PDA

View Full Version : নির্ধারিত কিছু পেয়ারেই থাকুন



zaman
2015-01-26, 09:48 AM
অনেক ট্রেডারই অনেকগুলো পেয়ার নিয়ে এনালাইসিস এবং ট্রেড করে থাকে যেটা মোটেই উচিত নয়।কারন আপনার চিন্তাভাবনা কিংবা গবেষণা যখন অনেকগুলো পেয়ারে থাকবে তখন স্বাভাবিকভাবেই আপনি কোন পেয়ারেই ভালো এনালাইসিস করতে পারবেন না।কিন্তু আপনি যখন গুটিকয়েক কিংবা ২-৩ টা পেয়ার নিয়ে এনালাইসিস করবেন তখন আপনার এনালাইসিস হবে ৯০-১০০ শতাংশ নিখুঁত।

Tamim Al Mamun
2015-01-26, 06:10 PM
ফরেক্স মার্কেটে অনেক পেয়ার রয়েছে। আপনি যখন অনেকগুলি পেয়ার এ ট্রেড এর জন্য এনালাসিস করবেন তখন আপনি ভালো ভাবে তা করতে পারবেন না। কারন অনেকগুলি পেয়ার একসাথে এনালাসিস করলে আপনি সঠিক ভাবে এনালাসিস করতে পারবেন না। আর এক এক পেয়াররের মুভমেন্ট এক এক রকম। তাই সবারই উচিৎ মেজর কিছু পেয়ারে ট্রেড করা।

FHGCXB
2015-01-29, 12:00 PM
একবারে অনেকগুলো পেয়ার নিয়ে এনালাইসিস করা উচিত নয়। তাতে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ভাল কিছু পেয়ার দেখে অল্প কয়েকটা পেয়ারে ট্রেড করাই বুদ্ধিমানের কাজ। আপনার কি মনে হয়।

Eraulhaque
2015-02-14, 02:20 PM
ফরেক্স ট্রেডিংয়ে পেয়ার তথা মুদ্রাজোর অনেক গুরুত্বপূর্ন টুলস।মুদ্রাজোর গুলোর পরিবর্তনের মাধ্যমে লাভ-লস হয় বলে মুদ্রাজোর গুলোর অ্যানালাইসিস করতে হয়।কখন পেয়ারের মুভমেন্ট কেমন হতে পারে তা নির্ধারন করে ট্রেডিং করা হয়।আর এই অ্যানালাইসিস করার জন্য নির্ধারিত কিছু পেয়ার নিয়ে ট্রেড করাই ভালো। নইলে অনেকগুলো পেয়ার নিয়ে এককভাবে সঠিক অ্যানালাইসিস সম্ভব হয়ে ওঠে না।এজন্য নির্ধারিত কিছু পেয়ারে থাকায় ভালো।

habib
2015-02-22, 07:35 PM
ফেরেক্সে ট্রেডাররা অনেক পেয়ারেই ট্রেড করে ।কারন বেশি লাভের আশাই কিন্তু হয় এর বিপরীত কেননা অনেকগুলো পেয়ারের ট্রেড করায় সব কিছু এলোমেলো হয়ে যায় ফলে লাভের জাগায় লস হয়ে যায়্।তাই আপনি বেছে নিদিষ্ট কয়েকটি পেয়ারেই ট্রেড করেন আপনি অনেক টাকা লাভ করতে পারবেন।

shimulmoni
2015-02-22, 09:13 PM
হ্যা বন্ধু আপনি একদমই ঠিক বলেছেন যে কিছু নিদ্ধারিত পেয়ারেই থাকুন কারন সব সময় সব পেয়ারের মার্কেট বোঝা বা এনালাইজ করা সম্ভব নয় তাই আপনি যে পেয়ার সব থেকে ভাল বুঝেন সেখানে ট্রে্ড করুন। ধন্যবাদ।

kazolkhan
2015-03-18, 04:47 PM
আমার মতে একটি পেয়ার এ থাকা উছিত । কারন আপনি জতখন পর্যন্ত একটি পেয়ার নিয়া গবেনশনা করবেন ততখন পর্যন্ত আপনি ভাল করবেন । আর এক একটি পেয়ার মানে দুই তি করে মুদ্রা , মানে দুতি দেশ এর সারবিক পরিস্থিতি উপর নজর রাখা । জত বেশি পেয়ার তত বেশি দেশ । জত বারবে তত প্যাঁচ বারবে তাই একটি থাক ।

fxtdr
2015-03-19, 09:36 AM
হ্যাঁ অনেক গুলো কারেন্সি পেয়ার আছে ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য । কিন্তু কেউ যদি সব গুলো পেয়ার এ ট্রেড করে এবং সব গুলয় পেয়ার এ অভিজ্ঞ হতে চাই তাহলে কিন্তু তা মানুশের সাধ্যের বাইরে হয়ে যাবে তাই আমদের জন্য সবচেয়ে ভালো হবে যে সব গুলো পেয়ার এ ঘুরে না বেরিয়ে কিছু নির্দিষ্ট পেয়ার এ ট্রেড করা এবং সেই পেয়ার এর নাড়ী-নক্ষত্র জেনে বুঝে এনালাইসিস করে এক্সপার্ট হওয়া । একসাথে সব গুলো পেয়ার এ এক্সপার্ট হওয়া যায় না আর সফল হওয়াও যায় না ।

mun195
2015-04-01, 02:45 PM
ফরেক্স মার্কেটে অনেক পেয়ারে ট্রেড করা গেলেও মেজর কিছু পেয়ারেই ট্রেড করা উচিত কেননা যখন আপনি অনেকগুলো পেয়ার নিয়ে চিন্তা বা এনালাইসিস করতে যাবেন তখনই কোনটিই ঠিক ঠাক ভাবে করতে পারবেন না, নিধারিত পেয়ারেই থাকাটা বেটার মনে হয় ১ থেকে ২ টি পেয়ারে ভালো করে আনালাইসি করে ট্রেড করুন, আপনার অ্যাকাউন্ট কে শক্তিশালি হতে দিন।

rupakbd
2015-04-02, 01:27 AM
আমার মনে হয় অনেক গুলো পেয়ার নিয়ে কাজ করা উচিৎ নয়। এটা আপনার ক্ষতির কারণ হয়ে দ্বারাতে পারে। তাই আপনার উচিৎ নির্দিষ্ট কিছু পেয়ার নিয়েই কাজ করা এবং এনালাইসিস করা। এতে আপনি অল্পদিনেই অভিজ্ঞ হয়ে উঠতে পারেন। আর যদি পারেন তবে ভনবাদকিন্তু আমার মনে হয় নির্দিষ্ট কিছু পেয়ার নিয়ে এনালাইসিস করাই উত্তম। ধন্যবাদ

mamuniuk
2015-04-02, 02:07 AM
আমি ফরেক্স মার্কেট এ নতুন ত আমি জেনেছি যে ফরেক্স মার্কেট এ অনেক গুলো পেয়ার নেয়া যাই সে ক্ষেত্রে যদি বেশি পেয়ার নেয়া কাজ করেন টা হলে ট্রেডার ভালভাবে আনালিসিস করতে পারবে না সুতরাং কম পেয়ার নেয়াই ভাল আমি মনে করি

A Momin Chowdhury262
2015-04-02, 03:01 PM
আমি ফরেক্সে নতুন তাই পেয়ার সম্পর্কে আমার ভাল ধারণা নেই । তবে উপরের সবার আলোচনা থেকে বুঝতে পারলাম যে অনেক গুলো পেয়ারে ট্রেড না করে সীমিত পেয়ারে ট্রেড করা ভাল । তাতে ভাল লাভ করা যায় ।

musa
2015-04-08, 10:28 AM
আমার মতে একটি পেয়ার ই থাকা উচিত,,,অনেক গুলো পেয়ার থাকলে সমস্যা হতে পারে,,, তবে নির্দিষ্ট কিছু পেয়ার নিয়ে ভালোভাবে এনালইসিস করে কাজ করতে হবে,,, তাহলে হয়তো কোন সমস্যা হবে না

Hera1234
2015-04-08, 10:52 AM
মানুষ অতিরিক্ত কাজের চাপ গ্রহন করতে পারেনা। মানুষ কেন যে কোন যন্ত্রই পারেনা অতিরিক্ত চাপ গ্রহন করতে। আবার মানুষের ব্রেনের উপর অতিরিক্ত পেষার পড়লে সে তার জানা তথ্য ভুল করতে থাকে। আবার ফরেক্সে েট্রড করার জন্য আপনাকে বিভিন্ন মার্কেট এনালাইসিস করতে হতে পারে। আর তার জন্য আপনি যদি অনেক মার্কেট সম্পর্কে একবারে ধারনা অর্জন করতে জান তাহলে ভূল করবেন কারন আপনাকে নির্ধারিত কিছু পেয়ারেই থাকতে হবে যাতে আপনি ভালোভাবে তা বুঝতে পারেন। অন্যথায় তা বিপদজ্জনক হয়ে দাড়াবে। ধন্যবাদ।

shihab
2015-04-09, 04:30 PM
অনেক ট্রেডারই অনেকগুলো পেয়ার নিয়ে এনালাইসিস এবং ট্রেড করে থাকে যেটা মোটেই উচিত নয়।কারন আপনার চিন্তাভাবনা কিংবা গবেষণা যখন অনেকগুলো পেয়ারে থাকবে তখন স্বাভাবিকভাবেই আপনি কোন পেয়ারেই ভালো এনালাইসিস করতে পারবেন না।কিন্তু আপনি যখন গুটিকয়েক কিংবা ২-৩ টা পেয়ার নিয়ে এনালাইসিস করবেন তখন আপনার এনালাইসিস হবে ৯০-১০০ শতাংশ নিখুঁত।
যদি আপনি একজন নতুন ত্রেদার হয়ে থাকেন তাহলে শুধু মেজর পেয়ার গুলতেই ত্রেদ করা উচিত, যখন আপনি একটু অভিজ্ঞ হবেন তখন ধীরে ধীরে পেয়ার শংখাতা বাড়াতে থাকুন, আপনি তখন সেই পেয়ার এই ত্রেদ করবেন যে পেয়ার ত্রেন্দ আছে।

amitbd
2015-04-09, 04:56 PM
আপনি ঠিক কথাই বলেছেন ,আমি আপাতত দুইটা পেয়ার এ কাজ করি , আমার মতে যারা ভাল করে এখনও শিকে উঠতে পারেননি তারা আগে ভাল করে শিখে তার পর বিভিন্ন পেয়ার গুলো নিয়ে কাজ করতে অনেক সুবিধা হবে ।

bonushunter
2015-04-09, 05:13 PM
ফরেক্স ব্যবসা যেহেতু খুব রিস্কি তাই নিদিষ্ট কিছু পেয়ারে ট্রেড করাই ভালো। নিদিষ্ট পেয়ারে প্রতিদিন এনালাইসিস করতেও সুবিধা হয়। এতে আপনার এনালাইসিস বেশির ভাগ সফলতা পেতে পারেন।

pallabbd
2015-04-10, 01:30 AM
আপনি যদি ফরেক্স ট্রেডিং করেন এবং ভাল প্রফিট করতে চান তাহলে আপনি নির্দিষ্ট কিছু পেয়ার এই থাকবেন। যেমন eurusd, gbpusd, usdaud ইত্যাদি। কারণ এগুলো সাধারনত প্রতিদিন ২০০ পিপস মুভমেন্ট করে। তাই নির্দিষ্ট কিছু পেয়ারেই থাকলে ফরেক্স মার্কেটে আপনি খুব ভালো করতে পারবেন। ধন্যবাদ

abdulmalek
2015-04-10, 04:29 PM
ফোরেক্স মার্কেটের এমটি ফোর/ফাইভ ওপেন করলেই দেখতে পাওয়া যায় হাজার হাজার পেয়ার এগুলোর মধ্যে অনেক মিল থাকলেও প্রত্যেকে প্রত্যেকের থেকে স্বতন্ত্র। আর তাই নতুনরা কেৌতুহলী হয়ে এসব স্থানে ট্রেড করেন। যার ফল স্বরুপ অনেক লস এর সম্মুখিন হন। তাউ আমার মতে আপনার উচিত হবে ফোরেক্স এর নির্দিষ্ট কিছু পেয়ারে ট্রেড করা। অন্যথায় নতুন হলে শুধু ১টি মাত্র পেয়ার ব্যবহার করা।

Tuhin
2015-04-11, 08:15 AM
যে সকল পেয়ারে স্পেড কম সে সকল পেয়ারে ট্রেড করা উচিৎ। ক্রস পেয়ার এর মধ্যে Eur/jpy, GBP/JPY, EUR/AUD তে ট্রেডা করা উচিৎ আমার মতে। আর মেজর কারেন্সি গুলো তেই ট্রেড অপেন করা উচিৎ। তাছাড়া আমার মনে হয় কিছু কিছু নিধারিত পেয়ার এ ট্রেড করলে জেতার সম্ভবনা বারবে এনালাইসিস টাও ভাল করতে পারবেন। ধন্যবাদ

NaimurRahman
2015-04-11, 12:25 PM
ট্রেডাররা অনেক পেয়ারেই ট্রেড করে থাকেন,কিন্তু আপনার উচিৎ নির্দিষ্ট কিছু পেয়ার নিয়েই কাজ করা বা এনালাইসিস করা। এতে ঐ পেয়ার গুলোর উপরে আপনার স্বচ্ছ ধারণা আসবে। আসলে নিজেই এটা করি না। আমি বেশী ট্রেড খুঁজে থাকি। তাই অনেক পেয়ার দেখি।

tmsumon3
2015-04-11, 01:32 PM
ফরেক্সকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। আপনি যদি বেশি পেয়ারে কাজ করেন তাহলে আপনার উপর চাপটাও বেড়ে যাবে। তাই আপনি ২-৩টা পেয়ারেই কাজ করুন আর মন দিয়ে ট্রেডিং করুন। ধন্যবাদ

saown
2015-04-11, 01:45 PM
আমি এই পোস্টের সাথে সম্পূর্ণ একমত। অনেক গুলো পেয়ারের সাথে লেগে না থেকে নিদিষ্ট কিছু পেয়ারের সাথে লেগে থাকা অনেক ভাল। কারন এতে আনালিসিস করা অনেক সহজ হয়। কম পেয়ারের সাথে বেশি সময় দিলে সেই পেয়ার সম্পরকে অনেক বেশি ধারনা তৈরি হয়। তাই নিদিষ্ট কিছু পেয়ার নিয়ে ট্রেড করা ভাল।

TselimRezaa
2015-04-13, 06:03 PM
ফরেক্স মার্কেটে অনেক পেয়ার রয়েছে। আপনি যখন অনেকগুলি পেয়ার এ ট্রেড এর জন্য এনালাসিস করবেন তখন আপনি ভালো ভাবে তা করতে পারবেন না। কারন অনেকগুলি পেয়ার একসাথে এনালাসিস করলে আপনি সঠিক ভাবে এনালাসিস করতে পারবেন না। আর এক এক পেয়াররের মুভমেন্ট এক এক রকম। তাই সবারই উচিৎ মেজর কিছু পেয়ারে ট্রেড করা। আমি যেমন ৬-৭টা পেয়ারেই ট্রেড করি।

Shimanto754
2015-05-16, 07:32 AM
ফরেক্স ট্রেডিংয়ে প্রায় হাজার খানেক কারেন্সির পেয়ার তো আছেই।এতো পেয়ারে ট্রেড না করাই ভালো।কারন অনেক পেয়ারই ট্রেড বিষয়ে একজন মানুশ কতই বা ধারনা রাখতে পারবে।প্রতিটি ব্যক্তিরই একটা সামর্থ্য অসামর্থ্য রয়েছে।এজন্য এত পেয়ার বাদ দিয়ে নির্ধারিত কিছু পেয়ারে ট্রেড করা ভালো।এতে ট্রেডে ভুল হওয়ার সম্ভবনা হ্রাস পায়।সুতরাং নির্ধারিত কিছু পেয়ারে থাকা উচিত।

Zakariea
2015-05-16, 08:03 PM
অনেকেই আছেন যে লোভে পরে বেশী অনেক গুলো পেয়ারে ট্রেড করেন। এর ফলে ঐ সব পেয়ারের ফান্ডামেন্টাল অ্যানালাইসি করা সম্ভব হয় না। এর ফল হয় লস। আমার মতে, এমন সব পেয়ারে ট্রেড করা উচিত যাতে ঐ সব পেয়ারে সহজে ফান্ডামেন্টাল অ্যানালাইসি করা সম্ভব।

Dulal
2015-05-18, 02:33 PM
সব পেয়ার নাড়াচাড়া না করে আমার মতে কয়েকটি নির্দিস্ট মেজর পেয়ার এ ট্রেড করা ভাল। এতে সে মার্কেট সম্পর্কে ভাল ধারনা চলে আসে। সব পেয়ার না চেখে দেখে, যেটা নিজের কাছে ভাল মনে হয় সেই পেয়ারটিই বেছে নেয়া ভাল। তাহলে অই পেয়ার থেকে আস্তে আস্তে বেশি লাভ আশা শুরু করে। আর মার্কেট সম্পর্কে ভালভাবে জেনে গেলে তো তখন লট বেশি ব্যবহার করে অনেক প্রফিট করা সম্ভব।

mdfarhan
2015-05-18, 04:30 PM
হ্যা এটি ঠিক যে আপনি ফরেক্স এর ট্রেডিং এর ক্ষেতে বিশি পেয়ারে ট্রেড না করে কয়কটি পেয়ার বেছে ট্রেড করুন কারন আপনি বেশি পেয়ারে ট্রেড করতে গেলে আপনার প্রতেক পেয়ার সর্ম্পকে জ্ঞাকন রাখতে হবে তাই আপনি তা পারা একটু কঠিন হয়ে যাবে। তাই আপনি ফরেক্স এ যেটি এবং যেই প্রেয়ার এ সব চেয়ে বেশি জ্ঞান আছে সেই পেয়ারেই ট্রেড করুন তাহলে আপনি লাভবান হবেন। আর তাই আমি তাই করি এই নিয়ম টিই অনুসরন করে থাকি।

Bappy01
2015-05-22, 06:48 PM
আমার মতেও নির্ধারিত কিছু পেয়ারে থাকা ভাল। কারন আপনি যদি অনেক পেয়ারে ট্রেড করে তাহলে আপনি একটা বিপাকে পরবেন সেটা সারা দিন মাথায় চিন্তা থাকবে কোন পেয়ার ছেরে কোন পেয়ারে ট্রেড করবেন এবং আরও অনেক অসুবিধা হতে পারে। তাই আমি মনে করি কিছু নির্ধারিত পেয়ার ট্রেড করলে আপনি ভাল ভাবে ট্রেড ও করতে পারবেন আর আপনার মাথাও ঠিক থাকবে এবং আপনার ট্রেডে আপনি লাভবান হতে পারবেন।

roni11
2015-06-04, 11:17 PM
ফরেক্স মার্কেটে টড়েড করার জন্য অনেক পেয়ার আছে আপনি যেকোনো পেয়ারে ট্রেড করতে পারেন তবে সব পেয়ারে ট্রেড করা উচিৎ নয় কিছু নির্দিষ্ট পেয়ারে ট্রেড করতে হয় তাহলে ওই পেয়ার সম্পর্কে ভালো ধারনা থাকে অনেক পেয়ারে ট্রেড করতে হলে ধারনা রাখা খুভ কটিন হয়ে পড়ে।

kamrul10
2015-06-04, 11:42 PM
নিধা'রিত কিছ পেয়ারে ট্রেড করাটাই যুক্তি সংগত বলে আমি মনে করি। নিদি'ষ্ট পেয়ারে ট্রেড করলে ঐ সমস্ত পেয়ার সম্বন্ধে ভাল জানা যাবে। এর গতি বিধি বুঝা যাবে। আর কোন পেয়ারের গতি বা মুভমেন্ট বুঝতে পারলে ফরেক্স মাকে'টে ট্রেড করাটা সহজ হবে।এবং ট্রেড করে মোটামুটি ভাবে সফল হওয়ার সম্ভাবনা টা বেশী থাকে।

banna
2015-06-05, 10:08 AM
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য নির্দিষ্ট কিছু পেয়ার নির্বাচন করা উচিৎ। কারন বেশি পেয়ার নিয়ে ট্রেড করতে গেলে আমরা লস বেশি করবো। তাই আমার মনে হয় অল্প কিছু পেয়ার নিয়ে ট্রেড করাই ভালো। আমি নিজেও অল্প কিছু পেয়ারেই ট্রেড করি। আমার মনে হয় অল্প পেয়ার নিয়ে ট্রেড করলে মার্কেট বুঝতে সুবিধা হয়। আর বেশি পেয়ার নিয়ে ট্রেড করলে মার্কেট বুঝতে আক্তু অসুবিধা হয়।

