PDA

View Full Version : কম ডিপোজিটে ট্রেড করা



rakib.r
2020-01-30, 09:47 PM
কম ডিপোজিটেও ট্রেড করা যায় কিন্তু আমার মনে হয় কম ডিপোজিটে ত্রেড করা উচিৎ না । অনেক সময় ট্রেডিং লং করতে হয় এক্ষেত্রে একটা সমস্যা হয়ে যায় । আমি মনে করি অল্প ডিপোজিটে ট্রেড করার চাইতে কিছু দিন ওয়েট করে ডিপোজিট কিছু বাড়ায়ে একটু ভালো ভাবে ট্রেড করাই ভালো। আপনারা কি মনে করেন ? এক্সপার্টদের সাজেশন আশা করছি

Rokibul7
2020-05-05, 11:40 AM
আমি ফরেক্স মাকেটে এ নতুন তেমন অভিজ্ঞতা নেই।তবে স্বল্প ডিপোজিট আর স্বল্প অভিজ্ঞতা দুটোই লস এর কারন হয়তো।বেশি ডিপোজিট এ মাজিন বেশি পাওয়া যায় আর একাউন্ট জিরো হওয়ার সম্ভাবনা প্রায় কম থাকে।তবে মানিম্যানেজমেন্ট ফলো না করলে বেশি ডিপোজিট এ লাভ হয় না।তাই আমি বলবো স্বল্প ডিপোজিট এ ও সম্ভব কিছুটা,তবে দক্ষতার জোরে।

FREEDOM
2020-08-23, 02:44 AM
কম ডিপোজিট এ ট্রেড করলে ব্যাকআপ অনেক কম পাওয়া যায়। আপনি সব ট্রেডেই লাভ করতে পারবেন না সেক্ষেত্রে যদি প্রথম ট্রেডেই লস করে ফেলেন তাহলে মুলধন কম থাকার কারনে পরবর্তী ট্রেড নিতে সমস্যায় পড়ে যাবেন তাই একটু বেশি ডিপোজিট করাই ভালো হবে।

md mehedi hasan
2020-11-20, 07:11 AM
ফরেক্স মার্কেট হতে অর্থ ইনকাম এর জন্য দক্ষতা লাগে এখানে কম বা বেশি ডিপোজিট কোন বিষয় নয়।আপনি বেশি ডিপোজিট করলেই যে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন এমন টি নাও হতে পারে।আপনি যদি একজন ভালো ট্রেডার হন আর ডিপোজিট কম করেন তারপরও আপনি নিয়মিত প্রফিট করতে পারবেন।

Md.shohag
2020-11-29, 06:39 AM
ফরেক্স মার্কেট হতে অর্থ ইনকাম এর জন্য দক্ষতা লাগে এখানে কম বা বেশি ডিপোজিট কোন বিষয় নয়।আপনি বেশি ডিপোজিট করলেই যে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন এমন টি নাও হতে পারে।আপনি যদি একজন ভালো ট্রেডার হন আর ডিপোজিট কম করেন তারপরও আপনি নিয়মিত প্রফিট করতে পারবেন।

TanjirKhandokar1994
2020-11-29, 07:04 PM
প্রতিটা ব্যাবসাতেই মূলধন একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি মূলধন বেশি নিয়ে ব্যাবসা শুরু করেন তাহলে অবশ্যই বেশি লাভ করতে পারেন তেমনি ফরেক্স ট্রেডিং এও একই রকম। এখানে অল্প মূলধন নিয়ে ট্রেডিং করা সম্ভব হবে তখনই যখন ফরেক্স মার্কেটে দক্ষ ও অভিজ্ঞ ট্রেডার হতে পারবেন। আর ফরেক্সে দক্ষ ও অভিজ্ঞ হতে হলে অবশ্যই এটা সম্পর্কে ভালো করে জানতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে। ধন্যবাদ