PDA

View Full Version : করোনাভাইরাস: মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে অ্যামাজনের না



kohit
2020-02-10, 07:51 PM
প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিতব্য বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তি প্রদর্শনী মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) ২০২০-তে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে অ্যামাজন।

ই-কমার্স জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, “নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়ায়” তারা বার্সেলোনার মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে অংশ নেবে না।

এদিকে আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, এক লাখ দর্শণার্থীকে আকৃষ্ট করা এই ইভেন্ট যথারীতি চলবে। তবে পাশাপাশি তারা এ-ও জানিয়েছে, আয়োজনে অংশ না নেওয়ার বিষয়টি বিবেচনা করছে অন্যান্য প্রতিষ্ঠানও-- খবর বিবিসি’র।

২৪ থেকে ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এবারের এমডব্লিউসি ২০২০। ইতোমধ্যেই এতে অংশ না নেওয়ার কথা জানিয়েছে এলজি ইলেকট্রনিকস, এরিকসন এবং এনভিডিয়া।

ইভেন্টের আয়োজক জিএসএমএ’র পক্ষ থেকে বলা হয়, “তারা নিশ্চিত করছে যে, অনেকগুলো বড় প্রতিষ্ঠান না আসার সিদ্ধান্ত নিয়েছে এবং অন্যান্যরা এখনও পরবর্তী ধাপ বিবেচনা করছে, আমাদের এখনও দুই হাজার আটশ’র বেশি অংশগ্রহণকারী রয়েছে।”

আয়োজকরা আরও জানিয়েছে, “প্রদর্শক এবং দর্শণার্থীদের স্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করতে বাড়তি ব্যবস্থা নেওয়া হয়েছে, যা আমাদের মূল বিবেচনা।”


বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম