View Full Version : ট্রেড করার কিছু সাধারন নিয়ম
mehedi12122
2015-01-22, 01:01 PM
ট্রেড করার কিছু সাধারন নিয়ম
প্রথমত আমরা এই গুলো সবাই জানি । অনেকে মানি, যারা মানে তারা সফল ট্রেডার । আমরাই বলি ওমুক ভাই খুব ভাল ট্রেড করে। আর অনেকে জেনেও মানি না। তারা লস করে। তারা শুধু মানুষের পিছনে দৌড়ায় আর বলে ভাই আমাদের কিছু শিখান । আপনি কিভাবে ট্রেড করেন একটু বলবেন, দেখাবেন, কি কি ব্যবহার করেন ভাই ইত্যাদি।
কিছু সাধারন নিয়ম যা প্রত্যেক ট্রেডারকেই মেনে চলা উচিত:-
লং টাইম ট্রেড। সবচেয়ে কম h4 টাইম ফ্রেম এ ট্রেড করা।
অবশ্যই স্টপ লস ও টেক প্রফিট ব্যবহার করা।
একটা ট্রেড চালু থাকলে আরেকটা ট্রেড ওপেন করা যাবে না।
মার্কেট হয়ত হঠাৎ করে অনেক স্পিডে নিচে বা উপরে উঠে যাচ্ছে তা দেখে ঐ ক্যান্ডেল এ ট্রেড দেওয়া। এটা করা যাবে না।
আপনি যেই টাইম ফ্রেমেই ট্রেড করেন না কেন ? কোন সময়ই ক্যান্ডেল শেষ না হওয়া পযর্ন্ত ট্রেড দেওয়া যাবে না।
ট্রেডে লস হলে তা মেনে নিতে হবে।
Sacrifice
2015-01-23, 12:18 AM
ধন্যবাদ পোষ্টকারীকে। প্রত্যেক ট্রেডারদের উচিত উক্ত রুল বা নিয়ম সমূহ মেনে চলা। কারণ ফরেক্স বলে কথা নেই, যেকোন কিছুতেই সফল কিংবা দক্ষ হতে হলে এর জন্য উক্ত বিষয় সংক্রান্ত সাধারণ নিয়মাবলী মেনে চলা উচিত। এক্ষেত্রে আমিও বলবো ফরেক্স ব্যবসায় সফলতা অর্জনের লক্ষ্য থাকলে উপরে বর্নিত নিয়মাবলী অনুসরণ করা উচিত। এগুলো প্রত্যেক আদর্শবান ট্রেডারদের জন্য পালনীয়।
FHGCXB
2015-01-23, 04:02 AM
ট্রেড করার সাধারন নিয়মগুলো হল ঃ
লঙ টাইমম্ফ্রেমে ট্রেড করা।
সরবনিম্ন h4 এ ট্রেড করা।
ক্যান্ডেল অনেক ওঠানামা করলেই ট্রেড ওপেন না করা।
ক্যান্ডেল শেষ না হাওয়া পর্যন্ত ট্রেড ক্লোজ না করা।
একটি ট্রেড থাকা অবস্থায় আরেকটি ট্রেড ওপেন না করা।
zaman
2015-01-25, 09:44 AM
আমার দেখা মতে প্রায় সব বড় ট্রেডাররাই লং টাইফ্রেমে ট্রেড করে।তারা কখনোই h1 টাইমফ্রেমের নিছে টাইমফ্রেম ব্যাবহার করেনা।আমি নিজেও ব্যাক্তিগতভাবে ছোট টাইম্ফ্রেম পছন্দ করি না।প্রথমে আমি মাসিক কিংবা দৈনিক চার্ট থেকে মার্কেট ট্রেন্ড বুঝার চেষ্টা করি তারপর h4 কিংবা h1 টাইমফ্রেম থেকে ট্রেডিং সিগন্যাল নিয়ে থাকি।এবং ক্যান্ডেল ওপেন ক্লোজের জন্য অপেক্ষা করি।
rakib22
2015-05-29, 11:09 PM
ট্রেড করার সময় সবসময় আপনাকে ট্রেডের নিয়ম নিতি মেনে ট্রেড ওপেন করতে হবে একটি ওপেন করতে হলে আপনি অনেক বার ভেবে চিন্তা করে একটি ওপেন করবেন ।ট্রেড ওপেন করে আগে আপনাকে নির্ধারণ করতে হবে কথায় আপনি স্টপ লস এবং টেক প্রফিট বসাবেন একটি ক্যান্ডেল শেষ না হলে ট্রেড ওপেন করবেন না একটি ট্রেড থাকতে আর একটি ট্রেড ওপেন করবেন না।
akashbd
2015-05-29, 11:47 PM
ট্রেড করার ক্ষেত্রে কিছু নিয়ম আপনাকে অনুসরণ করতে হবে। যেমনঃ মার্কেট না বুঝে এনালাইসিস না করে ট্রেড করবেন না, তাহলে আপনি দু একটি ট্রেডে প্রফিট করতে পারবেন কিন্তু ভবিষ্যতের জন্য এটি খুব ভয়ানক রুপ ধারন করতে পারে। তাই আপনি ট্রেডিং এর ক্ষেত্রে গুরুত্ব রাখুন। ধন্যবাদ
shimulmoni
2015-05-30, 01:13 AM
আপনাকে অনেক ধন্যবাদ ভাই আমাদের কে ট্রেড ওপেন করার চিরাচরিত স্বাভাবিক নিয়ম গুলো মনে করিয়ে দেবার জন্য কারন আমি ব্যাক্তি গত ভাবে জানলেও সব সময় মানতে পারি না যেমন আমি যানি ক্যান্ডেল শেষ না হলে ট্রেড ওপেন করা ঠিক নয় তার পরেও আমি নিউজ আওয়ারে চালু ক্যান্ডেলে ট্রেড ওপেন করি যাহোক আপনার টিপস গুলো মানার জন্য চেষ্টা করবো। ধন্যবাদ।
ট্রেড করার কিছু পদ্ধতির মধ্যে রয়েছে, লংটাইম ট্রেড..... শর্টটাইম ট্রেড/ স্কাল্পিং ট্রেডিং...... বাইনারি ট্রেড....... লিডিং ট্রেড,..... রিক্সফ্রি ট্রেড.... ইত্যাাদি. এগুলোর সবাই নিজ নিজ স্থানে স্বনির্ভরশীল। তবে আপনাকে অবশ্যই আপনার নির্দিষ্ট স্টাটেডি থাকতে হবে এবং সর্বদা চেষ্টা করতে হবে যে টাইম ফ্রেমে আপনি ট্রেড করছেন ঠিক তার আগের বা বড় টাইমফ্রেম ব্যবহার করবেন। এটা আপনাকে মার্কেটের গতি বিধি বুঝতে সাহাব্য করবে।
Dulal
2015-05-30, 07:06 AM
ট্রেড করার জন্য বিভিন্ন নিয়ম তৈরি হচ্ছে আবার মার্কেট এর পরিবর্তনের সাথে সাথে সেই নিয়ম পরিবর্তন ও হচ্ছে। সবসময় ট্রেড করার জন্য বড় টাইম ফ্রেম ইউজ করা ভাল। বড় টাইম ফ্রেম ব্যবহার করলে মার্কেট থেকে লস কম হয়। ট্রেন্ড ভাল করে বোঝা যায়। তাই খুব সহজে ট্রেড এ এন্ট্রি নেয়া যায়। আর এই এন্ট্রি বেশির ভাগ সময় ছোট টাইম ফ্রেম এর চেয়ে লাভ বেশি দেই।
HELPINGHAND
2015-05-30, 12:18 PM
ধৈর্য মানবজাতির জন্য এক মহান শক্তি। ধৈর্যক্ষমতা মানুষকে পৌঁছে দেয় সুনিশ্চিত বিজয়ে। সে বিজয় হোক যুদ্ধক্ষেত্র, ব্যক্তিজীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, দুনিয়া ও পরকালে। ধৈর্যশীলদের পাশে থাকার ঘোষণা আল্লাহরও রয়েছে। আল্লাহর ঘোষণা ‘তোমরা ধৈর্য ধরো, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন।’ (সূরা আনফাল : ৪৬)। ধৈর্যশীলদের প্রতিদানস্বরূপ আল্লাহ তায়ালা বলেন, ‘বলুন, হে আমার বিশ্বাসী বান্দাগণ! তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো। যারা এ দুনিয়াতে সৎ কাজ করে, তাদের জন্য রয়েছে পুণ্য। আল্লাহর পৃথিবী প্রশস্ত। যারা ধৈর্যশীল, তারাই তাদের পুরস্কার পায় অগণিত।’ (সূরা জুমার : ১০)।
jjamin84
2015-05-30, 12:50 PM
আপনাকে শিখতে হবে ফরেক্স কি, কেন, কিভাবে কাজ করে ? ধর্য লাগবে প্রচুর।প্রচুর সময় দিতে হবে, অনেক প্র্যাক্টিস করতে হবে। ফরেক্স করে এমন কারো সাথে থেকে কমপক্ষে এক মাস কাজ শিখা। সব সময় কমিউনিটি এর সাথে থাকা , প্রতিদিন ফরেক্স নিউজ ফাইনান্সিয়াল নিউজ ফলো করা, ফরেক্স রিলাটেড ফোরাম ফ্রি নিউস প্রভাইডিং সাইট এ সাবসক্রাইব করে রাখা ।
roni11
2015-06-13, 06:18 PM
ফরেক্স ট্রেড করার জন্য কিছু নিয়ম কানন আছে যে গুল হল ফরেক্স প্লাট ফর্ম আছে এই প্লাট ফরমে কিছু চার্ট আছে ৫মিনিট ১৫মিনিট ১ঘন্টা ৪গন্টা এই আর টাইম ফেরেম আছে জেগুল ত্র ট্রেড করতে হয় ।ট্রেড আবার লং টাইম ট্রেড এবং শর্ট টাইম ট্রেড আছে আরও স্ক্যাল্পিং আছে ।
bonushunter
2015-06-13, 07:58 PM
ট্রেড করার কিছু সাধারন নিয়ম:
১. মানিম্যানেস ম্যান করা
২. মার্কেট এনালাইসিস করা
৩. নিউজ ফলো করা
৪. সঠিক সমায় নির্ধারণ করা
RichMahfuz
2015-06-13, 08:20 PM
ফরেক্স এ ট্রেড করার জন্য আপনার পোস্ট টা অনেক গুরুত্ব পূর্ণ। আমি নতুন শুরু করেছি আমার বেশ কাজে লাগবে। ধন্যবাদ আপনাকে।
roni11
2015-06-18, 11:12 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে গেলে ট্রেডের কিছু নিয়ম কানন মেনে ট্রেড করতে হবে তানাহলে ট্রেডে লস জেতে পারে তাই ট্রেড করার সময় সেই নিয়ম গুল মেনে ট্রেড করতে হবে মানিমেনেজমেনট মেনে ট্রেড করতে হবে মার্কেট ট্রেন্দ দেখতে হবে মার্কেট মুভমেন্ট নিউজ আছে কিনা কখন নিউজ আছে সে গুল খেয়াল রেখে ট্রেড করতে হবে।
TselimRezaa
2015-06-22, 02:39 PM
আপনি বেশ কিছু গুরুত্বপূর্ন কথা বলেছেন। ট্রেডিং করার জন্য এসব সাধারন নিয়ম ফলো করা বেশ গুরুত্বপূর্ন। লং টাইম ট্রেড। সবচেয়ে কম h4 টাইম ফ্রেম এ ট্রেড করা। আমি অবশ্য ১ ঘন্টার ফ্রেমও দেখি।
অবশ্যই স্টপ লস ও টেক প্রফিট ব্যবহার করা। আমি স্টপ লস ব্যবহার করিনা। একটা ট্রেড চালু থাকলে আরেকটা ট্রেড ওপেন করা যাবে না। এই ভুল টা ভালোই করি। ধন্যবাদ আপনাকে।
shuvo01
2015-06-22, 05:10 PM
ফরেক্সের ট্রেড মাকের্টে কাজ করিতে হইলে অবশ্যই এর কিছু নিয়ম কানুন মনিয়া চরিতে হইবে। ফরেক্সের নিয়ম কানুন মানিয়া কাজ করিলে লাভ করা সম্ভব হইবে। যেমন ফরেক্সের কাজ করিতে হইলে নিউজ গুলি ভাল ভাবে বুঝিয়া ফরেক্সের কাজ করতে হইবে।
mpapayar
2015-06-28, 02:28 PM
ফরেক্স এর নিয়ম এর কোন শেষ নেই । তবে উপরের নিয়ম ফলো করলেই চলে । যেমন,ক্যান্ডেল অনেক ওঠানামা করলেই ট্রেড ওপেন না করা। ক্যান্ডেল শেষ না হাওয়া পর্যন্ত ট্রেড ক্লোজ না করা।একটি ট্রেড থাকা অবস্থায় আরেকটি ট্রেড ওপেন না করা।
AbuRaihan
2015-08-29, 08:03 PM
ধন্যবাদ অাপনার এত সুন্দর এবং তথ্যবহুল একটা পোস্টের জন্য । ফরেক্স এর সাধারণ নিয়ম হল প্রত্যকটা ট্রেড ওপেন করার পূর্বে সেই ট্রেড সম্পর্কে যথার্থ জ্ঞান অর্জন করা । এছাড়া ফরেক্স বিশ্বব্যাপি বহুল জনপ্রিয় হল কেন্ডেল স্টিক । তাই এই ক্যান্ডেল স্টিক এর মাধ্যমে আমরা ট্রেডগুলোকে ভালভাবে বিশ্লেষণ করতে পারি । তাছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল ফরেক্স মার্কেটে ঢুকার সাথে সাথে মাথাকে সম্পূর্ণ ঠান্ডা রেখে ভালভাবে ট্রেড করতে হবে । লস হোক আর লাভ হোক যে কোন অবস্থায় ফরেক্সকে ইনজয় করা ।
Jobless
2015-08-29, 08:18 PM
ট্রেড করার জন্য আমদের কিছু নিয়ম অবশ্যয় ফলো করতে হয় না হলে সফল ট্রেডার হওয়া যাবে না তাই আমদের কে আগে অবশ্যয় সেই রুল গুলা ফলো করা উচিত।আমাদের প্রথমে ট্রেড করার জন্য ডেমো ট্রেড এ কয়েকমাস ট্রেনিং করা উচিত।যখন দেখবে যে তুমি তোমার রিয়েল ব্যালেন্স ২গুন বা ৩ গুন করার ক্ষমতা অর্জন করতে পারবে তখন তুমু রিয়েল ট্রেড করার উপযোগী বলে মনে করবে।আর ট্রেড করার সময় লোভ করা যাবে না ।দিনে ২ টির বেশি ট্রেড করা যাবে না।
mamun93
2015-08-31, 04:12 AM
আমি মনে করি ফরেক্সে ট্রেড করে ভাল প্রফিট লাভ করতে হরে আপনাকে অবশ্যই কিছু বিষয়ের প্রতি অনেক বেশি গুরুত্ব দিতে হবে যেমন আপনি সবসময় নিজের ট্রেডিং স্ট্যাইলে ট্রেড করার অব্যাস গড়ে তুলুন,কারর কথা বা কোন বিশেষ সংকেতের দ্বারা এবং আবেগ বা লোভ দ্বারা প্রভাবিত হয়ে কোন প্রকার ট্রেড করবেন না, মার্কেট অ্যানালাইসিসকে এবং মানিম্যানেজমেন্টকে সর্বোচ্চ গুরুত্বের সাথে বিবেচনা করে তার পর ট্রেডিং সিদ্ধান্ত গ্রহন করুন।
আপনি একটা ট্রেড চালু থাকা অবস্থায় আরেকটা ট্রেড চালু করবেন না। অবশ্যই স্টপ লস ও টেক প্রফিট ব্যবহার করা। আর লং টাইমে ট্রেড করবেন। সরবনিম্ন h4 এ ট্রেড করবেন। আর লোভ অরবেন না বেশি। কারন এতে আপনার ক্ষতি হবার সম্ভাবনা অনেক বেশি। আর ধীরে সুস্থে ট্রেড সিলেক্ট করবেন। মাথা গরম করবেন না।
ট্রেড করার অনেক নিওম আসে তার মদ্ধে সব থেকে ভাল হল শর ত টার্ম শ্ত্রাতেজি এবন্মগ আমাদের উচিত সব সময় ভাল ভাবে মার্কেট এনালাইসিস করে ট্রেড করা। আমি যদি ঠিক ঠাক নিওম মেনে ট্রেড করতে পারি থাওলে আমার অনেক লাভ হবে।
Imran1995
2015-09-05, 03:36 AM
:happy:ট্রেড করার সাধারন নিয়মগুলো হল ঃ
লঙ টাইমম্ফ্রেমে ট্রেড করা।
সরবনিম্ন h4 এ ট্রেড করা।
ক্যান্ডেল অনেক ওঠানামা করলেই ট্রেড ওপেন না করা।
ক্যান্ডেল শেষ না হাওয়া পর্যন্ত ট্রেড ক্লোজ না করা।
একটি ট্রেড থাকা অবস্থায় আরেকটি ট্রেড ওপেন না করা।
lima1
2015-09-08, 10:39 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে গেলে আসলে কিছু নিওম কানন দরকার আছে সেগুল ভাল করে জানতে হবে তাই ফরেক্স মার্কেটে যে নিওমে ফরেক্স ট্রেড করতে হয় ফরেক্স মার্কেটে ট্রেড করে ভাল মানিমেনেজমেন্ট না মেনে ট্রেড করা যাবে না ঘনঘন ট্রেড করা যাবে না তাই ফরেক্স ট্রেড করার কিছু নিওম মেনে ট্রেড করতে হবে।
sumonyahoo24
2015-09-09, 10:16 AM
ফরেক্স এর সাধারণ নিয়ম হল প্রত্যকটা ট্রেড ওপেন করার পূর্বে সেই ট্রেড সম্পর্কে যথার্থ জ্ঞান অর্জন করা । এছাড়া ফরেক্স বিশ্বব্যাপি বহুল জনপ্রিয় হল কেন্ডেল স্টিক । তাই এই ক্যান্ডেল স্টিক এর মাধ্যমে আমরা ট্রেডগুলোকে ভালভাবে বিশ্লেষণ করতে পারি ।অবশ্যই স্টপ লস ও টেক প্রফিট ব্যবহার করা। আর লং টাইমে ট্রেড করবেন। সরবনিম্ন h4 এ ট্রেড করবেন। আর লোভ অরবেন না বেশি। কারন এতে আপনার ক্ষতি হবার সম্ভাবনা অনেক বেশি।
BD ONLINE
2015-09-09, 11:34 AM
যদি সাধারন নিয়ম নিয়ে আলোচনা করতেই হয়, তাহলে বলতে হবে, কখনোই লং ট্রেডে যাওয়া যাবে না। লং ট্রেডে তারাই যাবে যাদের মানি ম্যানেজমেন্ট বেশি, যারা ফান্ডামেল্টালের উপর নির্ভর করে ট্রেড করে। সব সময় অল্প পিপের আশা করুন। ৩০/৪০ পিপ হলেই খুশি থাকুন। লোভ করবেন না। অতিরিক্ত রিক্স না নিয়ে ছোট ছোট লটে ট্রেড করুন। কখনোই অন্যকে অনুসরন করবেন না। অন্যের সিগন্যালের উপর ভিত্তি করে ট্রেড করবেন না। নিজের মত করে ট্রেড করুন।
santo
2015-09-09, 06:01 PM
ফরেক্স মার্কেটে টড়েড করতে গেলে এবং ফরেক্স মার্কেটে ট্রেড করার সময় কিছু নিওম কানন মেনে ফরেক্স মার্কেটে টড়েড করতে হয় যেমন ফরেক্স মার্কেটে টড়েড করার সময় অবশ্যই মানিমেনেজমেন্ট মেনে ফরেক্স মার্কেটে টড়েড করতে হবে এনালাইসিস করে ট্রেড ওপেন করতে হবে।
FxAhsan
2015-09-10, 03:24 PM
আমদের উচিত স্ক্যাল্পিং বাদ দিয়ে লং ট্রেডের দিকে যাওয়া এর জন্য আমাদের কাছে সবচেয়ে গুরুত্ব পাবে বড় টাইমফ্রেম গুলো,যেমন ১ ঘন্টা থেকে শুরু করে ১ সপ্তাহের টাইমফ্রেম পর্যন্ত। এগুলার সুবিধা হল যে এখানে ট্রেন্ড টা ভালভাবে বোঝা যায়।আর সঠিক মানি ম্যানেজমেন্ট তো আছেই।
azizulfx2
2015-09-10, 03:40 PM
শিখতে হবে ফরেক্স কি, কেন, কিভাবে কাজ করে ? ধর্য লাগবে প্রচুর।প্রচুর সময় দিতে হবে, অনেক প্র্যাক্টিস করতে হবে। ফরেক্স করে এমন কারো সাথে থেকে কমপক্ষে এক মাস কাজ শিখা। সব সময় কমিউনিটি এর সাথে থাকা , প্রতিদিন ফরেক্স নিউজ ফাইনান্সিয়াল নিউজ ফলো করা, ফরেক্স রিলাটেড ফোরাম ফ্রি নিউস প্রভাইডিং সাইট এ সাবসক্রাইব করে রাখা ।
Defender
2015-09-10, 04:59 PM
আমি এথানে কাজ করে একটাই বলতে পারি যে ফরেক্স এর সাধারণ নিয়ম হল প্রত্যকটা ট্রেড ওপেন করার পূর্বে সেই ট্রেড সম্পর্কে যথার্থ জ্ঞান অর্জন করা । এছাড়া ফরেক্স বিশ্বব্যাপি বহুল জনপ্রিয় হল কেন্ডেল স্টিক । তাই এই ক্যান্ডেল স্টিক এর মাধ্যমে আমরা ট্রেডগুলোকে ভালভাবে বিশ্লেষণ করতে পারি ।
Marufa
2015-09-10, 05:34 PM
আবেগ ফরেক্স ট্রেডারদের সবচেয়ে বড় শত্রু । আমি সবসময় আবেগকে নিয়ন্ত্রণ রাখি । কোন সময় অতিরিক্ত লাভের চিন্তা করি না । আর ট্রেডিং করার সময় একটা ব্যাপার মনে রাখি এখানে যে কোন কিছুই হতে পারে । অতএব সাবধান ।
laboni
2015-09-12, 07:53 PM
ফরেক্স মার্কেটে ট্রেদ করার কিছু নিওম আছে যেমন ফরেক্স মার্কেটে ট্রেদ করতে গেলে দরকার এনালাইসিস করা দরকার এই এনালাইসিস করে তারপর ফরেক্স মার্কেটে ট্রেড করতে হবে তাই ফরেক্স মার্কেটে ট্রেড করতে গেলে ফরেক্স মার্কেটে ঠিকে থাকতে গেলে মানিমেনেজমেন্ট মেনে ফরেসক্স মার্কেটে ট্রেড করতে হবে ।
MotinFX
2015-09-12, 08:30 PM
পোস্টকারীকে ধন্যবাদ। সকল ট্রেডারদের উচিত উক্ত রুল গুলো মেন চলা। ফরেক্স বলে কথা নয় যে কোন কাজে সফল এবং দক্ষ হতে হলে সাধারন কিছু নিয়ম মেনে চলতে হয়। এগুলো প্রত্যেক সফল ট্রেডারদের জন্য আদর্শ স্বরুপ।
Tajmin
2015-09-12, 08:46 PM
ধন্যবাদ, আপনার দেয়া সকল নিয়ম গুলো মানার জন্য সবার আগে আমার যা প্রয়জোন তা হল ধৈর্য। ধৈর্য না থাকলে সব নিয়ম জানা থাক্লেও মানা হবেনা।
onlyfx
2015-10-17, 08:29 AM
ট্রেড করার কিছু সাধারন নিয়ম
প্রথমত আমরা এই গুলো সবাই জানি । অনেকে মানি, যারা মানে তারা সফল ট্রেডার । আমরাই বলি ওমুক ভাই খুব ভাল ট্রেড করে। আর অনেকে জেনেও মানি না। তারা লস করে। তারা শুধু মানুষের পিছনে দৌড়ায় আর বলে ভাই আমাদের কিছু শিখান । আপনি কিভাবে ট্রেড করেন একটু বলবেন, দেখাবেন, কি কি ব্যবহার করেন ভাই ইত্যাদি।
কিছু সাধারন নিয়ম যা প্রত্যেক ট্রেডারকেই মেনে চলা উচিত:-
লং টাইম ট্রেড। সবচেয়ে কম h4 টাইম ফ্রেম এ ট্রেড করা।
অবশ্যই স্টপ লস ও টেক প্রফিট ব্যবহার করা।
একটা ট্রেড চালু থাকলে আরেকটা ট্রেড ওপেন করা যাবে না।
মার্কেট হয়ত হঠাৎ করে অনেক স্পিডে নিচে বা উপরে উঠে যাচ্ছে তা দেখে ঐ ক্যান্ডেল এ ট্রেড দেওয়া। এটা করা যাবে না।
আপনি যেই টাইম ফ্রেমেই ট্রেড করেন না কেন ? কোন সময়ই ক্যান্ডেল শেষ না হওয়া পযর্ন্ত ট্রেড দেওয়া যাবে না।
ট্রেডে লস হলে তা মেনে নিতে হবে।
আসলে এই বিষয়গুলো মাথায় রেখে এবং এগুল মেনে যদি আমরা ট্রেড করি তাহলে কিন্তু আর আমাদের একাউন্ট জিরো হবে না । যারা ফরেক্স ট্রেড করে তারা কিন্তু এই বিষয়গুলো সবাই জানে তারপরও কিন্তু এই বিষয় গুলো মেনে ট্রেড করতে পারে না । আর এর একমাত্র কারন হচ্ছে লোভ । আমরা খুব তারাতাড়ি করি টাকা উপার্জনের জন্য । আমাদের মাথায় থাকে না যে টাকা উপার্জন করার জন্য কষ্ট করতেই হবে তানাহলে যেভাবে টাকা আসবে তারচেয়ে আরও সহজে টাকা চলে যাবে ।
munni
2015-10-17, 09:11 AM
ধন্যবাদ, এই পোস্ট টি নতুনদের জন্য উপকারি একটি পোস্ট। অনেক ইউজার রা ভাবেন যে কখন , কোন অবস্থায় ট্রেডিং করলে ভাল হয়। সবসময় ট্রেড করার জন্য বড় টাইম ফ্রেম ইউজ করা ভাল। বড় টাইম ফ্রেম ব্যবহার করলে মার্কেট থেকে লস কম হয়। সর্বদা চেষ্টা করতে হবে যে টাইম ফ্রেমে আপনি ট্রেড করছেন ঠিক তার আগের বা বড় টাইমফ্রেম ব্যবহার করবেন। সব থেকে বড় কথা হলো ধৈর্য, ধৈর্য ধারন ই আপনাকে দেবে কাঙ্ক্ষিত সাফল্ল।
MotinFX
2015-10-17, 10:18 AM
ফরেক্স মার্কেটে সাধারন নিয়ম গুলো মেনে চলতে হবে। আমাদের মত নতুন ট্রেডারদের এই রকম পারামর্শ গুলো মেনে চলা উচিত।আমার এই ভুলগলোর কারণে আমি এখনো প্রপিট করতে পারি নাই। ধৈর্য ধরে দেখে ট্রেড করতে হবে। ধৈর্য বিকল্প নেই।
swadip chakma
2015-10-18, 01:23 AM
আমি অবসস্যাই এতগুলো নিয়ম সম্পরকে আমার ধারনা তেমন ছিল না।তবে কিছু কিছু নিয়ম সম্পকে ধারনা ছিল যা আমি অনুসরন করতাম।আমার মনে হয় সব নিয়ম মেনে চলতে পারলে ফরেক্স এ সফলতা সম্ভব হবে,কারন সব কিছু কাজের মাধ্যে যদি নিয়ম মেনে চলা হয় তাহলে সফলতা অপরিসীম।
Diction Barua
2015-10-18, 01:43 AM
ট্রেড করার জন্য একজন ট্রেডারকে প্রথমে ঠাণ্ডা মাথায় ফরেক্স মার্কেটকে এনালাইসিস করে নেয়াটা জরুরী। দ্বিতীয়ত টাইম ফ্রেম সিলেক্ট করে ট্রেড করা এবং ট্রেডের সময় স্টপ লস ও টেক প্রফিট ব্যবহার করা।রির্ভারসাল ক্যান্ডেলের উপর কখনোই ট্রেড না করা এবং নিউজের উপর গুরুত্ব দেয়া।কখনোই উত্তেজিত হয়ে ট্রেড করা উচিত নয়।
Imran2
2015-10-18, 02:59 AM
ট্রেডিং করার জন্য এসব সাধারন নিয়ম ফলো করা বেশ গুরুত্বপূর্ন । লং টাইম ট্রেড । সবচেয়ে কম h4 টাইম ফ্রেম এ ট্রেড করা । আমি অবশ্য ১ ঘন্টার ফ্রেমও দেখি ।অবশ্যই স্টপ লস ও টেক প্রফিট ব্যবহার করা । আমি স্টপ লস ব্যবহার করিনা । একটা ট্রেড চালু থাকলে আরেকটা ট্রেড ওপেন করা যাবে না।
M M RABIUL ISLAM
2015-10-20, 06:58 PM
ফরেক্স বলে কথা নেই, যেকোন কিছুতেই সফল কিংবা দক্ষ হতে হলে এর জন্য উক্ত বিষয় সংক্রান্ত সাধারণ নিয়মাবলী মেনে চলা উচিত।ট্রেড করার জন্য বিভিন্ন নিয়ম তৈরি হচ্ছে আবার মার্কেট এর পরিবর্তনের সাথে সাথে সেই নিয়ম পরিবর্তন ও হচ্ছে। সবসময় ট্রেড করার জন্য বড় টাইম ফ্রেম ইউজ করা ভাল। বড় টাইম ফ্রেম ব্যবহার করলে মার্কেট থেকে লস কম হয়।
Diction Barua
2015-11-07, 02:06 AM
ট্রেড করার জন্য মানসিকভাবে প্রস্তুতি নেয়া এবং মনকে স্থির রাখা প্রয়োজন,ট্রেড কোন ধরণের করবে তা আগে থেকে নিরধারণ করে মার্কেটকে ভালভাবে এনালাইসিস করে ট্রেড ওপেন করা উচিত।ট্রেডের সময় স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করা উচিত। এতে ঝুকিঁমুক্ত ট্রেড করা সম্ভব হয়।সর্বোপরি নিজের উপর নিয়ন্ত্রণ রাখা প্রয়োজন।
Furkan
2015-11-07, 07:24 AM
ট্রেড করার সাধারণ কিছু নিয়ম হলো তা হচ্ছে । আমরা মনে করি যে যারা ফরেক্র মারকেট সম্পরকে ভাল যানে তারাই ট্রেড করে লাভবান হয় । কিন্তু মাঝে মধ্যে দেখা যায় যে তারা লুভে পরে এমন লস খায় যে কাউকে মুখ দেখানো অবস্তা থাকে না। তবে ট্রেড করতে হবে ফরেক্র ইকনমিকছ কেলেন্ডার ফল করে । আর কেন্ডেলিস্ট ফল করে। আপনি কয়েক ভার ট্রেড করার পর দেখবেন যে কুন ট্রেড এ কেন লস খাইলেন। দেখবেন আপনার ভুল আপনি ঠিক করতে পারবেন।
MotinFX
2015-11-07, 11:17 AM
ভাই আপনি সুন্দর পরামর্শ দিয়েচেন । আমি মনে করি ট্রেড করার সাধারন নিয়ম গুলো মেনে চলা উচিত যারা ট্র্রেড করার সাধারন নিয়ম গুলো মেনে চলতে পারলে ফরেক্স মার্কেট থেকে আয় করা সম্বভ । ফরেক্স মার্কেট থেকে কখনো ধৈর্যহারা হযে আয় করাা সমম্বব না ।
Realifat
2015-12-21, 01:31 PM
ফরেক্সে ট্রেড করারর সাধারন কিছু নিয়ম রয়েছে যেগুলো মানে চললে স্বাভাবিক ভাবে প্রফিট করা সম্ভব। যেমন -
১. ধৈর্য্য ধরে মানি ম্যানেজমেন্ট করে লং ট্রেড করতে হবে
২. ইমোশন, ভয়, লোভ সকল বাজে গুনাবলী পরিহার করতে হবে
৩. ওভারট্রেডিং কখনই করা যাবে না
৪. অ্যানালাইসিস ছাড়া কোনো ট্রেড করা যাবে না।
HKProduction
2015-12-21, 01:43 PM
আপনার নিয়মগুলো একজন ফরেক্স ট্রেডারের আদর্শ কর্তব্য ও করণীয় বলে ধরে নেওয়া প্রত্যেক নতুন ট্রেডারের জন্য সহায়ক। এই রুলগুলি আমাদেরকে ফরেক্স মার্কেটে অনেক উপরের ধাপে এক লাফে নিয়ে যেতে পারে। আমাদের প্রত্যেককে নিয়ম মেনে ট্রেড করলে আমরা সফল তো হবই বরং কখনোই মার্কেট থেকে আউট হব না। ফরেক্স আমাদের জীবনে উপহাসের কারণ না হয়ে সম্পদ হয়ে উঠবে।
Harun1650
2015-12-21, 02:13 PM
আমরা যারা নতুন ট্রেডার সবাই এই জিনিসগুলো মেনে চলি না অথবা জানি না। যারা জানি না তারা একটু জেনে নিন কিভাবে ফরেক্স থেকে আয় করা যায়। আমাদের অবশ্যই লক্ষ রাখতে হবে ডিফল্ট ইন্ডিকেটর এর এগুলো এর মধ্যে স্টকাশটিক, আর এস আই এগুলো দেখে মার্কেট এর মুভমেন্ট দেখা। তারপর ট্রেড ওপেন করার আগে একটা ক্যান্ডেল শেষ হওয়ার পর ট্রেড আরম্ব করা। লং টাইম ফ্রেম দেখে ট্রেড ওপেন করা। একটা ট্রেড ওপেন থাকা অবস্থায় ট্রেড ওপেন করা যাবে না।
বিডি ফরেক্স
2015-12-21, 02:17 PM
ধন্যবাদ পোষ্টটির জন্য। তবে আমি মনে করি কে কি করল, তা না দেখে আপনি কি করলেন সেটাই দেখা উচিত। অন্যের টেডিং ফলো না করে নিজেই নিজের ট্রেড করা উচিত। তাহলে আজ হোক বা কাল হোক আপনি সাকসেস হতে পারবেন। তাই মার্কেট নিয়ে নিজে নিজে এ্যানালাইসিস করা উচিত।
sharifulbaf
2016-01-21, 11:21 AM
ফরেক্স মার্কেট এর ট্রেডিং করতে হলে আমাদের কিছু নিয়ম মেনে যদি ফরেক্স ট্রেডিং করতে পারলে অনেক প্রফিট করা যায়,যথা,ট্রেডিং করার পুর্বে মার্কেট এনালাইসিস করা,ফরেক্স নিউজ দেখা,ফরেক্স ট্রেডিং করার সময় লং টাইম ফ্রেম ব্যাবহার করা,তার পরে মানি ম্যানেজমেন্ট অনুসরন করা,স্টপ লস ব্যাবহার করা।
Selim BU
2016-01-21, 09:32 PM
আপনি খুবই কার্যকরী পোস্ত দিয়েছেন। আপনার পোস্টের মাধ্যমে অনেক কিছুই জানতে পারলাম। আসলে ট্রেড করার সময় আমাদের খুব বেশি মনোযোগী হতে হবে। আমাদের সবসময় ধৈর্যশীল হয়ে ট্রেড করতে হবে এবং মার্কেট বুঝে ট্রেড নিতে হবে। তাহলেই ভালো করা যাবে।
basaki
2016-05-01, 04:07 PM
ট্রেড করতে হলে আমি মনে করি অনেক কিছু দেখে আহুনে ফরেক্স মার্কেটে ট্রেড ওপেন করতে পারলে অনেক ভাল হয়। কারন ফরেক্স মার্কেট এমন একটা মার্কেট যেখানে আপনি যদি একবার ভুল করেন তবে আপনার একাউন্টের বারাটা বাঝিয়ে বলে আমি মনে করি তাই ট্রেড নিতে হবে বেভে চিনতে।
kholil
2016-09-27, 02:01 PM
ফরেক্স এমন এক ধরনের ব্যবসা যেখানে সবাই কাজ করার সুযোগ পাই । ফরেক্সে কাজ করতে হলে ফরেক্স সম্পর্কে ভাল জ্ঞান ও দক্ষতা থাকতে হবে । ফরেক্সের প্রধার যে বিষয় সেটা হলো ফরেক্সের ট্রেডিং । ফরেক্সে যদি ট্রেডিং ভাল করে না করা যায় তাহলে ফরেক্সে কাজ করে কোন লাভ নেই । ফরেক্সে কাজ করতে হলে , ফরেক্স থেকে টাকা আয় করতে হলে ফরেক্সের ট্রেডিং দক্ষতা ভাল থাক্তেই হবে । ট্রেডিং দক্ষতা ভাল হলে ফরেক্সে ভাল করা যাবে ।
Shimul77
2016-09-27, 03:12 PM
আপনার পোষ্টটি পড়ে আমি অনেক উপকৃত হলাম।তবে আমি মার্কেটে শর্ট টড়েড করি এই যেমন এম৩০, এম১৫।কারন আমি মার্কেটে একদমই নতুন এইজন্য মার্কেট থেকে জ্ঞান নেবার জন্য শর্ট ট্রেড করি যাতে আমার লাভ লস কম হক।
Mohammadriazulislam893
2016-09-27, 06:57 PM
ফরেক্সে সব সময় ট্রেড করতে হবে মার্কেট মুভমেন্টকে বিবেচনা করে কখনই নিজের ইচ্ছা খুশিমত ট্রেড করা যাবে না,নিজের আবেগ-উত্তেজনাকে নিয়ন্ত্রন করে তার পর ট্রেড করতে হবে। লোভ লালসাকে দূরে সরিয়ে সঠিক ভাবে মানিম্যানেজমেন্ট রে এবং মার্কেট অ্যানালাইসিস করে তার পর ট্রেডিং সিদ্ধান্ত গ্রহন করতে হবে তবেই সফলতার দেখা মেলবে।
Tazul Islam
2016-09-27, 07:02 PM
ভাল , আপনার নিয়ম গুলো খুব ভাল । আমরা যদি নিয়ম মেনে ট্রেড করি তাহলে ফরেক্স মার্কেট থেকে আয় করতে পারব। আমরা কখনোই লস করব না।
sheam
2016-10-25, 01:18 AM
আপনি একটা ট্রেড চালু থাকা অবস্থায় আরেকটা ট্রেড চালু করবেন না। অবশ্যই স্টপ লস ও টেক প্রফিট ব্যবহার করা। আর লং টাইমে ট্রেড করবেন। সরবনিম্ন h4 এ ট্রেড করবেন। আর লোভ অরবেন না বেশি। কারন এতে আপনার ক্ষতি হবার সম্ভাবনা অনেক বেশি। আর ধীরে সুস্থে ট্রেড সিলেক্ট করবেন। মাথা গরম করবেন না।
আমি মনে করি ট্রেড করার ক্ষেত্রে কিছু নিয়ম আপনাকে অনুসরণ করতে হবে। যেমনঃ মার্কেট না বুঝে এনালাইসিস না করে ট্রেড করবেন না, তাহলে আপনি দু একটি ট্রেডে প্রফিট করতে পারবেন কিন্তু ভবিষ্যতের জন্য এটি খুব ভয়ানক রুপ ধারন করতে পারে। তাই আপনি ট্রেডিং এর ক্ষেত্রে গুরুত্ব রাখুন।
janasa
2016-10-25, 05:53 PM
ফ্ররেক্সে ট্রেড করে সফল হতে হলে আপনাকে কিছু নিয়ম মেনে ট্রেড করতে হবে তাহলে দেখবেন আপনি ফরেক্সে লাভ করতে পারছেন। আপনি সবসময় লং ট্রেড ওপেন করবেন। সচেয়ে কম টাইম ফ্রেমে ট্রেড করবেন। একটা ট্রেড চালু থাকলে অন্য ট্রেড ওপেন করা যাবে না। কোন সময় কান্ডেল শেষ না হওয়া পর্যন্ত ট্রেড দেওয়া যাবে না। ট্রেডে লস হলে মেনে নিতে হবে।
md sahid howladar99
2016-10-25, 05:55 PM
আমার মনে হয় প্রত্যেক ট্রেডারদের উচিত উক্ত রুল বা নিয়ম সমূহ মেনে চলা। কারণ ফরেক্স বলে কথা নেই, যেকোন কিছুতেই সফল কিংবা দক্ষ হতে হলে এর জন্য উক্ত বিষয় সংক্রান্ত সাধারণ নিয়মাবলী মেনে চলা উচিত। এক্ষেত্রে আমিও বলবো ফরেক্স ব্যবসায় সফলতা অর্জনের লক্ষ্য থাকলে উপরে বর্নিত নিয়মাবলী অনুসরণ করা উচিত। এগুলো প্রত্যেক আদর্শবান ট্রেডারদের জন্য পালনীয়।
mithunsarkar
2016-10-25, 09:26 PM
আমার কাছে মনে হয়েছে ফরেক্সের অনেক সুবিধার মধ্যে ডেমো অ্যাকাউন্টে ট্রেড করার সুবিধাটা খুব ভালো একটা সুযোগ।ডেমো অ্যাকাউন্টের মাধ্যমেই মূলত ট্রেডিং শিখা যায়।কারন আমরা কেউই চাইবো না আমাদের ডিপোজিট করা অর্থ বৃথা যাক।এজন্য আমরা সবাই চাইবো রিস্ক ফ্রি ভাবে ট্রেডিং শিখতে।এজন্য আমি মনে করি ডেমো অ্যাকাউন্টে ট্রেড শিখাটা সবচেয়ে জরুরি।
Bangle
2016-10-26, 01:09 AM
আমি মনে করি ফরেক্সে ট্রেড করার কিছু নিয়ম আছে যা মেনে ট্রেড করলে সফল হওয়া যায়। ফরেক্সে আপনি লং টাইম ত্রীদ করবেন না। কারন এটা আপনার জন্য বিপদের কারন হত্র পারে। ছোট ছোট লটে ট্রেড ওপেন করতে হবে জাতে করে লস হলেও মুল্ধনে তেমন প্রভাব না পড়ে। আপনি ত্যরেদ করার আগে মার্কেট আনালাইসিস করে ট্রেড করবেন।
আপনি একটা ট্রেড চালু থাকা অবস্থায় আরেকটা ট্রেড চালু করবেন না। অবশ্যই স্টপ লস ও টেক প্রফিট ব্যবহার করা। আর লং টাইমে ট্রেড করবেন। সরবনিম্ন h4 এ ট্রেড করবেন। আর লোভ অরবেন না বেশি। কারন এতে আপনার ক্ষতি হবার সম্ভাবনা অনেক বেশি। আর ধীরে সুস্থে ট্রেড সিলেক্ট করবেন। মাথা গরম করবেন না।
sohrab
2016-11-23, 08:43 AM
প্রতিটি ট্রেডিং এর ন্যায় ফরেক্স ট্রেডিং এর ওবেশ কিছুসাধারন নিয়ম আছে । যেমন আপনি একই সাথে একাধিক ট্রেড একাউন্ট নিয়ে কাজ করতে পারবেন না ।আপনার ক্যপিটেল অনুসারে মানি ম্যন্জেমেন্ট করবেন এবং ট্রেড করবেন । লোভ করা যাবে না । সময় মত ট্রেড ক্লোজ করতে হবে ।
cool razu
2016-11-23, 09:12 AM
ব্যক্তিগতভাবে আমার দেখা মতে প্রায় সব বড় ট্রেডাররাই লং টাইফ্রেমে ট্রেড করে।তারা কখনোই h1 টাইমফ্রেমের নিছে টাইমফ্রেম ব্যাবহার করেনা।আমি নিজেও ব্যাক্তিগতভাবে ছোট টাইম্ফ্রেম পছন্দ করি না।প্রথমে আমি মাসিক কিংবা দৈনিক চার্ট থেকে মার্কেট ট্রেন্ড বুঝার চেষ্টা করি তারপর h4 কিংবা h1 টাইমফ্রেম থেকে ট্রেডিং সিগন্যাল নিয়ে থাকি।এবং ক্যান্ডেল ওপেন ক্লোজের জন্য অপেক্ষা করি।
spring
2016-11-23, 10:03 AM
আমার মনে হয় ট্রেড করার ক্ষেত্রে কিছু নিয়ম আপনাকে অনুসরণ করতে হবে। যেমনঃ মার্কেট না বুঝে এনালাইসিস না করে ট্রেড করবেন না, তাহলে আপনি দু একটি ট্রেডে প্রফিট করতে পারবেন কিন্তু ভবিষ্যতের জন্য এটি খুব ভয়ানক রুপ ধারন করতে পারে। তাই আপনি ট্রেডিং এর ক্ষেত্রে গুরুত্ব রাখুন।
Competitor
2016-12-31, 04:55 PM
ফরেক্সে ট্রেড করতে হলে অনেক নিয়ম কানুন মানার মধ্য দিয়েই যেতে হয় । সেই ট্রেডার বেশি সফল হতে পারে যে কিনা অনেক বেশি পরিমাণে দক্ষতার সাথে এগিয়ে যেতে পারে । ফরেক্স এমন একটা ব্যবসা যেখানে ট্রেড করে টিকে থাকতে হলে আমাদেরকে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যহত রাখতে হবে । ফরেক্সে যে যত বেশি দক্ষতার সহিত ট্রেড করতে পারবে সে তত বেশি সামনের দিকে এগিযে যেতে পারবে ।
Fazlul
2016-12-31, 05:22 PM
ট্রেড করতে হলে প্রথমে আপনাকে ট্রেড করার নিয়ম গুলো ভালভাবে জানতে ও শিখতে হবে । অর্থাৎ ট্রেড করার সময় সবসময় আপনাকে ট্রেডের নিয়ম নিতি মেনে ট্রেড ওপেন করতে হবে । একটি ওপেন করতে হলে আপনাকে মার্কেট এনালাইসিস করে তারপর একটি ওপেন করবেন ।ট্রেড ওপেন করে আগে আপনাকে নির্ধারণ করতে হবে কথায় আপনি স্টপ লস এবং টেক প্রফিট বসাবেন ।তা না হলে আপনি কাংখিত লাভ - লস করতে পারবেন না ।আরও খেয়াল রাখতে হবে যে টাইম ফ্রেমে আপনি ট্রেড করছেন ঠিক তার আগের বা বড় টাইমফ্রেম ব্যবহার করবেন। এটা আপনাকে মার্কেটের গতি বিধি বুঝতে সাহাব্য করবে।
ONLINE IT
2016-12-31, 05:55 PM
আপনি যদি ফরেক্স এর সাধারন নিয়মগুলি মেনে ট্রেড করতে পারেন তাহলে আশা করা যায় আপনি ফরেক্স মার্কেটে সফলতার সাথে টিকে থাকতে পারবেন। কিন্তু আমরা ট্রেড করতে বসলে এই সাধারন নিয়মগুলোই মেনে চলতে পারি না। তাই তো আমরা প্রতিমুহুর্তে লসের আশংঙ্খা করি। আমরা সবাই ফরেক্স মার্কেটের সাধারন নিয়মগুলো (লোভ না করা, ওভার ট্রেড না করা, কম রিক্সে ট্রেড করা ইত্যাদি) জানি। কিন্তু ট্রেড করতে গেলে আমরা তা মানতে পারি না। আমাদের অবশ্যই এগুলো মেনে ট্রেড করতে হবে। তাহলেই আমরা সফল হতে পারব।
Skfarid
2016-12-31, 09:34 PM
নিজের ট্রেড নিজে করাই ভাল।কর কাছে ধার বরে ট্রেড না করে নিজের চেষ্টাই ট্রেড করাই উত্তম। ট্রেডের আগে আপনাকে সিদ্ধান্ত নিতে হবর কোন পেয়ারে ট্রেড করবেন, মানি ম্যানেজম্যান্ট করে লট বসাতে হবে, ঐ পেয়ার টি নিয়ে এনালাইসি করতে হবে, বাই করবেন না সেল করবেন তা ভাল করে বুঝে নিন, কোন টাইম ফ্রেম ইউজ করচেন তা বুঝে নিন।ট্রেড ওপেন করার পর স্টপ লস ও টেক পপিট বসিয়ে নিন পরিশেষে ট্রেড সময় মদ ক্লোজ করুন।
sujon30
2017-01-16, 08:45 PM
ফরেক্স মার্কেট এ ট্টেড করলে যে লাভ হবে তাই নয়। এছাড়া ফরেক্স মার্কেট এ যে ট্টেড করলে নিশ্চিত হওয়া যাবে তা কিন্তু নয়। ফরেক্স ট্টেড করতে মাথা ঠান্ডা রেখে সব কিছু ঠিকঠাক বুঝে মার্কেট এনালাইসিস করে ট্টেড করতে হবে যাবে আমাদের লস না হয় তা বুঝে শুনে ট্টেড করতে হবে তাহলে লাভ করা যাবে।
reser
2017-03-31, 10:21 PM
ফরেক্স মার্কেটে আমার মনে হয় সব নিয়ম মেনে চলতে পারলে ফরেক্স এ সফলতা সম্ভব হবে,কারন সব কিছু কাজের মাধ্যে যদি নিয়ম মেনে চলা হয় তাহলে সফলতা অপরিসীম।
Mamun13
2017-03-31, 11:07 PM
এই নিয়মগুলোও আসুন মনে রাখার চেষ্টা করিঃ- ১#আপনার প্রিয় স্ট্র্যাটেজীতে অবিচল ও স্হির হয়ে ট্রেড করতে হবে৷২#সঠিক মানি মেনেজমেন্টের জন্য অবশ্যই লিভারেজ অনেক কম,1:50 নিতে হবে৷ ৩#কোনো ভাবেই ওভার ট্রেডিং করা উচিত নয়৷৪#প্রতিদিন নিউজগুলো দেখবেন৷ হাই ইমপেক্ট নিউজ আওয়ারে ওপেনিং ট্রেডগুলো ক্লোজ রাখতে হবে৷৫#অনেক গুলো পেয়ারে একইসাথে ট্রেড করা ভালো নয়৷৬#ছোট লটে ট্রেড করা ভালো৷৭#শর্ট ট্রেডিং বা স্ক্যালপিং থেকে দূরে থাকুন#৮#দীর্ঘদিন ডেমো প্র্যাকটিস করে দক্ষ হয়ে নিন৷তারপর রিয়েল ট্রেডিং এ আসুন৷৯#লোভ ও ধৈর্য্য নিয়ন্ত্রণ করে ট্রেড করুন৷১০#প্রতিদিন ট্রেড না করে প্রতি মাসে ৩/৪ ট্রেড করতে পারেন৷১১#w1 চার্ট দেখে বুঝে এনালাইসিস করে ট্রেড করবেন,এখানে সবচেয়ে ভালো ও পরিষ্কার ট্রেডিং নির্দেশনা পাবেন৷
yasir
2017-03-31, 11:47 PM
ফরেক্সে ট্রেড করার জন্য বিভিন্ন নিয়ম তৈরি হচ্ছে আবার মার্কেট এর পরিবর্তনের সাথে সাথে সেই নিয়ম পরিবর্তন ও হচ্ছে। সবসময় ট্রেড করার জন্য বড় টাইম ফ্রেম ইউজ করা ভাল। বড় টাইম ফ্রেম ব্যবহার করলে মার্কেট থেকে লস কম হয়। ট্রেন্ড ভাল করে বোঝা যায়। তাই খুব সহজে ট্রেড এ এন্ট্রি নেয়া যায়। আর এই এন্ট্রি বেশির ভাগ সময় ছোট টাইম ফ্রেম এর চেয়ে লাভ বেশি দেই।
martin
2017-04-01, 12:46 PM
আপনাকে অনেক ধন্যবাদ ভাই আমাদের কে ট্রেড ওপেন করার চিরাচরিত স্বাভাবিক নিয়ম গুলো মনে করিয়ে দেবার জন্য কারন আমি ব্যাক্তি গত ভাবে জানলেও সব সময় মানতে পারি না যেমন আমি যানি ক্যান্ডেল শেষ না হলে ট্রেড ওপেন করা ঠিক নয় তার পরেও আমি নিউজ আওয়ারে চালু ক্যান্ডেলে ট্রেড ওপেন করি যাহোক আপনার টিপস গুলো মানার জন্য চেষ্টা করবো।
riponinsta
2017-04-02, 12:28 PM
আপনি অনেক ভাল কথা বলছেন এই নিয়ম বা কথা গুল নতুন ট্রেডার দের অনেক কাজে লাগবে আমার মতে ফরেক্স মার্কেট এ নিয়ম করে তা হলে সে ফরেক্স মার্কেট থেকে অনেক অনেক ডলার লাভ করতে পারবে তাই আপনার ট্রেড এর নিয়ম গুল খুব কঠোর ভাবে পালন করে সে ফরেক্স মার্কেট এ লস করে কম আর লাভ করে বেশি তাই নিয়ম করে ফরেক্স মার্কেট এ ট্রেড করা উচিত ফরেক্স মার্কেট এ তা হলে লাভ করতে পারবেন ফরেক্স মার্কেট এ
H M R Al Amin
2017-04-03, 09:28 PM
আমি আপনার কথায় এক মত যে সবসময় লং টাইম ট্রেড করতে হবে । সবচেয়ে ৪ ঘন্টার টাইম ফর্মে কাজ করা ভাল কিন্তু আমি করতাম ০১ ঘন্টার ফর্মে । এখন থেকে আমি ০৪ ঘন্টার কাজ করবো । আমি আগে অনেক নিয়ম জানতাম না কিন্তু বাংলাদেশ ফরেক্স ফোরামে কাজ করে অনেক কিছুই শিখতে পারছি এই জন্য ফরেক্স ফোরাম এর কাছে আমরা কৃতজ্ঞ । একটি ট্রেড শেষ না করে আরেকটি ট্রেড করা খুব একটা খারাপ কাজ ।
uzzal05
2017-05-28, 01:28 PM
ট্রেড মানেই ইন্ডিকেটর দেখে বাই বা সেল করা নয়। একটা দেশের কারন্সি ক্রয় বা বিক্রয় করার জন্য সেই দেশের সামাজিক, রাজনইতিক এবং অর্থনীতির কি সে সম্পর্কে ধারনা থাকতে হবে। এ সমস্ত কিছু মাথায় রেখে যদি আমরা ট্রেড করি তাহলে আমাদের লস অনেকাংশে কমে যাবে। এসব নিউজ এর জন্য আমরা ফরেক্স ফ্যাক্টরি সাইট ও দেখতে পারি।
Grimm
2019-02-06, 10:13 PM
আপনি যেগুলোর কথা এখানে বলেছেন তার সবগুলোই আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা যদি এগুলো অনুসরণ করে ট্রেড করতে পারি তাহলে আমরা আমাদের লসের পরিমান কমাতে পারবো। কিন্তু আফসোসের বিষয় হলো আমরা যখন ট্রেড শুরু করি তখন আমরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারি না ফলে কোন নিয়মনীতিই মানতে পারি না এবং এই কারণে আমরা বেশিরভাগ ট্রেডার লস করে থাকি। আমার মনে হয় যারা এগুলো সঠিকভাবে অনুসরণ করে ট্রেড করতে পারবেন তারাই অল্প সময়ের মধ্যে সফল হবে।
fardin
2019-03-16, 04:56 PM
একটা ট্রেড চালু থাকা অবস্থায় আরেকটা ট্রেড চালু করবেন না। অবশ্যই স্টপ লস ও টেক প্রফিট ব্যবহার করা। আর লং টাইমে ট্রেড করবেন। সরবনিম্ন h4 এ ট্রেড করবেন। আর লোভ অরবেন না বেশি। কারন এতে আপনার ক্ষতি হবার সম্ভাবনা অনেক বেশি। আর ধীরে সুস্থে ট্রেড সিলেক্ট করবেন। মাথা গরম করবেন না।
Ronesh186
2019-03-17, 05:18 PM
ট্রেড করার পূর্বে প্রথমে সঠিকভাবে মার্কেট এনালাইসিস করে নিতে হবে। মার্কেটের মুভমেন্ট বুঝে সঠিক সময়ে ট্রেড করতে হবে। আপনার সুবিধা অনুযায়ী যেকোন একটি টাইম ফ্রেম নিয়ে ট্রেড করুন। মার্কেট হঠাৎ উপরে উঠে যেতে পারে বা নিচেয় নেমে যেতে পারে। কখনো এটা দেখে উত্তেজিত হয়ে বেশি ট্রেড করা উচিৎ নয়। আপনি যে টাইম ফ্রেম নিয়ে ট্রেড করছেন তার ক্যান্ডেল স্টিক শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। ফরেক্স ট্রেডিং এ মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করা খুবই জরুরী। ব্যালেন্স কম থাকলেও প্রফিট করা সম্ভব। এই ক্ষেত্রে যতটা ঝুকি কম নিয়ে ট্রেড করতে পারবেন ততোই মঙ্গল। এই ক্ষেত্রে কখনোই ওভার ট্রেড করা উচিৎ নয় এবং ট্রেড করার সময় আপনাকে টেক প্রফিটের পাশাপাশি স্টপ লস ব্যবহার করা উচিৎ। এতে অতিরিক্ত লস হতে আপনার একাউন্টটি সুরক্ষিত থাকবে।
Md_MhorroM
2019-06-26, 04:48 PM
আমরা জানি ফরেক্স একটি আন্তর্জাতিক মুদ্রা বাজার। ফরেক্সে ট্রেড করে ভাল প্রফিট লাভ করতে হরে আপনাকে অবশ্যই কিছু বিষয়ের প্রতি অনেক বেশি গুরুত্ব দিতে হবে যেমন আপনি সবসময় নিজের ট্রেডিং স্ট্যাইলে ট্রেড করার অব্যাস গড়ে তুলুন,কারর কথা বা কোন বিশেষ সংকেতের দ্বারা এবং আবেগ বা লোভ দ্বারা প্রভাবিত হয়ে কোন প্রকার ট্রেড করবেন না, মার্কেট অ্যানালাইসিসকে এবং মানিম্যানেজমেন্ট ে সর্বোচ্চ গুরুত্বের সাথে বিবেচনা করে তার পর ট্রেডিং সিদ্ধান্ত গ্রহন করুন।
KaziBayzid162
2019-06-26, 06:55 PM
যে কেউ চাইলেই ফরেক্স ট্রেড ওপেন করতে পারে। কিন্তু কেউ যদি ফরেক্স ট্রেড করে সফলতা অর্থাৎ আয় করতে চায় তাহলে অবশ্যই থাকে কিছু নিয়ম মেনে ট্রেড করতে হবে। যেমন কোন ট্রেড ওপেন করার পূর্বে অবশ্যই খুব ভালো করে মার্কেট এনালাইসিস করে নিতে হবে। মানি ম্যানেজমেন্ট সম্পর্কে ধারণা নিয়ে নিতে হবে, অতিরিক্ত ঝুঁকি নিয়ে ট্রেড করা থেকে বিরত থাকতে হবে, একটি ট্রেড ওপেন থাকলে অন্য আরেকটি ট্রেড করা থেকে বিরত থাকতে হবে,লোভ এবং ইমোশনকে নিয়ন্ত্রণ করে ট্রেড ওপেন করতে হবে।এবং সব সময় এর লং টাইম ফ্রেম এ ট্রেড করার চেষ্টা করতে হবে সেই সাথে করার সময় অবশ্যই স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করতে হবে, পাশাপাশি লাভ এবং লস কে মেনে নিয়ে ধৈর্য ধারণ করে ফরেক্স ট্রেডিং করতে হবে।কোন ট্রেন আর যদি উপরের বর্ণিত নিয়মগুলো মেনে নিয়ে ফরেক্স ট্রেডিং করতে পারে তাহলে ফরেক্স থেকে অবশ্যই খুব ভাল প্রফিট করতে পারবে।
Panna1989
2019-07-17, 07:08 PM
অভিজ্ঞরা বলে থাকেন ফরেক্স এর সাধারণ নিয়ম হল প্রত্যকটা ট্রেড ওপেন করার পূর্বে সেই ট্রেড সম্পর্কে যথার্থ জ্ঞান অর্জন করা । এছাড়া ফরেক্স বিশ্বব্যাপি বহুল জনপ্রিয় হল কেন্ডেল স্টিক । তাই এই ক্যান্ডেল স্টিক এর মাধ্যমে আমরা ট্রেডগুলোকে ভালভাবে বিশ্লেষণ করতে পারি ।অবশ্যই স্টপ লস ও টেক প্রফিট ব্যবহার করা। আর লং টাইমে ট্রেড করবেন। সরবনিম্ন h4 এ ট্রেড করবেন। আর লোভ অরবেন না বেশি। কারন এতে আপনার ক্ষতি হবার সম্ভাবনা অনেক বেশি।
Mazharul777
2019-07-17, 07:12 PM
আমি মনে করি ট্রেড করার জন্য একজন ট্রেডারকে প্রথমে ঠাণ্ডা মাথায় ফরেক্স মার্কেটকে এনালাইসিস করে নেয়াটা জরুরী। দ্বিতীয়ত টাইম ফ্রেম সিলেক্ট করে ট্রেড করা এবং ট্রেডের সময় স্টপ লস ও টেক প্রফিট ব্যবহার করা।রির্ভারসাল ক্যান্ডেলের উপর কখনোই ট্রেড না করা এবং নিউজের উপর গুরুত্ব দেয়া।কখনোই উত্তেজিত হয়ে ট্রেড করা উচিৎ নয়।
KANIZFATEMA1997
2019-07-18, 08:18 PM
সবকিছুরই কিছু সাধারণ নিয়ম থাকে।ঠিক তেমনি ফরেক্স ট্রেড করারও নিয়ম আছে।ট্রেড করার প্রথম দিক হলো ধৈর্য্যশীল হওয়া।সবনিম্নh4 এ ট্রেড করা।ক্যান্ডেল অনেক ওঠানামা করলে ট্রেড ওপেন না করা।ট্রেডে লস হলে মেনে নেওয়া।আপডেট নিউজ দেখা।মেধাকে কাজে লাগানো।অভিজ্ঞা বাড়ানে।
ধৈর্য মানবজাতির জন্য এক মহান শক্তি। ধৈর্যক্ষমতা মানুষকেএ পৌঁছে দেয় সুনিশ্চিত বিজয়ে। সে বিজয় হোক যুদ্ধক্ষেত্র, ব্যক্তিজীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, দুনিয়া ও পরকালে। ধৈর্যশীলদের পাশে থাকার ঘোষণা আল্লাহরও রয়েছে। আল্লাহর ঘোষণা ‘তোমরা ধৈর্য ধরো, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন।’ (সূরা আনফাল : ৪৬)। ধৈর্যশীলদের প্রতিদানস্বরূপ আল্লাহ তায়ালা বলেন, ‘বলুন, হে আমার বিশ্বাসী বান্দাগণ! তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো। যারা এ দুনিয়াতে সৎ কাজ করে, তাদের জন্য রয়েছে পুণ্য। আল্লাহর পৃথিবী প্রশস্ত। যারা ধৈর্যশীল, তারাই তাদের পুরস্কার পায় অগণিত।’
Hredy
2019-07-18, 08:40 PM
মাসিক এবং দৈনিক চার্ট থেকে ট্রেন্ড বুঝে নিতে হবে। লং টাইম, শর্ট টাইম, স্কাল্পিং এবং বাইনারি ট্রেড করা যায়। বড় টাইম ফ্রেম ইউজ করা ভাল। বড় টাইম ফ্রেম ব্যবহার করলে লস কম হয়। ট্রেন্ড ভাল করে বোঝা যায়। তাই খুব সহজে ট্রেড এ এন্ট্রি নেয়া যায়। সকলের উচিত লং টাইম ট্রেড করা।
ARIFULISLAM1996
2019-07-18, 09:09 PM
ভাই আপনি খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। প্রত্যেকটি ব্যবসারই কিছু নিয়ম নীতি বা রুলস থাকে। যা অনুসরণ করেই আপনাকে সামনে যেতে হবে। নিয়মের বাইরে কিছু করা যাবে না। লোভের তাড়নায় পড়ে শুধু ফরেক্স কেন যে কোন ব্যবসা করলে সেখানে লাভের চেয়ে লসের পরিমাণটাই বেশি হবে। মার্কেট না বুঝে ট্রেট করা যাবে না।ফরেক্স করতে হলে কিছু কিছু বিষয়ের প্রতি খুব গুরুত্ব দিতে হবে। ফরেক্স এর এ্যানালাইসিস গুলো সঠিক ভাবে পালন করতে হবে। অধিক লটে ট্রেড করা যাবে না। একটি ট্রেড থাকা অবস্থায় পণ্য ট্রেড ধরা যাবেনা। মার্কেটের ট্রেন্ডিং মুভমেন্ট গুলোর দিকে খেয়াল রাখতে হবে।ক্যান্ডেল খুব বেশি ওঠা-নামা করলে ট্রেট করা যাবে না। মার্কেটের মুভমেন্ট দেখেই ট্রেড ধরতে হবে। ধৈর্য্য হারা হয়ে এলো মেলো ট্রেট করা যাবে না। সবচেয়ে বড় কথা হচ্ছে ফরেক্স করার আগে নিজেকে অনেক ধৈর্যশীল হিসেবে গড়ে তুলতে হবে। এন্ট্রি দেওয়ার সময় খুব ভালো ভাবে খেয়াল রাখতে হবে। লোভ ত্যাগ করে ঠান্ডা মাথায় সময় নিয়ে ট্রেড করতে হবে।মার্কেট এর অবস্থান সম্পর্কে সব সময় অবহিত থাকতে হবে। আশা করি এ সব রুলস মেনে চললেই আপনি ফরেস্ট থেকে ভালো কিছু পেতে পারেন।
samun
2019-07-18, 09:51 PM
ফরেক্স ট্রেড করার সময় কিছু নিয়ম মেনে চলা উচিৎ। এসকল নিয়মকানুন না মানলে ফরেক্সে ট্রেড করলে ক্ষতি ছাড়া লাভ হয়না।
১.সর্বপ্রথম মার্কেট এনালাইসিস করতে হবে।
২.সর্ট টাইম ট্রেড না করে লং টাইম ট্রেড করা।
৩.ট্রেড অবশ্যই কম লটে করতে হবে।
৪.ক্ষতির সম্ভাবনা থাকলে ষ্টপ লস ব্যবহার করা।
৫.লোভ না করা। ইত্যাদি
এসকল বিষয় বিশ্লেষণ করে এবং মাথায় রেখে ফরেক্সে ট্রেড করা উচিৎ।
samun
2019-07-18, 09:58 PM
ট্রেড করার কিছু সাধারণ নিয়ম নিচে দেওয়া হলঃঃ
১. মার্কেট এনালাইসিস করে ট্রেড করা।
২. লং টাইম ফ্রেমে ট্রেড করা।
৩. ছোট্ট লটে ট্রেড করা।
৪. একাধিক ট্রেড না করা।
৫. ট্রেড করার সময় ক্যান্ডেল ব্যবহার করা। ইত্যাদি
এসকল নিয়মকানুন মেনে চলা খুব জরুরী।
BossRaju
2019-07-18, 09:59 PM
আমার দেখা মতে প্রায় সব বড় ট্রেডাররাই লং টাইফ্রেমে ট্রেড করে।তারা কখনোই h1 টাইমফ্রেমের নিছে টাইমফ্রেম ব্যাবহার করেনা।আমি নিজেও ব্যাক্তিগতভাবে ছোট টাইম্ফ্রেম পছন্দ করি না।প্রথমে আমি মাসিক কিংবা দৈনিক চার্ট থেকে মার্কেট ট্রেন্ড বুঝার চেষ্টা করি তারপর h4 কিংবা h1 টাইমফ্রেম থেকে ট্রেডিং সিগন্যাল নিয়ে থাকি।এবং ক্যান্ডেল ওপেন ক্লোজের জন্য অপেক্ষা করি।
DJSUMON777
2019-07-19, 02:56 AM
ট্রেড করার কিছু সাধারণ নিয়ম রয়েছে যেগুলো অবশ্যই ফলো করা উচিত প্রথমে আপনাকে নির্ধারণ করতে হবে আপনি কোন টাইমফ্রেমে ট্রেড করবেন লং নাকি স্ক্যাল্পিং সেই অনুযায়ী টাইম ফ্রেম নির্বাচন করুন।অতঃপর মার্কেটের অবস্থা বুঝে এন্টি পয়েন্ট নির্ধারণ করুন এবং মার্কেট এনালাইসিস করে ট্রেড এন্ট্রি করুন। মানি ম্যানেজমেন্ট অনুযায়ী লট নির্ধারণ করে নিবেন এবং প্রফিট এবং লস এর জন্য স্টপ লস এবং টেক প্রফিট অবশ্যই বসিয়ে নিবেন।
TanjirKhandokar1994
2019-07-19, 06:09 PM
অবশ্যই ফরেক্স ট্রেডিং এ ট্রেড করার জন্য কিছু সাধারণ নিয়ম ফলো করে ট্রেড করা উচিত। আর এটা সকলেরই জানা আছে যে ফরেক্স ট্রেডিং এ কোন ধরনের এনালাইসিস ছাড়া ট্রেড করলে তার ফলাফল খুবই খারাপ হবে। এখানে আপনি দুই ভাবে ট্রেড ওপেন করতে পারেন একটি হলো লং ট্রেড অপরটি হলো শর্ট ট্রেড। তবে এখানে আমি মনে করি লং ট্রেড সবচেয়ে বেশি ভালো কারন হলো এতে কোন ঝুঁকি থাকেনা অপর দিকে শর্ট ট্রেড করতে গিয়ে অনেক ঝুঁকির মুখে পরতে হয়। আর অভিজ্ঞ ট্রেডার সবসময় ঝুঁকি এড়িয়ে ট্রেড করে। তাই আমাদের সকলের উচিত ফরেক্স মার্কেটের সাধারণ নিয়ম গুলো মেনে ট্রেড ওপেন করা। তাহলে যেমন কোন ঝুঁকি থাকেনা তেমনি ভালো প্রফিটও অর্জন করতে পারেন।
DuckHunt
2019-07-24, 10:38 AM
আমার মনে হয় ফরেক্স এর সাধারণ নিয়ম হল প্রত্যকটা ট্রেড ওপেন করার পূর্বে সেই ট্রেড সম্পর্কে যথার্থ জ্ঞান অর্জন করা । এছাড়া ফরেক্স বিশ্বব্যাপি বহুল জনপ্রিয় হল কেন্ডেল স্টিক । তাই এই ক্যান্ডেল স্টিক এর মাধ্যমে আমরা ট্রেডগুলোকে ভালভাবে বিশ্লেষণ করতে পারি । তাছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল ফরেক্স মার্কেটে ঢুকার সাথে সাথে মাথাকে সম্পূর্ণ ঠান্ডা রেখে ভালভাবে ট্রেড করতে হবে । লস হোক আর লাভ হোক যে কোন অবস্থায় ফরেক্সকে ইনজয় করা ।
ট্রেড করার কিছু সাধারন নিয়ম
লং টাইম ট্রেড। সবচেয়ে কম h4 টাইম ফ্রেম এ ট্রেড করা।
অবশ্যই স্টপ লস ও টেক প্রফিট ব্যবহার করা।
একটা ট্রেড চালু থাকলে আরেকটা ট্রেড ওপেন করা যাবে না।
মার্কেট হয়ত হঠাৎ করে অনেক স্পিডে নিচে বা উপরে উঠে যাচ্ছে তা দেখে ঐ ক্যান্ডেল এ ট্রেড দেওয়া। এটা করা যাবে না।
আপনি যেই টাইম ফ্রেমেই ট্রেড করেন না কেন ? কোন সময়ই ক্যান্ডেল শেষ না হওয়া পযর্ন্ত ট্রেড দেওয়া যাবে না।
ট্রেডে লস হলে তা মেনে নিতে হবে।
উপরে উল্লেখিত এই কয়টি সাধারন নিয়মগুলি আসলে সবার মেনে ট্রেড করা উচিত । তবে এর সাথে আমি একটি বিষয় যুক্ত করব আর তা হল অনেক সময় আমরা মার্কেট বিষয়ে সঠিক এনালাইসিস না করে নিজের উপর অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে ট্রেড ওপেন করে ফেলি অথবা অতিরিক্ত লাভের আশায় । তাই আমাদের অতিরিক্ত আত্মবিশ্বাস আর লোভ-লালসা থেকে নিজের মনকে নিয়ন্ত্রন করতে হবে ।
sofiz
2019-09-25, 03:28 AM
প্রথমেই আমাদের শিখতে হবে ফরেক্স কি, কেন, কিভাবে কাজ করে ? ধৈর্য লাগবে প্রচুর।প্রচুর সময় দিতে হবে, অনেক প্র্যাক্টিস করতে হবে। ফরেক্স করে এমন কারো সাথে থেকে কমপক্ষে এক মাস কাজ শিখা। সব সময় কমিউনিটি এর সাথে থাকা , প্রতিদিন ফরেক্স নিউজ ফাইনান্সিয়াল নিউজ ফলো করা।
ট্রেড করার জন্য আমদের কিছু নিয়ম অবশ্যয় ফলো করতে হয় না হলে সফল ট্রেডার হওয়া যাবে না তাই আমদের কে আগে অবশ্যয় সেই রুল গুলা ফলো করা উচিত।আমাদের প্রথমে ট্রেড করার জন্য ডেমো ট্রেড এ কয়েকমাস ট্রেনিং করা উচিত।যখন দেখবে যে তুমি তোমার রিয়েল ব্যালেন্স ২গুন বা ৩ গুন করার ক্ষমতা অর্জন করতে পারবে তখন তুমু রিয়েল ট্রেড করার উপযোগী বলে মনে করবে।আর ট্রেড করার সময় লোভ করা যাবে না
