View Full Version : যে দোষে একজন ভালো ট্রেডারেরও পতন হয়!
Starship
2020-07-09, 02:50 PM
একজন ফরেক্স ট্রেডার যেসকল কারণে পতন তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো অধৈর্য, অতিরিক্ত প্রত্যাশা এবং লোভ। এই সকল কারণে একজন অভিজ্ঞতা / অনভিজ্ঞ ফরেক্স ট্রেডার সর্বশান্ত হয়েছেন তার উদাহরণ এর অভাব নেই। আরো কিছু কারণ হলো অতিরিক্ত আত্মবিশ্বাস, ইমোশনাল, আবেগ ও রিস্ক নিয়ে ট্রেড করা। তাই উপরের বিষয়াদি নিয়ন্ত্রণ করতে পারলে ফরেক্স থেকে পতন হওয়ার সম্ভাবণা থাকে না।
ABDUSSALAM2020
2020-07-09, 03:14 PM
যেকোনো কাজ করার জন্য বা সঠিকভাবে এগিয়ে যাওয়ার জন্য দরকার সঠিক সিদ্ধান্ত নেওয়া সিদ্ধান্তই আপনাকে বলে দিবে আপনি কতটা সফল হতে পারবেন।ঠিক তেমনি ফরেক্সে কোন কাজ করার জন্য বা টিকে থাকার জন্য আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে অন্যথায় ফরেক্সে টিকে থাকা সম্ভব নয়।
মানুষ মাত্রই ভুল তারপরেও যতটা সম্ভব সঠিকভাবে কাজ করার চেষ্টা করতে হবে সামান্য একটু ভুল আপনার অনেক বড় ধরনের ক্ষতি করতে পারে। যেহেতু ফরেক্স একটি আয়ের উৎস তাই আপনাকে অনেক কিছু বিবেচনা করে সিদ্ধান্ত দিতে হবে।
মানুষ মাত্রই ভুল করবে এটাই স্বাভাবিক তা সে যতই অভিজ্ঞ হোক না কেন । অনেক সময় যারা ভালো ট্রেডার তারা মনে করে যে আমি এই ট্রেড ওপেন করছি এটাতে লস হবে না অর্থাৎ তারা অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে যায় আর এই মনোভাবই তাদের লসের দিকে ঠেলে দেয় । তা ছাড়া অতিরিক্ত লোভ অনেক ভালো ট্রেডার এর পতনের দিকে নিয়ে যায় । অনেক সময় একটা ট্রেড ভুলের কারনে লস হলে লসটা পুষিয়ে নিতে বড় লট দিয়ে ট্রেড ওপেন করে বসে তাড়াহুড়া করে যা আরও লসের দিকে নিয়ে যায় ।
zakia
2020-07-29, 08:32 PM
যে সকল ভুল করলেও ক্যাডাররা করে থাকেন সেগুলোর মধ্যে প্রধানত অস্থির অবস্থায় থেকে ট্রেড করা নিউজ না দেখে ট্রেড করা অপেক্ষা না করে ট্রেড করা সিগন্যাল না পেয়ে ট্রেড করা ফ্লাস সিস্টেম ব্যবহার করা ইত্যাদি । নতুন ট্রেডার যখন প্রথম প্রথম ট্রেড করেন অনেকেরই একটা ধারনা থাকে বড় বড় লটে ট্রেড নিলে তারাতারী লাভ হবে এবং একাউন্ট তারাতারি বড় হবে যার কারনে লসটাও হয় বড় বড় আবার অনেকে নতুন হোক বা পুরাতন হোক স্টপ লস সেট করেন না যে কারনে লসের পরিমান এমন হয় যে,একাউন্ট জিরো। সুতরাং মনে রাখুন সব সময় মানি ম্যানেজমেন্ট ঠিক রেখে ট্রেড করুন আর অল্প অল্প লাভ করুন দেখবেন অনেক দিন ট্রেড করতে পারবেন আর ট্রেডিং কে আপনার প্রফেশন হিসেবে গ্রহন করতে পারবেন।
jimislam
2020-07-29, 08:43 PM
হ্যাঁ এই কারন গুলোর জন্যই আমাদের অনেকের লাভ করার পরিবর্তে লস হয়। কারন আমরা খুব তাড়াতারি বড়লোক হতে চাই ।কিন্তু এমন করতে গেলে লাভ এর চেয়ে লসই বেশি হয় । তাই আমাদের উচিত এমন না করে ধাপে ধাপে আগানো এবং অল্প অল্প করে ট্রেড করে লাভ করা । আমার মতে ফরেক্স ঠিকে থাকার জন্য আপনাকে অবশ্যই লোভ পরিহার করে কাজ করা। তাহলেই আপনি ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারবেন।
লোভ এমন একটা জিনিস যেটা একজন দক্ষ ট্রেডারকেও নিমিষেই সর্বশান্ত করে দিতে পারে।বলতে গেলে বেশীর ভাগ ফরেক্স মার্কেটে বেশীর ভাগ ট্রেডারেরই পতন হয়েছে অতিরিক্ত প্রত্যাশা এবং লোভের ফলে।যদিও অভিজ্ঞ ট্রেডারদের মাঝে এটার প্রবণতা কিছুটা কম থাকে কিন্তু নতুন ট্রেডারদের মধ্যে এই প্রবণতাটা বেশী পরিলক্ষিত হয়।মূলত ফরেক্সে সফলতার পিছনে মূল বাধা হচ্ছে এই লোভ।তাই আমাদের সবাইকে অবশ্যই ফরেক্সে অল্পতে সন্তুস্ট থাকতে হবে এবং লোভ থেকে সর্বদায় দূরে থাকতে হবে।
