PDA

View Full Version : তাইওয়ানের সামরিক বাহিনীতে টেসলা ‘মডেল ৩’



kohit
2020-02-16, 01:53 PM
তাইওয়ানের সামরিক বাহিনীর বৈদ্যুতিক গাড়ি বহরে যোগ হয়েছে টেসলার মডেল ৩ গাড়ি। সবমিলিয়ে ৩১ লাখ ৮০ হাজার তাইওয়ানিজ ডলার বাজেট করা হয়েছিল গাড়ি কেনার জন্য।

ওয়াল চার্জার ও সোলার প্যানেলমহ দুটি টেসলা মডেল ৩ স্ট্যান্ডার্ড রেঞ্জ প্লাস গাড়ি কেনা হয়েছে বলে জানা গেছে। তাইওয়ানের টেসলা গাড়ি মালিকদের টুইটার অ্যাকাউন্ট ‘টেসলা ওনার্স তাইওয়ান’ থেকে অফিশিয়াল সামরিক লাইসেন্স প্লেটসহ একটি টেসলার ছবি শেয়ার করা হয়েছে।

কাজটি করার মধ্য দিয়ে বহু দেশ ও সংস্থা নিজ কাজে মডেল ৩ গাড়ি ব্যবহারে উদ্বুদ্ধ হবে বলে মন্তব্য করেছে আইএএনএস। হয়তোবা আইন শৃঙ্খলা রক্ষাকারীদের কাজে সাইবারট্রাক-ও ব্যবহৃত হতে দেখা যাবে। অবশ্য এরই মধ্যে সাইবারট্রাকের ক্রেতাদের তালিকায় শামিল হয়েছে দুবাই পুলিশ।

এক টুইট বার্তায় দুবাই পুলিশ জানিয়েছিল, সাইবারট্রাক কেনা হবে তাদের বহরের জন্য। দুবাই পুলিশের সাইবারট্রাক দেখতে আদতে কেমন হবে, সে সংশ্লিষ্ট একটি ছবিও টুইট করা হয়েছিল গত বছরের নভেম্বরের শেষ দিকে। আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাটির প্রধান মেজর জেনারেল আব্দুল্লাহ খলিফা আল মারি জানান, পর্যটক-বহুল এলাকায় ব্যবহারের জন্য ওই সাইবারট্রাক কেনার পরিকল্পনা করা হয়েছে।


বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Shole33
2020-07-10, 11:33 PM
তাইওয়ানের সামরিক বাহিনীতে টেসলা ‘মডেল ৩’
তাইওয়ানের সামরিক বাহিনীর বৈদ্যুতিক গাড়ি বহরে যোগ হয়েছে টেসলার মডেল ৩ গাড়ি। সবমিলিয়ে ৩১ লাখ ৮০ হাজার তাইওয়ানিজ ডলার বাজেট করা হয়েছিল গাড়ি কেনার জন্য।

ওয়াল চার্জার ও সোলার প্যানেলমহ দুটি টেসলা মডেল ৩ স্ট্যান্ডার্ড রেঞ্জ প্লাস গাড়ি কেনা হয়েছে বলে জানা গেছে। তাইওয়ানের টেসলা গাড়ি মালিকদের টুইটার অ্যাকাউন্ট ‘টেসলা ওনার্স তাইওয়ান’ থেকে অফিশিয়াল সামরিক লাইসেন্স প্লেটসহ একটি টেসলার ছবি শেয়ার করা হয়েছে।

কাজটি করার মধ্য দিয়ে বহু দেশ ও সংস্থা নিজ কাজে মডেল ৩ গাড়ি ব্যবহারে উদ্বুদ্ধ হবে বলে মন্তব্য করেছে আইএএনএস। হয়তোবা আইন শৃঙ্খলা রক্ষাকারীদের কাজে সাইবারট্রাক-ও ব্যবহৃত হতে দেখা যাবে। অবশ্য এরই মধ্যে সাইবারট্রাকের ক্রেতাদের তালিকায় শামিল হয়েছে দুবাই পুলিশ।

এক টুইট বার্তায় দুবাই পুলিশ জানিয়েছিল, সাইবারট্রাক কেনা হবে তাদের বহরের জন্য। দুবাই পুলিশের সাইবারট্রাক দেখতে আদতে কেমন হবে, সে সংশ্লিষ্ট একটি ছবিও টুইট করা হয়েছিল গত বছরের নভেম্বরের শেষ দিকে। আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাটির প্রধান মেজর জেনারেল আব্দুল্লাহ খলিফা আল মারি জানান, পর্যটক-বহুল এলাকায় ব্যবহারের জন্য ওই সাইবারট্রাক কেনার পরিকল্পনা করা হয়েছে।