PDA

View Full Version : করোনাভাইরাস: কারখানা বন্ধ করে দিল হুন্দাই।



Rajib_Biswas
2020-02-09, 08:05 PM
প্রাণঘাতী করোনাভাইরাসের থাবা পড়ল এবার দক্ষিণ কোরিয়ার গাড়িনির্মাতা প্রতিষ্ঠান হুন্দাই’র ওপর। করোনাভাইরাসের কারণে চীন থেকে যন্ত্রাংশ না আসায় দক্ষিণ কোরিয়ার উলসানে অবস্থিত বিশ্বের সর্ববৃহৎ গাড়ির এই কারখানা তাদের উৎপাদন বন্ধ করে দিয়েছে।
শুক্রবার কোম্পানিটি কারখানা বন্ধের ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে থাইল্যান্ড ভিত্তিক সংবাদমাধ্যম ব্যাংকক পোস্ট। ইতোমধ্যে ২৫ হাজার শ্রমিককে বাধ্যতামূলক ছুটি দেয়া হয়েছে। তবে ছুটিকালীন তাদের আংশিক বেতন দেবে হুন্দাই।
ব্যাংকক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার উলসানে বন্ধ করে দেয়া গাড়ির কারখানা থেকে বছরে প্রায় ১৪ লাখ গাড়ি তৈরি করা হয়। তবে গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাস বিস্তার লাভের পর অধিকাংশ কারখানা বন্ধ করে দিয়েছে চীন। এতে করে কারখানাটির চীন থেকে যন্ত্রাংশ আমদানিতে ভাটা পড়েছে।
বিশ্লেষকরা বলছেন, হুন্দাইয়ের গাড়ি কারখানা বন্ধ হওয়ার বিষয়টি এমন এক ঘটনা যার প্রভাব সারা বিশ্বে পড়বে। তারা আরও বলেছেন, কারখানা বন্ধ থাকার কারণে হুন্দাইয়ের যে আর্থিক লোকসান হবে তা রীতিমতো বিস্ময়কর হবে।
এক হিসাবে দেখা গেছে, যদি পাঁচ দিনও কারখানাটি বন্ধ থাকে, তাহলে এর জন্য ৬০০ বিলিয়ন ওন (দক্ষিণ কোরিয়ার মুদ্রা) বা ৫০০ মিলিয়ন ইউএস ডলার লোকসান গুনতে হবে হুন্দাইকে।