ফরেক্স ব্যবসা করা খুব কঠিন কাজ ।লোভকে আপনি বন্ধ করতে পারবেন না , কিন্তু নিয়ন্ত্রন করতে পারবেন ।আপনি ফরেক্স সম্পর্কে আরো ভাল ধারনা ও জ্ঞান অর্জন করেন তাহলে আপনি খুব অল্প সময়ে ভাল ট্রেডার হতে পারবেন।কারন অভিজ্ঞতা ছাড়া ফরেক্স এ টিকে থাকা যায় না
Pavel66
2020-09-01, 07:05 PM
মানুষ মাত্রই ইমোশনাল। আর লোভ প্রত্যক্ টা মানূষের ভিতরে আছে। অনেক সময় ভালো ট্রেডার রা ও লসে পরে থাকে বিভিন্ন কারনে। ফরেক্স ট্রেড ঝুকিপূর্ন ব্যবসা। এখানে যেমন লাভের সুযোগ আছে তেমনি লস ও করা যায়। ট্রেড করার আগে অনেক ভেবে চিন্তে ট্রেড ওপেন করতে হয়।
zakia
2020-09-02, 09:50 AM
অধীক লোভে একজন ভাল ট্রেডারও পতন হতে পারে । তাই উচিত যে আপনি একজন ভাল ট্রেডার সফল ট্রেডার হযও কখনো লোভ করবেন তাহলে আপনার সব শেষ হয়ে যাবে এক নিমিষেই । কাই আপনারা কেউ এই ভুলটা করবেনা । সব সময় সতর্ক হয়ে চললে এমনটা কখনো হয় না । একমাত্র লোভের বষীভুত হয়ে অনেক ভাল ট্রেডার ও তাদের একাউন্ট ব্যালেন্স শুন্য করে ফেলেন । লোভ পরিহার করে ট্রেডিং করতে না পারলে এই ফরেক্স একদিন ডুবিয়ে ছাড়বে । কারণ ফরেক্স টাকা বানানোর মেশিন নয় । তাই লোভ পরিহার করে ট্রেডিং করতে হবে ।
zakia
2020-09-03, 08:28 AM
লোভের কারনেই বেশিরভাগ ট্রেডার ঝরে যায়। যদি এই লোভ কন্ট্রোল করা না যায় তবে নিঃস হয়ে যেতে হবে ফরেক্স করে।আর যারা এই লোভ কন্ট্রোল করতে পারবে তারাই সফল হবে এখান থেকে।অতিরিক্ত ট্রেড বেশি লোভেরই লক্ষন। নিজ থেকেই শিক্ষা পেয়েছি সবচেয়ে বড় শিক্ষা টি হলো ফরেক্স এ আপনার সবচেয়ে বড় শত্রু হছে আপনার লোভ এবং আপনার রাগ, বেশি করে এই দুটো বেপার নতুন ত্রেদার দের ক্ষেত্রে লসের প্রধান কারণ হয়ে দাড়ায়, তারা লোভের বশবর্তী হয়ে ঝুকি না বুঝে ট্রেড নিয়ে অহরহ অকোউন্ট এর টাকা শূন্য করে বসে থাকেন. তো এই বেপার গুলি লক্ষনীয়।
EmonFX
2020-09-03, 12:37 PM
একজন ভালো ট্রেডারের পতনের মূল কারন হলো লোভ। লোভ সামলাতে না পারলে ফরেক্সে আপনি বেশি দিন টিকতে পারবেন না। একজন অভিজ্ঞ ট্রেডারও অনেক সময় লোভে পড়ে ঝুকি নিয়ে ট্রেড করে বসেন, ফলে তিনি লসের সম্মুক্ষীন হন। দেখা যায় সপ্তাহের ৪ দিনই ভালো ট্রেড করছেন, লোভ করে ১ দিন বড় লটে ট্রেড নিয়ে লস করে বসেন। ৪ দিনে যা আয় করেছেন এক দিনে তারচেয়ে বেশি লস করে পথে বসে যান। আরার দেখা যায় দু’চারটা ট্রেডে লস করে ক্ষতি পুষিয়ে নেয়ার জন্য কোন একটা বড় লট ওপেন করে বসেন। দেখা যায় সেখানেও লস করে ব্যালেন্স জিরো করে হতাশ হয়ে পড়েন। তাই ফরেক্সের স্লোগান হতে পারে, “ফরেক্সে লোভকে না বলি”।
sss21
2020-09-03, 02:01 PM
লোভ, ওভারকনফিডেন্স, আলস্য এসব বিষয় মনের মাঝে থাকলে একজন ভালো ট্রেডারেরও পতন হতে পারে। লোভের ফলে একজন ভালো ট্রেডার খুব বড় বড় লস খেয়ে বসতে পারে। এটাকে নিয়ন্ত্রনে রাখা উচিত। ওভারকনফিডেন্সের ফলে অনেক সময় ভুলভাল ট্রেড নেয়া হয়ে পড়ে। ভুলভাল ট্রেড মানেই প্রচুর লসের ঝুকি। তাছাড়া অলসতা করলেও একজন ভালো ট্রেডারের পতন ঘটতে পারে।
ফরেক্সকে বেশির ভাগ ট্রেডার টাকা কামানোর মেশিন হিসাবে মনে করেন। এই জন্য ট্রেডাররা লোভ সামলাতে পারে না। বেশি রিস্ক নিয়ে ট্রেড করে। কখনও সফল আবার কখনও বিফল হয়। এভাবেই একজন ভাল ট্রেডারেরও পতন হয়।
micky1212
2020-11-15, 04:49 PM
বৈদেশিক মুদ্রার গ্রহের সবচেয়ে উত্পাদনশীল ব্যবসা হওয়া সত্ত্বেও, 95% ডিলার হেরে যায়। ফরেক্সের ক্ষয়ের পিছনে মূল লক্ষণটি উত্সাহী হওয়া, ফরেক্স বিনিময় করার সময় এটি উত্সাহী হওয়ার সম্ভাবনা খুব বেশি extremely বেশিরভাগ নতুন ডিলার আবেগের কারণে হেরে যায় এবং এর সাথে দুর্দান্ত বণিকরা এক টন হারাবে।
