PDA

View Full Version : না বুজে ট্রেড এন্টি দিলে কি ফল হতে পারে।



MINARULRFL100
2020-01-26, 05:33 PM
হারানো অবস্থানে ট্রেড যুক্ত করবেন না।যদিও এটি সাধারণ জ্ঞান, নীতি সম্পর্কে অজ্ঞতা বা এর কর্মসংস্থান সম্পর্কে অসতর্কতা ইতিহাসের ধারাবাহিকতায় বহু ব্যবসায়ীকে বিপর্যয় সৃষ্টি করেছে। কেউ কেউ জানে না যে কয়েক ঘন্টা, দিন বা সপ্তাহ এমনকি কয়েক সপ্তাহের মধ্যে কোনও মুদ্রার জুড়ি কোথায় যাবে। প্রচুর শিক্ষিত অনুমান রয়েছে, তবে দামটি অল্প সময়ের পরে কোথায় হবে সে সম্পর্কে কোনও জ্ঞান নেই। সুতরাং, ট্রেডিং সম্পর্কে একমাত্র নির্দিষ্ট মান। ভবিষ্যতের বিষয়ে তেমন কিছুই বলা যায় না। ফলস্বরূপ, আপনি যদি জুয়া খেলা পছন্দ না করেন তবে হেরে যাওয়া পজিশনে যোগ করার কোনও অর্থ হতে পারে না। প্রাথমিক পরিকল্পনার সাথে মিল রেখে লাল রঙের কোনও অবস্থান নিজে থেকে বেঁচে থাকার অনুমতি দেওয়া যেতে পারে তবে এটিকে যুক্ত করা কখনই একটি পরামর্শদায়ক অনুশীলন হতে পারে না।তাই এই বিষয় গুলো মাথায় রেখে আমাদের ফরেক্স মার্কেটে কাজ করা উচিত।

Goearn.info
2020-01-26, 06:31 PM
না বুঝিয়ে দিলে আপনার অনেক বড় ক্ষতি হতে পারে যেমন আপনি লস করতে পারেন তবে ফরেক্সে রোজগার করা খুবই সহজ আমি মনে করি তিনটি ধাপে আপনাকে ফরেক্স মার্কেটে আসতে হবে যেমন আপনার উপযুক্ত ব্যালেন্স দ্বিতীয়তঃ আপনাকে সংবাদপত্র সঠিকভাবে উপলব্ধি করতে হবে সংবাদ সঠিকভাবে দেখা হলে আপনি যখন একটি ট্রেড নিবেন আপনাকে স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করতে হবে স্টপ লস আর টেক প্রফিট ব্যবহার করার নিয়ম হল আপনাকে প্রতিদিন খেয়াল রাখতে হবে যে মার্কেট প্রতিদিন কতটুকু ওঠানামা করে ঠিক ততটুক হিসাব করে তার তিন ভাগের এক ভাগ হবে আপনার টেক প্রফিট এবং ঠিক ততটুকুই স্টপ লস এবং আপনাকে সাধারণত ভাবে দুই থেকে তিনটা পেয়ারে কাজ করতে হবে এবং সময় ধরে বড় বড় রেড করতে হবে তবেই আপনি সহজেই ভাল রোজগার করতে পারবেন।

MdRubelShaikh
2020-01-26, 07:54 PM
আপনি যে কোন কাজ না বুঝে যদি করতে জান তাহলে বিপদে পরবেন এটাই স্বাভাবিত।ফরেক্স ব্যবসা একটি কিটিক্যাল ব্যবসা এই ব্যবসা যদি আপনি না বুঝে করতে জান তাহলে আপনার অ্যাকাউন্ট জিরো হতে পারে এটাই স্বাভাবিক।তাই আমার মতে ফনেক্স ব্যসসা বুঝুন তারপর ফরেক্স ব্যবসা করুুন।

TanjirKhandokar1994
2020-01-26, 08:12 PM
না বুঝে অন্ধের মতো ট্রেড করলে কখনোই তার ভালো ফল পাওয়া যায় না। শুধু মাত্র ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রেই না যে কোন কাজেই বুঝে শুনে করা উচিত। কেননা অন্ধের মতো কাজ করলে কখনোই সফল হওয়া সম্ভব না। আর ফরেক্স যেহেতু একটি গুরুত্বপূর্ণ অনলাইন বিজনেস সেহেতু এখানে কাজ মানে ট্রেডিং করতে হবে সতর্কতার সাথে। একটু ভুলের কারণেই একাউন্ট জিরো হয়ে যেতে পারে যা কোন ট্রেডারের কাম্য নয়। তাই আগে দক্ষতা ও অবিজ্ঞতা অর্জন করে তারপরেই ট্রেড করা উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ

DIGITALBABU2020
2020-01-27, 11:33 AM
মার্কেটে না বুঝে ট্রেড এন্ট্রি করাটা বিপদজনক। কারণ ফরেক্স মার্কেট কখনো স্থির নয়। ট্রেড করার পূর্বে অবশ্যই মার্কেট এনালাইসিস করে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। এনালাইসিস করলে মার্কেটের মুভমেন্ট সঠিক বোঝা যায় এবং উপযুক্ত সময়ে ট্রেড এন্ট্রি করা যায়। কিন্তু এনালাইসিস ছাড়া কখনো মার্কেটের সঠিক মুভমেন্ট বোঝা সম্ভব নয়। যার কারনে উপযুক্ত সময়ে ট্রেড এন্ট্রি না দেওয়ার কারণে লসে থাকার সম্ভাবনা বেশি থাকে। যা খুব ঝুঁকিপূর্ণ। এমনকি ওই অবস্থা থেকে মার্কেট আরও বিপরীতে চলে যেতে পারে। যার ফলাফল খুব খারাপ হতে পারে। অনেক সময় এর কারণে ব্যালান্স শূন্য হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। তাই কখনোই না বুঝে ট্রেড এন্ট্রি করা উচিত নয়।

alamsat
2020-01-27, 11:53 AM
না বুঝে যদি আপনি প্লেন চালাতে যান তাহলে কি হবে? যদি আপনি না বুঝে প্লেন এ পাইলটের দায়িত্ব পালন করতে যান তাহলে প্লেন হয়ত আকাশে উড়তেও পারে কিন্তু নীচে নামবে না। নামলেও সেটা ঠিক অবস্থায় থাকবে না। তেমনী যদি আপনি না বুঝে ট্রেড করেন তাতে যদিও কোন ক্রমে প্রফিট হয় তবে সেটা দীর্ঘদিন চলবে না। অর্থাৎ যদি আপনি নিয়মিত না বুঝে ট্রেড করতে থাকেন কয়েকটি ট্রেড এ আপনি প্রফিট করতে পারলেও সর্ব শেষে একটি ট্রেড এর সব প্রফিট শেষ হয়ে যাবে। তাই আপনাকে ফরেক্স ট্রেড করতে হলে সঠিক নিয়ম মেনে তিন ধরনের এ্যানালিসিস মেনে ট্রেড করতে হবে। মনে রাখতে হবে সব কাজের একটি নিয়ম আছে সেটা মানলে সফলতা পাওয়া যাই তেমনী ফরেক্স এর নিয়ম না মেনে কোন ক্রমেই দীর্ঘমেয়াদী প্রফিট সম্ভব নয়।

SHARIFfx
2020-01-27, 12:55 PM
না বুজে ট্রেন্ড এন্ট্রি নিলে তো বেলেন্স খালি হবেই। তাই আগে টেকনিকাল এনালাইসিস ফান্ডামেন্টাল এনালাইসিস আর সেন্টিমেন্টাল এনালাইসিস শিখতে হবে। মানিমেনেজমান্ট করে ট্রেড নিতে হবে। ডেইলি কেন্ডেল ফেলো করুন। নিউজ প্রকাশ হবার পরে ট্রেড শুরু করুন।

MANIK6642
2020-01-27, 01:11 PM
ফরেক্স মার্কেটে না বুঝে কখনোই ট্রেড এন্ট্রি দেওয়া ঠিক নয়।এতে আপনার অনেক বড় ক্ষতি হতে পারে। এমনকি আপনার একাউন্ট যেকোন সময় জিরো হয়ে যেতে পারে। ফরেক্স খুবই প্রফিটেবল একটা বিজনেস তাই আমরা অনেক সময় লোভে পড়ে যায়।সবসময়ই ট্রেড করতে ইচ্ছে করে।মনে হয় ট্রেড এন্ট্রি দিলেই মনে হয় লাভ।এজন্য আমরা অনেক সময় না বুঝেই ট্রেড এন্ট্রি দিই।এটা কখনোই ঠিক না।ফরেক্স যেমন প্রফিটেবল তেমনি রিস্কি একটা মার্কেট। এই মার্কেটে প্রফিট করা সহজ নয় কিন্তু অসম্ভব ও নয়। তাই আগে আমাদের প্রফিটের কথা না ভেবে আগে ফরেক্স শিখতে হবে।ফরেক্স এ কখন ট্রেড এন্ট্রি দেওয়ার সঠিক সময় সেটি আগে আপনাকে জানতে হবে। মার্কেটর উঠানামা কখন কেমন থাকে সেই বিষয়ে জ্ঞান থাকতে হবে।কখন স্টপলস কখন টেকপ্রফিট ব্যবহার করতে হয় জানতে হবে।ফরেক্স এ এসব শেখার জন্য নিয়মিত ডেমোতে ট্রেডিং প্র্যাক্টিস করতে হবে। ডেমোতে যত বেশি দক্ষ হতে পারবেন আপনার জন্য ততই বেটার। তাই ফরেক্স এ কখনোই না বুঝে ট্রেড এন্ট্রি দিবেন না। আগে ফরেক্স শিখতে হবে ভালভাবে এরপর ট্রেডিং এর যাইতে হবে তবেই আপনি ফরেক্স এ সফল হতে পারবেন।

expkhaled
2020-01-27, 03:47 PM
না বুঝে ট্রেড নিলে লাভ ও হতে পারে আবার লস ও হতে পারে। যদি বুঝে ট্রেড করেন তাহলে লস করার পরও আপনি কিছু শিখতে পারবেন, আর লাভ হলেও সেটাকে আরও ভালভাবে এনালাইসিস করে মনের মধ্যে গেথে নিতে হবে। ফরেক্স ট্রেড এ আসলে যত ভাল এনালাইসিস করা যাবে তত বেশী ভাল ট্রেড নেওয়া যাবে এবং প্রফিট করা যাবে। তবে যতই ভাল বুজে ট্রেড নেন না কেন মানিম্যানেজমেন্ট অবশ্যই করবেন। তাই মার্কেট বুঝার চেষ্টা করতে হবে।

souravkumarhazra6763
2020-01-28, 06:29 PM
না বুঝে এন্ট্রি নিলে দুই একটা এন্ট্রিতে আপনি লাভ করবেন কিন্তু বেশিরভাগ এন্ট্রিতে আপনি লস করবেন,না বুঝে এন্ট্রি নেওয়ার ফলে আপনি আপনার ব্যালেন্স হারাতে পারেন,তাই না বুঝে এন্ট্রি নেওয়ার থেকে বিরত থাকা উচিত,আমার এন্ট্রি নেওয়ার একটি কারণ থাকতে হবে,তাহলে লস হোক বা লাভ আপনি শিখতে পারবেন।

Emarif1992
2020-01-28, 07:08 PM
না বুঝে ট্রেড এন্ট্রি দিলে আপনার ব্যলেন্স জিরো হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। আপনি নিজে জানেন যে কোন কাজই হোক না কেন, সেই কাজটা যদি আপনি না বুঝে করতে যান, তাহলে অবশ্যই সেই কাজে সফলতা পাওয়ার সম্ভাবনা থাকবে বেশিরভাগ। তাই ফরেক্স ট্রেড করতে হলে অবশ্যই আগে ভালভাবে ফরেক্স সম্পর্কে জানুন, তারপর ট্রেড করুন।

Shohedulla
2020-01-28, 09:48 PM
স্বাভাবিকভাবে না বুঝেশুনে কোন ট্রেডে এন্ট্রি নিলে সে ট্রেডে লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ট্রেড করার জন্য সবসময় পজিশনে ও দেখেশুনে ঢুকা উচিত এবং সেই ট্রেনে আছি যেখানে আপনি ভালো প্রফিট করতে পারবেন।

fxarif
2020-01-28, 10:23 PM
ভাগ্য ভালো হলে প্রফিটে আসবে নয়তো লসে।তবে না বুজে এন্ট্রি দিলে ৯০% ট্রেডে আপনাকে লসের মুখোমুখি হক্তে হবে।

amreta
2020-02-22, 05:56 PM
হারানো অবস্থানে ট্রেড যুক্ত করবেন না।যদিও এটি সাধারণ জ্ঞান, নীতি সম্পর্কে অজ্ঞতা বা এর কর্মসংস্থান সম্পর্কে অসতর্কতা ইতিহাসের ধারাবাহিকতায় বহু ব্যবসায়ীকে বিপর্যয় সৃষ্টি করেছে। কেউ কেউ জানে না যে কয়েক ঘন্টা, দিন বা সপ্তাহ এমনকি কয়েক সপ্তাহের মধ্যে কোনও মুদ্রার জুড়ি কোথায় যাবে। প্রচুর শিক্ষিত অনুমান রয়েছে, তবে দামটি অল্প সময়ের পরে কোথায় হবে সে সম্পর্কে কোনও জ্ঞান নেই। সুতরাং, ট্রেডিং সম্পর্কে একমাত্র নির্দিষ্ট মান। ভবিষ্যতের বিষয়ে তেমন কিছুই বলা যায় না। ফলস্বরূপ, আপনি যদি জুয়া খেলা পছন্দ না করেন তবে হেরে যাওয়া পজিশনে যোগ করার কোনও অর্থ হতে পারে না। প্রাথমিক পরিকল্পনার সাথে মিল রেখে লাল রঙের কোনও অবস্থান নিজে থেকে বেঁচে থাকার অনুমতি দেওয়া যেতে পারে তবে এটিকে যুক্ত করা কখনই একটি পরামর্শদায়ক অনুশীলন হতে পারে না।তাই এই বিষয় গুলো মাথায় রেখে আমাদের ফরেক্স মার্কেটে কাজ করা উচিত।

প্রিয় সদস্য, আমি মোটেও ভাবি না যে যদি আমরা আমাদের দলে একটি ভাল প্রোফাইল রাখতে চাই তবে আমরা এটি সম্পর্কে জ্ঞাত এবং আমাদের এটি সম্পর্কে উদ্বিগ্ন হওয়া উচিত তবে আমরা ভাল কাজ করতে পারি এবং আমাদের অনেক সময় দিতে পারি।

saraa
2020-02-22, 08:38 PM
আমি মনে করি সতর্কতা মন হ'ল ফরেক্স ট্রেডিংয়ের প্রয়োজনীয়তা যদি আপনি সতর্কতা অবলম্বন করে থাকেন তবে আপনি সময়োচিত সিদ্ধান্তের এন্ট্রি নিতে পারেন আমাদের ট্রেডিংয়ের গুরুত্বপূর্ণ বিষয় যদি আপনার এন্ট্রি ঠিক থাকে তবে অবশ্যই আপনার বাণিজ্য লাভে হবে যদি ভুল হয় তবে অবশ্যই আপনি ক্ষতির মুখোমুখি হবেন তবে এই জিনিসটি কেবল তীক্ষ্ণ এবং সতেজ মন দ্বারা আপনার প্রবেশকে সবচেয়ে ভাল করে তুলতে পারে যদি আপনি ভাল প্রবেশের পয়েন্টটির জন্য অপেক্ষা করেন তবে আপনি ক্ষতির মুখোমুখি হন তাই আপনার মনকে সজাগ রাখুন এবং উত্তেজনা বা অন্য কোনও সমস্যায় কখনও বাণিজ্য করবেন না

FREEDOM
2020-04-04, 01:38 PM
না বুঝে ট্রেডে এন্ট্রি নিলে লস খেতে হবে। আমাদেরকে সবসময় মার্কেট এনালাইসিস করে ট্রেড নিতে হবে। আমরা যদি ভালো করে মার্কেট এনালাইসিস না করে শুধু বাই সেল করেই লাভ করতে চাই তাহলে আমরা ফরেক্সে টিকে থাকতে পারবো না শুধু লস গুনে হতাশায় ভুগতে হবে। যদি কেউ একটু চেষ্টা করে মার্কেটে বুজে শুনে ট্রেড করে তবে সে লাভবান হতে পারবে।

black-hill
2020-04-05, 10:29 PM
না বুজে ট্রেড এন্ট্রি করলে যা হবার তাই হবে ৯৯% সম্ভাবনা হচ্ছে সে ট্রেড হতে আপনি লাভের আশা করতে পারবেন না। আর যখন আপনি ট্রেড ক্লোজ করবেন তখন লস নিয়েই ক্লোজ করতে হবে৷ তবে যদি আপনার ভাগ্য সহায় হয় ওই সময় যদি ফরেক্স মার্কেটও তার ধারাবাহিকতা বদলে নেয় তাহলে প্রফিট হতে পারে।

ABDUSSALAM2020
2020-04-05, 10:46 PM
কোন কিছুই না বুঝে বা না জেনে শুনে করা উচিত নয় সে ক্ষেত্রে ভালো ফল আশা করা যায় না ঠিক তেমনি আপনি যদি না বুঝে ট্রেডে এন্ট্রি দেন তাহলে আপনার বিপদের সম্ভাবনা বেশি তাতে করে আপনার লস হবে এমনকি অ্যাকাউন্ট জিরো হয়ে যেতে পারে এজন্য অবশ্যই ভালোভাবে জেনে শুনে বুঝে তারপরে ট্রেনটি দিবেন।
ইন্সটাফরেক্স এমন একটি কাজ আপনি যদি বুঝেশুনে করতে পারেন তাহলে অবশ্যই ভালো মুনাফা অর্জন করবেন যা আপনার প্রয়োজনের থেকেও বেশি কিছু পাবেন কিন্তু যদি না বুঝে শুনে করেন তাহলে আপনি এখান থেকে কিছুই করতে পারবেন না তাই অবশ্যই ট্রেনটি দেয়ার সময় পরিকল্পনা অনুযায়ী কাজ করুন।

Md.Moniruzzaman
2020-04-06, 01:28 AM
না বুঝে ট্রেড এন্টি করলে বেশির ভাগ সময় ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা থাকে।

MDRIAZ777
2020-04-06, 03:13 AM
না বুঝে শুনে ফরেক্স মার্কেটে কোন কারেন্সি তে ট্রেড এন্টি দিলে যেকোনো সময় বড় ধরনের লস এর মধ্য দিয়ে মার্কেট থেকে একেবারে ঝরে পড়তে পারেন। সেই কারণে বলা হয়ে থাকে যে ফরেক্স মার্কেটে অংশগ্রহণের পূর্বে অর্থাৎ ফরেক্স ট্রেডার হওয়ার জন্য নিজেকে প্রথমে ফরেক্স ট্রেডিং জ্ঞান দক্ষতা এবং অভিজ্ঞতায় আলোকিত করে তবেই মার্কেটপ্লেসে অংশগ্রহণ করুন। ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য প্রতিনিয়ত বহুসংখ্যক ট্রেডার এই মার্কেটে যুক্ত হচ্ছে কিন্তু তাই বলে প্রত্যেককেই আমরা যথাযথ জ্ঞান দক্ষতা এবং অভিজ্ঞতা সম্পন্ন ট্রেডার বলতে পারিনা এমন অনেকেই আছেন যারা ফরেক্স মার্কেট থেকে রাতারাতি কোটিপতি হওয়া যায় এই স্বপ্নে বিভোর হয়ে ফরেক্স মার্কেটে বিনিয়োগ করে বিনিয়োগ হারিয়ে পথে বসে গেছে। তাই ফরেক্স মার্কেটে যদি নিজেকে একজন সফল ট্রেডার হিসেবে দেখতে চান এবং এখান থেকে নিজের সম্ভাবনাময় ক্যারিয়ার গড়ে তুলতে চান তবে প্রথমে ফরেক্স ট্রেডিং বিষয়ে জ্ঞান অর্জনে অধিক গুরুত্ব প্রদান করুন নিজেকে ট্রেডিং জ্ঞানে জ্ঞানী করে তুলুন, মার্কেট এনালাইসিস,মানি ম্যানেজমেন্ট ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন করুন তবেই আপনার দ্বারা ফরেক্স ট্রেডিং সম্ভব হবে এবং একসময় আপনি সফল ফরেক্স ট্রেডার এর স্থলাভিষিক্ত হবেন। তাই পরিশেষে বলব সঠিক সময়ে সঠিক ট্রেড এন্ট্রি করে সম্ভাবনাময় প্রফিট অর্জন করার জন্য সর্বপ্রথম নিজেকে একজন অভিজ্ঞতাসম্পন্ন ফরেক্স ট্রেডার এ রূপান্তরিত করুন।

XXXTentacion
2020-04-06, 01:08 PM
নিয়ে আরও বেশি লাভ করতে পারি। তৌ রতকেয়ার অ্যাকাউন্টে আমরা যখন লাভ করি তখন সম্পূর্নতা প্রত্যাহার হয়, তবে আপনার ব্যালেন্সের উপর নির্ভর করে নগর লাভ করতে পারলে আপনার ট্রেডে প্রবেশ করতে হবে। আমি মনে করি আপনার যথাযথ ভারসাম্যের মতো তিন ধাপে আপনার ফরেক্স বাজারে আসা দরকার। দ্বিতীয়ত, আপনাকে সংবাদপত্রটি সঠিকভাবে বুঝতে হবে। আপনাকে স্টপ লস এবং টেক প্রফিটটি ব্যবহার করতে হবে আপনাকে মনে রাখতে.

XXXTentacion
2020-04-06, 01:54 PM
নিয়ে আরও বেশি লাভ করতে পারি। তৌ রতকেয়ার অ্যাকাউন্টে আমরা যখন লাভ করি তখন সম্পূর্নতা প্রত্যাহার হয়, তবে আপনার ব্যালেন্সের উপর নির্ভর করে নগর লাভ করতে পারলে আপনার ট্রেডে প্রবেশ করতে হবে। আমি মনে করি আপনার যথাযথ ভারসাম্যের মতো তিন ধাপে আপনার ফরেক্স বাজারে আসা দরকার। দ্বিতীয়ত, আপনাকে সংবাদপত্রটি সঠিকভাবে বুঝতে হবে। আপনাকে স্টপ লস এবং টেক প্রফিটটি ব্যবহার করতে হবে আপনাকে মনে রাখতে.

KF84
2020-06-22, 03:11 AM
ফরেক্স মার্কেটে অংশগ্রহণের পূর্বে অর্থাৎ ফরেক্স ট্রেডার হওয়ার জন্য নিজেকে প্রথমে ফরেক্স ট্রেডিং জ্ঞান দক্ষতা এবং অভিজ্ঞতায় আলোকিত করে তবেই মার্কেটপ্লেসে অংশগ্রহণ করুন । ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য প্রতিনিয়ত বহুসংখ্যক ট্রেডার এই মার্কেটে যুক্ত হচ্ছে কিন্তু তাই বলে প্রত্যেককেই আমরা যথাযথ জ্ঞান দক্ষতা এবং অভিজ্ঞতা সম্পন্ন ট্রেডার বলতে পারিনা । এমন অনেকেই আছেন যারা ফরেক্স মার্কেট থেকে রাতারাতি কোটিপতি হওয়া যায় এই স্বপ্নে বিভোর হয়ে ফরেক্স মার্কেটে বিনিয়োগ করে বিনিয়োগ হারিয়ে পথে বসে গেছে । তাই ফরেক্স মার্কেটে যদি নিজেকে একজন সফল ট্রেডার হিসেবে দেখতে চান এবং এখান থেকে নিজের সম্ভাবনাময় ক্যারিয়ার গড়ে তুলতে চান তবে প্রথমে ফরেক্স ট্রেডিং বিষয়ে জ্ঞান অর্জনে অধিক গুরুত্ব প্রদান করুন ।

K.K.BABY
2020-06-22, 09:08 AM
না বুজে ট্রেড এন্ট্রি নেওয়া কখনো উচিত নয় কারন না বুঝে ট্রেড এন্ট্রি নেওয়া আর সাতার না জেনে নদীতে ঝাপ দেওয়া একজিনিস।আপনি সাতার না জেনে যদি নদীতে ঝাপ দেন তাহলে যেমন আপনার মৃত্যু অনিবার্য ঠিক তেমনি আপনি যদি না বুঝে ট্রেড এন্ট্রি নিয়ে থাকেন তাহলে লস করবেন।তাই ভালো করে এনালাইসিস করে তার পর ট্রেড এন্ট্রি নিতে হবে তাহলে আমরা ভালো প্রফিট করতে পারবো।

Mahmud1984fx
2020-06-22, 09:18 AM
না বুঝে ট্রেড করলে ভাগ্য যদি অনুকূল হয় তাহলে ভাল প্রফিট হতে পারে,নচেত ব্যালেন্স জিরো। তবে অভিজ্ঞতা বলে প্রথম ২/১বার ভাল প্রফিট হলেও অধিকাংশ ট্রেডে লস হয় এবং বার বার ব্যালেন্স জিরো হয়। কারণ ফরেক্স বিজনেস না বুঝে করার মত কোন ব্যবসা নয়। অন্যান্য সাধারণ ব্যবসা যেমন পণ্য ক্রয় করে কিছু লাভে বিক্রয় করার মাধ্যমে প্রফিট হয়ে যায়- এখানে বোঝার তেমন কিছু নেই। কিন্তু ফরেক্স ব্যবসা অনেক বুঝে-শুনে, এ্যানালাইসিস করে বিভিন্ন নিয়ম কানুন ফলো করে ট্রেড করার মাধ্যমে প্রফিট করতে হয়। ফরেক্সে অন্ধকারে ঢিল ছোড়া যাবে না।

FATEMARUMA
2020-06-22, 09:53 AM
না বুঝে ট্রেড এন্ট্রি নিলে কখনো কখনো লাভ হতে পারে। তবে স্থায়ী সফলতার জন্য আপনাকে অবশ্যই কাজ আগে ভাল করে শিখে বুঝেছো যে তারপর ট্রেড করা উচিত।

Hridoy6763
2020-06-22, 10:01 AM
ফরেক্স মার্কেট এ না বুঝে ট্রেড করলে ফলাফল লস হতে পারে,ফরেক্স মার্কেট এ এন্ট্রি নেওয়ার সময় আপনাকে অব্যশই মার্কেট এন্যালাইসিস করে বুঝে শুনে ট্রেড নিতে হবে অন্যথায় আপনি আপনার এন্ট্রি তে লাভ করতে পারবেন না,ফরেক্স একটি স্মার্ট বিজিনেস আপনি যত বেশি ভালো বুঝে এন্ট্রি নিতে পারবেন ততো বেশি প্রফিট করতে পারবেন।

HASIBURRAHMAN
2020-06-22, 10:07 AM
না বুঝে ট্রেডমিলে বেশিরভাগ ক্ষেত্রে লস হওয়ার সুযোগ থাকে। তাই আমাদের প্রত্যেকের উচিত ফরেক্স মার্কেট সম্পর্কে যথাযথ জ্ঞান অর্জনের পর নিজের যোগ্যতা এবং অভিজ্ঞতার উপর বিশ্বাস আছে তাহলে তারপর ধারাবাহিকভাবে ট্রেড করা।

FATEMAKHATUN
2020-06-22, 10:23 AM
বুঝে হোক আর না বুঝেই হোক ফরেক্স ট্রেডিং করে আয় করতে পারেন। তবে স্থায়ী সফলতার জন্য আপনাকে ফরেক্স সম্পর্কে যথাযথ ধারণা থাকতে হবে। আর মার্কেট এনালাইসিস করা শিখতে হবে।

Suriya Sultana Hira
2020-06-22, 10:50 AM
ফরেক্স ট্রেডিং মার্কেটে না বুঝে কোনো পেয়ারে ট্রেড এন্ট্রি নিলে তার ফলাফল খুব ভয়ানক হতে পারে আবার ভাগ্য ভালো থাকলে ভালো ও হতে পারে । তবে ভালো হওয়ার থেকে খারাপটাই বেশি হয়ে থাকে । তাই কোনো পেয়ারে ট্রেড এন্ট্রি নেওয়ার আগে অবশ্যই সেই পেয়ারের মার্কেট ভালো করে এনালাইসিস করে তারপর ট্রেড ওপেন করতে হবে,,,,, ধন্যবাদ ।

