View Full Version : প্রথম দিনে কত আর্নিং করেছেন?
Shohedulla
2020-02-07, 08:59 PM
যারা নতুন বোনাস পেয়েছিলেন আগের মাসে তারা প্রথম দিনের ট্রেডিংএ কত লাভ করেছিলেন?
PK_SHIKDER
2020-02-08, 06:13 PM
আমি এই ফরেক্স বাংলা ফোরামের পোস্টিং বোনাস ডিপোজিট করে সর্বপ্রথম ট্রেড ওপেন করে ২২ ডলার প্রফিট করছিলাম । তারপর আবার আমি ট্রেড করে বড়ো আকারের লচের সম্মুখীন ও হয়েছি । তবে আমি আবার পরবর্তীতে সেই লচকে রিকোভার করে ৯০ ডলারের মতো প্রফিট করতে পেরেছি,,,, ধন্যবাদ ।
KaziBayzid162
2020-02-08, 09:15 PM
আমি প্রথমবার যখন ফোরাম থেকে বোনাস পাই তখন সেই বোনাসের পরিমাণ ছিল 37 ডলার।এবং সেই 37 ডলারকে ডিপোজিট হিসেবে ব্যবহার করে প্রথমবার যখন ট্রেড করেছিলাম তখন 13 ডলার প্রফিট করেছিলাম।এভাবেই শুরু করি এবং পরবর্তীতে ধীরে ধীরে যেমন আমার ডিপোজিট এর পরিমাণ বাড়তে থাকে তেমনি খুব ভাল প্রফিট করতে থাকি। কিন্তু কয়েক মাস খুব ভালোভাবে চলার পরে বড় ধরনের একটা লসের সম্মুখীন হয় যার ফলে আমার অ্যাকাউন্ট ব্যালেন্স জিরো হয়ে যায়। কিন্তু পরবর্তীতে নতুন করে আবার ফোরাম থেকে প্রাপ্ত বোনাসকে ডিপোজিট হিসেবে ব্যবহার করে ট্রেডিং শুরু করি এবং প্রফিট করার মাধ্যমে ধীরে ধীরে একাউন্ট রিকভার করার চেষ্টা করছি।এবং আশা করছি খুব শীঘ্রই সম্পূর্ণ রিকভার করে তুলতে পারব এবং পরবর্তীতে ফরেক্স মার্কেট থেকে খুব ভাল প্রফিট করতে পারব।
fxarif
2020-02-09, 12:45 AM
জীবনের প্রথম কোন কিছুই আমার জন্য সুখকর হয়নি।ফরেক্স ও তার ব্যতিক্রম না।দিনের প্রথম ট্রেডে আমি লাভের দেখা পায়নি।সারাদিন ট্রেড লসের মধ্যেই ছিলো।
alamsat
2020-02-09, 12:14 PM
আমি যেহেতু অনেক পুরাতন তাই পুরাতন গল্পই বলি আমি প্রথমে বোনাস পেয়ে ট্রেডিং কি জিনিস জানতাম ই না মার্কেট এর দিকে তাকিয়ে থেকে যদি মার্কেট উপরে যেতে শুরু করত তখন একটি বাই আর নীচে যেতে থাকলে একটি সেল করে বসতাম আর কোন এ্যানালিসিস বুঝতাম না। তাই প্রথমে কিছুটা প্রফিট করতে পেরেছিলাম এবং সেটা হাতে পেয়ে অনেক খুশিও হতে পেরেছিলাম এবং ফরেক্স থেকে আয়ের টাকা হাতে পাওয়ার পরে ভাল করে এ্যানালিসিস শেখার চেষ্টা করতে শিখলাম নতুন নতুন ইন্ডিকেটর এর ব্যবহার করতে লাগলাম আর শুধুই লস করতে থাকলাম আজ অবদি লসে আছি। তবে গেল মাসে আমি মাত্র ২০ ডলার নিতে পেরেছি এবং এ ধারাকে অব্যহত রাখার চেষ্টা করছি। কারন এবার সব পুরাতন এ্যানালিসিস বাদ দিয়ে নতুন আঙ্গিকে ট্রেডিং স্টাইলকে সাজিয়েছি।
samun
2020-02-09, 12:47 PM
আমি প্রথমে কোন লাভ করতে পারি নাই । তবে এখন ফরেক্সের সম্পর্কে বিস্তারিত জানি বিধায় কিছুটা জ্ঞান অর্জন হয়েছে ।জার ফলে এখন আমার ইনকাম করতে খুব একটা অসুবিধা হয় না ।ফরেক্স প্রথমদিকে লাভ করা না গেলেও পরবর্তীতে যথাযথ জ্ঞান অর্জন করে ফরেক্স থেকে ভালো কিছু আশা করা সম্ভব।
KAZIMAJHARULISLAM
2020-02-09, 01:38 PM
আমি সাধারণত ফরেক্স মার্কেটে লং টাইম ট্রেডিং করে থাকি যার ফলে আমার ম্যাক্সিমাম ট্রেডগুলো ক্লোজ হওয়ার জন্য দুই থেকে তিন দিন বা কখনো কখনো এক সপ্তাহ সময় লেগে যায়।তাই আমার পক্ষে নিশ্চিত করে বলা সম্ভব না যে আমি প্রথম দিনে কত ডলার প্রফিট করেছিলাম তবে এটা বলতে পারি আমি প্রথমবার যখন ট্রেড ওপেন করেছিলাম এবং যখন আমার সেই ট্রেডগুলো ক্লোজ হয়েছিল তার থেকে সর্বমোট 13 ডলার প্রফিট করেছিলাম।কারন তখন আমার ডিপোজিট এর পরিমাণ খুবই সামান্য ছিল।কিন্তু ধীরে ধীরে আমারে ডিপোজিট এর পরিমাণ বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আমার প্রফিট করার পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং আশা করছি ভবিষ্যতে এটার পরিমাণ আরও বৃদ্ধি পেতে থাকবে।