Tariq
2020-11-18, 02:40 PM
আমাদের স্বপ্নের পরিধি অনেক, বিস্তৃতি অনেক, স্বপ্নের প্রতি ভালবাসাও অনেক। আমরা বারবার স্বপ্নভঙ্গের বেদনায় ভাসি, কাঁদি তারপর আবার নতুন করে স্বপ্নের বীজ বুনি, স্বপ্নের পাখা উড়াই দিগন্ত থেকে দিগন্তে। এ জন্যেই আমরা মানুষ, এ জন্যেই আমরা বারবার স্বপ্নভঙ্গের বেদনার পরেও স্বপ্নপুরনের আনন্দে মাততে পারি। মন দিয়ে বুঝে ট্রেড করে দেখ বেন জয়ী হবেন
zakia
2020-11-18, 06:32 PM
আপনি ঠিক কথা বলেছেন যে, ফরেক্স ট্রেডিংকে টাকা কামানোর মেশিন হিসাবে বিবেচনা করার মত ট্রেডারের অভাব ফরেক্স মার্কেটে নেই তাই অনেক সময় ভাল ট্রেডারো লোভে পড়ে যায় যে কারনে অনেক ভাল ট্রেড জানার পরেও তার পতন হয়ে যাই আবার ফরেক্স মার্কেট এমন একটা যাইগা যেখানে লোভ কে কন্ট্রোল করা সত্যি কঠিন। ফরেক্স এ ট্রেড করতে অসলে কম বেশী লোভ হয় । আর একজন ভাল ট্রেডারো তখনই পতন হয় যখন সে ট্রেড করতে করতে নিজের উপর ওভার কনফিডেন্স তৈরি হয় তখন সে মানমেনেজমেন্ট ভূলে গিয়ে বেশী ভলিউমে ট্রেড ধরে । আর যার পরিনাম পতন । যে যত ভালো ট্রেডারই হোক না কেন তার উচিত মানে মেনেজমেন্ট এর বাহিরে ট্রেড না করা ।
zakia
2020-11-19, 11:03 AM
একদম সত্যি কথা । একমাত্র লোভের বষীভুত হয়ে অনেক ভাল ট্রেডার ও তাদের একাউন্ট ব্যালেন্স শুন্য করে ফেলেন । লোভ পরিহার করে ট্রেডিং করতে না পারলে এই ফরেক্স একদিন ডুবিয়ে ছাড়বে । কারণ ফরেক্স টাকা বানানোর মেশিন নয় । তাই লোভ পরিহার করে ট্রেডিং করতে হবে । লোভ আমাদের ভেতরে লুকিয়ে থাকা এক দারুন গোপন শত্রু যার কারনে আমরা ট্রেডারগণ প্রায়ই দ্রূত ও বেশি লাভের আশায় ওভারট্রেড করি,স্টপলস ও টেকপ্রফিট নির্দিষ্ট করে সেট করে রাখিনা৷মানি ও রিস্ক মেনেজমেন্ট সঠিকভাবে ফলো করে ট্রেড ওপেন করিনা৷অনেক বেশি লিভারেজ নিয়ে বড় বড় লটে ট্রেড করতে থাকি৷অথচ কিছু অগ্রসর হয়েও এই লোভের কারনেই লস আর লস এবং প্রায়ই পুরো ব্যালেন্সই জিরো করে ফেলি !
samun
2020-11-23, 05:37 PM
আমার মতে, ধৈর্য্যর অভাবে অনেক ট্রেডারের পতন ঘটে। এমনকি দক্ষ ট্রেডাররাও মাঝে মাঝে ধৈর্য্য হার হয়ে যায়। ধৈর্য্য ছাড়া ফরেক্সে সফল হওয়া যায় না। একজন আদর্শ ট্রেডারের একটি অন্যতম গুণ হলো ধৈর্য্য। ফরেক্স মার্কেটে এনালাইসিস করে ট্রেড দিলে লস এরিয়ে লাভ করা সহজ। মার্কেট এনালাইসিসের মধ্যে টেকনিক্যাল এনালাইসিস বেশিরভাগ ট্রেডাররা পছন্দ করেন।আর টেকনিক্যাল এনালাইসিসের অন্যতম উপাদান হলো ইন্ডিকেটর । ইন্ডিকেটর হলো মার্কেট ট্রেন্ডের গতি নির্দেশক। আমি দুটি ইন্ডিকের ব্যবহার করি। মুভিং এভারেজ এবং আরএসআই। দুটি ইন্ডিকেটর ব্যবহার করলে ভার ট্রেড সিগন্যাল পাওয়া যায়।
FRK75
2020-11-23, 07:43 PM
ফরেক্স একটি আন্তরজাতিক কারেন্সির ক্রয় বিক্রয়ের মার্কেট। এখনে অনেক ট্রেডার আছে টাকা কামানোর জন্য। অনেক ভালো ট্রেডার রা অনেক সময় বেশি টাকার লোভে ট্রেড করে। আর এতে তারা কখনো কখনো লাভও করে। কিন্তু বেশির ভাগ সময়ই তারা লস করে। এবং এক পরযায়ে দেখা যায় তারা ফরেক্স মার্কেট থেকে ছিটকে পরেছে।
zakia
2020-11-23, 08:53 PM
ফরেক্স এ ট্রেড করতে অসলে কম বেশী লোভ হয় । আর একজন ভাল ট্রেডারো তখনই পতন হয় যখন সে ট্রেড করতে করতে নিজের উপর ওভার কনফিডেন্স তৈরি হয় তখন সে মানমেনেজমেন্ট ভূলে গিয়ে বেশী ভলিউমে ট্রেড ধরে । আর যার পরিনাম পতন । যে যত ভালো ট্রেডারই হোক না কেন তার উচিত মানে মেনেজমেন্ট এর বাহিরে ট্রেড না করা । আর ফরেক্স করার সময় এটাকে নিয়ন্ত্রন করা খুব জরুরী। ধরুন এখন বাই দিচ্ছেন আর লাভ লাভ নিচ্ছেন। এভাবে লাভ নিতে নিতে এক সময় লোভে পরে একবারে বেশি লটে বাই দিলেন, ঠিক তখনি মার্কেট সেল মোডে চলতে শুরু করল। তাহলে লোভ না করলে লস কম হত।
zakia
2020-11-24, 03:12 PM
আমার মনে হয় ফরেক্সকে বেশির ভাগ ট্রেডার টাকা কামানোর মেশিন হিসাবে মনে করেন। এই জন্য ট্রেডাররা লোভ সামলাতে পারে না। বেশি রিস্ক নিয়ে ট্রেড করে। কখনও সফল আবার কখনও বিফল হয়। এভাবেই একজন ভাল ট্রেডারেরও পতন হয়। একজন সফল ট্রেডার বিফল হবে যখন সে লোভকে নিয়ন্ত্রন করতে না পারবে। লোভ শুধু ফরেক্স নয় সব ক্ষেত্রেই খুব খারাপ। আর ফরেক্স করার সময় এটাকে নিয়ন্ত্রন করা খুব জরুরী। ধরুন এখন বাই দিচ্ছেন আর লাভ লাভ নিচ্ছেন। এভাবে লাভ নিতে নিতে এক সময় লোভে পরে একবারে বেশি লটে বাই দিলেন, ঠিক তখনি মার্কেট সেল মোডে চলতে শুরু করল। তাহলে লোভ না করলে লস কম হত।
zakia
2020-11-25, 01:42 PM
কথায় বলে অতিরিক্ত সব কিছুই খারাপ। এখানে ব্যবসা করতে এসে যদি কেউ জুয়া শুরু করে দেয় তাহলে তো নিজের সর্বনাশ নিজেই করল। এত কারও করার কিছু নেই। এত কষ্ট করে ট্রেড শিখে কেউ বিপথে যাবে বলে আমার মনে হয় না। এখান থেকে হালালভাবে যে অর্থ আয় করা যায় তা আমাদের জীবন চলার জন্য যথেষ্ট পর্যাপ্তমানুষ হিসাবে প্রতিটি মানুষের ধর্ম হচ্ছে লোভ করা। আমরা জামি যে লোভে পাপ আর পাপে মৃত্যু। আর ফর্ক্স মার্কেটে যদি কেউ লোভ করে তবে সেই মনে করি মরবে। কারন ফরেক্স মার্কেটে কখন কি হবে তা কেউ বলতে পারবে বলে আমার মনে হয় না। তাই ফরেক্সে ভাল করতে হলে লোভকে পরিহার করতে হবে।
ashik94
2021-01-31, 04:55 PM
দক্ষ ট্রেডাররাও মাঝে মাঝে ধৈর্য্য হার হয়ে যায়। ধৈর্য্য ছাড়া ফরেক্সে সফল হওয়া যায় না । একজন আদর্শ ট্রেডারের একটি অন্যতম গুণ হলো ধৈর্য্য । ফরেক্স মার্কেটে এনালাইসিস করে ট্রেড দিলে লস এরিয়ে লাভ করা সহজ। মার্কেট এনালাইসিসের মধ্যে টেকনিক্যাল এনালাইসিস বেশিরভাগ ট্রেডাররা পছন্দ করেন । আর টেকনিক্যাল এনালাইসিসের অন্যতম উপাদান হলো ইন্ডিকেটর। ইন্ডিকেটর হলো মার্কেট ট্রেন্ডের গতি নির্দেশক । আমি দুটি ইন্ডিকের ব্যবহার করি। মুভিং এভারেজ এবং আরএসআই। দুটি ইন্ডিকেটর ব্যবহার করলে ভার ট্রেড সিগন্যাল পাওয়া যায়।
FRK75
2021-04-27, 09:02 AM
বেশিরভাগ ট্রেডার ট্রেড করতে আসে এই বিষয়টাকে গুরুত্ব না দিয়ে । অনেকে তাদের মনে লোভের জায়গা করে দেয় । যার কারণে তারা লোভে পড়ে মনে করে যে আসলে ফরেক্স হতে অনেক টাকা ইনকাম করা যায় এই ধারণা মনে নিয়ে তারা ভুল সিদ্ধান্ত নিয়ে নেই । তাই ফরেক্স মার্কেটে আসার আগে বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে অন্যথায় বিপদে পড়তে হবে । অতএব বেশী বেশী আমরা এ্যানালাইসিস করতে শিখি তাহলেই আমরা লাভবান হতে পারব । সুতরাং আমরা ধৈর্য্য ধারণ করে ফরেক্স ব্যবসা করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব ।
muslima
2021-04-27, 11:49 AM
লোভে পাপ পাপে মৃত্যু। প্রধান যে কারনে ভাল ট্রেডারদের পতন হয় তা হলো লোভ, ভাল ট্রেডাররা অধিক পরিমানের টাকা আয় করতে গিয়ে তার চেয়ে দ্বিগুণ পরিমানে লস খায়। তাই লোভ পরিত্যাগ করুন। অভিজ্ঞ ট্রেডাররা এই কাজগুলো করেন না। আপনি লোভ পরিহার করুন তাহলেই আর অত তারাতারি পতন হবে না। খুব বেশি ইনকাম না করতে পারলেও আপনি মার্কেটে অন্তত টিকে থাকতে পারবেন।
লোভ নামক দোষের কারনেই এক জন ভাল ট্রেডারের পতন হতে পারে। আমাদের সবার উচিৎ ফরেক্স ট্রেডের লোভ এবং রাগ করে ট্রেড ওপেন করাটা ঠিক হবে না। তা করলে আপনি আবার ভূল করবেন।তাই বলছি এ সমস্ত বিষয় পরিহার করে একটু দক্ষতার সাথে ট্রেড করুন। ফরেক্স ট্রেডা খুব তারা তারি অনেক অনেক টাকা ইনকাম করতে চাই হফরেক্স থেকে। ফরেক্স থেকে অনেক টাকা ইনকাম করার অনেক সুযোগ আছে তাই বলে খুব তারা তারি ইনকাম করতে চাওয়া ঠিক না। একটা সিস্টেমে ইনকাম করতে হয়। প্রথম দিকে কম কম করে তার পর আসতে আসতে অভিজ্ঞতার সাথে সাথে টাকা ইনকাম বারানো উচিত।
Starship
2021-08-25, 04:57 PM
আমি নিজে মনে প্রানে স্বীকার করি যে, ফরেক্স একজন ট্রেডারের ঝরে পড়ার একটি অন্যতম কারণ হলো অতিরিক্ত লোভ নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হওয়া। আর অতিরিক্ত লোভ নিয়ন্ত্রণ করতে না পারলে নিয়ম বহিভূত ট্রেড করবেন যার ফলে লসে হওয়ার সম্ভাবণা সহ নিজের ব্যালেন্স হারানোর মত অবস্থা হতে পারে। এজন্য সর্বোচ্চ্য অনুশীলন ও চেষ্টার মাধ্যমে অতিরিক্ত লোভ নিয়ন্ত্রণ করতে হবে যদি ফরেক্সে দীর্ঘদিন টিকে থাকতে চান ও ফরেক্স থেকে আয় করতে চান। সিদ্ধান্ত আপনার অল্প কিছু প্রফিটের জন্য নিজের ব্যালেন্স হারাবেন নাকি পর্যাপ্ত প্রফিট করার পরিবেশ সৃষ্টি করবেন।
samun
2021-10-15, 08:21 AM
ফরেক্স সম্পর্কে অনেক ভাল জানে , ফরেক্সের উপর ভাল জ্ঞান , দক্ষতা আছে , ফরেক্সে ভাল ট্রেড করতে পারে তারও পতন হতে পারে একটি দোষে , আর সেটা হলো লোভ করা । যতো ভাল ট্রেডার হোক না কেন ফরেক্সে লোভ করলে ফরেক্স থেকে কিছুই পাওয়া যায় না । রানিং ক্যান্ডেলে কোন দিকে বড় রকম মুভ হচ্ছে সেদিকে বা তার বিপরীদ দিকে বড় লটেট্রেড ধরে। নিউজ টাইমে বড় লটে ট্রেড করে। একটা ট্রেড করে সেটা লসে যাচ্ছে আবার ১০০ বা ১৫০ পিপস বিপরীদে যাবার পরে সেদিকে ট্রেড ধরে,অভিজ্ঞ ট্রেডাররা এই কাজগুলো করেন না। আপনি লোভ পরিহার করুন তাহলেই আর অত তারাতারি পতন হবে না। খুব বেশি ইনকাম না করতে পারলেও আপনি মার্কেটে অন্তত টিকে থাকতে পারবেন।
Mas26
2021-10-15, 05:49 PM
লোভ এমন একটা জিনিস যেটা একজন দক্ষ ট্রেডারকেও নিমিষেই সর্বশান্ত করে দিতে পারে।ফরেক্স ব্যবসায় যেটি সবচেয়ে কন্ট্রোল এর বিষয় সেটি হচ্ছে লোভ। বেশীরভাগ ট্রেডাররাই তাদের লোভ কে সামলাতে পারেন না যার কারনে নিজেরাই নিজেদের পতন বইয়ে আনেন। অনেক ভালো ট্রেডাররাও একটা সময় এই লোভ কে সামলাতে পারেন না তাই একসময় তাদের পতন ডেকে আনেন।বলতে গেলে বেশীর ভাগ ফরেক্স মার্কেটে বেশীর ভাগ ট্রেডারেরই পতন হয়েছে অতিরিক্ত প্রত্যাশা এবং লোভের ফলে।যদিও অভিজ্ঞ ট্রেডারদের মাঝে এটার প্রবণতা কিছুটা কম থাকে কিন্তু নতুন ট্রেডারদের মধ্যে এই প্রবণতাটা বেশী পরিলক্ষিত হয়।মূলত ফরেক্সে সফলতার পিছনে মূল বাধা হচ্ছে এই লোভ।তাই আমাদের সবাইকে অবশ্যই ফরেক্সে অল্পতে সন্তুস্ট থাকতে হবে এবং লোভ থেকে সর্বদায় দূরে থাকতে হবে।ফরেক্স ট্রেড করতে হলে কোন ভাবেই ইমোশনাল হওয়া যাবেনা।ইমোশনালের কারনে বেশিরভাগ নতুন ট্রেডার লস করে থাকে,এবং তারই সাথে ভাল ট্রেডাররাও অনেক লস করে থাকে।
IFXmehedi
2021-10-18, 12:15 AM
আমার মনে হয় ফরেক্সকে বেশির ভাগ ট্রেডার টাকা কামানোর মেশিন হিসাবে মনে করেন। এই জন্য ট্রেডাররা লোভ সামলাতে পারে না। বেশি রিস্ক নিয়ে ট্রেড করে। কখনও সফল আবার কখনও বিফল হয়। এভাবেই একজন ভাল ট্রেডারেরও পতন হয়।অবশ্যই দক্ষ এবং অদক্ষ ট্রেডারের মধ্যে একটা দোষের প্রমাণ মাঝে মাঝে প্রমাণিত হয় । আর সেটি হল লোভ । আমরা লোভ ছেড়ে যদি ট্রেড করতে পারি তাহলেই অামরা সফল ব্যবসায়ী হতে পারব । অতএব বেশী বেশী আমরা এ্যানালাইসিস করতে শিখি তাহলেই আমরা লাভবান হতে পারব । সুতরাং আমরা ধৈর্য্য ধারণ করে ফরেক্স ব্যবসা করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব ।
IFXmehedi
2021-10-18, 01:19 PM