Hasinapx
2020-06-22, 11:17 AM
না বুঝে ট্রেড এ্যান্ট্রি দিলে ফল ভাল হয় না। ফরেক্স সম্পর্কে ভাল জ্ঞান অর্জন,বাস্তব অভিজ্ঞতা অর্জন,মার্কেট এ্যানালাইসিস করা,মানি ম্যানেজমেন্ট অনুসরণ ,লট/ভলিউম,টেক প্রফিট-স্টপ লস ইত্যাদি মেইনটেন করেই এই ব্যবসা করতে হয়। যারা এগুলো সম্পর্কে অবগত নয় বা জানে না বা কোন অভিজ্ঞতা নেই তাদের জন্য ফরেক্স ব্যবসা নয়। কারণ যারা না বুঝে ফরেক্স ট্রেড করে তারা মাঝে মাঝে প্রফিট করতে পারলেও বাস্তবে ব্যালেন্স জিরো হতেই থাকে এবং শেষে বিদায় নিতে হয়।

konok
2020-06-22, 12:03 PM
মার্কেটে না বুঝে ট্রেড এন্ট্রি করাটা বিপদজনক। কারণ ফরেক্স মার্কেট কখনো স্থির নয়। ট্রেড করার পূর্বে অবশ্যই মার্কেট এনালাইসিস করে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। এনালাইসিস করলে মার্কেটের মুভমেন্ট সঠিক বোঝা যায় এবং উপযুক্ত সময়ে ট্রেড এন্ট্রি করা যায়। কিন্তু এনালাইসিস ছাড়া কখনো মার্কেটের সঠিক মুভমেন্ট বোঝা সম্ভব নয়। যার কারনে উপযুক্ত সময়ে ট্রেড এন্ট্রি না দেওয়ার কারণে লসে থাকার সম্ভাবনা বেশি থাকে। যা খুব ঝুঁকিপূর্ণ। এমনকি ওই অবস্থা থেকে মার্কেট আরও বিপরীতে চলে যেতে পারে। যার ফলাফল খুব খারাপ হতে পারে।

Sakib42
2020-06-22, 02:48 PM
হারানো অবস্থানে ট্রেড যুক্ত করবেন না।যদিও এটি সাধারণ জ্ঞান, নীতি সম্পর্কে অজ্ঞতা বা এর কর্মসংস্থান সম্পর্কে অসতর্কতা ইতিহাসের ধারাবাহিকতায় বহু ব্যবসায়ীকে বিপর্যয় সৃষ্টি করেছে। কেউ কেউ জানে না যে কয়েক ঘন্টা, দিন বা সপ্তাহ এমনকি কয়েক সপ্তাহের মধ্যে কোনও মুদ্রার জুড়ি কোথায় যাবে। প্রচুর শিক্ষিত অনুমান রয়েছে, তবে দামটি অল্প সময়ের পরে কোথায় হবে সে সম্পর্কে কোনও জ্ঞান নেই। সুতরাং, ট্রেডিং সম্পর্কে একমাত্র নির্দিষ্ট মান। ভবিষ্যতের বিষয়ে তেমন কিছুই বলা যায় না। ফলস্বরূপ, আপনি যদি জুয়া খেলা পছন্দ না করেন তবে হেরে যাওয়া পজিশনে যোগ করার কোনও অর্থ হতে পারে না। প্রাথমিক পরিকল্পনার সাথে মিল রেখে লাল রঙের কোনও অবস্থান নিজে থেকে বেঁচে থাকার অনুমতি দেওয়া যেতে পারে তবে এটিকে যুক্ত করা কখনই একটি পরামর্শদায়ক অনুশীলন হতে পারে না।তাই এই বিষয় গুলো মাথায় রেখে আমাদের ফরেক্স মার্কেটে কাজ করা উচিত।

আসলে অনেক সময় বুঝে ট্রেড দিলেও লস হওয়ার সম্ভাবনা থাকে আবার না বুঝে ট্রেড দিলেও লাভ হওয়ার সম্ভাবনা থাকে তাই আপনি একদম বলতে পারবেন না যে আপনি লস খাবেন না বুঝে ট্রেড দিয়ে,অনেক সময় না বুঝাটাও ভালো রূপ নেয় তাই হতাশ না হওয়া ভালো।

muslima
2020-06-24, 01:29 AM
এখান থেকে নিজের সম্ভাবনাময় ক্যারিয়ার গড়ে তুলতে চান তবে প্রথমে ফরেক্স ট্রেডিং বিষয়ে জ্ঞান অর্জনে অধিক গুরুত্ব প্রদান করুন নিজেকে ট্রেডিং জ্ঞানে জ্ঞানী করে তুলুন, মার্কেট এনালাইসিস,মানি ম্যানেজমেন্ট ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন করুন । তবেই আপনার দ্বারা ফরেক্স ট্রেডিং সম্ভব হবে । আপনি সাতার না জেনে যদি নদীতে ঝাপ দেন তাহলে যেমন আপনার মৃত্যু অনিবার্য ঠিক তেমনি আপনি যদি না বুঝে ট্রেড এন্ট্রি নিয়ে থাকেন তাহলে লস করবেন।তাই ভালো করে এনালাইসিস করে তার পর ট্রেড এন্ট্রি নিতে হবে তাহলে আমরা ভালো প্রফিট করতে পারবো।

Mas26
2020-06-24, 01:30 AM
মার্কেটে না বুঝে ট্রেড এন্ট্রি করাটা বিপদজনক। কারণ ফরেক্স মার্কেট কখনো স্থির নয়। ট্রেড করার পূর্বে অবশ্যই মার্কেট এনালাইসিস করে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। এনালাইসিস করলে মার্কেটের মুভমেন্ট সঠিক বোঝা যায় এবং উপযুক্ত সময়ে ট্রেড এন্ট্রি করা যায়। কিন্তু এনালাইসিস ছাড়া কখনো মার্কেটের সঠিক মুভমেন্ট বোঝা সম্ভব নয়। যার কারনে উপযুক্ত সময়ে ট্রেড এন্ট্রি না দেওয়ার কারণে লসে থাকার সম্ভাবনা বেশি থাকে। যা খুব ঝুঁকিপূর্ণ। এমনকি ওই অবস্থা থেকে মার্কেট আরও বিপরীতে চলে যেতে পারে। যার ফলাফল খুব খারাপ হতে পারে। অনেক সময় এর কারণে ব্যালান্স শূন্য হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। তাই কখনোই না বুঝে ট্রেড এন্ট্রি করা উচিত নয়।

Devdas
2020-07-15, 01:52 PM
আন্দাজেই কোন কিছুর ফল ভাল হয় না। আর ফরেক্স মার্কেট এ তো আর কঠিন বেপার। আপনি যদি ফরেক্স এ আন্তাজেই ফরেক্স এ ট্রেড করেন তাহলে আপনি সাফলতা অর্জন হবে কি না তার কোন নিশ্চয়তা নেই। না বুঝে ট্রেড করা মানেই আপনি ফরেক্স থেকে লস করলেন। তাই আমার মতে আগে ফরেক্স মার্কেট সম্পর্কে সবকিছু শিখুন তারপর সঠিক টার্গেট করে ট্রেড করুন দেখবেন আপনি ফরেক্স থেকে ভাল ফল পাচ্ছেন।

KAZIMAJHARULISLAM
2020-07-15, 03:37 PM
আপনাকে যদি কোন প্রকার কোন প্রশিক্ষণ ছাড়াই, কোন প্রকার নকশা এবং কোন প্রকার লাইট ছাড়া যদি আপনাকে কোন অন্ধকার গুহায় ছেড়ে দেয়া হয়, তাহলে আপনি ওই অন্ধকার গুহায় হোঁচট খাবেন ,হুমড়ি খেয়ে পড়বেন এটাই স্বাভাবিক।তেমনি ফরেক্সে ও না জেনে ,না বুঝে এন্ট্রি নেয়া ওই অন্ধকার গুহায় লাইট ছাড়া চলার মত।কেননা ফরেক্সে আপনি যতটা অভিজ্ঞ হবেন এবং সঠিক সময়ে সিদ্ধান্ত গ্রহণ করার জন্য যতটা বিচক্ষণ হবেন, আপনার মুনাফা অর্জনের পরিমাণ ঠিক ততটাই বেশি হবে।তাই অবশ্যই ফরেক্সে ট্রেডিং করার পূর্বে আপনাকে ফরেক্স সম্পর্কে প্রচুর জ্ঞান অর্জন করতে হবে এবং ডেমো ট্রেডিং এর মাধ্যমে অভিজ্ঞতা ও দক্ষতা বৃদ্ধি করে তারপর রিয়েল ট্রেডিং শুরু করতে হবে। তা না হলে লাইট ছাড়া ঐ অন্ধকার গুহায় চলার মত ফলাফল হবে।

MISNIVA777
2020-07-15, 04:18 PM
ফরেক্স করতে হলে একজন অভিজ্ঞ লোকের কাছ থেকে পরামর্শ নিয়ে আগে শিখতে হবে,ফরেক্সে ট্রেড কিভাবে করতে হয়।না বুঝে ট্রেড করলে লাভ তো কনভাবেই আশা করা যাবে না।বরং লসের সম্ভাবনা বেশি হয়ে যায়। অনেকেই আছেন যারা ফরেক্স এ ট্রেড না বুঝে করার ফলে লাভ তো করতেই পারে না বরং যেটা মূলধন সেটাও নষ্ট হয়ে যায়।

Hredy
2020-07-15, 05:40 PM
আপনি যে কোন কাজ না বুঝে যদি করতে জান তাহলে বিপদে পরবেন এটাই স্বাভাবিত।ফরেক্স ব্যবসা একটি কিটিক্যাল ব্যবসা এই ব্যবসা যদি আপনি না বুঝে করতে জান তাহলে আপনার অ্যাকাউন্ট জিরো হতে পারে এটাই স্বাভাবিক।তাই আমার মতে ফনেক্স ব্যসসা বুঝুন তারপর ফরেক্স ব্যবসা করুুন।

Devdas
2020-07-15, 05:52 PM
ফরেক্স এ না বুঝে ট্রেড করলে আপনি হয়তো ৫ টা ট্রেড এর মধ্যে ২ টা বা ৩টা প্রফিট করতে পারেন আবার ১টা প্রফিট করতে পারেন এমনকি আপনি একটি,তেও প্রফিট করতে পারেন নি। এতে আপনার লস হবে এবং আপনার একাউন্ট জিরো পযর্ন্ত হয়ে যেতে পারে। তাই না বুঝে ট্রেড করা উচিত নয়। বুঝে ট্রেড করলে আপনি ভাল ফল পেতে পারেন।

NEWVISION2020
2020-07-15, 06:13 PM
চোখ বন্ধ করে রাস্তা দিয়ে হাঁটলে যেমন গর্তে পড়ে যেতে হয় ঠিক তেমনি না বুঝে ট্রেড করলে লাভের পরিবর্তে লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে।তবে কোনো কোনো সময় না বুঝে ট্রেড করলে প্রফিট হলেও স্থায়ীভাবে মার্কেটে টিকে থাকা সম্ভব না। এজন্য মার্কেটে টিকে থেকে ব্যবসা করতে চাইলে অবশ্যই আমাদের খুব ভালোভাবে মার্কেট এনালাইসিস করে মানি ম্যানেজমেন্ট মেনে জেনে বুঝে ট্রেড করতে হবে। অন্যথায় ডিপোজিট করা ব্যালেন্স হারিয়ে ফরেক্স মার্কেট থেকে সরে যেতে হবে।

IFXmehedi
2020-07-15, 07:02 PM
হারানো অবস্থানে ট্রেড যুক্ত করবেন না।যদিও এটি সাধারণ জ্ঞান, নীতি সম্পর্কে অজ্ঞতা বা এর কর্মসংস্থান সম্পর্কে অসতর্কতা ইতিহাসের ধারাবাহিকতায় বহু ব্যবসায়ীকে বিপর্যয় সৃষ্টি করেছে। কেউ কেউ জানে না যে কয়েক ঘন্টা, দিন বা সপ্তাহ এমনকি কয়েক সপ্তাহের মধ্যে কোনও মুদ্রার জুড়ি কোথায় যাবে। প্রচুর শিক্ষিত অনুমান রয়েছে, তবে দামটি অল্প সময়ের পরে কোথায় হবে সে সম্পর্কে কোনও জ্ঞান নেই। সুতরাং, ট্রেডিং সম্পর্কে একমাত্র নির্দিষ্ট মান। ভবিষ্যতের বিষয়ে তেমন কিছুই বলা যায় না। ফলস্বরূপ, আপনি যদি জুয়া খেলা পছন্দ না করেন তবে হেরে যাওয়া পজিশনে যোগ করার কোনও অর্থ হতে পারে না। প্রাথমিক পরিকল্পনার সাথে মিল রেখে লাল রঙের কোনও অবস্থান নিজে থেকে বেঁচে থাকার অনুমতি দেওয়া যেতে পারে তবে এটিকে যুক্ত করা কখনই একটি পরামর্শদায়ক অনুশীলন হতে পারে না।তাই এই বিষয় গুলো মাথায় রেখে আমাদের ফরেক্স মার্কেটে কাজ করা উচিত।

ভাই ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আপনাকে কোন কিছু বুঝতে হবে না, শুধু ট্রেড ওপেন অথবা ক্লোজ করতে পারলেই হয় । কিন্তু আপনি যদি এই ট্রেডিং করে অর্থ উপার্জন করতে চান তাহলে আপনাকে অনেক কিছু বিষয় খুব ভালোভাবে শিখতে হবে । আর আপনি যদি সেটা না করেন তাহলে আপনি এই মার্কেট থেকে অর্থোপার্জন তো দূরের কথা নিজের সর্বস্ব হারাতে বাধ্য । তাই এখন আপনি নিজেই বুঝুন আপনি কি করবেন । তাই ট্রেড করতে হলে আপনাকে অবশ্যই বুঝে শুনে তারপরে ট্রেডিং করতে হবে ।

milu
2020-07-16, 11:19 AM
ফরেক্স মার্কেট এ না বুঝে ট্রেড করলে ফলাফল লস হতে পারে,ফরেক্স মার্কেট এ এন্ট্রি নেওয়ার সময় আপনাকে অব্যশই মার্কেট এন্যালাইসিস করে বুঝে শুনে ট্রেড নিতে হবে অন্যথায় আপনি আপনার এন্ট্রি তে লাভ করতে পারবেন না।যারা এগুলো সম্পর্কে অবগত নয় বা জানে না বা কোন অভিজ্ঞতা নেই তাদের জন্য ফরেক্স ব্যবসা নয়। কারণ যারা না বুঝে ফরেক্স ট্রেড করে তারা মাঝে মাঝে প্রফিট করতে পারলেও বাস্তবে ব্যালেন্স জিরো হতেই থাকে এবং শেষে বিদায় নিতে হয়।

Md.shohag
2020-07-16, 11:27 AM
মার্কেটে না বুঝে ট্রেড এন্ট্রি করাটা বিপদজনক। কারণ ফরেক্স মার্কেট কখনো স্থির নয়। ট্রেড করার পূর্বে অবশ্যই মার্কেট এনালাইসিস করে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। এনালাইসিস করলে মার্কেটের মুভমেন্ট সঠিক বোঝা যায় এবং উপযুক্ত সময়ে ট্রেড এন্ট্রি করা যায়। কিন্তু এনালাইসিস ছাড়া কখনো মার্কেটের সঠিক মুভমেন্ট বোঝা সম্ভব নয়। যার কারনে উপযুক্ত সময়ে ট্রেড এন্ট্রি না দেওয়ার কারণে লসে থাকার সম্ভাবনা বেশি থাকে। যা খুব ঝুঁকিপূর্ণ। এমনকি ওই অবস্থা থেকে মার্কেট আরও বিপরীতে চলে যেতে পারে। যার ফলাফল খুব খারাপ হতে পারে। অনেক সময় এর কারণে ব্যালান্স শূন্য হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। তাই কখনোই না বুঝে ট্রেড এন্ট্রি করা উচিত নয়।

Fardin02
2020-07-26, 02:01 PM
অ্যাকাউন্টে আমরা যখন লাভ করি তখন সম্পূর্নতা প্রত্যাহার হয়, তবে আপনার ব্যালেন্সের উপর নির্ভর করে নগর লাভ করতে পারলে আপনার ট্রেডে প্রবেশ করতে হবে। আমি মনে করি আপনার যথাযথ ভারসাম্যের মতো তিন ধাপে আপনার ফরেক্স বাজারে আসা দরকার। দ্বিতীয়ত, আপনাকে সংবাদপত্রটি সঠিকভাবে বুঝতে হবে। তাই কোনো পেয়ারে ট্রেড এন্ট্রি নেওয়ার আগে অবশ্যই সেই পেয়ারের মার্কেট ভালো করে এনালাইসিস করে তারপর ট্রেড ওপেন করতে হবে,

jimislam
2020-09-27, 06:16 PM
আপনাকে যদি কোন প্রকার কোন প্রশিক্ষণ ছাড়াই, কোন প্রকার নকশা এবং কোন প্রকার লাইট ছাড়া যদি আপনাকে কোন অন্ধকার গুহায় ছেড়ে দেয়া হয়, তাহলে আপনি ওই অন্ধকার গুহায় হোঁচট খাবেন ,হুমড়ি খেয়ে পড়বেন এটাই স্বাভাবিক। এমনকি ওই অবস্থা থেকে মার্কেট আরও বিপরীতে চলে যেতে পারে। যার ফলাফল খুব খারাপ হতে পারে। অনেক সময় এর কারণে ব্যালান্স শূন্য হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। তাই কখনোই না বুঝে ট্রেড এন্ট্রি করা উচিত নয়।

sss21
2020-09-27, 06:34 PM
না বুঝে ট্রেড এন্ট্রি নিলে কখনো কখনো লাভ হতে পারে। তবে স্থায়ী সফলতার জন্য আপনাকে অবশ্যই কাজ আগে ভাল করে শিখে বুঝেছো যে তারপর ট্রেড করা উচিত।

jimislam
2020-09-27, 07:04 PM
আমি মনে করি সতর্কতা মন হ'ল ফরেক্স ট্রেডিংয়ের প্রয়োজনীয়তা যদি আপনি সতর্কতা অবলম্বন করে থাকেন তবে আপনি সময়োচিত সিদ্ধান্তের এন্ট্রি নিতে পারেন আমাদের ট্রেডিংয়ের গুরুত্বপূর্ণ বিষয় যদি আপনার এন্ট্রি ঠিক থাকে তবে অবশ্যই আপনার বাণিজ্য লাভে হবে,না বুঝে ট্রেড করলে লাভ তো কনভাবেই আশা করা যাবে না।বরং লসের সম্ভাবনা বেশি হয়ে যায়। অনেকেই আছেন যারা ফরেক্স এ ট্রেড না বুঝে করার ফলে লাভ তো করতেই পারে না বরং যেটা মূলধন সেটাও নষ্ট হয়ে যায়।

jimislam
2020-09-27, 07:37 PM
নিয়ে আরও বেশি লাভ করতে পারি। তৌ রতকেয়ার অ্যাকাউন্টে আমরা যখন লাভ করি তখন সম্পূর্নতা প্রত্যাহার হয়, তবে আপনার ব্যালেন্সের উপর নির্ভর করে নগর লাভ করতে পারলে আপনার ট্রেডে প্রবেশ করতে হবে। বুঝে ট্রেড করলে লাভ তো কনভাবেই আশা করা যাবে না।বরং লসের সম্ভাবনা বেশি হয়ে যায়। অনেকেই আছেন যারা ফরেক্স এ ট্রেড না বুঝে করার ফলে লাভ তো করতেই পারে না বরং যেটা মূলধন সেটাও নষ্ট হয়ে যায়।

jimislam
2020-09-27, 08:31 PM
না বুঝে ট্রেড এন্ট্রি দিলে আপনার ব্যলেন্স জিরো হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। আপনি নিজে জানেন যে কোন কাজই হোক না কেন, সেই কাজটা যদি আপনি না বুঝে করতে যান, আপনি একটি,তেও প্রফিট করতে পারেন নি। এতে আপনার লস হবে এবং আপনার একাউন্ট জিরো পযর্ন্ত হয়ে যেতে পারে। তাই না বুঝে ট্রেড করা উচিত নয়। বুঝে ট্রেড করলে আপনি ভাল ফল পেতে পারেন।

Fahim420
2020-09-27, 09:01 PM
আপনি যেকোন কাজে না বুঝে করলে বিপদে পড়বেন এটাই স্বাভাবিক। তাই ফরেক্সের ক্ষেত্রে ও স্বাভাবিক আপনি না বুঝে ট্রেড এন্ট্রি নিলে লস করবেন তাই মার্কেট না বুঝে ট্রেড এন্ট্রি নেওয়া থেকে বিরত থাকুন। না বুঝে এন্ট্রি নিলে আপনার একাউন্টের ফল হতে পারে জিরো। তাই মার্কেটে ট্রেড করার আগে মার্কেট খুজে এনালাইসসি করে কারন বের করে ট্রেড করুন তারপর ট্রেডিং এন্ট্রি নিন।

Starship
2020-09-27, 11:13 PM
ফরেক্স অনুমানের উপর নির্ভর করে কখনো সফল হওয়া যায় না। না বুঝে ফরেক্স মার্কেটে ট্রেড করা মানে অন্ধকারে ঢিল ছোড়া। না বুঝে ট্রেড করার ফলে কখনো কেউ প্রফিট করতে পারে না বা ব্যালেন্স টিকিয়ে রাখতে পারেনা। ফরেক্স থেকে প্রফিট করতে হলে অবশ্যই ফরেক্স মার্কেট সম্পর্কে অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করা ছাড়া সম্ভব নয়।
এমন অনেকে রয়েছে যারা অনুমানের উপর ট্রেড করার পরে ফরেস্ট থেকে খুব দ্রুতই ছিটকে গেছেন বা ঝড়ে পড়েছেন। তাই ফরেক্সে প্রচুর পরিমাণে ডেমো এমাউন্টে ট্রেড অনুশীলন করতে হবে, ট্রেড বিষয়ে এনালাইসিস করে জানতে হবে। তাহলে ফরেক্স থেকে প্রচুর আয় করা সম্ভব নতুবা কোনোভাবেই সম্ভব নয়।

zakia
2020-10-04, 06:58 PM
মার্কেটে না বুঝে ট্রেড এন্ট্রি করাটা বিপদজনক। কারণ ফরেক্স মার্কেট কখনো স্থির নয়। ট্রেড করার পূর্বে অবশ্যই মার্কেট এনালাইসিস করে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। এনালাইসিস করলে মার্কেটের মুভমেন্ট সঠিক বোঝা যায় এবং উপযুক্ত সময়ে ট্রেড এন্ট্রি করা যায়। কিন্তু এনালাইসিস ছাড়া কখনো মার্কেটের সঠিক মুভমেন্ট বোঝা সম্ভব নয়। না বুজে ট্রেড এন্ট্রি নেওয়া কখনো উচিত নয় কারন না বুঝে ট্রেড এন্ট্রি নেওয়া আর সাতার না জেনে নদীতে ঝাপ দেওয়া একজিনিস।আপনি সাতার না জেনে যদি নদীতে ঝাপ দেন তাহলে যেমন আপনার মৃত্যু অনিবার্য ঠিক তেমনি আপনি যদি না বুঝে ট্রেড এন্ট্রি নিয়ে থাকেন তাহলে লস করবেন।তাই ভালো করে এনালাইসিস করে তার পর ট্রেড এন্ট্রি নিতে হবে তাহলে আমরা ভালো প্রফিট করতে পারবো।

samun
2020-10-05, 03:10 PM
আসলে ফরেক্স দক্ষতার সাথে ভাগ্যের ওপরও অনেকটাই নির্ভর করে। অনেক সময় দেখা যায় ফরেক্স ট্রেডিং মার্কেটে না বুঝে কোনো পেয়ারে ট্রেড এন্ট্রি নিলে তার ফলাফল খুব ভয়ানক হতে পারে আবার ভাগ্য ভালো থাকলে ভালো ও হতে পারে । তবে ভালো হওয়ার থেকে খারাপটাই বেশি হয়ে থাকে । তাই কোনো পেয়ারে ট্রেড এন্ট্রি নেওয়ার আগে অবশ্যই সেই পেয়ারের মার্কেট ভালো করে এনালাইসিস করে তারপর ট্রেড ওপেন করতে হবে। তাই যাই করি না কেন অবশ্যই তার সম্পর্কে জ্ঞান অর্জন করে সে বিষয়ে কাজ করতে হবে।

FRK75
2020-12-16, 10:49 AM
বুঝে ট্রেডে এন্ট্রি নিলে লস খেতে হবে। আমাদেরকে সবসময় মার্কেট এনালাইসিস করে ট্রেড নিতে হবে। আমরা যদি ভালো করে মার্কেট এনালাইসিস না করে শুধু বাই সেল করেই লাভ করতে চাই তাহলে আমরা ফরেক্সে টিকে থাকতে পারবো না শুধু লস গুনে হতাশায় ভুগতে হবে। যদি কেউ একটু চেষ্টা করে মার্কেটে বুজে শুনে ট্রেড করে তবে সে লাভবান হতে পারবে।তাই পরিশেষে বলব সঠিক সময়ে সঠিক ট্রেড এন্ট্রি করে সম্ভাবনাময় প্রফিট অর্জন করার জন্য সর্বপ্রথম নিজেকে একজন অভিজ্ঞতাসম্পন্ন ফরেক্স ট্রেডার এ রূপান্তরিত করুন।

Sid
2020-12-16, 11:20 AM
এনালাইসিস করলে মার্কেটের মুভমেন্ট সঠিক বোঝা যায় এবং উপযুক্ত সময়ে ট্রেড এন্ট্রি করা যায়। কিন্তু এনালাইসিস ছাড়া কখনো মার্কেটের সঠিক মুভমেন্ট বোঝা সম্ভব নয়। যার কারনে উপযুক্ত সময়ে ট্রেড এন্ট্রি না দেওয়ার কারণে লসে থাকার সম্ভাবনা বেশি থাকে। যা খুব ঝুঁকিপূর্ণ। এমনকি ওই অবস্থা থেকে মার্কেট আরও বিপরীতে চলে যেতে পারে। যার ফলাফল খুব খারাপ হতে পারে। অনেক সময় এর কারণে ব্যালান্স শূন্য হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। তাই কখনোই না বুঝে ট্রেড এন্ট্রি করা উচিত নয়।

Suruj
2020-12-16, 12:35 PM
না বুজে ট্রেড এন্টি দিলে আপনি ফরেক্স এ ট্রেডিং এ বিপুল পরিমান লসের এর সম্মুখীন হতে পারেন । তাই ফরেক্স এ বুঝেশুনে ফরেক্স এ ট্রেড ওপেন করতে হবে ।তাই ফরেক্স এ মানি ম্যানেজমেন্ট ও ভালো মার্কেট এ্যানালাইসিস প্রয়োজন । তাই ফরেক্স এ সফলতা লাভের জন্য অভিজ্ঞতা প্রয়োজন । আপনি যদি ফরেক্স এ না বুঝে ট্রেড করার জন্য আপনার একাউন্ট শূন্য হতে পারে ।

Sun
2020-12-22, 04:10 PM
আপনি যে কোন কাজ না বুঝে যদি করতে জান তাহলে বিপদে পরবেন এটাই স্বাভাবিত।ফরেক্স ব্যবসা একটি কিটিক্যাল ব্যবসা এই ব্যবসা যদি আপনি না বুঝে করতে জান তাহলে আপনার অ্যাকাউন্ট জিরো হতে পারে এটাই স্বাভাবিক।তাই আমার মতে ফনেক্স ব্যসসা বুঝুন তারপর ফরেক্স ব্যবসা করুুন।

Devdas
2020-12-22, 04:31 PM
ফরেক্স এ না বুঝে ট্রেড করলে আপনি অবশ্যই লস করবেন। এমকি আপনার একাউন্ট ও জিরো হয়ে যেতে পারে। তাই আমি মনে করি যে ফরেক্স এ ট্রেড করার সময় বুঝেশুনে ট্রেড করা উচিত। কেননা না বুঝে ট্রেড করলে আপনি লস করবেন আর লস করলেই আপনার একাউন্ট জিরো পযর্ন্ত হয়ে যেতে পারে। তাই না বুঝে ট্রেড করা ঠিক হবে না। ট্রেড করার সময় বুঝে শুনে ট্রেড করব যাতে লস না হয়ে লাভ করতে পারি।

Smd
2020-12-22, 06:17 PM
ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রেই না যে কোন কাজেই বুঝে শুনে করা উচিত। কেননা অন্ধের মতো কাজ করলে কখনোই সফল হওয়া সম্ভব না। আর ফরেক্স যেহেতু একটি গুরুত্বপূর্ণ অনলাইন বিজনেস সেহেতু এখানে কাজ মানে ট্রেডিং করতে হবে সতর্কতার সাথে। ফরেক্স ট্রেড এ আসলে যত ভাল এনালাইসিস করা যাবে তত বেশী ভাল ট্রেড নেওয়া যাবে এবং প্রফিট করা যাবে। তবে যতই ভাল বুজে ট্রেড নেন না কেন মানিম্যানেজমেন্ট অবশ্যই করবেন।

micky1212
2020-12-23, 09:46 AM
আপনি কোনও উপলব্ধি ছাড়াই দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির মতো বিনিময় করার অফ অফ সুযোগে, আপনি কখনই দুর্দান্ত ফলাফল পাবেন না। ফরেক্স এক্সচেঞ্জিংয়ের পরিস্থিতির জন্য, তবুও কোনও কাজের ক্ষেত্রেও এটি উপলব্ধি করা উচিত। যেহেতু দৃষ্টিশক্তিহীন ব্যক্তির মতো আপনি যে প্রতিবাদ করেছিলেন তা বন্ধ হওয়ার সুযোগে ফল পাওয়া খুব কমই অনুমেয়। এছাড়াও, যেহেতু ফরেক্স একটি গুরুত্বপূর্ণ অনলাইন ব্যবসা, তাই সতর্কতার সাথে বিনিময় পদ্ধতি এখানে কাজ করে working একটি সামান্য ত্রুটি রেকর্ড শূন্য প্রম্পট করতে পারে যা কোনও ব্রোকারের জন্য লোভনীয় নয়। সুতরাং আমি অনুমান করি যে আপনার প্রাথমিকভাবে প্রবণতা এবং নিখুঁত এবং পরে বিনিময় করা উচিত। অনেক কৃতজ্ঞ