Fxhuman
2019-09-25, 04:56 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করার ক্ষেত্রে কিছু নিয়ম আপনাকে অনুসরণ করতে হবে। যেমনঃ মার্কেট না বুঝে এনালাইসিস না করে ট্রেড করবেন না, তাহলে আপনি দু একটি ট্রেডে প্রফিট করতে পারবেন কিন্তু ভবিষ্যতের জন্য এটি খুব ভয়ানক রুপ ধারন করতে পারে। তাই আপনি ট্রেডিং এর ক্ষেত্রে গুরুত্ব রাখুন।
ফরেক্স ট্রেড করার জন্য কিছু নিয়ম কানন আছে যে গুল হল ফরেক্স প্লাট ফর্ম আছে এই প্লাট ফরমে কিছু চার্ট আছে ৫মিনিট ১৫মিনিট ১ঘন্টা ৪গন্টা এই আর টাইম ফেরেম আছে জেগুল ত্র ট্রেড করতে হয় ।
nurulazim
2019-09-25, 10:14 PM
ট্রেড করার জন্য আমদের কিছু নিয়ম অবশ্যয় ফলো করতে হয় না হলে সফল ট্রেডার হওয়া যাবে না তাই আমদের কে আগে অবশ্যয় সেই রুল গুলা ফলো করা উচিত।আমাদের প্রথমে ট্রেড করার জন্য ডেমো ট্রেড এ কয়েকমাস ট্রেনিং করা উচিত।যখন দেখবে যে তুমি তোমার রিয়েল ব্যালেন্স ২গুন বা ৩ গুন করার ক্ষমতা অর্জন করতে পারবে তখন তুমু রিয়েল ট্রেড করার উপযোগী বলে মনে করবে।আর ট্রেড করার সময় লোভ করা যাবে না
ভাল জ্ঞান না থাকলে ট্রেডিং আপনার পক্ষে খুব ঝুঁকিপূর্ণ হতে পারে। ট্রেডের ভাল জ্ঞান এবং অভিজ্ঞতা না থাকলে আপনি ফরেক্সে সাফল্য অর্জন করতে পারবেন না। ট্রেডিং শুরুর আগে আপনার জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জনের দিকে মনোনিবেশ করা উচিত। আপনি ফরেক্সে আপনার লক্ষ্য এবং লক্ষ্য নির্ধারণ করেছেন এবং আপনার প্রচুর পরিশ্রম এবং ফরেক্স সম্পর্কে উত্সর্গ দিয়ে আপনার শেখার উন্নতি করে। আপনার ভাল শেখা এবং অভিজ্ঞতা না পাওয়া পর্যন্ত আপনি কখনই ফরেক্সে সাফল্যের লাইনটি অতিক্রম করতে পারেন না। আপনি উপার্জনের জন্য শিখেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় জিনিস। আপনার ভাল শেখা আপনার ব্যবসায়গুলিতে ভাল উপার্জন লাভ করে।
abilkis7
2019-11-14, 09:56 AM
আমার দেখা মতে প্রায় সব বড় ট্রেডাররাই লং টাইফ্রেমে ট্রেড করে। তারা কখনোই h1 টাইমফ্রেমের নিচে টাইমফ্রেম ব্যবহার করেনা। আমি নিজেও ব্যাক্তিগতভাবে ছোট টাইম্ফ্রেম পছন্দ করি না। প্রথমে আমি মাসিক কিংবা দৈনিক চার্ট থেকে মার্কেট ট্রেন্ড বুঝার চেষ্টা করি তারপর h4 কিংবা h1 টাইমফ্রেম থেকে ট্রেডিং সিগন্যাল নিয়ে থাকি এবং ১০-১৫ পিপস প্রফিট হলে ট্রেড ক্লোজ করে দেই।
amreta
2020-03-18, 05:49 PM
এটি সত্য যে প্রত্যেকে এই ব্যবসায় সম্পর্কে প্রতিটি জিনিস জানে না .. এই ব্যবসায় সম্পর্কে প্রতিটি এবং সমস্ত কিছু বুঝতে আরও সময় নেওয়া উচিত। আর এই কারণেই যদি আমরা এই বাজারে ভাল অর্থ পরিচালন নিয়ে বাণিজ্য করি এবং তারপরে ডেমো ট্রেডিং অ্যাকাউন্টেও যোগ দেই এবং তারপরে মূল বিষয় যা আমাদের অবশ্যই মৌলিক এবং প্রযুক্তিগত বিশ্লেষণে ফোকাস করতে হবে তবে ট্রেডারের পক্ষে শীঘ্রই আরও ভাল ফলাফল পাওয়া ভাল
ফরেক্স বলে কথা নেই, যেকোন কিছুতেই সফল কিংবা দক্ষ হতে হলে এর জন্য উক্ত বিষয় সংক্রান্ত সাধারণ নিয়মাবলী মেনে চলা উচিত।ট্রেড করার জন্য বিভিন্ন নিয়ম তৈরি হচ্ছে আবার মার্কেট এর পরিবর্তনের সাথে সাথে সেই নিয়ম পরিবর্তন ও হচ্ছে। সবসময় ট্রেড করার জন্য বড় টাইম ফ্রেম ইউজ করা ভাল। বড় টাইম ফ্রেম ব্যবহার করলে মার্কেট থেকে লস কম হয়।
Jid13
2020-03-29, 02:30 PM
ফরেক্স এর সাধারণ নিয়ম হল প্রত্যকটা ট্রেড ওপেন করার পূর্বে সেই ট্রেড সম্পর্কে যথার্থ জ্ঞান অর্জন করা । এছাড়া ফরেক্স বিশ্বব্যাপি বহুল জনপ্রিয় হল কেন্ডেল স্টিক । তাই এই ক্যান্ডেল স্টিক এর মাধ্যমে আমরা ট্রেডগুলোকে ভালভাবে বিশ্লেষণ করতে পারি ।অবশ্যই স্টপ লস ও টেক প্রফিট ব্যবহার করা। আর লং টাইমে ট্রেড করবেন। সরবনিম্ন h4 এ ট্রেড করবেন। আর লোভ অরবেন না বেশি। কারন এতে আপনার ক্ষতি হবার সম্ভাবনা অনেক বেশি।
Rion83
2020-03-29, 02:33 PM
ফরেক্স বলে কথা নেই, যেকোন কিছুতেই সফল কিংবা দক্ষ হতে হলে এর জন্য উক্ত বিষয় সংক্রান্ত সাধারণ নিয়মাবলী মেনে চলা উচিত।ট্রেড করার জন্য বিভিন্ন নিয়ম তৈরি হচ্ছে আবার মার্কেট এর পরিবর্তনের সাথে সাথে সেই নিয়ম পরিবর্তন ও হচ্ছে। সবসময় ট্রেড করার জন্য বড় টাইম ফ্রেম ইউজ করা ভাল। বড় টাইম ফ্রেম ব্যবহার করলে মার্কেট থেকে লস কম হয়।
হ্যা আপনি ঠিকই বলেছেন আমরা অনেকেই জানি অথচ বেশিরভাগই জানার পরও মানি না। ট্রেড করার সময় কেমন জানি অনেকেই হাই হুতাশ হয়ে যাই। তাই এসব বাদ দিয়ে আমাদের সকলেরই ধৈর্য সহকারে মার্কেট এনালাইসিস করা উচিত হবে। এক ঘন্টার টাইমফ্রেম থেকে শুরু আমাদেরকে ডেইলি টাইমফ্রেম এর দিকে নজর রাখতে হবে। ভালোনকরে খুটিনাটি বিষয়াদি খেয়াল রাখতে হবে।
Lubna1212
2020-03-29, 02:50 PM
ব্যানার কারণ। প্রতিটি বণিকের নীতি বা নিয়ম মেনে চলা উচিত। যেহেতু ফরেক্স কোনও তাত্পর্যপূর্ণ করে না, কার্যকর বা কোনও বিষয়ে দক্ষ হতে, তাই এই সমস্যাটির সাধারণ নির্দেশিকাগুলি মেনে চলা উচিত। ঠিক এখনই একইভাবে বলবেন যে ফরেক্সের বিনিময়ে আপনার অগ্রগতি করার দরকার রয়েছে সেই সময়ে উপরোক্ত নীতিগুলি অনুসরণ করা উচিত। প্রতিটি নিখুঁত বণিকের জন্য এগুলি একটি প্রশ্নাতীত প্রয়োজনীয়তা।
Rajib_Biswas
2020-03-29, 03:23 PM
ফরেক্স ট্রেডিং করার জন্য একজন ক্রিকেটারকে কিছু নিয়ম-কানুন অনুসরণ করতে হয়। এ সকল নিয়ম কানুন অনুসরণ না করলে সঠিকভাবে ফরেক্স ট্রেডিং করা যায় না। ফলে ট্রেডিংয়ে ভুল হয় এবং লসে পড়তে হয়। ট্রেডারদের জন্য কিছু সাধারণ নিয়মকানুন হলো:
১/ ট্রেডিং এর ভালোভাবে মার্কেট এনালাইসিস করা।
২/ নির্দিষ্ট মানি ম্যানেজমেন্ট অনুযায়ী ট্রেডিং করা।
৩/ কম পরিমাণ ঝুঁকি নিয়ে ট্রেডিং করা।
৪/ ট্রেডিংয়ে ধৈর্য প্রদর্শন করা।
৫/ ওভার লটে ট্রেডিং না করা।
৬/ প্রতিটি ট্রেডে স্টপ লস ও টেক প্রফিট ব্যবহার করা।
৭/ লোভ না করা।
উপরোক্ত নিয়মকানুনগুলো একজন ট্রেডার যদি অনুসরণ করে তাহলে সে একজন সফল ট্রেডার হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবে।
ট্রেড করার অনেক নিওম আসে তার মদ্ধে সব থেকে ভাল হল শর ত টার্ম শ্ত্রাতেজি এবন্মগ আমাদের উচিত সব সময় ভাল ভাবে মার্কেট এনালাইসিস করে ট্রেড করা। আমি যদি ঠিক ঠাক নিওম মেনে ট্রেড করতে পারি থাওলে আমার অনেক লাভ হবে।
Hredy
2020-03-29, 03:41 PM
ফরেক্স ট্রেড করার জন্য কিছু নিয়ম কানন আছে যে গুল হল ফরেক্স প্লাট ফর্ম আছে এই প্লাট ফরমে কিছু চার্ট আছে ৫মিনিট ১৫মিনিট ১ঘন্টা ৪গন্টা এই আর টাইম ফেরেম আছে জেগুল ত্র ট্রেড করতে হয় ।ট্রেড আবার লং টাইম ট্রেড এবং শর্ট টাইম ট্রেড আছে আরও স্ক্যাল্পিং আছে ।
forex_fighter
2020-03-29, 04:16 PM
ট্রেড করার জন্য বিভিন্ন নিয়ম তৈরি হচ্ছে আবার মার্কেট এর পরিবর্তনের সাথে সাথে সেই নিয়ম পরিবর্তন ও হচ্ছে। সবসময় ট্রেড করার জন্য বড় টাইম ফ্রেম ইউজ করা ভাল। বড় টাইম ফ্রেম ব্যবহার করলে মার্কেট থেকে লস কম হয়। ট্রেন্ড ভাল করে বোঝা যায়। তাই খুব সহজে ট্রেড এ এন্ট্রি নেয়া যায়। আর এই এন্ট্রি বেশির ভাগ সময় ছোট টাইম ফ্রেম এর চেয়ে লাভ বেশি দেই।
smbiplob
2020-04-22, 10:56 PM
ফরেক্স ট্রেড করে তারা কিন্তু এই বিষয়গুলো সবাই জানে তারপরও কিন্তু এই বিষয় গুলো মেনে ট্রেড করতে পারে না আর এর একমাত্র কারন হচ্ছে লোভ আমরা খুব তারাতাড়ি করি টাকা উপার্জনের জন্য ট্রেডার বেশি সফল হতে পারে যে কিনা অনেক বেশি পরিমাণে দক্ষতার সাথে এগিয়ে যেতে পারে ফরেক্স এমন একটা ব্যবসা যেখানে ট্রেড করে টিকে থাকতে হলে আমাদেরকে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যহত রাখতে হবে ।
Soh1952
2020-07-17, 07:33 PM
ট্রেড মানেই ইন্ডিকেটর দেখে বাই বা সেল করা নয়। একটা দেশের কারন্সি ক্রয় বা বিক্রয় করার জন্য সেই দেশের সামাজিক, রাজনইতিক এবং অর্থনীতির কি সে সম্পর্কে ধারনা থাকতে হবে। এ সমস্ত কিছু মাথায় রেখে যদি আমরা ট্রেড করি তাহলে আমাদের লস অনেকাংশে কমে যাবে। কারন এতে আপনার ক্ষতি হবার সম্ভাবনা অনেক বেশি। আর ধীরে সুস্থে ট্রেড সিলেক্ট করবেন। মাথা গরম করবেন না।
Hredy
2020-07-17, 07:39 PM
আমার দেখা মতে প্রায় সব বড় ট্রেডাররাই লং টাইফ্রেমে ট্রেড করে।তারা কখনোই h1 টাইমফ্রেমের নিছে টাইমফ্রেম ব্যাবহার করেনা।আমি নিজেও ব্যাক্তিগতভাবে ছোট টাইম্ফ্রেম পছন্দ করি না।প্রথমে আমি মাসিক কিংবা দৈনিক চার্ট থেকে মার্কেট ট্রেন্ড বুঝার চেষ্টা করি তারপর h4 কিংবা h1 টাইমফ্রেম থেকে ট্রেডিং সিগন্যাল নিয়ে থাকি।এবং ক্যান্ডেল ওপেন ক্লোজের জন্য অপেক্ষা করি।
konok
2020-07-18, 12:08 PM
ট্রেডিং করার জন্য এসব সাধারন নিয়ম ফলো করা বেশ গুরুত্বপূর্ন । লং টাইম ট্রেড । সবচেয়ে কম h4 টাইম ফ্রেম এ ট্রেড করা । আমি অবশ্য ১ ঘন্টার ফ্রেমও দেখি ।অবশ্যই স্টপ লস ও টেক প্রফিট ব্যবহার করা । আমি স্টপ লস ব্যবহার করিনা । সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল ফরেক্স মার্কেটে ঢুকার সাথে সাথে মাথাকে সম্পূর্ণ ঠান্ডা রেখে ভালভাবে ট্রেড করতে হবে । লস হোক আর লাভ হোক যে কোন অবস্থায় ফরেক্সকে ইনজয় করা ।
KAZIMAJHARULISLAM
2020-07-18, 12:25 PM
ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর একটি পোস্ট করার জন্য। কেননা একজন নতুন ট্রেডার কে সাজেস্ট করা হয় নিয়মিত ফোরাম ফলো করতে এবং ডেমো ট্রেডিং করতে। আর নিয়মিত ফোরাম ফলো করলে ফরেক্স সম্পর্কে সমস্ত বিষয়ে খুটিনাটি জ্ঞান পাওয়া যাবে। যেমন আপনার পোস্টের মাধ্যমে অনেকেই ফরেক্স সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। নিয়মগুলো আবারও মনে করে দেয়ার জন্য আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা।আমিও প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি, ফরেক্স সম্পর্কে আরো জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনে ।তাই আপনাকে এত সুন্দর পোস্টের জন্য আবারও ধন্যবাদ।
jimislam
2020-07-21, 10:37 AM
অবশ্যই স্টপ লস ও টেক প্রফিট ব্যবহার করা। আর লং টাইমে ট্রেড করবেন। সরবনিম্ন h4 এ ট্রেড করবেন। আর লোভ অরবেন না বেশি। কারন এতে আপনার ক্ষতি হবার সম্ভাবনা অনেক বেশি। তারপর ট্রেড ওপেন করার আগে একটা ক্যান্ডেল শেষ হওয়ার পর ট্রেড আরম্ব করা। লং টাইম ফ্রেম দেখে ট্রেড ওপেন করা। একটা ট্রেড ওপেন থাকা অবস্থায় ট্রেড ওপেন করা যাবে না।
IFXmehedi
2020-07-21, 11:13 PM
ট্রেড করার কিছু সাধারন নিয়ম
প্রথমত আমরা এই গুলো সবাই জানি । অনেকে মানি, যারা মানে তারা সফল ট্রেডার । আমরাই বলি ওমুক ভাই খুব ভাল ট্রেড করে। আর অনেকে জেনেও মানি না। তারা লস করে। তারা শুধু মানুষের পিছনে দৌড়ায় আর বলে ভাই আমাদের কিছু শিখান । আপনি কিভাবে ট্রেড করেন একটু বলবেন, দেখাবেন, কি কি ব্যবহার করেন ভাই ইত্যাদি।
কিছু সাধারন নিয়ম যা প্রত্যেক ট্রেডারকেই মেনে চলা উচিত:-
লং টাইম ট্রেড। সবচেয়ে কম h4 টাইম ফ্রেম এ ট্রেড করা।
অবশ্যই স্টপ লস ও টেক প্রফিট ব্যবহার করা।
একটা ট্রেড চালু থাকলে আরেকটা ট্রেড ওপেন করা যাবে না।
মার্কেট হয়ত হঠাৎ করে অনেক স্পিডে নিচে বা উপরে উঠে যাচ্ছে তা দেখে ঐ ক্যান্ডেল এ ট্রেড দেওয়া। এটা করা যাবে না।
আপনি যেই টাইম ফ্রেমেই ট্রেড করেন না কেন ? কোন সময়ই ক্যান্ডেল শেষ না হওয়া পযর্ন্ত ট্রেড দেওয়া যাবে না।
ট্রেডে লস হলে তা মেনে নিতে হবে।
ভাই আপনি ট্রেড করার জন্য যে নিয়ম গুলো খুবই দরকারি সে নিয়ম গুলো খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন । আমি মনে করি কেউ যদি আপনার কথাগুলো ট্রেডিং করার সময় খেয়াল রাখে তাহলে সে ট্রেড করে অবশ্যই ভাল প্রফিট করতে পারবে । আমি আপনার কথার সাথে কিছু বিষয় অ্যাড করতে চাই সেটা হলো - দেখুন ভাই ফরেক্স মার্কেটে সবাই প্রফিট করতে চায় কিন্তু কয়জন পারে ! তাই আপনি যদি মনোযোগ সহকারে ডেমো অ্যাকাউন্টে অনুশীলন করেন তাহলে আমি মনে করি ফরেক্স ট্রেডিংয়ের ৭০% আপনি খুব অনায়াসে শিখে ফেলতে পারবেন ।
Rokibul7
2020-07-21, 11:39 PM
ট্রেড করার কিছু সাধারন নিয়ম
প্রথমত আমরা এই গুলো সবাই জানি । অনেকে মানি, যারা মানে তারা সফল ট্রেডার । আমরাই বলি ওমুক ভাই খুব ভাল ট্রেড করে। আর অনেকে জেনেও মানি না। তারা লস করে। তারা শুধু মানুষের পিছনে দৌড়ায় আর বলে ভাই আমাদের কিছু শিখান । আপনি কিভাবে ট্রেড করেন একটু বলবেন, দেখাবেন, কি কি ব্যবহার করেন ভাই ইত্যাদি।
কিছু সাধারন নিয়ম যা প্রত্যেক ট্রেডারকেই মেনে চলা উচিত:-
লং টাইম ট্রেড। সবচেয়ে কম h4 টাইম ফ্রেম এ ট্রেড করা।
অবশ্যই স্টপ লস ও টেক প্রফিট ব্যবহার করা।
একটা ট্রেড চালু থাকলে আরেকটা ট্রেড ওপেন করা যাবে না।
মার্কেট হয়ত হঠাৎ করে অনেক স্পিডে নিচে বা উপরে উঠে যাচ্ছে তা দেখে ঐ ক্যান্ডেল এ ট্রেড দেওয়া। এটা করা যাবে না।
আপনি যেই টাইম ফ্রেমেই ট্রেড করেন না কেন ? কোন সময়ই ক্যান্ডেল শেষ না হওয়া পযর্ন্ত ট্রেড দেওয়া যাবে না।
ট্রেডে লস হলে তা মেনে নিতে হবে।
ঠিক বলছেন ভাই,কোন ক্যান্ডেল শেষ না হলে টেড করা ঠিক না।বড় টাইম ফ্রেমে কম লটে মানিৃ্যানেজমেন্ট ফলো করে লং টেড এ প্রফিট হয় বেশি।মার্কেট হয়ত হঠাৎ করে অনেক স্পিডে নিচে বা উপরে উঠে যাচ্ছে তা দেখে ঐ ক্যান্ডেল এ ট্রেড দেওয়া। এটা করা যাবে না।ট্রেডে লস হলে তা মেনে নিতে হবে।
Starship
2020-07-21, 11:44 PM
ট্রেড করার পূর্বে আমরা যে সকল নিয়ম অনুসরণ করি তা হল- ধৈর্য ধরে মার্কেট এনালাইসিস করে স্টেট করা। অতিরিক্ত লোভ নিয়ন্ত্রণে রেখে ট্রেড করা। অনুমানের উপর ট্রেড না করা। মার্কেটে ক্যান্ডেল বেশি উঠানামা করলে ট্রেড করা থেকে বিরত থাকা। একাধিক ট্রেড ওপেন না করা। লোভ ও রিক্স নিয়ে ট্রেড না করা। আমরা সাধারণত ট্রেড করার পূর্বে এর সকল নিয়ম অনুসরণ করি। ট্রেড করার পূর্বে উপরোক্ত নিয়ম অনুসরণ না করলে লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
Md.shohag
2020-07-22, 12:10 AM
ট্রেড করার কিছু পদ্ধতির মধ্যে রয়েছে, লংটাইম ট্রেড..... শর্টটাইম ট্রেড/ স্কাল্পিং ট্রেডিং...... বাইনারি ট্রেড....... লিডিং ট্রেড,..... রিক্সফ্রি ট্রেড.... ইত্যাাদি. এগুলোর সবাই নিজ নিজ স্থানে স্বনির্ভরশীল। তবে আপনাকে অবশ্যই আপনার নির্দিষ্ট স্টাটেডি থাকতে হবে এবং সর্বদা চেষ্টা করতে হবে যে টাইম ফ্রেমে আপনি ট্রেড করছেন ঠিক তার আগের বা বড় টাইমফ্রেম ব্যবহার করবেন। এটা আপনাকে মার্কেটের গতি বিধি বুঝতে সাহাব্য করবে।
ফরেক্স এর সাধারণ নিয়ম হল প্রত্যকটা ট্রেড ওপেন করার পূর্বে সেই ট্রেড সম্পর্কে যথার্থ জ্ঞান অর্জন করা । এছাড়া ফরেক্স বিশ্বব্যাপি বহুল জনপ্রিয় হল কেন্ডেল স্টিক । তাই এই ক্যান্ডেল স্টিক এর মাধ্যমে আমরা ট্রেডগুলোকে ভালভাবে বিশ্লেষণ করতে পারি।সবসময় ট্রেড করার জন্য বড় টাইম ফ্রেম ইউজ করা ভাল। বড় টাইম ফ্রেম ব্যবহার করলে মার্কেট থেকে লস কম হয়।
Fardin02
2020-07-25, 03:28 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে গেলে আসলে কিছু নিওম কানন দরকার আছে সেগুল ভাল করে জানতে হবে তাই ফরেক্স মার্কেটে যে নিওমে ফরেক্স ট্রেড করতে হয় ফরেক্স মার্কেটে ট্রেড করে ভাল মানিমেনেজমেন্ট না মেনে ট্রেড করা যাবে না ঘনঘন ট্রেড করা যাবে না তাই ফরেক্স ট্রেড করার কিছু নিওম মেনে ট্রেড করতে হবে।সব সময় কমিউনিটি এর সাথে থাকা , প্রতিদিন ফরেক্স নিউজ ফাইনান্সিয়াল নিউজ ফলো করা, ফরেক্স রিলাটেড ফোরাম ফ্রি নিউস প্রভাইডিং সাইট এ সাবসক্রাইব করে রাখা ।
FREEDOM
2020-07-25, 03:48 PM
আপনি একটা ট্রেড চালু থাকা অবস্থায় আরেকটা ট্রেড চালু করবেন না। অবশ্যই স্টপ লস ও টেক প্রফিট ব্যবহার করা। আর লং টাইমে ট্রেড করবেন। সরবনিম্ন h4 এ ট্রেড করবেন। আর লোভ অরবেন না বেশি। কারন এতে আপনার ক্ষতি হবার সম্ভাবনা অনেক বেশি। আর ধীরে সুস্থে ট্রেড সিলেক্ট করবেন। মাথা গরম করবেন না।
uzzal05
2020-07-25, 04:03 PM
আসলে ফরেক্স মার্কেট এ নিয়ম মেনে চললে অবশ্যিই মার্কেট থেকে কিছু করা যাবে। কিন্তু আমরা নিয়মের বাইরে চলে যাই। নিয়ম মেনে যদি ট্রেড করা যায় তাহলে মার্কেট থেকে সহজেই লাভ করা সম্ভব। ২-৩ টা বেশি ট্রেড একই সাথে ওপেন রাখা উচিত নয়। আমি অনেক সময় বেশি ট্রেড দেই। যার কারনে লস বেশি হয়ে যায়।
muslima
2020-07-26, 12:29 AM
যারা ফরেক্স ট্রেড করে তারা কিন্তু এই বিষয়গুলো সবাই জানে তারপরও কিন্তু এই বিষয় গুলো মেনে ট্রেড করতে পারে না । আর এর একমাত্র কারন হচ্ছে লোভ । আমরা খুব তারাতাড়ি করি টাকা উপার্জনের জন্য । ফরেক্সে যদি ট্রেডিং ভাল করে না করা যায় তাহলে ফরেক্সে কাজ করে কোন লাভ নেই । ফরেক্সে কাজ করতে হলে , ফরেক্স থেকে টাকা আয় করতে হলে ফরেক্সের ট্রেডিং দক্ষতা ভাল থাক্তেই হবে । ট্রেডিং দক্ষতা ভাল হলে ফরেক্সে ভাল করা যাবে ।
zakia
2020-07-29, 08:19 PM
প্রতিটি ট্রেডিং এর ন্যায় ফরেক্স ট্রেডিং এর ওবেশ কিছুসাধারন নিয়ম আছে । যেমন আপনি একই সাথে একাধিক ট্রেড একাউন্ট নিয়ে কাজ করতে পারবেন না ।আপনার ক্যপিটেল অনুসারে মানি ম্যন্জেমেন্ট করবেন এবং ট্রেড করবেন । লোভ করা যাবে না । সময় মত ট্রেড ক্লোজ করতে হবে । বাংলাদেশ ফরেক্স ফোরামে কাজ করে অনেক কিছুই শিখতে পারছি এই জন্য ফরেক্স ফোরাম এর কাছে আমরা কৃতজ্ঞ । একটি ট্রেড শেষ না করে আরেকটি ট্রেড করা খুব একটা খারাপ কাজ ।
ট্রেড করার কিছু পদ্ধতির মধ্যে রয়েছে, লংটাইম ট্রেড..... শর্টটাইম ট্রেড/ স্কাল্পিং ট্রেডিং...... বাইনারি ট্রেড....... লিডিং ট্রেড,..... রিক্সফ্রি ট্রেড.... ইত্যাাদি. এগুলোর সবাই নিজ নিজ স্থানে স্বনির্ভরশীল। তবে আপনাকে অবশ্যই আপনার নির্দিষ্ট স্টাটেডি থাকতে হবে এবং সর্বদা চেষ্টা করতে হবে যে টাইম ফ্রেমে আপনি ট্রেড করছেন ঠিক তার আগের বা বড় টাইমফ্রেম ব্যবহার করবেন। এটা আপনাকে মার্কেটের গতি বিধি বুঝতে সাহাব্য করবে।
ট্রেড করার জন্য বিভিন্ন নিয়ম তৈরি হচ্ছে আবার মার্কেট এর পরিবর্তনের সাথে সাথে সেই নিয়ম পরিবর্তন ও হচ্ছে। সবসময় ট্রেড করার জন্য বড় টাইম ফ্রেম ইউজ করা ভাল। বড় টাইম ফ্রেম ব্যবহার করলে মার্কেট থেকে লস কম হয়। ট্রেন্ড ভাল করে বোঝা যায়। তাই খুব সহজে ট্রেড এ এন্ট্রি নেয়া যায়। আর এই এন্ট্রি বেশির ভাগ সময় ছোট টাইম ফ্রেম এর চেয়ে লাভ বেশি দেই
sss21
2020-10-05, 06:09 PM
শিখতে হবে ফরেক্স কি, কেন, কিভাবে কাজ করে ? ধর্য লাগবে প্রচুর।প্রচুর সময় দিতে হবে, অনেক প্র্যাক্টিস করতে হবে। ফরেক্স করে এমন কারো সাথে থেকে কমপক্ষে এক মাস কাজ শিখা। সব সময় কমিউনিটি এর সাথে থাকা , প্রতিদিন ফরেক্স নিউজ ফাইনান্সিয়াল নিউজ ফলো করা, ফরেক্স রিলাটেড ফোরাম ফ্রি নিউস প্রভাইডিং সাইট এ সাবসক্রাইব করে রাখা ।
