PDA

View Full Version : প্রথমবারের মতো ইউটিউবের আয় জানালো গুগল



kohit
2020-02-04, 06:42 PM
গত তিন মাসে বিজ্ঞাপন বাবদ ইউটিউবের আয় হয়েছে প্রায় পাঁচশ’ কোটি ডলার। সম্প্রতি নিজেদের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের চতুর্থ প্রান্তিকের আয় সম্পর্কে জানিয়েছে গুগল।

এবারই প্রথম ইউটিউবের মুনাফা সম্পর্কে জানালো গুগল। প্রায় ১৫ বছর ধরে গুগলের মালিকানায় রয়েছে ইউটিউব। গুগল বলছে, গত বছর ইউটিউব মোট আয় করেছে এক হাজার পাঁচশ’ কোটি ডলার। শুধু তা-ই নয়, গুগলের মোট বার্ষিক লাভের প্রায় ১০ শতাংশ এসেছে ইউটিউবের কাছ থেকে। -- খবর প্রযুক্তিবিষয়ক সাইট দ্য ভার্জের।

বিজ্ঞাপন ব্যবসার হিসেবে ফেইসবুকের ছয় ভাগের এক ভাগ বলা চলে ইউটিউবকে। এরপরও ইউটিউবের বিজ্ঞাপন ব্যবসার পরিসর যথেষ্টই বড় বলা চলে। আর বিজ্ঞাপন ব্যবসার হিসেব বাদেও দুই কোটিরও বেশি নিবন্ধিত গ্রাহক রয়েছে ইউটিউব প্রিমিয়াম সেবার অধীনে।

গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের ২০১৮ সালের তুলনায় মুনাফা আয় বেড়েছে ১৭ শতাংশ। ভার্জ উল্লেখ করেছে, মুনাফার দিক থেকে ওয়াল স্ট্রিটের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে অ্যালফাবেট। তবে, আয়ের দিক থেকে প্রত্যাশা পূরণ করে উঠতে পারেনি প্রতিষ্ঠানটি। এজন্যই হয়তো প্রথমবারের মতো ইউটিউব ও গুগল ক্লাউড সেবার আয় সম্পর্কে জানালো অ্যালফাবেট।

ভার্জ মন্তব্য করেছে, গুগলের ব্যবসা যে শুধু সার্চ কেন্দ্রিক নয়, তা বিনিয়োগকারীদের আরও একবার মনে করিয়ে দিয়েছে প্রতিষ্ঠানটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম