View Full Version : যখন ফরেক্স মার্কেটে নতুন ট্রেডাররা ভুল করে তখন তারা মার্কেট ছেডে দেয় কেনো?
MINARULRFL100
2020-02-17, 02:07 PM
যখন কোন নতুন ট্রেডার ফরেক্স মার্কেটে ব্যাবসা করে তখন সে মার্কেট সম্পর্কে কিছুই জানেনা এবং বোঝেনা তার জন্য সে প্রতিনিয়ত ভুল করতে থাকে এবং একটা সময় সে ফরেক্স মার্কেট ছেড়ে দেয়।তার কারন ভুল করার পর সেই নতুন ট্রেডার ভুল থেকে শিক্ষা গ্রহণ করে অথবা তাকে উৎসাহ দেওয়ার মতো কোন ট্রেডার তার পাশে থাকে না।তখন সে মনে করে ফরেক্স মার্কেট তার জন্য না।আর তাছাড়া ফরেক্স মার্কেটে কাজ করার সময় যখন বন্ধুরা দেখে যে আমি ফরেক্স মার্কেটে কাজ করতেছি তখন তারা অনেক হাসাহাসি করে।তার জন্য ৯৫% নতুন ট্রেডার মার্কেট ছেড়ে দেয়।
Shohedulla
2020-02-17, 02:38 PM
আসলে আমাদের সকলের এই বিষয়টি বোঝা উচিত যে সবসময় মার্কেট আমাদের অনুযায়ী চলে না। আমাদের অনুযায়ী বলতে মার্কেট কখন আমাদের অনুযায়ী চলে না মার্কেটে আমাদের চলতে হয়। কিন্তু এর মাঝে মাঝে আমরা মার্কেট ধারণা বুঝে উঠতে পারে না বলে ভুল করে বসে। কিন্তু আমাদের সকলের উচিত সেই বলতে শিখে আমাদের আগে এগিয়ে যাওয়া। কারণ বলতে কে শেখালো লোক সফল হয়।
amreta
2020-02-19, 05:37 PM
যখন কোন নতুন ট্রেডার ফরেক্স মার্কেটে ব্যাবসা করে তখন সে মার্কেট সম্পর্কে কিছুই জানেনা এবং বোঝেনা তার জন্য সে প্রতিনিয়ত ভুল করতে থাকে এবং একটা সময় সে ফরেক্স মার্কেট ছেড়ে দেয়।তার কারন ভুল করার পর সেই নতুন ট্রেডার ভুল থেকে শিক্ষা গ্রহণ করে অথবা তাকে উৎসাহ দেওয়ার মতো কোন ট্রেডার তার পাশে থাকে না।তখন সে মনে করে ফরেক্স মার্কেট তার জন্য না।আর তাছাড়া ফরেক্স মার্কেটে কাজ করার সময় যখন বন্ধুরা দেখে যে আমি ফরেক্স মার্কেটে কাজ করতেছি তখন তারা অনেক হাসাহাসি করে।তার জন্য ৯৫% নতুন ট্রেডার মার্কেট ছেড়ে দেয়।
পিকুল সার্কাস মেম্বার আইসে হতে হেজাপানি গার্ল টিমকে হইয়াছে লস কারতে হেঅরফের বওফলেক্স কো ছোড় দেতে হেইসলামে ফরেক্স কো কই ভি নেহি করনা চাহিয়েকেউকে যে আমারই আপনি গালতি মুঝসে হোতা হেদারা ফেইসবুক মেসেঙ্গের মার্কেট কসম জায়েঙ্গেআর আপনি গোলকিপার কা বোকা না সাকেঙ্গেটপ মব ট্রানস্ফের
saraa
2020-02-23, 03:18 PM
বড় অর্থ হারাতে খারাপ, তবে যখন এটি একটি অল্প অর্থ হয়, অনুপ্রেরণা পাওয়া এত কঠিন হবে না। যদি এটি বড় অর্থের ক্ষতি হয় তবে ব্যবসায়ীদের অনুপ্রাণিত করা না যেতে পারে, তারা কিছুদিনের জন্য বাজার থেকে বিরতি নেওয়ার চেষ্টা করেছিলেন, যা কিছুক্ষণ পরে তাদের শীতল হতে পারে। ব্যবসায়ীরা সর্বদা মুনাফায় থাকার চেষ্টা করার সাথে সাথে সর্বদা অনুপ্রেরণা অর্জন করতে পারে, এটিই যে কেউ সেরা হতে পারে।
Sapna1212
2020-02-25, 08:09 AM
আমার মনে হয় যখন নতুন ব্যবসায়ীরা এর মধ্যে কাজ করে এবং তারা একটা ভুল করে, তাদের প্রথমে ভুল শুধরে নেওয়া উচিত কারণ যদি ভুল থাকে, তাহলে এই ভুল থেকে আমরা জানব না । নিজের ভুলগুলো শুধরে নিতে খুব সুশিষ্ট হতে হয় ।
fxhazera
2020-02-25, 08:16 AM
কেও যদি মনে করে ফরেক্সে সে একদিনে সফলতা পাবে,তাহলে এটি তার ভুল ধারনা।আর নতুনরা প্রথমে লস দেয়,আর ফরেক্স মার্কেট সম্পর্কে ভালোভাবে জানে না বলে,তারা এই মার্কেট ছেড়ে চলে যায়।
Grimm
2020-02-25, 08:43 AM
আমার মনে হয় না বর্তমানে কেউ এই মার্কেটে ভুল করলে তারা মার্কেট ছেড়ে চলে যায়। কারণ বর্তমানে যারা এই মার্কেটে জয়েন করতাছে তারা সকল কিছুই জেনে বুঝে এই মার্কেটে জয়েন করতাছে। তবে হ্যা একমাত্র সেই সকল ব্যক্তিই চলে যায় যারা বিভিন্ন ধরনের জুয়া খেলে থাকে। আমিও এই রকম কয়েকজনকে পেয়েছিলাম। আসলে যারা ব্যবসার জন্য আসে তারা কখনই এই মার্কেট হতে চলে যায় না। আর তারা ততক্ষণ পর্যন্ত চেষ্টা করতে থাকে যতক্ষণ না তারা এই মার্কেট হতে সফলভাবে মুনাফা উপার্জন করতে পারে।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.