PDA

View Full Version : করোনাভাইরাস ঝুঁকি চীনে তৈরি অ্যাপল পণ্যেও



kohit
2020-01-28, 06:08 PM
বছরের প্রথমার্ধে আইফোনের উৎপাদন ১০ শতাংশ বাড়ানোর পরিকল্পনা করেছে অ্যাপল। কিন্তু চীনে প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় বাধার মুখে পড়েছে প্রতিষ্ঠানটি।

২০২০ সালের প্রথমার্ধে আট কোটি আইফোন বানাতে সরবরাহকারীদেরকে নির্দেশ দিয়েছে অ্যাপল। এর মধ্যে অনেকেরই উৎপাদন কারখানা চীনে।

সাড়ে ছয় কোটি পুরানো আইফোন এবং দেড় কোটি নতুন একটি বাজেট আইফোন উৎপাদনের অর্ডার করেছে প্রযুক্তি জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটি

ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে বড় পরিসরে এই উৎপাদন শুরু করার পরিকল্পনা ছিল। এবার তা করোনাভাইরাসের কারণে পেছানো হতে পারে বলে প্রতিবেদনে জানিয়েছে নিক্কেই।

ভাইরাসে আক্রান্ত হয়ে ইতোমধ্যেই ১০০ জনের বেশি মারা গেছেন এবং সাড়ে চার হাজারের বেশি আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে রয়টার্স।

২০১৯ সালে অ্যাপলের শেয়ার মূল্য বেড়েছে প্রায় ৮৬ শতাংশ। মার্কিন চিপ ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে করোনাভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়ায় সোমবার অ্যাপলের শেয়ার মূল্য তিন শতাংশ কমে দাঁড়িয়েছে ৩০৮.৯৫ ডলারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম