Log in

View Full Version : প্রথম উইড্রোর আনন্দ



Rokibul7
2020-02-22, 03:10 PM
ইনৃসটাফরেক্স আমার একাউন্ট টিকে কোন ঝামেলা ছাড়াই ভেরিফাইড করে দিয়েছে এবং পেমেন্ট ও দিয়ে দিয়েছে।আমি ভাবতেই পারি নি আমি কখনও উইড্রো পাবো।ইন্সটাফরেক্ আমাকে শুধু বোনাসই দিয়ে নয় আমাকে এমন একটা সুজোগ দিয়েছে যেটা কাজে লাগিয়ে জিবনে কোন উন্নতি করতে সাহাজ্য করবে।love u instaforex

saraa
2020-02-22, 05:34 PM
হ্যাঁ আপনি ঠিক বলেছেন ফরেক্স ব্যবসায়ীরা মনে করেন যে অর্থোপার্জনের জন্য ট্রেডিং সিস্টেম কেনা তাদের পক্ষে যথেষ্ট দুর্ভাগ্যক্রমে, ঘটনাটি এমন নয়। ব্যবসায়ীদেরও অবাস্তব লক্ষ্য রয়েছে। উদাহরণস্বরূপ, অনেক ফরেক্স ব্যবসায়ী 20% বা তারও বেশি পরিমাণের রিটার্নকে লক্ষ্য করে বা লক্ষ্য করে। এটি আর্থিক বাজারগুলিতে অযাচিত এবং সাধারণত পঞ্জি স্কিমগুলির সাথে সম্পর্কিত।ফরেক্স ট্রেডিং ট্রেডিং স্টক বা ফিউচার থেকে আলাদা নয়। একটি নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করা প্রয়োজন যা আপনাকে ধন্যবাদ, ধন্যবাদ।

alamsat
2020-02-23, 10:53 AM
প্রথম উত্তোলন করেও আমি এত আনন্দিত হয়েছিলাম সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। আর তখন থেকে চিন্তা করতে থাকি যে যেকোন উপায়ে ফরেক্স ট্রেড শিখতেই হবে তাই যত সময় লাগুক না কেন। আর তখন থেকেই ফরেক্স শেখার কাজে লেগেই আছি তবে আসলে ফরেক্স একদিনে শেখার কোন জিনিস না শিখতে শিখতে এমন একটি সময় আসবে যেখানে পৌছতে পারলে আপনি নিয়মিত প্রফিট করতে পারবেন। কিন্তু সেটার জন্য কতদিন সময় লাগবে সেটা বলা মুশকিল আর ততদিন মার্কেটে টিকে থাকাও অনেক কষ্টের ব্যাপার। কারন প্রতি নিয়ত লস আর লস হতেই থাকে তাই শেষ পর্যন্ত টিকে থাকাটা মুল বিষয়।