PDA

View Full Version : টেসলার অভাবনীয় উত্থান



kohit
2020-02-06, 06:11 PM
দুই সপ্তাহ আগে ফক্সওয়াগনকে ছাপিয়ে টেসলার বাজারমূল্য যখন ১০ হাজার কোটি ডলার ছাড়িয়ে যায়, তখনো কোম্পানিটি নিয়ে সন্দেহবাদীরা মজা করেছিলেন। কিন্তু গত মঙ্গলবার তীরবেগে টেসলার বাজারমূল্য ১৫ হাজার কোটি ডলার ছাড়িয়ে গেছে। শেয়ারের দর ১৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮৮৭ ডলারে। এর মানে হলো, গত তিন মাসে প্রতিষ্ঠানটির শেয়ারদর বেড়েছে তিন গুণ। প্রতিষ্ঠানটির এমন উত্থান সম্ভবত সবচেয়ে আশাবাদীরাও আশা করেননি। কিন্তু সত্যি হলো, টেসলাই এখন বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ মূল্যমানবিশিষ্ট গাড়ি নির্মাতা কোম্পানি। খবর বিবিসি।

দুই বছর আগেও টেসলার এমন উত্থানের কথা হয়তো অনেকেই ভাবেননি। কারণ শুরু থেকেই প্রতিষ্ঠানটি প্রতি বছর লোকসান করছিল। তাছাড়া অতিরিক্ত ব্যয় ও উৎপাদন বিলম্বে প্রতিষ্ঠানটিকে আর্থিক সংকটের মধ্য দিয়ে যেতে হয়। এমনকি প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ইলোন মাস্কও টেসলার সামগ্রিক কর্মক্ষমতা নিয়ে সংশয়ে পড়ে যান। তাছাড়া তার বিরুদ্ধে প্রতিশ্রুত প্রকল্প ঠিকভাবে শেষ না করার বদনামও এক্ষেত্রে আলোচনা উসকে দেয়।

কিন্তু এর পর থেকেই ধীরে ধীরে মুনাফায় ফিরতে থাকে টেসলা। সংস্থাটি এরই মধ্যে দুই প্রান্তিকে লাভের মুখ দেখেছে। তাছাড়া চীনের সাংহাইয়ে প্রত্যাশার চেয়ে দ্রুতগতিতে কারখানা স্থাপনের মাধ্যমে উৎপাদনও শুরু করেছে।

এদিকে মন্দার আশঙ্কার মধ্যেও বর্তমানে বেশ ভালো অবস্থায় রয়েছে টেসলার ক্রেতা চাহিদা। এরই মধ্যে নতুন সাইবারট্রাকের জন্য দুই লাখ অর্ডার পেয়েছে প্রতিষ্ঠানটি। তাছাড়া টেসলা নিজের ক্ষতির কারণ হবে এমন ভুল এড়িয়ে যেতে পেরেছে। উল্লেখ্য, ২০১৮ সালে মাস্কের এক টুইটের জেরে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মূল্য কারচুপির অভিযোগ উঠেছিল। এ পরিপ্রেক্ষিতে কোম্পানির চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হন ইলোন মাস্ক।

নিউ স্ট্রিট রিসার্চের বিশ্লেষক রোলফ বাল্ক বলেন, বর্তমানে টেসলার দীর্ঘময়াদি ও টেকসই প্রবৃদ্ধির জন্য বেশকিছু স্পষ্ট উপাদান রয়েছে। এ বিষয়ে সন্দেহ করার খুব বেশি অবকাশ নেই। বিষয়টি এখন বিনিয়োগকারীরাও জানেন। তার পরও টেসলার শেয়ারদরের এ উল্লম্ফন তাদের কিছুটা হলেও বিস্মিত করেছে।

বণিক বার্তা

Shole33
2020-07-13, 01:04 AM
টেসলার অভাবনীয় উত্থান
দুই সপ্তাহ আগে ফক্সওয়াগনকে ছাপিয়ে টেসলার বাজারমূল্য যখন ১০ হাজার কোটি ডলার ছাড়িয়ে যায়, তখনো কোম্পানিটি নিয়ে সন্দেহবাদীরা মজা করেছিলেন। কিন্তু গত মঙ্গলবার তীরবেগে টেসলার বাজারমূল্য ১৫ হাজার কোটি ডলার ছাড়িয়ে গেছে। শেয়ারের দর ১৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮৮৭ ডলারে। এর মানে হলো, গত তিন মাসে প্রতিষ্ঠানটির শেয়ারদর বেড়েছে তিন গুণ। প্রতিষ্ঠানটির এমন উত্থান সম্ভবত সবচেয়ে আশাবাদীরাও আশা করেননি। কিন্তু সত্যি হলো, টেসলাই এখন বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ মূল্যমানবিশিষ্ট গাড়ি নির্মাতা কোম্পানি। খবর বিবিসি।

দুই বছর আগেও টেসলার এমন উত্থানের কথা হয়তো অনেকেই ভাবেননি। কারণ শুরু থেকেই প্রতিষ্ঠানটি প্রতি বছর লোকসান করছিল। তাছাড়া অতিরিক্ত ব্যয় ও উৎপাদন বিলম্বে প্রতিষ্ঠানটিকে আর্থিক সংকটের মধ্য দিয়ে যেতে হয়। এমনকি প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ইলোন মাস্কও টেসলার সামগ্রিক কর্মক্ষমতা নিয়ে সংশয়ে পড়ে যান। তাছাড়া তার বিরুদ্ধে প্রতিশ্রুত প্রকল্প ঠিকভাবে শেষ না করার বদনামও এক্ষেত্রে আলোচনা উসকে দেয়।

কিন্তু এর পর থেকেই ধীরে ধীরে মুনাফায় ফিরতে থাকে টেসলা। সংস্থাটি এরই মধ্যে দুই প্রান্তিকে লাভের মুখ দেখেছে। তাছাড়া চীনের সাংহাইয়ে প্রত্যাশার চেয়ে দ্রুতগতিতে কারখানা স্থাপনের মাধ্যমে উৎপাদনও শুরু করেছে।

এদিকে মন্দার আশঙ্কার মধ্যেও বর্তমানে বেশ ভালো অবস্থায় রয়েছে টেসলার ক্রেতা চাহিদা। এরই মধ্যে নতুন সাইবারট্রাকের জন্য দুই লাখ অর্ডার পেয়েছে প্রতিষ্ঠানটি। তাছাড়া টেসলা নিজের ক্ষতির কারণ হবে এমন ভুল এড়িয়ে যেতে পেরেছে। উল্লেখ্য, ২০১৮ সালে মাস্কের এক টুইটের জেরে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মূল্য কারচুপির অভিযোগ উঠেছিল। এ পরিপ্রেক্ষিতে কোম্পানির চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হন ইলোন মাস্ক।

নিউ স্ট্রিট রিসার্চের বিশ্লেষক রোলফ বাল্ক বলেন, বর্তমানে টেসলার দীর্ঘময়াদি ও টেকসই প্রবৃদ্ধির জন্য বেশকিছু স্পষ্ট উপাদান রয়েছে। এ বিষয়ে সন্দেহ করার খুব বেশি অবকাশ নেই। বিষয়টি এখন বিনিয়োগকারীরাও জানেন। তার পরও টেসলার শেয়ারদরের এ উল্লম্ফন তাদের কিছুটা হলেও বিস্মিত করেছে।

বণিক বার্তা