ভালো ট্রেডাররা সহজে লস করে না। ভালো হোক মন্দ হোক প্রত্যক ট্রেডআর কম বা বেশি লস করে থাকে। লস হবেই। তবে এক্সপার্ট ট্রেডাররা তাদের দক্ষতা কাজে লাগিয়ে লস রিকভার করে লাভে চেষ্টায় থাকেন। ভাল ট্রেডাররা যে লস করে না তা নয়।আমরা সবাই জানি ফরেক্স টাকা কামানোর মেশিন । এ ফরেক্স থেকে আমরা আনেক টাকা আয় কোরতে পারবো । প্রথম *প্রথম যোদি আমরা ট্রেড কোরে লাভ কোরি তার পর যোদি লছ হয় তখ আমাদের মাথা গড়ম হোয়ে যায় । তার পর আমরা বেশি কোরে ট্রেড কোরি তখন আমাদের আমাদের পতন হবার সম্ভাবনা বেশি থাকে ।
Mas26
2021-10-18, 04:37 PM
ফরেক্স ব্যবসায় যেটি সবচেয়ে কন্ট্রোল এর বিষয় সেটি হচ্ছে লোভ। বেশীরভাগ ট্রেডাররাই তাদের লোভ কে সামলাতে পারেন না যার কারনে নিজেরাই নিজেদের পতন বইয়ে আনেন। অনেক ভালো ট্রেডাররাও একটা সময় এই লোভ কে সামলাতে পারেন না তাই একসময় তাদের পতন ডেকে আনেন।ভাল ট্রেডারও লস করে সব শুন্য করে ফেলে এবং এর পেছনে মুল কারন লোভ।অতিরিক্ত লোভের কারনে এই ধরনের পতন ফরেক্সে অবশ্যম্ভাবি।কেনন আমরা জানি অতি লোভে তাতিঁ নষ্ট।আপনি ফরেক্স সম্পর্কে আরো ভাল ধারনা ও জ্ঞান অর্জন করেন তাহলে আপনি খুব অল্প সময়ে ভাল ট্রেডার হতে পারবেন।কারন অভিজ্ঞতা ছাড়া ফরেক্স এ টিকে থাকা যায় না।
IFXmehedi
2021-10-19, 11:59 AM
ফরেক্স এ ট্রেডারের পতন হওয়ার কারনগুলো ঠিক বলেছেন। আসলে ফরেক্স ট্রেডারদের পতন মুলত এসব কারনেই হয়ে থাকে। তাই ফরেক্স এ কোন প্রকার লোভ করা যাবে না। প্রত্যেক ট্রেড ওপেন করার আগে পরিকল্পনা করে নিতে হবে। প্রফিট কত হতে পারে? কতপিপস আপ-ডাউন করতে পারে? লস হলে কতটুকু হতে পারে ইত্যাদি ভেবে চিন্তে ট্রেড ওপেন করতে হবে।অনেক সময় যারা ভালো ট্রেডার তারা মনে করে যে আমি এই ট্রেড ওপেন করছি এটাতে লস হবে না এই মনোভাবই তাদের লসের দিকে ঠেলে দেয়।তা ছাড়া অতিরিক্ত লোভ অনেক ভালো ট্রেডার এর পতনের দিকে নিয়ে যায়। অনেক সময় একটা ট্রেড ভুলের কারনে লস হলে লসটা পুষিয়ে নিতে বড় লট দিয়ে ট্রেড ওপেন করে এবং বড় ধরনের লস খায় এই ভাবেই একজন ভালো ট্রেডারের পতন হয়।
samun
2021-12-13, 11:15 PM
লোভ পতনের হাতিয়ার। যখন কোন ট্রেডার লোভের দ্বারা প্রভাবিত হয়ে অনেক বেশি লাভের আশায় মানি ম্যানেজমেন্ট এর বাইরে গিয়ে ঝুকি নিয়ে ট্রেড ওপেন করে থাকে তখনই লস করে থাকে, এমনকি অনেক বেশি লস করার ফলে ব্যালেন্স জিরো করে ফরেক্স থেকে সরে যেতে বাধ্য হয়, তাই আমি মনে করি নিজেদেরকে পতনের হাত থেকে রক্ষা করে ফরেক্স মার্কেটে টিকে থেকে ব্যবসা করার জন্য লোভকে নিয়ন্ত্রণ করতে হবে, পাশাপাশি ইমোশনকে নিয়ন্ত্রণ করে সঠিকভাবে মার্কেট এনালাইসিস ও মানি ম্যানেজমেন্ট করে ট্রেডিং করতে হবে। লোভ পরিহার করে ট্রেডিং করতে না পারলে এই ফরেক্স একদিন ডুবিয়ে ছাড়বে । কারণ ফরেক্স টাকা বানানোর মেশিন নয় । তাই লোভ পরিহার করে ট্রেডিং করতে হবে ।
FRK75
2022-02-08, 10:36 PM
ফরেক্স মার্কেট এ অনেক ট্রেডার আছে যারা ফরেক্স মার্কেট কে মনে করে টাকা আয় করার মেশিন।এতে তারা উলতা পাল্টা ট্রেড করে লস করে।এতে তারা ফরেক্স মার্কেট এ ট্রেড করে টিকে থাকতে পারে না।ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য আমাদেরকে আমাদের লোভ কে কন্ট্রোল করতে হবে।না হয় আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করে টিকে থাকতে পারবো না।তাই ফরেক্স মার্কেট এ ট্রেড করার সময় লোব কে কন্ট্রোল করার শেষটা করুণ।
FRK75
2022-03-15, 10:02 PM