sumonyahoo24
2015-06-05, 06:27 PM
পেয়ারের মুভমেন্ট কেমন হতে পারে তা নির্ধারন করে ট্রেডিং করা হয়।আর এই অ্যানালাইসিস করার জন্য নির্ধারিত কিছু পেয়ার নিয়ে ট্রেড করাই ভালো। আমাদের উচিৎ নির্দিষ্ট কিছু পেয়ার নিয়েই কাজ করা এবং এনালাইসিস করা। এতে আপনি অল্পদিনেই অভিজ্ঞ হয়ে উঠতে পারেন। আল্প কিসুতে সহজে অনাকে বেশি জানা যাই।

Nishat Tasnim
2015-06-06, 08:52 PM
আমার মতে নির্ধারিত কিছু পেয়ারে থাকায় ভাল .কারন আমি যদি একটি পেয়ারে প্রতিনিয়ত ট্রেড করি . তাহলে আমি ওই পেয়ারের মার্কেট মুভ সম্পর্কে জানা থাকবে যা আমাকে দক্ষ ট্রেডার্স হতে সাহায্য করবে।কিন্তু আমি যদি বিভিন্ন পেয়ারে থাকি তা হলে দক্ষ ট্রেডার্স হওয়া সম্ভব নয়। তাই আমাদের নির্দিষ্ট পেয়ারে থাকায় ভালো .

Talha
2015-06-06, 10:59 PM
অনেক ট্রেডারই অনেকগুলো পেয়ার
নিয়ে এনালাইসিস করে এবং ট্রেড করে
থাকে যেটা মোটেই উচিত নয় বলব না।কারন আপনি যদি পারেন তাহলে সেটা
আপনার অসাধারন গুন ক্ষমতা আর চিন্তাভাবনা কিংবা
গবেষণা যখন অনেকগুলো পেয়ারে
থাকবে তখন স্বাভাবিকভাবেই আপনি
কোন পেয়ারেই ভালো এনালাইসিস
করতে পারবেন না।কিন্তু আপনি যখন
গুটিকয়েক কিংবা ২-৩ টা পেয়ার
নিয়ে এনালাইসিস করবেন তখন আপনার
এনালাইসিস হবে কারেক্ট এবং
নিখুঁত।

sima
2015-08-20, 12:20 AM
ফোরেক্স মার্কেটে অনেক ধরনের পেয়ার দেখাযায়। শুধু পেয়ার ছাড়াও অনেক ধরনের মেটাল, তেল ইত্যাদিও আছে। কিন্তু যেহেতু আমরা বিগেনার ট্রেডার তাই এতকিছুর দিকে চিন্তা না করে আমাদের উচিত হবে নির্দিষ্ট একটি বা দুটির দিকে তাকানো। তাহলো আমারা উক্তপেয়ারের মুভমেন্ট বা সেন্টিমেন্ট বুঝতে পারব এবং ভালো ট্রেড করতে পারব।

mirza
2015-08-20, 03:02 AM
একসাথে দুইটা কাজ করা যেমন অনেক কঠিন । তেমনি অনেকগুলো পেয়ার নিয়া কাজ করলে অনেক ঝামেলা হয় ।আপনি একটি কাজ করলে অনেক সুন্দর ভাবে কাজ করতে পারবেন ।তাই কম পেয়ার নিয়ে কাজ করলে আপনি লাভ কতে পারবেন ।
না হলে ঝুকি বেশী হবে । লস হওয়ার সম্ভাবনা বেশী থাকবে ,।

