PDA

View Full Version : প্রথমবারের মতো বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলের বিশ্বকাপ বিজয়।



Rajib_Biswas
2020-02-09, 10:23 PM
10029
এই প্রথম বাংলাদেশে বৈশ্বিক কোন টুর্নামেন্ট শিরোপা জিতলো। শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ পর্যন্ত বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল বিজয় ছিনিয়ে নিতে সক্ষম হয়। প্রথমে টসে জিতে ইন্ডিয়াকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। ইন্ডিয়া 47 ওভার 2 বলে 177 রানে অলআউট হয়ে যায়। ইন্ডিয়ার পক্ষে Yashasvi Jaiswal সর্বোচ্চ 88 রান করেন। বাংলাদেশের পক্ষে অভিষেক 9 ওভারে 40 রান দিয়ে 3 উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা ভালো হলেও মাঝপথে বাংলাদেশের ছন্দপতন হয়। ইন্ডিয়ার বোলার Ravi Bishnoi 10 ওভারে 30 রান দিয়ে 4 উইকেট নিয়ে বাংলাদেশকে বিপদে ফেলে দেন। খেলার শেষের দিকে বৃষ্টি শুরু হলে বাংলাদেশের জয়ের পথ আরো সহজ হয়ে যায়। শেষ পর্যন্ত বাংলাদেশ 3 উইকেটে জয় লাভ করে।

Rokibul7
2020-02-24, 02:52 PM
দেখে খুব ভালো লাগলো যে বাংলাদেশের অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়ন হতে পারে আসলে ভাবতে কিন্তু অনেকটা অনেক রকমই লাগবেনা তবে দুঃখের ব্যাপার হচ্ছে যে মিরাজ অনূর্ধ্ব 19 এ থেকে বিশ্বকাপটা অর্জন করতে পারল না আমি খুলনা থাকি মিরাজ আমাদের জেলার ই ছেলে আজ এই পোস্টে আমার কমেন্ট করার কারণটা হচ্ছে সেদিনকে মিরাজের একটা সাক্ষাতকার দেখলাম সেখানে মিরাজ বলতেছিল যে আমাদের স্বপ্ন একদিন চ্যাম্পিয়ন হয় আসলে সেই স্বপ্নটা মিরাজের পূর্ণ হইত যদি সে অনূর্ধ্ব 19 এ খেলতে পারবো তবে অবশ্যই মিরাজের লেভেলে আমার ইচ্ছা আছে সবাই দোয়া করবেন আমাদের বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য যে আমরা যত সামনে এগিয়ে যেতে পারে