PDA

View Full Version : ব্রিটেনকে উচ্চাভিলাষী বাণিজ্য চুক্তির আহ্বান জানাল ইইউ



kohit
2020-02-12, 08:14 PM
ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনকে উচ্চাভিলাষী বাণিজ্য চুক্তির আহ্বান জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লিয়েন। গতকাল তিনি আরো উল্লেখ করেন, ইউরোপের সঙ্গে বৈশ্বিক বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মৌলিক নীতি অনুযায়ী ব্যবসা করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের সরকার। ব্রিটেন চাইলে ইইউর সঙ্গে স্পষ্ট সম্পর্ক ছেদ করতে পারে। তবে উচ্চাভিলাষী বাণিজ্যে লন্ডনের ফিরে আসাকে ইইউ সাদরে গ্রহণ করবে। খবর এএফপি।

ইউরোপীয় কমিশনের প্রধান বলেন, যেকোনো বাণিজ্য চুক্তিরই কিছু নীতিমালা থাকে। এক্ষেত্রে ইউরোপ নিজের স্বার্থ বজায় রাখতে নীতি অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করবে। ইইউর সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে ব্রিটেনকে জোটের নীতির প্রতি সম্মান জানাতে হবে। তবে যুক্তরাজ্যকে বৈশ্বিক মুক্ত বাজার অর্থনীতির চ্যাম্পিয়ন হিসেবে প্রতিষ্ঠায় বরিস জনসনের উচ্চাকাঙ্ক্ষাকে স্বাগত জানান উরসুলা ভন ডার লিয়েন।

ব্রিটেন গত ৩১ জানুুয়ারি ইইউর সঙ্গে ৪৭ বছরের সম্পর্ক ছিন্ন করে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে ২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে অন্তর্বর্তীকালীন সময়। এ অন্তর্বর্তীকালীন সময় শেষে ব্রিটেন তার সীমান্তে ইইউর পণ্যের ওপর আমদানি নিয়ন্ত্রণ শুরু করবে।

বণিক বার্তা