বেশিরভাগ ট্রেডার এর পতন ঘঠে এবং পরবর্তীতে নিঃশেষ হয়ে যায় আমি আপনার সাথে সহমত পোষণ করে বলতে পারি যে এই ফরেক্স মার্কেটে লোভ বিষয়টা অতি প্রকট ! প্রকৃতপক্ষে , এই মার্কেটে অনেক ট্রেডার প্রবশে করে লোভের বশবর্তী হয়ে , আবার বেশিরভাগ ট্রেডার এর পতন ঘটে এই একই লোভের কারণেই কারণ লোভ একজন ট্রেডারকে সহজেই নিঃশেষ করে দিতে পারে তােই লোভকে না বলুন
IFXmehedi
2022-03-17, 08:33 PM
ফরেক্সকে বেশির ভাগ ট্রেডার টাকা কামানোর মেশিন হিসাবে মনে করেন। এই জন্য ট্রেডাররা লোভ সামলাতে পারে না। বেশি রিস্ক নিয়ে ট্রেড করে। কখনও সফল আবার কখনও বিফল হয়। এভাবেই একজন ভাল ট্রেডারেরও পতন হয়।
আমি মনে করি ফরেক্স মার্কেটে ভালোভাবে কাজ করতে পারলে এখান থেকে প্রফিট অর্জন করতে যেমন সময় লাগে না ঠিক তেমনি সঠিকভাবে কাজ না করতে পারলে এখান থেকে ঝরে পড়তে ও বেশি সময় লাগে না । আর এই সঠিকভাবে কাজ করতে না পারার মূলে রয়েছে অনিয়ন্ত্রিত লোভ এবং রিক্স নিয়ে ওভার ট্রেডিংয়ের চিন্তা করা । একমাত্র লোভের বশবর্তী হওয়ার কারণে ফরেক্স মার্কেট থেকে অনেক ভালো এবং দক্ষ ট্রেডার ও খুবই অল্প সময়ের মধ্যে ঝরে পড়ে । কোন কিছুতেই অতিরিক্ত চাওয়া বা আকাঙ্খা করা উচিত নয় বরং অল্পের মধ্যে সন্তুষ্ট থাকা উত্তম । সামান্য ভুলের কারণে অনেক ভালো ট্রেডার ও ফরেক্সে টিকে থাকতে পারে না ।
md mehedi hasan
2022-03-18, 06:33 AM
ফরেক্স মার্কেটে অনেক ভালো ট্রেডার আছে যারা নিজের ভুলে বারবার লস করছে।অনেক ট্রেডার আছে যারা অনেক দিন ধরে ফরেক্স মার্কেটে আছে।কিন্তু নিয়মিত প্রফিট করতে পারছে না।এই নিয়মিত প্রফিট না করার প্রধান কারন হলো একটি নির্দিষ্ট নিয়ম মেনে ট্রেড না করা।এই ধরনের ট্রেডার মনে করে ফরেক্স নিয়মিতভাবে প্রফিট করতে হলে আরো শিখতে হবে।কিন্তু তারা জানেনা যে তার মাঝে যে দক্ষতা আছে তা যদি একটি ধারাবাহিক রুলের মাধ্যমে প্রয়োগ করে তাহলেই ফরেক্স মার্কেটে সফল হবে।
IFXmehedi
2022-03-21, 11:59 PM
যখন আপনি ট্রেড করবেন লোভ আপনা আপনি চলে আসবে । লোভকে আপনি বন্ধ করতে পারবেন না , কিন্তু নিয়ন্ত্রন করতে পারবেন । নিয়ন্ত্রন করার ভাল উপায় হচ্চে এটি টিম তৈরি করা, কারন টিমের সবই মিলে যদি ফরেক্স নিয়ে আ্লাপ আলোচনা করি, তাহলে আমরা মার্কেট সর্ম্পকে অনেক কিছু জানতু পারব । এবং টিম মেম্বারদের কারনে আমাদের লোভ থাকলেও সেটা নিয়ন্ত্রনে থাকবে ।
আমি মনে করি লোভের বশবর্তী হয়ে একজন ট্রেডার তার অ্যাকাউন্ট এর সম্পূর্ণ অর্থ নষ্ট করতে পারে । আসলে ফরেক্স এমন একটা জিনিস যে আমরা এখানে ট্রেডিং করার সময় আমাদের নিজেদের লোভকে নিয়ন্ত্রণে রাখতে পারিনা । পরিণামে আমরা অনেক বড় লটের ট্রেড ওপেন করি এবং নিজেদের একাউন্ট ঝুঁকির মধ্যে ফেলে দেই । তাই আমি মনে করি আমরা যদি এই জিনিসটা পরিহার করতে পারি তাহলে ফরেক্স থেকে খুব সহজেই লাভ করা সম্ভব ।
FRK75
2022-10-17, 10:41 PM
ফরেক্স মার্কেটে বেশির ভাগ ফরেক্স ট্রেডার যে ভুলের কারনে অনেক লস করে সেই ভুল যাতে সবাই না করতে পারে তার জন্য আমাদের ট্রেডিং করার সময় স্টপ লস আর টেক প্রফিট ব্যাবহার করতে হবে,যদি কোন ফরেক্স ট্রেডার মানি মেনেজমেন্ট সিস্টেম অনুসরন করে স্টপ লস আর টেক প্রফিট ব্যাবহার করে ট্রেডিং করে সেই ট্রেডার বার বার লস করবেনা।ধৈর্য্য দুইটা বিষয়ই একটা অন্যটার বিপরীত । তাই আমি মনে করি যে একটা অন্যটার বিপরীত । তাই আমাদের উচিত যে কোন একটাকে গ্রহণ করা । কারণ আমরা যদি লোভকে গ্রহণ করি তবে তা আমাদের একজন ভালো ট্রেডার হওয়ার পথে অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি করবে নিঃসন্দেহে । আর আমরা যদি পরম গুণ ধৈর্য্যকে নিজেদের জন্য গ্রহণ করি তবে একটু দেরিতে হলেও তা আমাদের উপকার করবে । ধৈর্য্যর ফল মধুর চাইতে মিষ্টি বেশি ।বেশীরভাগ ট্রেডাররাই তাদের লোভ কে সামলাতে পারেন না যার কারনে নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মারে বা পতন বইয়ে আনেন। অনেক ভালো ট্রেডাররাও একটা সময় এই লোভ কে সামলাতে পারেন না তাই একসময় তাদের অনেক লস হয় ।
mdzahidhasan
2022-10-19, 05:13 PM
ফরেক্স ট্রেডিং ব্যবসা হচ্ছে একটি পর্যাপ্ত লাভজনক ডিসিপ্লিন এর ব্যবসা । ফরেক সম্পর্কে খুব ভালো করে পড়াশুনা করে ডেমো ট্রেডিং এর পিছনে পর্যাপ্ত পরিমাণ সময় দিয়ে নিজের ট্রেডিং দক্ষতাকে পরিপক্ক করে যারা মার্কেটের ট্রেডিং করবে তারাই মূলত সফল হবে । ফরেক্স মার্কেটে সফল হতে হলে ডিসিপ্লিন এর বিকল্প কিছু নেই । লাভ এবং লস দুইটাই একটা ভালো ব্যবসার অংশ । আপনি চাইলেই কখনো শতভাগ লাভবান হতে পারবেন না । কিন্তু এই মার্কেটে যদি আপনি পর্যাপ্ত ডিসিপ্লিন মেন্টেন না করেন আপনার পতন সুনিশ্চিত । বিশৃংখল ট্রেডার সবসময় অসফল এবং অলাভজনক হয় । শৃংখলার পুরস্কার হচ্ছে প্রফিট ।
Mas26
2022-10-19, 05:41 PM
ফরেক্স ব্যবসায় যেটি সবচেয়ে কন্ট্রোল এর বিষয় সেটি হচ্ছে লোভ। বেশীরভাগ ট্রেডাররাই তাদের লোভ কে সামলাতে পারেন না যার কারনে নিজেরাই নিজেদের পতন বইয়ে আনেন। অনেক ভালো ট্রেডাররাও একটা সময় এই লোভ কে সামলাতে পারেন না তাই একসময় তাদের পতন ডেকে আনেন।নিয়ন্ত্রন করার ভাল উপায় হচ্চে এটি টিম তৈরি করা, কারন টিমের সবই মিলে যদি ফরেক্স নিয়ে আ্লাপ আলোচনা করি, তাহলে আমরা মার্কেট সর্ম্পকে অনেক কিছু জানতু পারব।এবং টিম মেম্বারদের কারনে আমাদের লোভ থাকলেও সেটা নিয়ন্ত্রনে থাকবে।একজন ভাল ট্রেডারও লস করে সব শুন্য করে ফেলে এবং এর পেছনে মুল কারন লোভ।অতিরিক্ত লোভের কারনে এই ধরনের পতন ফরেক্সে অবশ্যম্ভাবি।কেনন আমরা জানি অতি লোভে তাতিঁ নষ্ট।
FRK75
2023-11-25, 11:31 AM
ফরেক্স পতনের অনেক কারণ আছে তার মধ্যে সব থেকে বড় কারণ হল ফরেক্স সমপরকে ভালন জ্ঞানের অভাব আর একজন ভালো ট্রেদার এর পতন হয় তখন যখন সে ত্রেড করার সময় অতিরিক্ত লোভ করে এবং ঠিক করে মার্কেট এনালাইসিস করতে পারে না এবং এবং সময় মত সঠিক সিধান্ত না নেওয়া হল ভালো ট্রেডারের পতনের আরেকটি কারণ।লোভ মানুষকে সর্বশান্ত করতে পারে । একজন ট্রেডার যখন অতিরিক্ত লাভের আশায় র্মাকেট যাচাই না কোরে বড় অঙ্কের ট্রেড ওপেন করে এবং সেই মুহুরতে র্মাকেট যদি নেমে যায় তাহলে ট্রেডার বড় অঙ্কেরে এমাউন্ট লস হয়ে যায় । এভাবে অতিরিক্ত লোভের কারনে একজন ভাল ট্রেডারে পতন হয়।
Mas26
2023-11-25, 11:03 PM
ফরেক্স ব্যবসায় যেটি সবচেয়ে কন্ট্রোল এর বিষয় সেটি হচ্ছে লোভ। বেশীরভাগ ট্রেডাররাই তাদের লোভ কে সামলাতে পারেন না যার কারনে নিজেরাই নিজেদের পতন বইয়ে আনেন। অনেক ভালো ট্রেডাররাও একটা সময় এই লোভ কে সামলাতে পারেন না তাই একসময় তাদের পতন ডেকে আনেন।
Ajifakhan18
2024-11-26, 03:38 AM
একজন ভালো ট্রেডারের পতনের মূল কারণ হলো আবেগ ও অযথা আত্মবিশ্বাস। ট্রেডিংয়ে আবেগ নিয়ন্ত্রণে না রাখতে পারলে ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা বাড়ে। অতিরিক্ত লোভ, ভয় কিংবা প্রতিশোধের মানসিকতায় ট্রেড করলে ক্ষতির মুখে পড়তে হয়। পাশাপাশি, অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে ঝুঁকির পরিমাণ না বুঝে বড় বিনিয়োগ করে ফেলার প্রবণতাও দেখা যায়। সঠিক পরিকল্পনা ও নিয়ম মেনে না চললে এবং মার্কেট অ্যানালাইসিস এড়িয়ে সিদ্ধান্ত নিলে, এমনকি একজন দক্ষ ট্রেডারও বড় ক্ষতির শিকার হতে পারেন। তাই সফলতার জন্য শৃঙ্খলা ও মানসিক নিয়ন্ত্রণ অপরিহার্য।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.