Smd
2021-03-30, 11:06 PM
ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রেই না যে কোন কাজেই বুঝে শুনে করা উচিত। কেননা অন্ধের মতো কাজ করলে কখনোই সফল হওয়া সম্ভব না। আর ফরেক্স যেহেতু একটি গুরুত্বপূর্ণ অনলাইন বিজনেস সেহেতু এখানে কাজ মানে ট্রেডিং করতে হবে সতর্কতার সাথে। অর্থাৎ যদি আপনি নিয়মিত না বুঝে ট্রেড করতে থাকেন কয়েকটি ট্রেড এ আপনি প্রফিট করতে পারলেও সর্ব শেষে একটি ট্রেড এর সব প্রফিট শেষ হয়ে যাবে। তাই আপনাকে ফরেক্স ট্রেড করতে হলে সঠিক নিয়ম মেনে তিন ধরনের এ্যানালিসিস মেনে ট্রেড করতে হবে।

EmonFX
2021-03-30, 11:39 PM
ফরেক্সে না বুঝে এন্ট্রি নেয়ার ফল কখনোই ভালো হতে পারে না। ফরেক্সে সফলতা অর্জন করতে হলে ফরেক্স সম্পর্কে পূর্ণ জ্ঞান অর্জন করতে হবে। ফরেক্স সম্পর্কে পূর্ণ জ্ঞান ব্যতীত ফরেক্স ট্রেডিং করা যায় না। অনেকেই ফরেক্স সম্পর্কে এবিসি নলেজ নিয়েই ফরেক্স ট্রেডিং শুরু করে দেয় যার ফলে সফলতার বিপরীতে ব্যর্থতাকেই বরণ করতে হয়। যে কেউ চাইলেই ফরেক্সে সফলতা অর্জন করতে পারে না তার জন্য কঠোর পরিশ্রম করতে হবে এবং ধৈর্য ধারণ করে লোভ নিয়ন্ত্রণ করে ট্রেডিং কার্য পরিচালনা করতে হবে। আমরা সবাই সফলতা অর্জন করতে চাই বাট সেই সফলতা অর্জন করার জন্য প্রয়োজনীয় পরিশ্রম করতে নারাজ। ফরেক্সে সফল হতে হলে প্রচুর স্টাডি ও এনালাইসিস করতে হবে। এবং মানি ম্যানেজমেন্ট সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে।

Mas26
2021-03-31, 12:55 AM
ফরেক্্র ব্যবসা একটি কিটিক্যাল ব্যবসা এই ব্যবসা যদি আপনি না বুঝে করতে জান তাহলে আপনার অ্যাকাউন্ট জিরো হতে পারে।
না বুজিয়া ফরেক্স মার্কেটে আসবেন না দয়া করে কারণ এখানে অনেক মানুষ বুঝে শুনেই লস করে ফেলে। আর আপনি যদি না বুঝে থাকেন তাহলে আপনার লস করার সম্ভাবনা অনেক বেশি। আসলে আপনার ফরেক্স করার জন্য অভিজ্ঞতার প্রয়োজন আছে। তাই অভিজ্ঞতা অর্জন করার পরে ফরেক্স মার্কেটে কাজ করার চেষ্টা করুন ধন্যবাদ।

FRK75
2021-07-19, 02:44 PM
না বুঝে ট্রেড এন্ট্রি দিলে আপনার ব্যলেন্স জিরো হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। আপনি নিজে জানেন যে কোন কাজই হোক না কেন, সেই কাজটা যদি আপনি না বুঝে করতে যান, তাহলে অবশ্যই সেই কাজে সফলতা পাওয়ার সম্ভাবনা থাকবে বেশিরভাগ। ইন্সটাফরেক্স এমন একটি কাজ আপনি যদি বুঝেশুনে করতে পারেন তাহলে অবশ্যই ভালো মুনাফা অর্জন করবেন যা আপনার প্রয়োজনের থেকেও বেশি কিছু পাবেন কিন্তু যদি না বুঝে শুনে করেন তাহলে আপনি এখান থেকে কিছুই করতে পারবেন না তাই অবশ্যই ট্রেনটি দেয়ার সময় পরিকল্পনা অনুযায়ী কাজ করুন।

Devdas
2021-08-16, 07:06 PM
না বুঝে ট্রেড করলে দুএকটা লাভ হবার পর পরবর্তী লস ছাড়া আর কিছুই হবে না। না বুঝে ট্রেড করলে লস গুনতে হবে এমনকি আপনার একাউন্ট জিরো হওয়ার সম্ভাবনা থাকবে। তাই আমি মনে করি যে না বুঝে ট্রেড করা থেকে বিরত থাকুন এবং নিজের অভিজ্ঞতা ও দক্ষতা বাড়িয়ে ফরেক্স ট্রেড করার অভ্যাস করুন দেখবেন আপনি একদিন না একদিন সাফলতা অর্জন করতে পারবেন।

FREEDOM
2021-08-17, 07:24 PM
হারানো অবস্থানে ট্রেড যুক্ত করবেন না।যদিও এটি সাধারণ জ্ঞান, নীতি সম্পর্কে অজ্ঞতা বা এর কর্মসংস্থান সম্পর্কে অসতর্কতা ইতিহাসের ধারাবাহিকতায় বহু ব্যবসায়ীকে বিপর্যয় সৃষ্টি করেছে। কেউ কেউ জানে না যে কয়েক ঘন্টা, দিন বা সপ্তাহ এমনকি কয়েক সপ্তাহের মধ্যে কোনও মুদ্রার জুড়ি কোথায় যাবে। প্রচুর শিক্ষিত অনুমান রয়েছে, তবে দামটি অল্প সময়ের পরে কোথায় হবে সে সম্পর্কে কোনও জ্ঞান নেই। সুতরাং, ট্রেডিং সম্পর্কে একমাত্র নির্দিষ্ট মান। ভবিষ্যতের বিষয়ে তেমন কিছুই বলা যায় না। ফলস্বরূপ, আপনি যদি জুয়া খেলা পছন্দ না করেন তবে হেরে যাওয়া পজিশনে যোগ করার কোনও অর্থ হতে পারে না। প্রাথমিক পরিকল্পনার সাথে মিল রেখে লাল রঙের কোনও অবস্থান নিজে থেকে বেঁচে থাকার অনুমতি দেওয়া যেতে পারে তবে এটিকে যুক্ত করা কখনই একটি পরামর্শদায়ক অনুশীলন হতে পারে না।তাই এই বিষয় গুলো মাথায় রেখে আমাদের ফরেক্স মার্কেটে কাজ করা উচিত।

samun
2021-09-09, 12:50 PM
মার্কেটে না বুঝে ট্রেড এন্ট্রি করাটা বিপদজনক। কারণ ফরেক্স মার্কেট কখনো স্থির নয়। ট্রেড করার পূর্বে অবশ্যই মার্কেট এনালাইসিস করে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। এনালাইসিস করলে মার্কেটের মুভমেন্ট সঠিক বোঝা যায় এবং উপযুক্ত সময়ে ট্রেড এন্ট্রি করা যায়। কিন্তু এনালাইসিস ছাড়া কখনো মার্কেটের সঠিক মুভমেন্ট বোঝা সম্ভব নয়। যার কারনে উপযুক্ত সময়ে ট্রেড এন্ট্রি না দেওয়ার কারণে লসে থাকার সম্ভাবনা বেশি থাকে। যা খুব ঝুঁকিপূর্ণ। ফরেক্সে আপনি যতটা অভিজ্ঞ হবেন এবং সঠিক সময়ে সিদ্ধান্ত গ্রহণ করার জন্য যতটা বিচক্ষণ হবেন, আপনার মুনাফা অর্জনের পরিমাণ ঠিক ততটাই বেশি হবে।তাই অবশ্যই ফরেক্সে ট্রেডিং করার পূর্বে আপনাকে ফরেক্স সম্পর্কে প্রচুর জ্ঞান অর্জন করতে হবে এবং ডেমো ট্রেডিং এর মাধ্যমে অভিজ্ঞতা ও দক্ষতা বৃদ্ধি করে তারপর রিয়েল ট্রেডিং শুরু করতে হবে। তা না হলে লাইট ছাড়া ঐ অন্ধকার গুহায় চলার মত ফলাফল হবে।

FRK75
2021-11-01, 11:10 PM
ফরেক্স মার্কেটে অংশগ্রহণের পূর্বে অর্থাৎ ফরেক্স ট্রেডার হওয়ার জন্য নিজেকে প্রথমে ফরেক্স ট্রেডিং জ্ঞান দক্ষতা এবং অভিজ্ঞতায় আলোকিত করে তবেই মার্কেটপ্লেসে অংশগ্রহণ করুন । ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য প্রতিনিয়ত বহুসংখ্যক ট্রেডার এই মার্কেটে যুক্ত হচ্ছে কিন্তু তাই বলে প্রত্যেককেই আমরা যথাযথ জ্ঞান দক্ষতা এবং অভিজ্ঞতা সম্পন্ন ট্রেডার বলতে পারিনা । এমন অনেকেই আছেন যারা ফরেক্স মার্কেট থেকে রাতারাতি কোটিপতি হওয়া যায় এই স্বপ্নে বিভোর হয়ে ফরেক্স মার্কেটে বিনিয়োগ করে বিনিয়োগ হারিয়ে পথে বসে গেছে ।

