষ করতে পারবে। যে কোনো কাজ বা চাকরি পাশাপাশি ও এই ব্যবসাটি করা সম্ভব। কিন্তু এই ব্যবসাটি করতে অনেক ধৈর্য নিয়ে এই ফরেক্স ব্যবসার সম্পর্কে অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করতে হবে। নাহলে ফরেক্স এ লস করার সম্ভাবনা থাকে।

Safin
2020-08-26, 09:42 PM
ফরেক্স মার্কেটে লসের কারণ হচ্ছে অতিরিক্ত লোভ করা ,,,,ধৈর্য হারা হয়ে কাজ করা অতি দ্রুত অনেক টাকা উপার্জনের আশা করার কারণে ফরেক্স মার্কেটে লসের সম্মুখীন হতে hoyr

anikhasan
2020-08-26, 11:36 PM
যে কোন ব্যবসা করতে হলে আপনাকে সেই ব্যবসার সম্পর্কে জানতে হবে। আর না জেনে কাজ শুরু করলে লস করবেন। ফরেক্স মার্কেটেও তাই ফরেক্স সম্পর্কে না জেনে কাজ করলে আপনি লস করবেন। অবিজ্ঞতা ধৈর্য, এনালিইসের অভাবে লস হয়।এখানে মেধা ও শ্রম দিন উন্নতি করতে পারবেন।

Akib
2020-08-27, 12:05 AM
[QUOTE=TanjirKhandokar1994;360508]আমি মনে করি ফরেক্সে একমাত্র লসের কারন হলো এখানে আমাদের অদক্ষতা ও অন অবিজ্ঞতার। কেননা এখানে আমরা প্রথম অবস্থায় ভালো করে না বুঝেই রিয়েল ট্রেডিং শুরু করি পাশাপাশি অল্প সময়ে বেশি লাভের আশায় লোভ করে ট্রেড করি যার ফলশ্রুতিতে আমরা লসের সম্মুখীন হই। আপনারা কি বলেন? আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ।
ঠিক বলেছেন ফরেক্স এর লস এর কারণ হচ্ছে অদক্ষতা ও অন অভিজ্ঞতা। ফরেক্স একটি স্বাধীন ব্যবসা।এই ব্যবসা যে কোনো দেশের যে কোনো মানুষ করতে পারবে। যে কোনো কাজ বা চাকরি পাশাপাশি ও এই ব্যবসাটি করা সম্ভব। কিন্তু এই ব্যবসাটি করতে অনেক ধৈর্য নিয়ে এই ফরেক্স ব্যবসার সম্পর্কে অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করতে হবে। নাহলে ফরেক্স এ লস করতে হবে।

Akib
2020-08-27, 12:07 AM
ফরেক্স লসের প্রধান কারন হলো সঠিকভাবে এনলাইসিস না করা আর মানি ম্যানেজমেন্ট ঠিকভাবে না করা

ফরেক্স এর লস এর কারণ হচ্ছে অদক্ষতা ও অন অভিজ্ঞতা। ফরেক্স একটি স্বাধীন ব্যবসা।এই ব্যবসা যে কোনো দেশের যে কোনো মানুষ করতে পারবে। যে কোনো কাজ বা চাকরি পাশাপাশি ও এই ব্যবসাটি করা সম্ভব। কিন্তু এই ব্যবসাটি করতে অনেক ধৈর্য নিয়ে এই ফরেক্স ব্যবসার সম্পর্কে অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করতে হবে। নাহলে ফরেক্স এ লস করতে হবে।

MISNIVA777
2020-08-27, 12:20 AM
আমরা অনেকই আছি যারা ফরেক্স এ লস করে থাকি ফলে আমরা অনেকেই মনে করি ফরেক্স করলে শুধু পুজি নষ্ট হয়ে যায়।ফরেক্সে করে প্রফিট পাওয়ার আশা খুব কম।তবে ফরেক্স করতে গেলে যারা বেশি লোভ করে থাকে, নিয়ম মেনে ট্রেড করে না।ইমোশনাল হওয়া যাবে না।নিজের সিদ্ধান্তে ট্রেড করা যাবে না।মানি ম্যানেজমেন্ট ফলো না করে ট্রেড করলে, ট্রেডিং স্ট্রাটেজি মেনে না চললে ফরেক্সে সাধারণত লস হয়ে থাকে।

