PDA

View Full Version : একটি ট্রেডে লস আসলে রাগ করে আবার ট্রেড ওপেন???



SHARIFfx
2020-02-21, 07:21 PM
এই খানে আপনারা সেন্টিমেন্টাল এনালাইসিস অতি জরুরী। কারন ফরেক্সে রাগ করার জাগায় না। ভুল বাল এনালাইসিস করে ট্রেড নিলেতো লোকসান আসবেই। তাই আগে এন্ট্রি বুজতে হবে। লস হয়ে গেলে ট্রেড থেকে বিরত থাকুন। না হলে আরো বড়ো লসের শিকার হবেন। আর প্রতিদিন বুজে শুনে টেকনিক্যাল এনালাইসিস ফান্ডামেন্টাল এনালাইসিস আর সেন্টিমেন্টাল এনালাইসিস কাজে লাগিয়ে ট্রেড করুন।

Mas26
2020-02-21, 07:23 PM
এই খানে আপনারা সেন্টিমেন্টাল এনালাইসিস অতি জরুরী। কারন ফরেক্সে রাগ করার জাগায় না। ভুল বাল এনালাইসিস করে ট্রেড নিলেতো লোকসান আসবেই। তাই আগে এন্ট্রি বুজতে হবে। লস হয়ে গেলে ট্রেড থেকে বিরত থাকুন। না হলে আরো বড়ো লসের শিকার হবেন। আর প্রতিদিন বুজে শুনে টেকনিক্যাল এনালাইসিস ফান্ডামেন্টাল এনালাইসিস আর সেন্টিমেন্টাল এনালাইসিস কাজে লাগিয়ে ট্রেড করুন

saraa
2020-02-22, 08:00 PM
আপনার ব্যবসায়ের নেতা হিসাবে, আপনি সমস্যাগুলি চিহ্নিত করতে এবং সমাধানগুলি অর্পণ করার জন্য দায়বদ্ধ। লক্ষ্য অর্জন এবং ভবিষ্যতের কথা চিন্তা করার জন্য আপনি দায়বদ্ধ। আপনার সংস্থা বা ব্যবসায়ের একমাত্র ব্যক্তি যিনি সত্যই আপনার সংস্থার বৃদ্ধিতে উদ্বুদ্ধ হবেন তিনি আপনি। প্রতি মিনিটে আপনি এমন কাজগুলিতে ব্যয় করেন যা আপনি এক মিনিটের মধ্যে অর্পণ করতে পারেন যা আপনি সম্ভাব্য সর্বোত্তম ব্যবসায়ের পরিকল্পনা করছেন না, কৌশল এবং পরিকল্পনা করছেন না।
এ কারণেই আপনার ব্যবসায়টি আপনার ব্যবসায়ের সাথে না থেকে কাজ করা গুরুত্বপূর্ণ। আপনি বড় ছবির দায়িত্বে আছেন।

alamsat
2020-02-23, 10:56 AM
না এটি কখনও করা যাবে না কারন যদি আপনি একটি ট্রেড এ লস করেন সেটার পিছনে কোন না কোন কারন বিদ্যমান আছে হতে পারে আপনার কোন এ্যানালিসিস এর ভুল এর কারনে আপনি লস করছেন। কিন্তু যদি একটি ট্রেড এর লস করেন তাহলে সাথে সাথে আর একটি ট্রেড করতে গেলে আরও বেশি লস হয় কারন তখন মাথায় কোন কাজ করে না। মনের ইচ্ছার উপর ট্রেড করতে হয় তাই আরও বেশি লস হওয়ার সম্ভাবনা থাকে তাই মাথা ঠান্ডা করে বাইরেদিক থেকে একটু ঘুরে এসে আবার এ্যানালিসিস করে সুযোগ বুঝে ট্রেড করে লস রিকোভারি করতে হবে।

amreta
2020-02-23, 03:15 PM
এই খানে আপনারা সেন্টিমেন্টাল এনালাইসিস অতি জরুরী। কারন ফরেক্সে রাগ করার জাগায় না। ভুল বাল এনালাইসিস করে ট্রেড নিলেতো লোকসান আসবেই। তাই আগে এন্ট্রি বুজতে হবে। লস হয়ে গেলে ট্রেড থেকে বিরত থাকুন। না হলে আরো বড়ো লসের শিকার হবেন। আর প্রতিদিন বুজে শুনে টেকনিক্যাল এনালাইসিস ফান্ডামেন্টাল এনালাইসিস আর সেন্টিমেন্টাল এনালাইসিস কাজে লাগিয়ে ট্রেড করুন।

একেবারে স্যার, যখন আমরা কোনও বাণিজ্য রাখি, তখন আমাদের ক্ষতি হয়, তাই এর অর্থ এই নয় যে আমরা আবার হেরে যাব। আমরা আমাদের ভুলটি উন্নত করার চেষ্টা করি এবং ডেমো অ্যাকাউন্টে অনুশীলন করি। একইভাবে আমরা একজন ভাল ব্যবসায়ী হয়ে উঠি

KaziBayzid162
2020-02-24, 07:32 AM
ফরেক্স মার্কেটের লোভের পাশাপাশি আবেগ এবং রাগ নিয়ন্ত্রণ করার খুবই জরুরী।কারণ লোভ এর দ্বারা প্রভাবিত হয়ে ট্রেডাররা যেমন বড় ধরনের ঝুঁকির সম্মুখীন হয় তেমনি কোন ট্রেডার যদি তার আবেগ এবং রাগ নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে তার জন্য ফরেক্স মার্কেটে টিকে থাকা খুবই কষ্টকর হয়ে দাঁড়াবে। কেননা যখন একজন ট্রেডার কোন প্রকার লসের সম্মুখীন হয় সে যদি তখন তার আবেগকে নিয়ন্ত্রণ করতে না পেরে রাগান্বিত হয়ে কোন প্রকার মার্কেট এনালাইসিস ছাড়াই পুনরায় ট্রেড ওপেন করে তাহলে তার লস হওয়ার সম্ভাবনা আরও বেড়ে যায়। এমনকি বড় ধরনের লস এর মাধ্যমে তার ব্যালেন্স জিরো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।তাই ফরেক্স মার্কেটে টিকে থেকে ব্যবসা করতে চাইলে এবং খুব ভাল প্রফিট করতে চাইলে অন্য দুটি এনালাইসিস যেমন ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল এনালাইসিস এর মতই সেন্টিমেন্টাল অ্যানালাইসিস করাও খুবই জরুরী।

fxismail
2020-02-24, 08:28 AM
একটি ট্রেড নিয়ে লস খেলেন,এটা স্বাভাবিক।তার মানে এই না যে আপনি আরেকটা ট্রেড ওপেন করে লসের মাত্রাকে বৃদ্ধি করবেন।আপনি যখন একটি ট্রেড করে লসে পড়েছেন তখন আপনাকে ঠান্ডা মাথায় এনালাইসিস করে হয় ট্রেড টাকা ক্লোজ করে দিতে হবে নয়তো বিপরীত একটা ট্রেড নিতে হবে।

MdRubelShaikh
2020-02-24, 08:46 AM
ফরেক্স ব্যবসাতে রাগ করলে আপনি বিপদে পড়বেন।কারণ আমি দেখেছি যখুন একটি ট্রেড উপেন করার পরে যদি লসে যায় তাহলে আবার রাগ করে বেশি লট সাইজে ট্রেড উপেন করে আরো লস বেশি হয়েছে।তাই আমি মনে করি একটি ট্রেড আছ সেটাই থাক লস বা লাভ যেটাই হক।