Doom
2015-08-20, 09:20 AM
আমার মনে হয় আমাদের সব সময় নিদ্দ্রিস্ত এক্তা পেয়ার এ ত্রেড করা উছিত। আমরা যদি নিদ্দ্রিস্ত এক্তা পেয়ার এ ত্রেদ করতে পারি তাহলে আমাদের অবসঅই লাভ হবে। আমাদের লাভের জন্য আমাদের সব সময় ইউরো আর উসডি পেয়ার এ ট্রেড করতে হবে ।

joni
2015-08-20, 04:50 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য কিছু নিরধারিত পেয়ারে ফরেক্স ট্রেড করা উচিৎ কারন বেশি পেয়ারে ট্রেড করা ভাল না কারন বেশি পেয়ারে ট্রেড করলে অনেক কিছু বঝা জায় এনালাইসিস করা জায় না তাই ফরেক্স ট্রেড করতে হবে কিছু নির্দিষ্ট পেয়ারে।

kabita
2015-08-20, 06:07 PM
হ্যাঁ এটা ঠিক এতে ফরেক্স মার্কেটে ট্রেড করার সময় এনালাইসিস করতে তেমন সমস্যা হয় না আর আমি মনে করি সবারই একটি নির্দিষ্ট পেয়ারে ট্রেড করা উচিৎ তাতে ফরেক্স মার্কেটে লসের কোন সম্ভাবনা থাকে না আর এটা সম্পূর্ণ নির্ভর করে আপনার উপর যে আপনি কন পেয়ারে বেশি ট্রেড করতে পছন্দ করবেন

mamun93
2015-08-20, 06:11 PM
যারা খুব অল্প ব্যালেন্স নিয়ে ফরেক্স ট্রেডিংয়ে এসেছেন কিন্তু মনে রয়েছে ভাল আয়ের বা প্রফিট করার স্বপ্ন তাদের সেই সকল জনপ্রিয় কারেন্সি পেয়ার ট্রেড করার ক্ষেত্রে বেছে নেওয়া উচিত যাদের মুভমেন্ট বা উঠা নামা অনেক বেশি হয়ে থাকে চাহিদার কারনে।আর ঐ ধরনের কারেন্সি দিয়ে ট্রেড করলে অল্প ব্যালেন্স থেকেও অল্প সময়ের ব্যকধানে খুব ভাল প্রফিট বা লাভ করা যায়।

azizulhaque
2015-08-22, 11:14 PM
অতিরিক্ত কাজের চাপ গ্রহন করতে পারেনা। মানুষ কেন যে কোন যন্ত্রই পারেনা অতিরিক্ত চাপ গ্রহন করতে। আবার মানুষের ব্রেনের উপর অতিরিক্ত পেষার পড়লে সে তার জানা তথ্য ভুল করতে থাকে। আবার ফরেক্সে েট্রড করার জন্য আপনাকে বিভিন্ন মার্কেট এনালাইসিস করতে হতে পারে। আর তার জন্য আপনি যদি অনেক মার্কেট সম্পর্কে একবারে ধারনা অর্জন করতে জান তাহলে ভূল করবেন কারন আপনাকে নির্ধারিত কিছু পেয়ারেই থাকতে হবে যাতে আপনি ভালোভাবে তা বুঝতে পারেন। অন্যথায় তা বিপদজ্জনক হয়ে দাড়াবে। ধন্যবাদ।

sona
2015-08-24, 08:03 AM
ফরেক্স ট্রেড করার জন্য বেশি কন্ন কিছু করা যাবে এই মারকেট খুভ রিক্স মার্কেট তাই এই মার্কেটে সবসময় সিমার মধ্যে থাকতে হবে ফরেক্স করার জন্য কোন এনালাইসিস করার জন্য বেশি পেয়ার নিয়ে এনালাইসিস করা যাবে না বা বেশি পেয়ারে ট্রেড করা যাবে না।

muhim123
2015-08-24, 08:17 AM
আমার মতে একটি পেয়ার এ থাকা উছিত । কারন আপনি জতখন পর্যন্ত একটি পেয়ার নিয়া গবেনশনা করবেন ততখন পর্যন্ত আপনি ভাল করবেন ।তাই আপনার উচিৎ নির্দিষ্ট কিছু পেয়ার নিয়েই কাজ করা এবং এনালাইসিস করা। এতে আপনি অল্পদিনেই অভিজ্ঞ হয়ে উঠতে পারেন। আর যদি পারেন তবে ভনবাদকিন্তু আমার মনে হয় নির্দিষ্ট কিছু পেয়ার নিয়ে এনালাইসিস করাই উত্তম। ধন্যবাদ