Akib
2020-08-28, 01:23 AM
ফরেক্স এ লসের মূল কারণ হচ্ছে অদক্ষতা কারণ ফরেক্স মার্কেটে অল্প সময়েই কেই গেইন করতে পারে না আর যারা ফরেক্স এ মূলত লস করে তারা খুব অল্প সময়েই অনেক বেশি ইনকাম করতে চায়, নিজেই লোভ কন্ট্রোল করতে পার না। এলোমেলো ট্রেড এন্ট্রি দেয় আর লস করে এবং অবশেষে নিজের ব্যলেন্স জিরো করে।

আমি মনে করি ফরেক্সে একমাত্র লসের কারন হলো এখানে আমাদের অদক্ষতা ও অন অবিজ্ঞতার। কেননা এখানে আমরা প্রথম অবস্থায় ভালো করে না বুঝেই রিয়েল ট্রেডিং শুরু করি পাশাপাশি অল্প সময়ে বেশি লাভের আশায় লোভ করে ট্রেড করি যার ফলশ্রুতিতে আমরা লসের সম্মুখীন হই। আপনারা কি বলেন? আপনাদের মতামত জানাবেন।

TamimHasan
2020-08-28, 01:30 AM
ফরেক্সে লসের উল্লেখযোগ্য কারণ গুলো হলো, নিয়ম না মেনে ট্রেড করা, অতিরিক্ত লোভ, অনভিজ্ঞতা।

Akib
2020-08-28, 02:35 PM
ফরেক্স লসের মূল কারন হচ্ছে আমাদের মধ্যে অতিরিক্ত লোভ কাজ করে এবং ফরেক্স সম্পর্কে না শিখে ইনভেষ্ট করে থাকি। তাই আপনি যদি ফরেক্স করতে চান তাহলে আপনাকে অবশ্যই ফরেক্স মার্কেটে সময় দিয়ে ফরেক্স শিখতে হবে। আপনি যত বেশি শিখবেন, আপনার লস হওয়ার সম্ভাবনা কম থাকবে।

আমি মনে করি ফরেক্সে একমাত্র লসের কারন হলো এখানে আমাদের অদক্ষতা ও অন অবিজ্ঞতার। কেননা এখানে আমরা প্রথম অবস্থায় ভালো করে না বুঝেই রিয়েল ট্রেডিং শুরু করি পাশাপাশি অল্প সময়ে বেশি লাভের আশায় লোভ করে ট্রেড করি যার ফলশ্রুতিতে আমরা লসের সম্মুখীন হই। আপনারা কি বলেন? আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ।

gpsohag
2020-08-28, 02:57 PM
আমাদের লসের একমাএ প্রধানতম কারন হতে পারে না বুঝে বেশি ট্রেডে ইনভেস্ট করা এবং কম দক্ষতার কারনে মার্কেট সম্পর্কে কম ধারনা থাকা ও লসের অনেক কারন হতে পারে।

IFXmehedi
2020-08-31, 02:15 AM
ফরেক্স লসের প্রদান কারন লোভ করা। লোভ ২ প্রকার। ইচ্ছাকৃত লোভ আর অনইচ্ছাকৃত লোভ। নতু ট্রেডাররা ইচ্ছাকৃত লোভ করে আর পুরানো ট্রেড্রাররা অনইচ্ছাকৃত লোভ করে। তাই এই লোভ কে বাদ দিয়ে ৩০০০-৫০০০ পিপ্স হাতে রেখে ট্রেড নিন। নতুবা ডেইলি ট্রেড ডেইলি নিন।প্রতিটি ট্রেডে টেক প্রফিট আর স্টোপ লস ইউজ করুন।টেকনিকাল এনালাইসিস ফান্ডামেন্টাল এনালাইসিস আর সেন্টিমেন্টাল এনালাইসিস কাজে লাগিয়ে ট্রেড করুন।

ভাই ফরেক্স মার্কেটে লসের মূল কারণ হল আমাদের নিরবুদ্ধিতা । কারণ আমরা যদি ফরেক্স ট্রেডিং ভালোভাবে শিখে ট্রেড করি তাহলে আমাদের ট্রেডে এত লস গুণতে হয় না । ফরেক্স মার্কেটে আমরা যত বেশি লোভ করব ততঃ বেশি লস হবে এবং এটা আমার পরীক্ষিত । তাই আমাদের উচিত এই বিষয়গুলো খেয়াল রেখে ট্রেডিং করা যেন আমরা আমাদের লস এড়াতে পারি ।

jimislam
2020-09-01, 02:39 PM
ফরেক্স লসের মূল কারন হচ্ছে আমাদের মধ্যে অতিরিক্ত লোভ কাজ করে এবং ফরেক্স সম্পর্কে না শিখে ইনভেষ্ট করে থাকি। তাই আপনি যদি ফরেক্স করতে চান তাহলে আপনাকে অবশ্যই ফরেক্স মার্কেটে সময় দিয়ে ফরেক্স শিখতে হবে। । ফরেক্স মার্কেটে আমরা যত বেশি লোভ করব ততঃ বেশি লস হবে এবং এটা আমার পরীক্ষিত । তাই আমাদের উচিত এই বিষয়গুলো খেয়াল রেখে ট্রেডিং করা যেন আমরা আমাদের লস এড়াতে পারি ।

Md.shohag
2020-09-30, 11:01 PM
ফরেক্স ট্রেডিং ব্যবসায় লাভের চেয়ে লস বেশি হয়।আমি রিয়েল ট্রেড করে সেটাই বুঝতে পারছি।তবে লস হলেও লস থেকে কিছু শিক্ষা পেলাম।যেমন বেশি ট্রেড ওপেন করা যাবেনা, কোন লোভ করা যাবেনা এবং ধর্য্য ধরে ট্রেড করতে হবে।তাহলেই ফরেক্স ব্যসায় লাভ করা যাবে বলে আমার মনে হয়।

EmonFX
2020-10-04, 12:52 PM
ফরেক্স মর্কেটে লসের প্রধান কারন অনভিজ্ঞতা, অদক্ষতা, অধৈর্যতা এবং অতিরিক্ত লোভ। এসবের সবকিছুই *উপরই নির্ভর করে ফরেক্সের অসফলতা। অনেকেই অনভিজ্ঞ ভাবে ট্রেড করতে চলে আসে তাই লসের মুখোমুখি হন। ফরেক্স মর্কেট থেকে ট্রেডারদের বড় একটা অংশ ঝড়ে যাওয়ার মূল কারন হলো অনভিজ্ঞভাবে ট্রেড করতে চলে আসা। একাউন্ট ওপেন করে শুধু বাই/সেল নিতে পারলেই মনে করে ফরেক্সের অনেক কিছু শিখে ফেলেছি। ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন না করেই, শুধুমাত্র দু’একটি বেসিক নলেজ নিয়েই ট্রেড করে শুরু করে দেয়।

তাছাড়া অধৈর্যতা ফরেক্স মর্কেটে সফলতার অন্তরায়। আপনাকে দু’একটি ট্রেডে লস করতে হতে পারে তাই বলে অধৈর্য হওয়া যাবে না। ধৈর্য ধরে ট্রেড করতে হবে একদিন সফল হবেনই। একই সাথে লোভ নিয়ন্ত্রন করতে হবে। অনেকে দু’একটি ট্রেডে ভালো করতে পারলে লোভ করে বড় লটে ট্রেড করে বসে, ফলে লসের সম্মুক্ষীন হন। তাই বলবো ধৈর্য ধরে অভিজ্ঞতার সাথে ট্র্রেড করতে পারলে আপনি সফল হবেন।

FRK75
2020-12-16, 04:58 PM
ফরেক্স লসের মূল কারন হচ্ছে আমাদের মধ্যে অতিরিক্ত লোভ কাজ করে এবং ফরেক্স সম্পর্কে না শিখে ইনভেষ্ট করে থাকি। তাই আপনি যদি ফরেক্স করতে চান তাহলে আপনাকে অবশ্যই ফরেক্স মার্কেটে সময় দিয়ে ফরেক্স শিখতে হবে। আপনি যত বেশি শিখবেন, আপনার লস হওয়ার সম্ভাবনা কম থাকবে।আমরা প্রথম অবস্থায় ভালো করে না বুঝেই রিয়েল ট্রেডিং শুরু করি পাশাপাশি অল্প সময়ে বেশি লাভের আশায় লোভ করে ট্রেড করি যার ফলশ্রুতিতে আমরা লসের সম্মুখীন হই। আপনারা কি বলেন? আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ।