Mas26
2021-11-02, 09:13 AM
মার্কেটে না বুঝে ট্রেড এন্ট্রি করাটা বিপদজনক। কারণ ফরেক্স মার্কেট কখনো স্থির নয়। ট্রেড করার পূর্বে অবশ্যই মার্কেট এনালাইসিস করে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ।
আপনি যে কোন কাজ না বুঝে যদি করতে জান তাহলে বিপদে পরবেন এটাই স্বাভাবিত।ফরেক্স ব্যবসা একটি কিটিক্যাল ব্যবসা এই ব্যবসা যদি আপনি না বুঝে করতে জান তাহলে আপনার অ্যাকাউন্ট জিরো হতে পারে এটাই স্বাভাবিক।তাই আমার মতে ফনেক্স ব্যসসা বুঝুন তারপর ফরেক্স ব্যবসা করুুন।এনালাইসিস করলে মার্কেটের মুভমেন্ট সঠিক বোঝা যায় এবং উপযুক্ত সময়ে ট্রেড এন্ট্রি করা যায়। কিন্তু এনালাইসিস ছাড়া কখনো মার্কেটের সঠিক মুভমেন্ট বোঝা সম্ভব নয়। যার কারনে উপযুক্ত সময়ে ট্রেড এন্ট্রি না দেওয়ার কারণে লসে থাকার সম্ভাবনা বেশি থাকে। যা খুব ঝুঁকিপূর্ণ। এমনকি ওই অবস্থা থেকে মার্কেট আরও বিপরীতে চলে যেতে পারে। যার ফলাফল খুব খারাপ হতে পারে। অনেক সময় এর কারণে ব্যালান্স শূন্য হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। তাই কখনোই না বুঝে ট্রেড এন্ট্রি করা উচিত নয়।অর্থাৎ যদি আপনি নিয়মিত না বুঝে ট্রেড করতে থাকেন কয়েকটি ট্রেড এ আপনি প্রফিট করতে পারলেও সর্ব শেষে একটি ট্রেড এর সব প্রফিট শেষ হয়ে যাবে। তাই আপনাকে ফরেক্স ট্রেড করতে হলে সঠিক নিয়ম মেনে তিন ধরনের এ্যানালিসিস মেনে ট্রেড করতে হবে। মনে রাখতে হবে সব কাজের একটি নিয়ম আছে সেটা মানলে সফলতা পাওয়া যাই তেমনী ফরেক্স এর নিয়ম না মেনে কোন ক্রমেই দীর্ঘমেয়াদী প্রফিট সম্ভব নয়।

Smd
2022-02-15, 06:51 PM
আপনি যদি এই ট্রেডিং করে অর্থ উপার্জন করতে চান তাহলে আপনাকে অনেক কিছু বিষয় খুব ভালোভাবে শিখতে হবে । আর আপনি যদি সেটা না করেন তাহলে আপনি এই মার্কেট থেকে অর্থোপার্জন তো দূরের কথা নিজের সর্বস্ব হারাতে বাধ্য । তাই এখন আপনি নিজেই বুঝুন আপনি কি করবেন ।আপনার ব্যালেন্সের উপর নির্ভর করে নগর লাভ করতে পারলে আপনার ট্রেডে প্রবেশ করতে হবে। আমি মনে করি আপনার যথাযথ ভারসাম্যের মতো তিন ধাপে আপনার ফরেক্স বাজারে আসা দরকার। দ্বিতীয়ত, আপনাকে সংবাদপত্রটি সঠিকভাবে বুঝতে হবে।

Mas26
2022-02-15, 07:22 PM
না বুজে ট্রেন্ড এন্ট্রি নিলে তো বেলেন্স খালি হবেই। তাই আগে টেকনিকাল এনালাইসিস ফান্ডামেন্টাল এনালাইসিস আর সেন্টিমেন্টাল এনালাইসিস শিখতে হবে।আর ফরেক্স যেহেতু একটি গুরুত্বপূর্ণ অনলাইন বিজনেস সেহেতু এখানে কাজ মানে ট্রেডিং করতে হবে সতর্কতার সাথে। একটু ভুলের কারণেই একাউন্ট জিরো হয়ে যেতে পারে যা কোন ট্রেডারের কাম্য নয়। তাই আগে দক্ষতা ও অবিজ্ঞতা অর্জন করে তারপরেই ট্রেড করা উচিত বলে আমি মনে করি।মানিমেনেজমান ট করে ট্রেড নিতে হবে।ডেইলি কেন্ডেল ফেলো করুন নিউজ প্রকাশ হবার পরে ট্রেড শুরু করুন।

samun
2022-04-30, 04:12 AM
ট্রেড করার পূর্বে অবশ্যই মার্কেট এনালাইসিস করে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। এনালাইসিস করলে মার্কেটের মুভমেন্ট সঠিক বোঝা যায় এবং উপযুক্ত সময়ে ট্রেড এন্ট্রি করা যায়। কিন্তু এনালাইসিস ছাড়া কখনো মার্কেটের সঠিক মুভমেন্ট বোঝা সম্ভব নয়। যার কারনে উপযুক্ত সময়ে ট্রেড এন্ট্রি না দেওয়ার কারণে লসে থাকার সম্ভাবনা বেশি থাকে। যা খুব ঝুঁকিপূর্ণ। ফরেক্সে আপনি যতটা অভিজ্ঞ হবেন এবং সঠিক সময়ে সিদ্ধান্ত গ্রহণ করার জন্য যতটা বিচক্ষণ হবেন, আপনার মুনাফা অর্জনের পরিমাণ ঠিক ততটাই বেশি হবে।তাই অবশ্যই ফরেক্সে ট্রেডিং করার পূর্বে আপনাকে ফরেক্স সম্পর্কে প্রচুর জ্ঞান অর্জন করতে হবে এবং ডেমো ট্রেডিং এর মাধ্যমে অভিজ্ঞতা ও দক্ষতা বৃদ্ধি করে তারপর রিয়েল ট্রেডিং শুরু করতে হবে।

Mas26
2022-12-15, 03:42 PM
আপনি যে কোন কাজ না বুঝে যদি করতে জান তাহলে বিপদে পরবেন এটাই স্বাভাবিত।ফরেক্স ব্যবসা একটি কিটিক্যাল ব্যবসা এই ব্যবসা যদি আপনি না বুঝে করতে জান তাহলে আপনার অ্যাকাউন্ট জিরো হতে পারে এটাই স্বাভাবিক।তাই আমার মতে ফনেক্স ব্যসসা বুঝুন তারপর ফরেক্স ব্যবসা করুুন।না বুঝে অন্ধের মতো ট্রেড করলে কখনোই তার ভালো ফল পাওয়া যায় না। শুধু মাত্র ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রেই না যে কোন কাজেই বুঝে শুনে করা উচিত। কেননা অন্ধের মতো কাজ করলে কখনোই সফল হওয়া সম্ভব না। আর ফরেক্স যেহেতু একটি গুরুত্বপূর্ণ অনলাইন বিজনেস সেহেতু এখানে কাজ মানে ট্রেডিং করতে হবে সতর্কতার সাথে। একটু ভুলের কারণেই একাউন্ট জিরো হয়ে যেতে পারে যা কোন ট্রেডারের কাম্য নয়। তাই আগে দক্ষতা ও অবিজ্ঞতা অর্জন করে তারপরেই ট্রেড করা উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ।

FRK75
2023-10-07, 02:20 PM
ফরেক্স মার্কেটে অংশগ্রহণের পূর্বে অর্থাৎ ফরেক্স ট্রেডার হওয়ার জন্য নিজেকে প্রথমে ফরেক্স ট্রেডিং জ্ঞান দক্ষতা এবং অভিজ্ঞতায় আলোকিত করে তবেই মার্কেটপ্লেসে অংশগ্রহণ করুন । ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য প্রতিনিয়ত বহুসংখ্যক ট্রেডার এই মার্কেটে যুক্ত হচ্ছে কিন্তু তাই বলে প্রত্যেককেই আমরা যথাযথ জ্ঞান দক্ষতা এবং অভিজ্ঞতা সম্পন্ন ট্রেডার বলতে পারিনা । এমন অনেকেই আছেন যারা ফরেক্স মার্কেট থেকে রাতারাতি কোটিপতি হওয়া যায় এই স্বপ্নে বিভোর হয়ে ফরেক্স মার্কেটে বিনিয়োগ করে বিনিয়োগ হারিয়ে পথে বসে গেছে । তাই ফরেক্স মার্কেটে যদি নিজেকে একজন সফল ট্রেডার হিসেবে দেখতে চান এবং এখান থেকে নিজের সম্ভাবনাময় ক্যারিয়ার গড়ে তুলতে চান তবে প্রথমে ফরেক্স ট্রেডিং বিষয়ে জ্ঞান অর্জনে অধিক গুরুত্ব প্রদান করুন ।বুঝে ট্রেড এন্ট্রি দিলে আপনার ব্যলেন্স জিরো হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। আপনি নিজে জানেন যে কোন কাজই হোক না কেন, সেই কাজটা যদি আপনি না বুঝে করতে যান, আপনি একটি,তেও প্রফিট করতে পারেন নি। এতে আপনার লস হবে এবং আপনার একাউন্ট জিরো পযর্ন্ত হয়ে যেতে পারে। তাই না বুঝে ট্রেড করা উচিত নয়। বুঝে ট্রেড করলে আপনি ভাল ফল পেতে পারেন।