PDA

View Full Version : ফরেক্স রেগুলেশন এবং ট্রেডার ভাবনা!



mehedi12122
2015-01-22, 12:53 PM
কয়েকটি ছোট ঘটনা দিয়ে আলোচনা শুরু করি।
ঘটনা-১, ধরুন আপনি ইউএসএ থাকেন, আপনার প্রয়োজনে একটা আইফোন কিনেছেন এই সেটটি হাত থেকে পড়ে ভেঙ্গে গেল, পানিতে পড়ে নস্ট হয়ে গেল অথবা অন্য কোন কারনে সেটটে ক্ষতিগ্রস্ত হল। আপনি কি করবেন? ওয়ারেন্টি থাকায় আপনি সোজা আইফোন কাস্টমার কেয়ারে যাবেন এবং একটি নতুন সেট সম্পুর্ন ফ্রী নিয়ে আসবেন।
ঘটনা-২, ধরুন আপনি ইউএসএ থাকেন, আপনার প্রয়োজনে একটা আইফোন কিনেছেন। পারিবারিক কারনে আপনি আপনার প্রিয়জনের সাথে বসবাস করতে বাংলাদেশে চলে আসলেন। বাংলাদেশে আসার পর এই সেটটি হাত থেকে পড়ে ভেঙ্গে গেল, পানিতে পড়ে নস্ট হয়ে গেল অথবা অন্য কোন কারনে সেটটে ক্ষতিগ্রস্ত হল। আপনি কি করবেন?বাংলাদেশে অবস্থিত আইফোন কাস্টমার কেয়ারে যাবেন কিন্তু আইফোন এর রিপ্লেসমেন্ট পাবেন না কারন বাংলাদেশে আইফোন এর ওয়ারেন্টি কার্যক্রমের আওতাভুক্ত নয়।
ঘটনা-৩, এবার ধরুন আপনি বাংলাদেশেই থাকেন, আপনার প্রয়োজনে একটা আইফোন কিনেছেন। সেটটি আপনার হাত থেকে পড়ে ভেঙ্গে গেল, পানিতে পড়ে নস্ট হয়ে গেল অথবা অন্য কোন কারনে সেটটে ক্ষতিগ্রস্ত হল। আপনি কি করবেন?বাংলাদেশে অবস্থিত আইফোন কাস্টমার কেয়ারে যাবেন কিন্তু আইফোন এর রিপ্লেসমেন্ট পাবেন না কারন বাংলাদেশে আইফোন এর ওয়ারেন্টি কার্যক্রমের আওতাভুক্ত নয়। তবে এক্ষেত্রে যে স্টল থেকে আপনি সেটটি কিনেছেন তারা হয়ত আপনাকে সার্ভিসিং ওয়ারেন্টি দিতে পারে আপনি ফ্রীতে ততটুকু পেয়েই সন্তুস্ট থাকতে হবে।
ঘটনা-৪, এবার ধরুন আপনি বাংলাদেশেই থাকেন, আপনার প্রয়োজনে একটা আইফোন না কিনে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড স্যামসাং সেট কিনেছেন। সেটটি আপনার হাত থেকে পড়ে ভেঙ্গে গেল, পানিতে পড়ে নস্ট হয়ে গেল অথবা অন্য কোন কারনে সেটটে ক্ষতিগ্রস্ত হল। আপনি কি করবেন?বাংলাদেশে অবস্থিত আইফোন কাস্টমার কেয়ারে যাবেন সেক্ষেত্রে আপনি আইফোনের মত রিপ্লেসমেন্ট না পেলেও ওয়ারেন্টি কিন্তু পাবেন প্রয়োজনে ওরা রিপ্লেস ও করবে।
এবার আসুন আমরা আলোচনা করি ফরেক্স রেগুলেশন কি?
রেগুলেশন অথরিটি হল সংস্লিস্ট দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা যেমন
ইউএসএ এর New York Stock Exchange (NYSE)
ফিনল্যান্ড এর FIN-FSA in Finland
সাইফ্রাস এর Cyprus Securities and Exchange Commission (CySEC)
ভারত এর Securities and Exchange Board of India (SEBI)
এরকম প্রত্যেক দেশেই আছে যেমন আমাদের দেশের অথরিটি হল
Securities and Exchange Commission (SEC)
এখন প্রশ্ন হল একটি ফরেক্স ব্রোকার যদি ইইউ/ইউএসএ এর কোন দেশের নিয়ন্ত্রক সংস্থা থেকে অনুমোদন লাভ করে তাহলে আমাদের দেশ থেকে আমরা কি লাভ পাব? ব্রোকার দ্বারা যদি আমরা ক্ষতিগ্রস্ত হই তাহলে ওরা কি কোন ক্ষতিপূরন দিবে নাকি আইফোনের মত কোন দায়িত্বই নিবেনা। এক্ষেত্রে শুধু বাংলাদেশ নয় সমগ্র এশিয়াতেই কোন দায়িত্ব নিবেনা এসব রেগুলেটেড ব্রোকার। কারন এশিয়াতে ফরেক্স এখন কোন আইনগতভাবে স্বীকৃত ব্যবসা নয়। তবে এক্ষেত্রে আপনি এশিয়াতে একটা অথরিটি পাবেন www.financialcommission.org যা গঠন করেছেন এশিয়াতে যেসকল ব্রোকার তাদের কার্যক্রম চালায় তারা। এর মাধ্যমে আপনি আইফোনের মত না হলেও স্যামসাং এর মত সার্ভিস পাবেন, ক্ষতিপুরন পাবেন এবং যেকোন সমস্যায় এই অথঅরিটির কাছে অভিযোগ করতে পারবেন। অর্থাৎ আপনি এখন বাংলাদেশ বা এশিয়ার যেকোন দেশে থেকে ব্রোকার চয়েস করতে পারবেন। সমস্যায় অভযোগ করতে পারবেন এবং সমাধান ও পাবেন।
এখন আপনি কি দেখে ব্রোকার চয়েস করবেন?
১। এই ব্রোকার ইইউ/ইউএসএ এর দেশ সমুহ থেকে রেগুলেটেড কিনা
২। www.financialcommission.org এর সদস্য কিনা?
দুটোই যদি হ্যাঁ হয় তাহলে আপনার আর কোন চিন্তা নেই।

mybff
2015-03-21, 09:56 PM
কোন ব্রোকার ইইউ/ইউএসএ এর দেশ সমুহ থেকে রেগুলেটেড কিনা এবং www.financialcommission.org এর সদস্য কিনা এই সব ব্যাপারগুলো কিভাবে বুঝব । কিভাবে বিচার করব । আমি তো ফরেক্সে নতুন তাই এত কিছু বুঝতে পারছি না । কিন্তু যাই হোন আমি যতটুকু শুনেছি ইন্সটাফরেক্স এশীয়ার সবচেয়ে ভালো ব্রোকার । এখন আমার প্রশ্ন হচ্ছে ইন্সটাফরেক্স ব্রোকার কি এ দুটি শর্ত পুরন করে ? আমি জানি না কারন আমি নতুন আপনি দয়া করে জানাবেন ।

fxtdr
2015-06-25, 12:23 AM
আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার এমন একটা গুরুত্বপুর্ন পোস্ট করার জন্য । আপনার পোস্ট টি সাধারন পোস্ট থেকে বেশ আলাদা এবং ভালো তথ্য আছে যা প্রতিটি ফরেক্স ত্রেদার এর জানা উচিৎ। তাড়াহুড়ো করে ট্রেডিং একাউন্ট না খুলে ভেবে চিনতে ভালো ব্রোকার দেখে একাউট খুলতে হবে । তাহলে ব্রকার কর্তৃক প্রতারিত হবার সম্ভাবনা অনেক কমে যাবে এবং আমরা ভালো সুযোগ সুবিধাও পাব।

maziz6989
2015-06-30, 05:01 PM
খুবই সুন্দর বলেছেন । আপনার সাথে দ্বিমত করার কোনই কারণ নাই। কিন্তু যখন বিভিন্ন ওয়েব সাইটে টপ রেগুলেটেডে ব্রোকারের প্র্রতারণার খবর পাই তখন আত্মা শুকিয়ে যায়। আমরা সাধারণ ট্রেডাররা যাব কোথায়? লস করা এক জিনিস আর ব্রোকারের কারণে একাউন্ট হারানো আর এক জিনিস।

InstaForex Sushantay
2015-07-05, 03:23 PM
ইন্সটাফরেক্স কোম্পানি ​ আর্ন্তজাতিক প্রতিষ্ঠান Federal Financial Markets Service (FFMS)​ (https://en.wikipedia.org/wiki/Federal_Financial_Markets_Service_%28Russia%29)দ্ব ারা রেগুলেটেড বা লাইসেন্স প্রাপ্ত।
"এখন ট্রেডাররা কোম্পানির বিরুদ্ধে যেকোনো অভিযোগ দায়ের করতে পারবে যা ক্লায়েন্ট এর অধিকারের একটি অতিরিক্ত গ্যারান্টি। আমরা বিশ্বাস করি FFMS এর সদস্যপদ অর্জন এর ফলে ট্রেডারদের সঙ্গে আমাদের সহযোগিতা আরও বেশি স্বচ্ছ এবং উন্মুক্ত হবে”

FxAhsan
2015-09-09, 09:34 PM
ইনস্টাফরেক্স যদি তেমন রেগুলেটেড না হত তাহলে সে কোনভাবেই এশিয়ার সেরা ব্রোকার হতে পারত না।আর এদের নীতিমালায় যা পেয়েছি তাতে আমি সন্তুষ্ট। আপনাদেরও দেখে নেয়া উচিত।