Sapna1212
2020-03-01, 11:53 PM
আমরা কেবল লাভের জন্যই বাণিজ্য করি এবং বাঁধগুলি থেকে ব্যবসায়গুলি শেখা যায়। দুর্ভাগ্যক্রমে আমাদের এটির একটি ডেমো নেওয়া এবং বাণিজ্যের আরও অভিজ্ঞতা অর্জন করা দরকার যাতে আমরা ভাল অর্থ উপার্জন করতে পারি কারণ আমাদের যদি ব্যবসা করার অভিজ্ঞতা থাকে তবে আমরা এটি খুব ভাল উপায়ে করতে পারি। আপনি কাজ করে উপার্জন করতে পারেন

Hredy
2020-03-20, 05:34 PM
এই খানে আপনারা সেন্টিমেন্টাল এনালাইসিস অতি জরুরী। কারন ফরেক্সে রাগ করার জাগায় না। ভুল বাল এনালাইসিস করে ট্রেড নিলেতো লোকসান আসবেই। তাই আগে এন্ট্রি বুজতে হবে। লস হয়ে গেলে ট্রেড থেকে বিরত থাকুন। না হলে আরো বড়ো লসের শিকার হবেন। আর প্রতিদিন বুজে শুনে টেকনিক্যাল এনালাইসিস ফান্ডামেন্টাল এনালাইসিস আর সেন্টিমেন্টাল এনালাইসিস কাজে লাগিয়ে ট্রেড করুন

Kane
2020-03-20, 05:41 PM
এই খানে আপনারা সেন্টিমেন্টাল এনালাইসিস অতি জরুরী। কারন ফরেক্সে রাগ করার জাগায় না। ভুল বাল এনালাইসিস করে ট্রেড নিলেতো লোকসান আসবেই। তাই আগে এন্ট্রি বুজতে হবে। লস হয়ে গেলে ট্রেড থেকে বিরত থাকুন। না হলে আরো বড়ো লসের শিকার হবেন। আর প্রতিদিন বুজে শুনে টেকনিক্যাল এনালাইসিস ফান্ডামেন্টাল এনালাইসিস আর সেন্টিমেন্টাল এনালাইসিস কাজে

KGF3010
2020-04-20, 10:34 PM
না এটি কখনও করা যাবে না কারন যদি আপনি একটি ট্রেড এ লস করেন সেটার পিছনে কোন না কোন কারন বিদ্যমান আছে হতে পারে আপনার কোন এ্যানালিসিস এর ভুল এর কারনে আপনি লস করছেন। কিন্তু যদি একটি ট্রেড এর লস করেন তাহলে সাথে সাথে আর একটি ট্রেড করতে গেলে আরও বেশি লস হয় কারন তখন মাথায় কোন কাজ করে না। মনের ইচ্ছার উপর ট্রেড করতে হয় তাই আরও বেশি লস হওয়ার সম্ভাবনা থাকে তাই মাথা ঠান্ডা করে বাইরেদিক থেকে একটু ঘুরে এসে আবার এ্যানালিসিস করে সুযোগ বুঝে ট্রেড করে লস রিকোভারি করতে হবে।

FRK75
2021-04-02, 10:26 PM
সেন্টিমেন্টাল এনালাইসিস অতি জরুরী। কারন ফরেক্সে রাগ করার জাগায় না। ভুল বাল এনালাইসিস করে ট্রেড নিলেতো লোকসান আসবেই। তাই আগে এন্ট্রি বুজতে হবে। লস হয়ে গেলে ট্রেড থেকে বিরত থাকুন।লস হয়ে গেলে ট্রেড থেকে বিরত থাকুন। না হলে আরো বড়ো লসের শিকার হবেন। আর প্রতিদিন বুজে শুনে টেকনিক্যাল এনালাইসিস ফান্ডামেন্টাল এনালাইসিস আর সেন্টিমেন্টাল এনালাইসিস কাজে লাগিয়ে ট্রেড করুন