Log in

View Full Version : ডেইলি ট্রেড ডেইলি ক্লোজ, পেরা নাই??



SHARIFfx
2020-02-05, 04:18 PM
আমার মতে আপনি ডেইলি ট্রেড ডেইলি ক্লোজ করুন। দিনে ১ টি বা ২ টি ট্রেড এন্ট্রি থেকে নিন। প্রতিটি ট্রেডে টেক প্রফিট আর স্টোপ লস ইউজ করুন। মানিমেনেজমান্ট করে ট্রেড নিন। ডেইলি কেন্ডেল ফেলো করুন। নিউজ প্রকাশ হবার পরে ট্রেড নিন আর প্রতি ট্রেডে ১০ পিপ্স টিপি আর ৫০ পিপ্স স্টোপ লস ইউজ করুন। সফলতা আসবেই ইনশাআল্লাহ। 9996

alamsat
2020-02-06, 10:46 AM
যদি আপনার ট্রেডগুলি সঠিক স্থান থেকে করা হয় তাহলে আপনি দিনের মধ্যে সর্বোচ্চ প্রফিট নিয়ে ট্রেডগুলি ক্লোজ করতে পারেন কিন্তু সমস্যা হয় আমরা জানি না মার্কেট আমাদের সাথে কেমন খেলা করবে। যদি জানাযেত যে মার্কেট এত প্রাইজ থেকে এত প্রাইজ পর্যন্ত যাবে তাহলে সবাই দিনের মধ্যে ট্রেড করে প্রফিট নিয়ে ক্লোজ করত। আসলে আমরা এ্যানালিসিস করে একটি ধারনা করতে পারি কিন্তু মার্কেট এ সেটা নাও ঘটতে পারে। তাই ট্রেড করার জন্য এ্যানালিসিস করে যদি সঠিক স্থান থেকে ট্রেড করা হয় তাহলে দিনের মধ্যে প্রফিট নিয়ে ট্রেড ক্লোজ করা সম্ভব। কিন্তু যদি ট্রেড গুলি লসে চলে যাই তাহলে কি করবেন অবশ্যয় স্টপলস পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে এখানে দিনের মধ্যে ক্লোজ করতে গেলে হয়ত ক্ষতিও হতে পারে। তাই অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে।

MdRubelShaikh
2020-02-06, 11:18 AM
ফররক্স ট্রেডিং ব্যবসাতে প্রতিদিন ট্রেড করে তা আবার ওই দিন ক্লোজ করতে পারলে বেশি ভালো।তবে আমি দেখেছি যে প্রতিদিনের ট্রেড প্রতিদিন ক্লোজ করা সম্ভব হয়না।তবে আমাদের উচিত যে প্রতিদিনের ট্রেড প্রতিদিন ক্লোব করা।