View Full Version : আর এস আউ লেভেল কে কতো ব্যাবহার করেন?
SHARIFfx
2020-02-08, 11:36 AM
ফরেক্স এ গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর হচ্ছে আর এস আই। মাঝে মাঝে সময় আসে আর এস আই ইন্ডিকেটর দিয়ে ভালো প্রফিট বের করা যায়। তাই আমি আর এস আই ৮০ আর ২০ লেভেল সেট করেছি, আর ভালো রেজান্ট পাচ্ছি। ৮০ হিট করলে সেল নিয়ে ২০-৫০ পিপ্স পাওয়া যায় আবার ২০ হিট করলে বাই নিয়ে ২০-৫০ পিপ্স পাওয়া যায়। তবে মানিমেনেজমান্ট করতে হবে প্রায় ২০০০-৩০০০ পিপ্স।
PK_SHIKDER
2020-02-08, 08:04 PM
আমি এই ফরেক্স মার্কেটে নতুন,,,তাই আমার এই (আর.এস.আই) ইন্ডিকেটর সম্পর্কে কোনো ভালো ধারণা নাই । আমি এই (আর.এস.আই) ইন্ডিকেটর ব্যবহার সম্পর্কে ভালো বুঝি না এবং এর ব্যবহার বিধি সম্পর্কে কোনো ধারণা নাই । তাই আপনাদের কাছে একটু সাহায্য কামনা করছি যে,,, এই বিষয়ে যদি কারো ভালো ধারণা থেকে থাকে তাহলে অবশ্যই পোস্টের মাধ্যমে জানাবেন,,,,, ধন্যবাদ ।
mdsakil
2020-02-09, 08:38 AM
আর এস আই ইন্ডিকেটর একটা ভালো ইন্ডিকেটর। এটা এমটি ফোরের ডিফল্ট ইন্ডেকেটর। আমার কাছে এটা ভালো লাগে অনেক বড় বড় ট্রেডার আর এস আই ব্যাবহার করে। তবে আমি ব্যাক্তিগত ভাবে এটা দিয়ে ট্রেড করা পছন্দ করি না। কারন এর কিছু সমস্যা আছে যা এখানে বলতে গেলে অনেক বড় পোষ্ট হয়ে যাবে। তবে কিছু তুলে ধরছি যেমন আরএসআই লেভেল ৮০ উপরে গেলে সেল নিলে তা আরও উপরে চলে যেতে পারে। মার্কেট একটু নিচে নামলে আরএসআই অনেক নিচে নেমে যায়। তাছাড়া আরএসআই হিডেন রিপেইন্ট করে। এত কিছু পরেও এটা ভালো কাজ দেয় যদি আপনি এটা অন্য ট্রেডিং স্টাটেজি বা অন্য ভালো ইন্ডিকেটরের সাথে ব্যাবহার কনে ট্রেড করা যেতে পারে।
fxarif
2020-02-09, 10:16 AM
আর ইস আই লেভেল আমি উপরে ৮০ আর নিচে ২০ ব্যবহার করি।৮০ অথবা ২০ থেকে ট্রেড নিয়ে সহজে ২০-৩০ পিপস কামানো যায়।তবে খেয়াল রাখতে হবে ওই সময় কোন নিউজ পাবলিসড হয় কিনা।
alamsat
2020-02-09, 12:09 PM
আর এস আই এর ডিফল্ট সেটিং অনুযায়ী আমরা লো লেভেল ২০ এবং আপার লেভেল ৮০ দেওয়া থাকে সে অনুযায়ী আপনি ট্রেড করলে ভাল ফল পাবেন কিন্তু যদি আপনি এই ইন্ডিকেটর দিয়ে বেশি ট্রেড করতে চান তাহলে এটার লেভেল কিছুটা বাড়িয়ে ৩০ এবং ৭০ করে নিতে পারেন তাহলে বেশি ট্রেড করতে পারবেন। যদি ২০ এবং ৮০ রাখের তাহলে কম ট্রেড করার সুযোগ পাবেন কারন মার্কেট তার নিয়ম অনুযায়ী অনেক সময় ৭০ বা ৭৫ টার্চ করে ফিরে আসে লো লেভেল এর দিকে তাই আপনি কোন ট্রেড নিতে পারলেন না। তাই পুনরায় আবার ৮০ লেভেল এ আসার জন্য অপেক্ষা করতে হবে। তাই আপনার ট্রেডিং স্টাইল অনুযায়ী আপনি আর এস আই এর সেটিং করে নিতে পারেন।
amreta
2020-02-21, 12:22 PM
ফরেক্স এ গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর হচ্ছে আর এস আই। মাঝে মাঝে সময় আসে আর এস আই ইন্ডিকেটর দিয়ে ভালো প্রফিট বের করা যায়। তাই আমি আর এস আই ৮০ আর ২০ লেভেল সেট করেছি, আর ভালো রেজান্ট পাচ্ছি। ৮০ হিট করলে সেল নিয়ে ২০-৫০ পিপ্স পাওয়া যায় আবার ২০ হিট করলে বাই নিয়ে ২০-৫০ পিপ্স পাওয়া যায়। তবে মানিমেনেজমান্ট করতে হবে প্রায় ২০০০-৩০০০ পিপ্স।
প্রিয় সদস্য আমি কখনই কোনও সূচক নদী প্রজনন করি না কারণ আমি সূচকটি ভালভাবে বুঝতে পারি না আমি কেবলমাত্র সংবাদকে বাণিজ্য করি এবং আমি খবরের মাধ্যমে ভাল পাঠ করি এবং আমি ভাল লাভও অর্জন করি। আমি
saraa
2020-02-21, 03:34 PM
আমি সম্মত হই যে জ্ঞান, দক্ষতা অভিজ্ঞতা সাফল্য অর্জনের জন্য ফরেক্স ট্রেডিংয়ে প্রচুর মূল উপাদানকে সহায়তা করে। ভাল ট্রেডিং জ্ঞান অর্জন করা এবং সঠিক অভিজ্ঞতা ব্যতীত ফরেক্স ট্রেডিংয়ে নিরাপদ থাকা খুব কঠিন হবে। লাভজনক ফরেক্স ট্রেডিং পরিচালনার জন্য আমি এফএক্সডায়ারেক্ট নির্বাচন করি যারা একজন বন্ধুত্বপূর্ণ এবং বিশেষজ্ঞ ট্রেডিং ব্রোকার এবং তারা লাভজনক ট্রেডিংয়ের জন্য নিখরচায় প্রশিক্ষণ কোর্স, বিশেষজ্ঞ বিশ্লেষণ, বিস্তৃত ট্রেডিং প্রযুক্তি এবং অন্যান্য প্রদান করে।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.