PDA

View Full Version : বাংলাদেশে চালু হচ্ছে স্ক্রিল ওয়ালেট।



Rajib_Biswas
2020-02-04, 07:48 AM
9971বাংলাদেশে চালু হচ্ছে স্কিল ওয়ালেট। এতে করে আমাদের মত ফরেক্স ট্রেডার, অন্যান্য ফ্রিল্যান্সারদের জন্য অনলাইন মানিট্রান্সফার অনেক সহজ হয়ে যাবে।
গতকাল লন্ডনে স্ক্রিল এর গ্লোবাল সিইও Joel Leonoff এর উপস্থিতিতে Paysafe Group এর সাথে সোনালী ব্যাংকের একটি আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়।

Rassel Vuiya
2020-02-04, 02:52 PM
9978
স্ক্রিল ওয়ালেট ফরেক্স ট্রেডারদের জন্য একটি*ফাঁদ হতে পারে! যদিও Paysafe Group এর সাথে সোনালী ব্যাংক এর একটি আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হওয়ার অনেক বাংলাদেশী ফরেক্স ট্রেডাররা খুব খুশি হয়েছে। কিন্তু সম্পুর্ণ বিষয় না জেনে আমি খুশি হতে পাচ্ছিনা। পেওনারের সাথেও চুক্তি আছে তবে তাতে ফরেক্স ট্রেডারদের জন্য শুধু ক্ষতিই হয়েছে। বিশ্বের সকল দেশ থেকে পেওনারের মাধ্যমে ফরেক্স এর ট্রান্জিকশন করা গেলেও বাংলাদেশ থেকে তা যায় না। চুক্তিটি এমনভাবে করা হয়েছে যাতে শুধু আপওয়ার্ক এর মত সাইটগুলোতে কাজ করে তাদের টাকা বাংলাদেশে রিসিভ করা যায়। সরকার(ব্যাংক) পেপালের সাথে চুক্তি(পেওনারের মত শর্ত সাপেক্ষে) করতে চেয়েছিল কিন্তু পেপাল তাতে রাজি না হওয়ায় চুক্তি হয়নি। এখন যদি এই ধরনের চুক্তি Paysafe Group এর সাথে করে থাকে তাহলে বাংলাদেশে যারা স্কিলে এর মাধ্যমে ফরেক্সে এ ট্রান্জিকশন করেন তারা বিপদে পরবেন কারন স্কিল পেওনারের মত বাংলাদেশি ফরেক্স ট্রেডারদের ব্লক করে দিতে পারে।

Montu Zaman
2020-02-11, 04:31 PM
10051
স্ক্রিল থেকে উইথড্র দিয়েছিলাম,আর ২ দিনের মধ্যেই একাউন্টে ডলার জমা হলো। ব্যাংক থেকে আমার সাথে কোনো যোগাযোগই করেনি। এ্যামাউন্ট অটোমেটিক জমা করে দিয়েছে। বিষয়টা ভালো লাগল।

FREEDOM
2020-06-22, 02:02 AM
আমি অনেকদিন যাবতই স্ক্রিল নেটেলার ব্যাবহার করে আসছি কিন্তু এখনও পর্যন্ত ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে মানি উইড্র করিনি। যেহেতু স্ক্রিল এর সাথে সোনালী ব্যাংকের একটি চুক্তি এতে করে স্ক্রিল বাংলাদেশে সরকারীভাবে বৈধতা পেল বলেই মনে করছি। আশা করছি এতে করে আমাদের মত সাধারন ট্রেডারদের জন্য বিষয়টা ভালো হবে।

sagar0835
2020-08-29, 05:32 PM
স্ক্রীল ওয়ালেটের সুবিধা কি সাধারন এপ এর মতই?
অন্য কোন পেমেন্ট প্রসেসর দিয়ে এর চেয়ে ভালো সুবিধা কি পাওয়া যেতে পারে?