Fahmida1
2020-10-05, 09:52 PM
আমার জানামতে ফরেক্সে ট্রেড করতে হলে ফরেক্স সম্পর্কে ভাল ভাবে শিখতে হবে। ফরেক্স এ ট্রেড করার জন্য কতগুলো নিয়মাবলী রয়েছে সেগুলো সম্পর্কে নিম্নে আলোচনা করা হল। যথাঃ
১। ফরেক্স সম্পর্কে এনালাইসিস করতে হবে।
২। অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করতে হবে।
৩। কঠোর পরিশ্রম ও ধৈর্য ধারণ করতে হবে
৪। দীর্ঘ সময় এনালাইসিস করতে হবে
৫। শ্রম ও মেধা প্রয়োগ করতে হবে
৬। অতিরিক্ত লোভ করা যাবে না
৭। ওভারট্রেড করা যাবে না।
সতরা উপরিউক্ত নিয়মগুলো মেনে চললে দক্ষ ট্রেডার হিসেবে এবং বড় ব্যবসায়ী হিসেবে গড়ে ওঠা সম্ভব হয়।
ABDUSSALAM2020
2020-10-05, 11:23 PM
ট্রেড করার কিছু সাধারন নিয়ম
ট্রেড করার কিছু সাধারন নিয়ম
প্রথমত আমরা এই গুলো সবাই জানি । অনেকে মানি, যারা মানে তারা সফল ট্রেডার । আমরাই বলি ওমুক ভাই খুব ভাল ট্রেড করে। আর অনেকে জেনেও মানি না। তারা লস করে। তারা শুধু মানুষের পিছনে দৌড়ায় আর বলে ভাই আমাদের কিছু শিখান । আপনি কিভাবে ট্রেড করেন একটু বলবেন, দেখাবেন, কি কি ব্যবহার করেন ভাই ইত্যাদি।
কিছু সাধারন নিয়ম যা প্রত্যেক ট্রেডারকেই মেনে চলা উচিত:-
লং টাইম ট্রেড। সবচেয়ে কম h4 টাইম ফ্রেম এ ট্রেড করা।
অবশ্যই স্টপ লস ও টেক প্রফিট ব্যবহার করা।
একটা ট্রেড চালু থাকলে আরেকটা ট্রেড ওপেন করা যাবে না।
মার্কেট হয়ত হঠাৎ করে অনেক স্পিডে নিচে বা উপরে উঠে যাচ্ছে তা দেখে ঐ ক্যান্ডেল এ ট্রেড দেওয়া। এটা করা যাবে না।
আপনি যেই টাইম ফ্রেমেই ট্রেড করেন না কেন ? কোন সময়ই ক্যান্ডেল শেষ না হওয়া পযর্ন্ত ট্রেড দেওয়া যাবে না।
ট্রেডে লস হলে তা মেনে নিতে হবে।সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।
EmonFX
2020-10-06, 12:12 PM
হ্যা, ভাই আমি আপনার সাথে পুরোপুরি একমত পোষন করছি। ফরেক্সের সাধারন নিয়ম গুলো মেনে চললে লস হওয়ার সম্ভাবনা খুবই কম। এই নিয়ম গুলো আমরা সবাই জানলেও অনেকেই মেনে চলি না। একটি ট্রেড নেয়ার আগে সে ব্যপারে যথেষ্ঠ স্টাডি না করেই ট্রেড বসাই। ফলে লস করে বসি। ফরেক্সের কিছু সাধারন নিয়ম মেনে চললে হয়তো এসব লস থেকে রেহাই পাওয়া যেতে পারে। যেমন-
-সর্বোপ্রথম একটি ট্রেড নেয়ার আগে যথেষ্ঠ এনালাইসিস করে নিতে হবে।
-ফরেক্সে ভালো করতে হলে দক্ষতা ও অভিজ্ঞতা বাড়াতে হবে।
-ফরেক্সে ভালো করতে হলে লোভ নিয়ন্ত্রন করতে হবে
-উচ্চাভিলাষী না হওয়া- উচ্চাভিলাষী মনোভার নিয়ে কখনোই সফলতা অর্জন করা সম্ভব নয়।
-ধৈর্যশীল হওয়া- সঠিক সময়ের জন্য অপেক্ষা করা
-ছোট ছেট লটে ট্রেড করা। এতে করে লাভ কম হলেও লস হওয়ার সম্ভাবনা কম থাকে।
-একই সাথে একাধিক ট্রেড ওপেন না করা।
-সবসময় একই টাইমফ্রেমে ট্রেড করা। এতে করে আপনার ট্রেডিং দক্ষতা বৃদ্ধি পাবে।
zakia
2020-10-06, 07:48 PM
ট্রেড করার জন্য বিভিন্ন নিয়ম তৈরি হচ্ছে আবার মার্কেট এর পরিবর্তনের সাথে সাথে সেই নিয়ম পরিবর্তন ও হচ্ছে। সবসময় ট্রেড করার জন্য বড় টাইম ফ্রেম ইউজ করা ভাল। বড় টাইম ফ্রেম ব্যবহার করলে মার্কেট থেকে লস কম হয়। ট্রেন্ড ভাল করে বোঝা যায়। তাই খুব সহজে ট্রেড এ এন্ট্রি নেয়া যায়। আর এই এন্ট্রি বেশির ভাগ সময় ছোট টাইম ফ্রেম এর চেয়ে লাভ বেশি দেই। আর অভিজ্ঞ ট্রেডার সবসময় ঝুঁকি এড়িয়ে ট্রেড করে। তাই আমাদের সকলের উচিত ফরেক্স মার্কেটের সাধারণ নিয়ম গুলো মেনে ট্রেড ওপেন করা। তাহলে যেমন কোন ঝুঁকি থাকেনা তেমনি ভালো প্রফিটও অর্জন করতে পারেন।
FRK75
2020-10-28, 04:50 PM
একটা ট্রেড চালু থাকা অবস্থায় আরেকটা ট্রেড চালু করবেন না। অবশ্যই স্টপ লস ও টেক প্রফিট ব্যবহার করা। আর লং টাইমে ট্রেড করবেন। সরবনিম্ন h4 এ ট্রেড করবেন। আর লোভ অরবেন না বেশি। কারন এতে আপনার ক্ষতি হবার সম্ভাবনা অনেক বেশি। আর ধীরে সুস্থে ট্রেড সিলেক্ট করবেন। মাথা গরম করবেন না।
ধন্যবাদ পোষ্টকারীকে। প্রত্যেক ট্রেডারদের উচিত উক্ত রুল বা নিয়ম সমূহ মেনে চলা। কারণ ফরেক্স বলে কথা নেই, যেকোন কিছুতেই সফল কিংবা দক্ষ হতে হলে এর জন্য উক্ত বিষয় সংক্রান্ত সাধারণ নিয়মাবলী মেনে চলা উচিত। এক্ষেত্রে আমিও বলবো ফরেক্স ব্যবসায় সফলতা অর্জনের লক্ষ্য থাকলে উপরে বর্নিত নিয়মাবলী অনুসরণ করা উচিত। এগুলো প্রত্যেক আদর্শবান ট্রেডারদের জন্য পালনীয়।
FRK75
2021-06-13, 02:34 PM
ফরেক্স মার্কেটে ট্রেড ওপেন করতে পারলে অনেক ভাল হয়। কারন ফরেক্স মার্কেট এমন একটা মার্কেট যেখানে আপনি যদি একবার ভুল করেন তবে আপনার একাউন্টের বারাটা বাঝিয়ে বলে আমি মনে করি তাই ট্রেড নিতে হবে বেভে চিনতে।এক্ষেত্রে আমিও বলবো ফরেক্স ব্যবসায় সফলতা অর্জনের লক্ষ্য থাকলে উপরে বর্নিত নিয়মাবলী অনুসরণ করা উচিত। এগুলো প্রত্যেক আদর্শবান ট্রেডারদের জন্য পালনীয়।
FRK75
2021-08-03, 12:01 PM
যেকোন কিছুতেই সফল কিংবা দক্ষ হতে হলে এর জন্য উক্ত বিষয় সংক্রান্ত সাধারণ নিয়মাবলী মেনে চলা উচিত।ট্রেড করার জন্য বিভিন্ন নিয়ম তৈরি হচ্ছে আবার মার্কেট এর পরিবর্তনের সাথে সাথে সেই নিয়ম পরিবর্তন ও হচ্ছে। সবসময় ট্রেড করার জন্য বড় টাইম ফ্রেম ইউজ করা ভাল। বড় টাইম ফ্রেম ব্যবহার করলে মার্কেট থেকে লস কম হয়।
FRK75
2021-10-14, 04:19 PM
ফরেক্স মার্কেটে ট্রেদ করার কিছু নিওম আছে যেমন ফরেক্স মার্কেটে ট্রেদ করতে গেলে দরকার এনালাইসিস করা দরকার এই এনালাইসিস করে তারপর ফরেক্স মার্কেটে ট্রেড করতে হবে তাই ফরেক্স মার্কেটে ট্রেড করতে গেলে ফরেক্স মার্কেটে ঠিকে থাকতে গেলে মানিমেনেজমেন্ট মেনে ফরেসক্স মার্কেটে ট্রেড করতে হবে ।
Mas26
2021-10-14, 05:33 PM
ট্রেড করার সময় সবসময় আপনাকে ট্রেডের নিয়ম নিতি মেনে ট্রেড ওপেন করতে হবে একটি ওপেন করতে হলে আপনি অনেক বার ভেবে চিন্তা করে একটি ওপেন করবেন।
ফরেক্স বলে কথা নেই, যেকোন কিছুতেই সফল কিংবা দক্ষ হতে হলে এর জন্য উক্ত বিষয় সংক্রান্ত সাধারণ নিয়মাবলী মেনে চলা উচিত। এক্ষেত্রে আমিও বলবো ফরেক্স ব্যবসায় সফলতা অর্জনের লক্ষ্য থাকলে উপরে বর্নিত নিয়মাবলী অনুসরণ করা উচিত।ট্রেড ওপেন করে আগে আপনাকে নির্ধারণ করতে হবে কথায় আপনি স্টপ লস এবং টেক প্রফিট বসাবেন একটি ক্যান্ডেল শেষ না হলে ট্রেড ওপেন করবেন না একটি ট্রেড থাকতে আর একটি ট্রেড ওপেন করবেন না। আপনাকে অবশ্যই আপনার নির্দিষ্ট স্টাটেডি থাকতে হবে এবং সর্বদা চেষ্টা করতে হবে যে টাইম ফ্রেমে আপনি ট্রেড করছেন ঠিক তার আগের বা বড় টাইমফ্রেম ব্যবহার করবেন।
IFXmehedi
2021-10-18, 12:59 AM
ফরেক্স বলে কথা নেই, যেকোন কিছুতেই সফল কিংবা দক্ষ হতে হলে এর জন্য উক্ত বিষয় সংক্রান্ত সাধারণ নিয়মাবলী মেনে চলা উচিত।ট্রেড করার জন্য বিভিন্ন নিয়ম তৈরি হচ্ছে আবার মার্কেট এর পরিবর্তনের সাথে সাথে সেই নিয়ম পরিবর্তন ও হচ্ছে। সবসময় ট্রেড করার জন্য বড় টাইম ফ্রেম ইউজ করা ভাল। বড় টাইম ফ্রেম ব্যবহার করলে মার্কেট থেকে লস কম হয়।আমি মনে করি কে কি করল, তা না দেখে আপনি কি করলেন সেটাই দেখা উচিত। অন্যের টেডিং ফলো না করে নিজেই নিজের ট্রেড করা উচিত। তাহলে আজ হোক বা কাল হোক আপনি সাকসেস হতে পারবেন। তাই মার্কেট নিয়ে নিজে নিজে এ্যানালাইসিস করা উচিত।
IFXmehedi
2021-10-18, 12:11 PM
ফরেক্স বলে কথা নেই, যেকোন কিছুতেই সফল কিংবা দক্ষ হতে হলে এর জন্য উক্ত বিষয় সংক্রান্ত সাধারণ নিয়মাবলী মেনে চলা উচিত।ট্রেড করার জন্য বিভিন্ন নিয়ম তৈরি হচ্ছে আবার মার্কেট এর পরিবর্তনের সাথে সাথে সেই নিয়ম পরিবর্তন ও হচ্ছে। সবসময় ট্রেড করার জন্য বড় টাইম ফ্রেম ইউজ করা ভাল। বড় টাইম ফ্রেম ব্যবহার করলে মার্কেট থেকে লস কম হয়। ফরেক্স মার্কেট এর ট্রেডিং করতে হলে আমাদের কিছু নিয়ম মেনে যদি ফরেক্স ট্রেডিং করতে পারলে অনেক প্রফিট করা যায়,যথা,ট্রেডিং করার পুর্বে মার্কেট এনালাইসিস করা,ফরেক্স নিউজ দেখা,ফরেক্স ট্রেডিং করার সময় লং টাইম ফ্রেম ব্যাবহার করা,তার পরে মানি ম্যানেজমেন্ট অনুসরন করা,স্টপ লস ব্যাবহার করা।
IFXmehedi
2021-10-19, 01:24 PM
ট্রেড করতে হলে আমি মনে করি অনেক কিছু দেখে আহুনে ফরেক্স মার্কেটে ট্রেড ওপেন করতে পারলে অনেক ভাল হয়। কারন ফরেক্স মার্কেট এমন একটা মার্কেট যেখানে আপনি যদি একবার ভুল করেন তবে আপনার একাউন্টের বারাটা বাঝিয়ে বলে আমি মনে করি তাই ট্রেড নিতে হবে বেভে চিনতে।আমার মনে হয় প্রত্যেক ট্রেডারদের উচিত উক্ত রুল বা নিয়ম সমূহ মেনে চলা। কারণ ফরেক্স বলে কথা নেই, যেকোন কিছুতেই সফল কিংবা দক্ষ হতে হলে এর জন্য উক্ত বিষয় সংক্রান্ত সাধারণ নিয়মাবলী মেনে চলা উচিত। এক্ষেত্রে আমিও বলবো ফরেক্স ব্যবসায় সফলতা অর্জনের লক্ষ্য থাকলে উপরে বর্নিত নিয়মাবলী অনুসরণ করা উচিত। এগুলো প্রত্যেক আদর্শবান ট্রেডারদের জন্য পালনীয়।
FRK75
2021-11-23, 02:53 PM
আমি মনে করি অনেক কিছু দেখে আহুনে ফরেক্স মার্কেটে ট্রেড ওপেন করতে পারলে অনেক ভাল হয়। কারন ফরেক্স মার্কেট এমন একটা মার্কেট যেখানে আপনি যদি একবার ভুল করেন তবে আপনার একাউন্টের বারাটা বাঝিয়ে বলে আমি মনে করি তাই ট্রেড নিতে হবে বেভে চিনতে।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.