Marufa
2015-09-14, 08:10 PM
অনেক ভাল কিছু তথ্য শেয়ার করার জন্য ধন্যবাদ । তবে আমি মনে করি ব্রোকার সিলেক্ট করার সবচেয়ে ভাল উপায় হচ্ছে দীর্ঘদিন ধরে যারা ফরেক্স ট্রেডিং এর সাথে সম্পর্কিত তারা কোন ব্রোকারে ট্রেড করছে জেনে তাদের কাছ থেকে সাজেশন নেয়া । যেহেতু তারা দীর্ঘদিন ধরে লেনদেন করছে সেহেতু প্রতারনার সম্ভাবনা কম ।

mlbasumata
2015-10-24, 03:03 PM
একটা ব্রোকার চয়েস করার মধ্যেও এত কিছু জানতে হয় তাতো জানতাম না। আপনাকে ধন্যবাদ না দিলে খুবই অন্যায় হবে, অশেষ ধন্যবাদ। এখন কথা হচ্ছে ইন্সটা ফরেক্স ও এক্সনেস কোন কোন রেগুলেশনের আওতায় এবং এখানে ট্রেডার সেক্যুরিটি কেমন? দয়া করে তা বিস্তারিত বললে খুবই ভাল হয়।

MotinFX
2015-12-13, 08:49 PM
ফরেক্স মার্কেটে প্রথম যে কাজ টি করতে হয় তাহল ব্রোকারটি রেগুলেটেট কিনা। ব্রোকারটি রেগুলেটেট কিনা আমি কিভাবে বুঝব। আমি মনে করি ইনস্টা ফরেক্স ffms ভুক্ত। এশিয়ার সেরা ব্রোকার হতে হলে FFMS হতে হবে।

yasir arafat
2016-04-05, 01:16 AM
ফরেক্সে রেগুলেশন একটি গুরুত্বপূর্ণ বিষয়।আমরা বিভিন্ন ব্রোকারে ট্রেড করার আগে এদের রেগুলেশনটা দেখে নিই বা এর বিভিউটা পড়ে তারপর এদের সাথে ট্রেড করি।আমরা ভালভাবে স্বস্থিতে ট্রেড করার জন্য রেগুলেশন ব্রোকার দেখে নিই।

dwipFX
2016-05-19, 11:17 AM
অামি ফরেক্স মার্কেটে নতুন ট্রেড করি কয়েক মাস থেকে ফরেক্স সম্পর্কে বেসি করে জানার চেস্টা করছি সে থেকে ইনস্টা ফরেক্স ব্রোকার সম্পর্কে আপনাকে জানতে হবে কিভাবে ফরেক্স মার্কেটে ট্রেড করা যায়। এবং ব্রোকারে ট্রেড করলে আমাদের টাকা খাবেনা এই সকল প্রশ্ন গুলো উত্তর খুজি তখন আমাকে একজন বলল আপনি ইনস্টা ফরেক্স মার্কেটে ট্রেড করুন সে থেকে এখন একটা একাউন্ট করেছি এবং ট্রেড করছি।

HasanXM
2016-08-25, 10:26 AM
অবশ্যই রেগুলেটেড ব্রোকারে ট্রেড করবেন। যদিও ফরেক্স মার্কেট রেগুলেটেড নয় কিন্তু ব্রোকারের কার্যক্রম রেগুলেশন করা হয়। রেগুলেটেড ব্রোকারের দুই নাম্বারী করার সুযোগ থাকে না। ইন্সটাফরেক্স কোম্পানি ​ আর্ন্তজাতিক প্রতিষ্ঠান Federal Financial Markets Service (FFMS)​ দ্বারা রেগুলেটেড বা লাইসেন্স প্রাপ্ত।

Nur Alam
2017-05-30, 02:30 PM
এতো সুন্দর একটি পোস্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনার সাথে পুরাপুরি সহমত। ফরেক্স মার্কেটিং এ রেগুলেশন খুবই গুরুত্বপুর্ন বিষয়। ফরেক্সে বিভিন্ন ব্রোকারে ট্রেড করার আগে অবশ্যয় রেগুলেশন দেখে নেওয়া জরুরি। ফরেক্সে রেগুলেশন এর দেখে ভাল মানের ব্রোকারে ট্রেড করলে আপনার লস হবার সম্ভাবনা অনেক কম থাকে।

Momen
2017-07-22, 03:19 PM
হ্যা, বিষয়টি আগে কখনও লক্ষ করি নাই। ffms এর আওতাভূক্ত ব্রোকার বেছে নেওয়া অত্যন্ত জরুরী এবং নিরাপদ। কেননা, কোন ধরনের সমস্যার সমাধান আমরা ffms থেকে পেতে পারি। এছাড়াও আমাদের ডিপুজিট এর ব্যাপারে ১০০% নিশ্চয়তা দিয়ে থাকে।