Joyhawladar1990
2020-12-16, 05:35 PM
ফরেক্স ট্রেডিং এ লস এর কারন অনেক,
১।অতিরিক্ত লোভী হওয়া।
২।ম্যানি ম্যানেজমেন্ট অনুসরন না করা।
৩।মার্কেট ট্রেন্ড সঠিক নির্নয় না করতে পারা।
৪।স্টপ লস ব্যবহার না করা।
উক্ত কারনে একজন ট্রেডার লস করে থাকে।

KF84
2020-12-29, 07:50 PM
আমি মনে করি ফরেক্সে একমাত্র লসের কারন হলো এখানে আমাদের অদক্ষতা ও অন অবিজ্ঞতার। কেননা এখানে আমরা প্রথম অবস্থায় ভালো করে না বুঝেই রিয়েল ট্রেডিং শুরু করি পাশাপাশি অল্প সময়ে বেশি লাভের আশায় লোভ করে ট্রেড করি যার ফলশ্রুতিতে আমরা লসের সম্মুখীন হই। আপনারা কি বলেন? আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ।
অবশ্যই দক্ষতা আর অভিজ্ঞতার অভাব ফরেক্স ট্রেডিং এ দারুন প্রভাব ফেলবে কিন্তু এর সাথে আরও কিছু বিষয় সংজোজন করা যেতে পারে যেমন ফরেক্স মার্কেট সম্পর্কে সঠিক ধারনা পোষণ না করা অথবা সব কিছু জেনেও তা ট্রেডিং এর সময় মেনে না চলা । এছাড়াও রয়েছে সেন্টিমেন্টাল যার কারনে অনেক অভিজ্ঞ ট্রেডারও ট্রেড করার সময় ট্রেড লস হলে নিজের আবেগকে আর ধরে রাখতে পারেন না । ফলে আরও ভুল করে বসে থাকেন ।

Rony1122
2021-01-25, 12:13 PM
ফরেক্স লসের মূল কারন হচ্ছে আমাদের মধ্যে অতিরিক্ত লোভ কাজ করে এবং ফরেক্স সম্পর্কে না শিখে ইনভেষ্ট করে থাকি।প্রফিটের আশায় বেশি লেভারেজ নিয়ে বড় লট ব্যবহার করা।

EK092
2021-01-25, 12:21 PM
বৈদেশিক মুদ্রার বাজার একটি খুব ঝুঁকিপূর্ণ বাজার। ক্ষতির পরিমাণ এখানে লাভের চেয়ে অনেক বেশি। আমি মনে করি বৈদেশিক মুদ্রার বাজারে এই ক্ষতির সবচেয়ে বড় কারণ হ'ল লোভ। এই আকাঙ্ক্ষা বিদেশী ব্যবসায়ীদের সফল হতে দেয় না। বৈদেশিক মুদ্রার বাজারের অনেক লোক লাভের জন্য অন্যের দিকে তাকাতে শুরু করে। মনে রাখবেন যে আজকের ভাই ফরেক্স থেকে আজ £ 100 উপার্জন করছে। এই লোভে যারা বিদেশিদের কাছে আসে তারা সফল হতে পারে না। ফরেক্সে সাফল্য কঠিন নয় difficult আপনার সামান্য প্রচেষ্টা আপনাকে ফরেক্সে সফল করবে। অতএব, লোভ দূর করে আপনার প্রথমে ফরেক্স শিখতে হবে। উপরন্তু, অনভিজ্ঞতা ফরেক্সে ক্ষতির আরও একটি কারণ।

Smd
2021-04-16, 02:27 PM
ফরেক্স সম্পর্কে না শিখে ইনভেষ্ট করে থাকি। তাই আপনি যদি ফরেক্স করতে চান তাহলে আপনাকে অবশ্যই ফরেক্স মার্কেটে সময় দিয়ে ফরেক্স শিখতে হবে। তাই নিয়মগুলি মানতে শুরু করুন দেখবেন আপনিও ফরেক্স এ নিয়মিত প্রফিট করতে পারছেন। তাই কেন আমরা ফরেক্স করতে এসে এর নিয়মগুলি মানি না এর মুল কারন হল বেশি প্রফিটের আশায় বেশি লেভারেজ নিয়ে বড় লট ব্যবহার করা। ফলে আমরা বার বার লস করে একাউন্ট শুন্য করে।

Devdas
2021-04-16, 05:58 PM
ফরেক্স এ লস করার অনেক কারন থাকে। ফরেক্স এ যে সকল লস গুলো করে থাকে তা হল:
১। লোভ করা
২। বেশী লটে ট্রেড করা
৩। একাধিক পেয়ার এ ট্রেড করা
৪। পরিশ্রম ও ধৈর্য্যর অভাব
৫। নিউজ না দেখা
৬। মার্কেট এর রুলম না মেনে চলা
৭। মানি ম্যানেজমেন্ট না মেনে চলার কারনে ফরেক্স এ লস গুলো করে থাকে।

Safindewan5
2021-04-16, 07:50 PM
ফরেক্স লসের অনেক কারন থাকতে পারে। ফরেক্স এ নানা ধরনের লস করে থাকেন। আমার জানা মতে ফরেক্স এ কিছু লসের কারন গুলো হল।
১। লোভ করা।
২। বেশী লটে ট্রেড করা।
৩। আন্তাজেই ট্রেড করা।
৪। না বুঝে ট্রেড করা।
৫। মার্কেট এনালাইসিস না করা।
৬। মানি ম্যানেজমেন্ট না মেনে চলা।
৭। নিউজ না দেখা ইত্যাদির কারনে ফরেক্স এ লস গুলো করে থাকে।

Smd
2021-07-06, 04:55 PM
আমাদের মধ্যে অতিরিক্ত লোভ কাজ করে এবং ফরেক্স সম্পর্কে না শিখে ইনভেষ্ট করে থাকি। তাই আপনি যদি ফরেক্স করতে চান তাহলে আপনাকে অবশ্যই ফরেক্স মার্কেটে সময় দিয়ে ফরেক্স শিখতে হবে। অর্থনৈতিকভাবে সে বিনিয়োগ করে হঠাৎ করে তাহলে সে ফরেক্স থেকে লস করবে যার জন্য সে নিজেই দায়ী থাকবে কারণ তাকে আগে ফরেক্স সম্পর্কে ভালোভাবে জানতে হবে এটাই হলো ফরেক্স যদি সে না জানে তাহলে শুয়ে আছে না লস করবে।

FRK75
2021-10-04, 11:01 PM
ফরেক্স মার্কেটের লস এর মূল কারণ হলো না বুঝে ট্রেডিং করা । আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি যদি ফরেক্স মার্কেটে বুঝে বুঝে ট্রেডিং করেন তাহলে আপনি অবশ্যই মার্কেটে প্রফিট করতে পারবেন কিন্তু আপনি যখনই না বুঝে আন্দাজে ট্রেডিং করবেন তখনই আপনি লস করবেন । ফরেক্স মার্কেটে লাভ লস নির্ভর করে আপনার মার্কেট এনালাইসিস এবং জ্ঞানের উপরে । আপনি যদি ভালোভাবে মার্কেট এনালাইসিস এর সক্ষমতা অর্জন করতে পারেন তবে এখান থেকে আপনি সফল হতে পারবেন ।

FRK75
2021-12-07, 11:07 AM
মূল কারন হচ্ছে আমাদের মধ্যে অতিরিক্ত লোভ কাজ করে এবং ফরেক্স সম্পর্কে না শিখে ইনভেষ্ট করে থাকি। তাই আপনি যদি ফরেক্স করতে চান তাহলে আপনাকে অবশ্যই ফরেক্স মার্কেটে সময় দিয়ে ফরেক্স শিখতে হবে। আপনি যত বেশি শিখবেন, আপনার লস হওয়ার সম্ভাবনা কম থাকবে।

FRK75
2022-02-23, 10:10 PM
লসের মূল কারণ হচ্ছে অদক্ষতা কারণ ফরেক্স মার্কেটে অল্প সময়েই কেই গেইন করতে পারে না আর যারা ফরেক্স এ মূলত লস করে তারা খুব অল্প সময়েই অনেক বেশি ইনকাম করতে চায়, নিজেই লোভ কন্ট্রোল করতে পার না। এলোমেলো ট্রেড এন্ট্রি দেয় আর লস করে এবং অবশেষে নিজের ব্যলেন্স জিরো করে।

