View Full Version : ফান্ডামেন্টাল এনালাইসিস এর মূলমন্ত্র কি???
Rajib_Biswas
2020-02-01, 10:14 PM
ফান্ডামেন্টাল এনালাইসিস এর মূলমন্ত্র হলো ভালো অর্থনীতিতে কারেন্সি ভ্যালু বাড়বে এবং খারাপ অর্থনীতিতে ভ্যালু কমবে। যেমন: ইন্টারেস্ট রেট, এম্প্লয়মেন্ট সিচুয়েশন, ট্রেড ব্যালেন্স, ট্রেজারি বাজেট এবং গ্রস ডোমেস্টিক প্রডাক্ট ইত্যাদির বিভিন্ন প্রভাবই হলো বিভিন্ন ধরনের ফান্ডামেন্টাল ইস্যু। আরো যেসব বিষয় ফান্ডামেন্টাল এনালাইসিস এর আওতায় পড়ে সেগুলো হলো:
১. গভর্মেন্ট ক্রাইসিস
২. সরকার বা মন্ত্রিপরিষদের বড় কোনো পরিবর্তন
৩. দেশের অর্থনৈতিক সূচক
৪. আন্তর্জাতিক দ্বন্দ্ব
৫. ইলেকশন পরবর্তী ও পূর্ববর্তী সময়ে
৬. এবং প্রাকৃতিক দুর্যোগ।
SOMARANITHAKUR1995
2020-02-01, 10:33 PM
ফান্ডামেন্টাল এনালাইসিস মূলত একটি দেশের অর্থনৈতিক, রাজনৈতিক ইত্যাদি বিষয়ের উপর নির্ভর করে করা হয়। যদি কোন দেশের অর্থনৈতিক অবস্থার অবনতি হয় তাহলে ওই দেশের কারেন্সি ভ্যালু কমবে। কিন্তু ওই দেশের যদি অর্থনৈতিক অবস্থার উন্নতি হয় তাহলে কারেন্সির ভ্যালু বেড়ে যাবে। এগুলোর উপর নির্ভর করেই মূলত ফান্ডামেন্টাল এনালাইসিস করা হয়। প্রত্যেক ব্রোকারের ইকোনমিক ক্যালেন্ডার সেকশনে ফরেক্স নিউজ প্রকাশিত হয়। এই নিউজের মধ্যে একটি দেশের অর্থনৈতিক উন্নতি বা অবনতির কথা উল্লেখ থাকে। এই নিউজগুলি অনুসরণ করলে বোঝা যাবে যে যে পিয়ারে এই কারেন্সি আছে সে পেয়ার এর ভ্যালু কি পরিমান ওঠানামা করতে পারে।
alamsat
2020-02-02, 12:25 PM
ফান্ডামেন্টাল এ্যানালিসিস বলতে আমরা মুলতএকটি দেশের সার্বিক অবস্থাকে বুঝে থাকি সেই দেশের অর্থনৈকিত অবস্থা রাজনৈতিক অবস্থা দেশের উৎপাদন ইত্যাতি এগুলি আমরা বোঝার জন্য সব চেয়ে ভাল মাধ্যম হল ইকোনোমিক নিউজ। এটার মাধ্যমে আমরা দেশের সার্বিক অবস্থা সম্পর্কে ব্যাপক ধারনা পেয়ে থাকি। আর এ ইকোনোমিক নিউজ এর কারনে ফরেক্স মার্কেট এ প্রাইজ ওঠানামা করে থাকে ফলে আমরা অন্য যে কোন দিক দিয়ে এ্যানালিসিস করি না কেন ইকোনোমিক ক্যালেন্ডার থেকে যে সিগনাল প্রদান করবে সে অনুযায়ী মার্কেট মোভ করে থাকে তাই আমাদের উচিৎ ইকোনোমিক ক্যালেন্ডার ফলো করা।
habibi
2020-02-04, 06:30 PM
যারা ফান্ডামেন্টাল আনাল্যসিস করে তাদের জন্য ফরেক্স নিউজ খুবই গুরুত্বপূর্ণ। আর এই নিউজগুলো অর্থনৈতিক বা রাজনৈতিক হয়ে থাকে। কোন দেশে অর্থনৈতিক বা রাজনৈতিক পরিস্থিতি সে দেশের কারেন্সি তে প্রাভব ফেলে। কোন দেশের অর্থনৈতিক নিউজ গুলো একটি নির্দিষ্ট সময়ের হয়ে থাকে যেমন, সপ্তাহিক, মাসিক, প্রান্তিক, বার্ষিক ইত্যাদি। আর কারেন্সি পেয়ারকে বেশি প্রভাবিত করে এমন নিউজ গুলো হল- সুদের হার, জিডিপি, বেকারত্বের হার, মনিটারি পলিসি, ইত্যাদি। এসব নিউজগুলো প্রকাশের পূর্বে অর্থনীতিবীদ করা পূর্বাভাস দেয়ে যে এই নিউজগুলো ভাল হবে নাকি খারাপ হবে। যদি নিউজের ফলাফল পূর্বাভাস অপেক্ষা ভাল হয় তাহলে সে সময় উক্ত কারেন্সি শক্তিশালী হয়। আর যদি যদি নিউজের ফলাফল পূর্বাভাস থেকে কম হয় তাহলে তা উক্ত কারেন্সিকে দুর্বল করে।
আর রাজনৈতিক হল, সে দেশের বর্তমান পরিস্তিতি কেমন বা অন্য সে দেশের সাথে রাজনৈতিক সম্পর্ক কেমন তার উপর। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্তিতি ভাল উক্ত কারেন্সি শক্তিশালী হয়। আর খারপ হলে উক্ত কারেন্সি দুর্বল হয়।
PK_SHIKDER
2020-02-04, 09:32 PM
ফান্ডামেন্টাল এনালাইসিস মূলত আমরা যেট বুঝি তা হলো,,,,, একটি দেশের অর্থনৈতিক,,,,,, রাজনৈতিক,,,,,প্রাকৃত িক দুর্যোগ ইত্যাদি বিষয়ের উপর নির্ভর করে যে প্রভাব পড়ে তাকে বুঝি । যদি কোন দেশের অর্থনৈতিক অবস্থার অবনতি হয়,,,,, তাহলে ওই দেশের কারেন্সি ভ্যালু কমতে শুরু করে এবং যদি ওই দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি হয় তাহলে কারেন্সির ভ্যালু বাড়তে শুরু করে । এই সকল অবস্থার উপর ভিত্তি করেই মূলত ফান্ডামেন্টাল এনালাইসিস পদ্ধতি বের করা হয়,,,ধন্যবাদ ।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.