rakib.r
2020-02-09, 07:43 PM
আমি খুব কম লট নিয়ে ট্রেড করছি প্রথম প্রথম। আমি যখন রিয়েল ট্রেডে আসি তখন আমার ডিপোজিট ছিলো ৩০ ডলার। আমি ৩০ ডলার দিয়ে ০.০১ লটের ৩ টা লট কিনে প্রায় দেড় ডলারের মত প্রফিট করি। এভাবে প্রায় আমার লাভ ৪ ডলারে যাবার পর আমি ১৩ ডলার লস করে ফেলি। যদিও আমি এখন লস টা রিকভার করে ফেলছি। এখন আমার লাভ আছে প্রায় দুই ডলারের মত। এ মাসের ডিপোজিট টা এড হয়ে গেলে আমি আরো বাড়িয়ে লট কিনতে পারবো বলে আশা করছি
Mas26
2020-02-09, 10:04 PM
আমি যেহেতু অনেক পুরাতন তাই পুরাতন গল্পই বলি আমি প্রথমে বোনাস পেয়ে ট্রেডিং কি জিনিস জানতাম ই না মার্কেট এর দিকে তাকিয়ে থেকে যদি মার্কেট উপরে যেতে শুরু করত তখন একটি বাই আর নীচে যেতে থাকলে একটি সেল করে বসতাম আর কোন এ্যানালিসিস বুঝতাম না। তাই প্রথমে কিছুটা প্রফিট করতে পেরেছিলাম এবং সেটা হাতে পেয়ে অনেক খুশিও হতে পেরেছিলাম এবং ফরেক্স থেকে আয়ের টাকা হাতে পাওয়ার পরে ভাল করে এ্যানালিসিস শেখার চেষ্টা করতে শিখলাম নতুন নতুন ইন্ডিকেটর এর ব্যবহার করতে লাগলাম আর শুধুই লস করতে থাকলাম আজ অবদি লসে আছি। তবে গেল মাসে আমি মাত্র ২০ ডলার নিতে পেরেছি এবং এ ধারাকে অব্যহত রাখার চেষ্টা করছি। কারন এবার সব পুরাতন এ্যানালিসিস বাদ দিয়ে নতুন আঙ্গিকে ট্রেডিং স্টাইলকে সাজিয়েছি।
amreta
2020-02-20, 06:54 PM
ইয়াসের ফার্স্ট, আমি খুব বেশি পরিশ্রম না করলে তুতে কাজ না করলে ক্ষুধার কথা ভুলে যাব।প্রিয় বন্ধু, তাঁর মতে, এতে যারা কাজ করেছেন তারা সকলেই সফল হয়েছেন।এবং আমার প্রো অনুসারে, বো এর জন্য কঠোর পরিশ্রম করবে।ভাই এতে সফল হবে।আবার যদি আমি সফল হওয়ার জন্য চেষ্টা করি তবে তার সদস্য হওয়া উচিত।
saraa
2020-02-21, 12:08 PM
পেশাদাররা তাদের নিজস্ব সিদ্ধান্ত নিতে পারে না। তারা পরিকল্পনা এবং কৌশল তৈরি করে এবং আপনার কাজের অংশের জন্য আপনাকে কার্যবিধির পদ্ধতি ব্যবহার করতে হবে। সুতরাং বৈচিত্র্য বা উন্নতির কোনও স্থান নেই। তবে কাজের পদ্ধতিগুলি পুরো ক্যারিয়ার জুড়ে একই থাকবে w আপনি যখন ট্রেডিং ব্যবসায় বিশেষভাবে ফরেক্স ট্রেডিং ব্যবসায় সম্পর্কে জানবেন তবে এটি স্পষ্ট হবে যে কোনও খুচরা ব্যবসায়ী তার নিজের অ্যাকাউন্ট চালায়। তার জন্য অন্য কোনও অপারেটর নেই। মুনাফার মার্জিনে ঝুঁকি নিয়ে ফিডব্যাকগুলি পাওয়ার মতো আপনি সেখান থেকে সহায়তা নিতে পারেন। আপনি যখন আপনার ট্রেডিং ব্যবসায়ের নিয়ামক হন তখন ব্যবসায়ের প্রান্তটি আপনার শক্তি। এতে সঠিকভাবে ব্যবসায়ের ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় সমস্ত জিনিস রয়েছে। বাজার বিশ্লেষণের কৌশলগুলি এবং তারপরে একটি ভাল ট্রেডিং অবস্থান সন্ধান করে তারপরে আপনার ব্যবসায়ের সাথে সম্পর্কিত সমস্ত বিষয় নিয়ে কিছু পরিকল্পনা নিয়ে ডিলিং ট্রেডিং ব্যবসায়ের জন্য এই সমস্ত জিনিস প্রয়োজনীয়।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.