Mas26
2022-02-23, 11:20 PM
ফরেক্স লসের মূল কারন হচ্ছে আমাদের মধ্যে অতিরিক্ত লোভ কাজ করে এবং ফরেক্স সম্পর্কে না শিখে ইনভেষ্ট করে থাকি। তাই আপনি যদি ফরেক্স করতে চান তাহলে আপনাকে অবশ্যই ফরেক্স মার্কেটে সময় দিয়ে ফরেক্স শিখতে হবে। আপনি যত বেশি শিখবেন, আপনার লস হওয়ার সম্ভাবনা কম থাকবে।ফরেক্স এ লসের মূল কারণ হচ্ছে অদক্ষতা কারণ ফরেক্স মার্কেটে অল্প সময়েই কেই গেইন করতে পারে না আর যারা ফরেক্স এ মূলত লস করে তারা খুব অল্প সময়েই অনেক বেশি ইনকাম করতে চায়। নিজেই লোভ কন্ট্রোল করতে পার না।এলোমেলো ট্রেড এন্ট্রি দেয় আর লস করে এবং অবশেষে নিজের ব্যলেন্স জিরো করে।

Smd
2022-07-17, 09:31 PM
আপনি ফরেক্স এর যাবতীয় নিয়ম মানুন কখনও লস হবে না হলেও সেটার পরিমান অনেক কম হবে আর প্রফিট আর লস মিলিয়ে আপনি প্রফিটে থাকতে পারবেন। তাই নিয়মগুলি মানতে শুরু করুন দেখবেন আপনিও ফরেক্স এ নিয়মিত প্রফিট করতে পারছেন। তাই কেন আমরা ফরেক্স করতে এসে এর নিয়মগুলি মানি না এর মুল কারন হল বেশি প্রফিটের আশায় বেশি লেভারেজ নিয়ে বড় লট ব্যবহার করা। এই ব্যবসা যে কোনো দেশের যে কোনো মানুষ করতে পারবে। যে কোনো কাজ বা চাকরি পাশাপাশি ও এই ব্যবসাটি করা সম্ভব। কিন্তু এই ব্যবসাটি করতে অনেক ধৈর্য নিয়ে এই ফরেক্স ব্যবসার সম্পর্কে অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করতে হবে।

Rexon
2022-07-17, 10:00 PM
ট্রেডিং সম্পর্কে জ্ঞান না থাকা – ট্রেডিং এ লস করার সবচেয়ে বড় কারণ হচ্ছে ট্রেডিং এর বিষয়-বস্তু সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান এর অভাব। আর এছাড়াও মাঝে মাঝে আমরা অতিরিক্ত লোভ করি যার ফলে আমাদের যা প্রফিট হয় সেটা আবার লস এ পরিনিত হয় তাই ফরেক্স এর ক্ষেত্রে অতিরিক্ত লোভ করা ঠিক না | আমরা চেষ্টা করবো যতটুকু প্রফিট হয় সেটা যদি আমাদের জন্য যথেষ্ট তখনি ট্রেড অফ করে দেয়া |

samun
2022-11-25, 08:36 AM
ফরেক্স ট্রেডিং লসের কারণ হলো ভাল করে ফরেক্স ট্রেডিং ব্যবসা সম্পর্কে অভিজ্ঞতা অর্জন না করা। আমাদের উচিত ফরেক্স ট্রেডিং ব্যবসা শুরু করার আগে ভালো করে ট্রেডিং করা বুঝে নেওয়া। তাছাড়াও ফরেক্স করতে গেলে যারা বেশি লোভ করে থাকে, নিয়ম মেনে ট্রেড করে না।ইমোশনাল হওয়া যাবে না।নিজের সিদ্ধান্তে ট্রেড করা যাবে না।মানি ম্যানেজমেন্ট ফলো না করে ট্রেড করলে, ট্রেডিং স্ট্রাটেজি মেনে না চললে ফরেক্সে সাধারণত লস হয়ে থাকে।

creativeifx
2022-11-25, 09:04 PM
ফরেক্স মার্কেটে লস বা অ্যাকাউন্ট জিরো করে ফেলে এর অনেক কারন আছে, তার মদ্ধে অন্ন তম কারন মানিম্যানেজমেন্ট ভাল ভাবে না শিখে রিয়েল ট্রেড ওপেন করা। আগে আমাদের উচিত ভাল ভাবে ডেমু ট্রেড করে ফরেক্স মার্কেট টাকে বুজা। এতে সময় লাগ্লেও সুফল অনেক।

FRK75
2023-10-27, 08:39 PM
ফরেক্স লসের মূল কারন হচ্ছে আমাদের মধ্যে অতিরিক্ত লোভ কাজ করে এবং ফরেক্স সম্পর্কে না শিখে ইনভেষ্ট করে থাকি। তাই আপনি যদি ফরেক্স করতে চান তাহলে আপনাকে অবশ্যই ফরেক্স মার্কেটে সময় দিয়ে ফরেক্স শিখতে হবে। আপনি যত বেশি শিখবেন, আপনার লস হওয়ার সম্ভাবনা কম থাকবে।ফরেক্সে একমাত্র লসের কারন হলো এখানে আমাদের অদক্ষতা ও অন অবিজ্ঞতার। কেননা এখানে আমরা প্রথম অবস্থায় ভালো করে না বুঝেই রিয়েল ট্রেডিং শুরু করি পাশাপাশি অল্প সময়ে বেশি লাভের আশায় লোভ করে ট্রেড করি যার ফলশ্রুতিতে আমরা লসের সম্মুখীন হই। আপনারা কি বলেন? আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ।

Mas26
2023-10-30, 10:27 AM
ফরেক্স ট্রেডিং লসের কারণ হলো ভাল করে ফরেক্স ট্রেডিং ব্যবসা সম্পর্কে অভিজ্ঞতা অর্জন না করা। আমাদের উচিত ফরেক্স ট্রেডিং ব্যবসা শুরু করার আগে ভালো করে ট্রেডিং করা বুঝে নেওয়া।
ফরেক্স এ লসের মূল কারণ হচ্ছে অদক্ষতা কারণ ফরেক্স মার্কেটে অল্প সময়েই কেই গেইন করতে পারে না আর যারা ফরেক্স এ মূলত লস করে তারা খুব অল্প সময়েই অনেক বেশি ইনকাম করতে চায়, নিজেই লোভ কন্ট্রোল করতে পার না। এলোমেলো ট্রেড এন্ট্রি দেয় আর লস করে এবং অবশেষে নিজের ব্যলেন্স জিরো করে।

FRK75
2024-07-15, 09:39 PM
ফরেক্স লসের মূল কারন হচ্ছে আমাদের মধ্যে অতিরিক্ত লোভ কাজ করে এবং ফরেক্স সম্পর্কে না শিখে ইনভেষ্ট করে থাকি। তাই আপনি যদি ফরেক্স করতে চান তাহলে আপনাকে অবশ্যই ফরেক্স মার্কেটে সময় দিয়ে ফরেক্স শিখতে হবে। আপনি যত বেশি শিখবেন, আপনার লস হওয়ার সম্ভাবনা কম থাকবে। ফরেক্সে একমাত্র লসের কারন হলো এখানে আমাদের অদক্ষতা ও অন অবিজ্ঞতার। কেননা এখানে আমরা প্রথম অবস্থায় ভালো করে না বুঝেই রিয়েল ট্রেডিং শুরু করি পাশাপাশি অল্প সময়ে বেশি লাভের আশায় লোভ করে ট্রেড করি যার ফলশ্রুতিতে আমরা লসের সম্মুখীন হই। আপনারা কি বলেন? আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ

Mas26
2024-07-15, 10:06 PM
ফরেক্স লসের প্রদান কারন লোভ করা। লোভ ২ প্রকার। ইচ্ছাকৃত লোভ আর অনইচ্ছাকৃত লোভ। নতু ট্রেডাররা ইচ্ছাকৃত লোভ করে আর পুরানো ট্রেড্রাররা অনইচ্ছাকৃত লোভ করে। তাই এই লোভ কে বাদ দিয়ে ৩০০০-৫০০০ পিপ্স হাতে রেখে ট্রেড নিন। নতুবা ডেইলি ট্রেড ডেইলি নিন।প্রতিটি ট্রেডে টেক প্রফিট আর স্টোপ লস ইউজ করুন।টেকনিকাল এনালাইসিস ফান্ডামেন্টাল এনালাইসিস আর সেন্টিমেন্টাল এনালাইসিস কাজে লাগিয়ে ট্রেড করুন।