Reaz Uddin
2015-08-24, 08:37 AM
আমি আপনার সাথে এক মত কারন আমরা যদি নির্দিষ্ট কিচু পেয়ার আ ট্রেড করি তবে আমাদের ওই পেয়ার সম্পর্কে ভাল অভিজ্ঞতা হবে এবং ওই দেসের অরথনয়তিক অবস্থা সনপরকে জানতে পারব।তাই আমি মনে করি নতুন ট্রেডার দের উচিত নির্ধারিত কিছু পেয়ারেই ট্রেড করা।

Imran2
2015-09-25, 04:04 AM
খুব অল্প ব্যালেন্স নিয়ে যারা ফরেক্স ট্রেডিংয়ে এসেছেন । কিন্তু মনে রয়েছে ভাল আয়ের বা প্রফিট করার স্বপ্ন তাদের সেই সকল জনপ্রিয় কারেন্সি পেয়ার ট্রেড করার ক্ষেত্রে বেছে নেওয়া উচিত যাদের মুভমেন্ট বা উঠা নামা অনেক বেশি হয়ে থাকে চাহিদার কারনে।আর ঐ ধরনের কারেন্সি দিয়ে ট্রেড করলে অল্প ব্যালেন্স থেকেও অল্প সময়ের ব্যকধানে খুব ভাল প্রফিট বা লাভ করা যায় বলে আমি মনে করি ।

sopon
2015-09-25, 07:11 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য অনেক্ল পেয়ার আছে তাই বলে সব পেয়ারে ফরেক্স করা উচিত না কারন অনেক পেয়ারে যখন ট্রেড করা হয় তখন অনেক এনালাইসিস করা লাগে অনেক এনালাইসিস বা অনেক পেয়ারে ফরেক্স ট্রেড করলে লসের সম্ভাবনা থাকে তাই কিছু কম পেয়ারে ফরেক্স ট্রেড করলে ভাল করা জায় ট্রেড করে ।

Imran1995
2015-09-25, 11:50 PM
পেয়ার তথা মুদ্রাজোর অনেক গুরুত্বপূর্ন টুলস।মুদ্রাজোর গুলোর পরিবর্তনের মাধ্যমে লাভ-লস হয় বলে মুদ্রাজোর গুলোর অ্যানালাইসিস করতে হয়।কখন পেয়ারের মুভমেন্ট কেমন হতে পারে তা নির্ধারন করে ট্রেডিং করা হয়। যে কিছু নিদ্ধারিত পেয়ারেই থাকুন কারন সব সময় সব পেয়ারের মার্কেট বোঝা বা এনালাইজ করা সম্ভব নয় তাই আপনি যে পেয়ার সব থেকে ভাল বুঝেন সেখানে ট্রে্ড করুন। ১ থেকে ২ টি পেয়ারে ভালো করে আনালাইসি করে ট্রেড করুন,

Diction Barua
2015-11-06, 11:27 PM
আমি ট্রেড করার জন্য সবসময় কম স্প্রেডের পেয়ারগুলো নির্বাচন করি এবং সর্বোচ্চ তিনটি পেয়ার নিয়ে এনালাইসিস করি,এতে এনালাইসিস করতে সুবিধা হয়।বেশি পেয়ার নিয়ে কাজ করাটা যেমন জটিল হয় তেমনি অগুছালো লাগে,এতে ট্রেড ভুল হতে পারে।তাই দুই থেকে তিনটি পেয়ার নিয়ে কাজ করলে ট্রেডে সফলতা হওয়ার পর সম্ভবনা বেশি থাকে।

AbuRaihan
2015-11-07, 07:02 PM
স্বাভাবিকভাবেই অামরা যদি ট্রেড করার সময় আমাদের মনোযোগকে সবসময় একদিকে করে রাখি তবে দেখা যাবে কোন দিকেই সঠিকভাবে আমরা মনোযোগ দিতে পারছিনা ৤ কারণ যে কোন কাজ করতে হয় একমুখি হয়ে চতুর্মুখি কাজ করলে কাজের সৌন্দর্য তথা কাজের ফলাফল কোনটাই ভাল হয় না ৤ তেমনি ফরেক্সে আমাদের উচিত কয়েকটা পেয়ারকে টর্গেট করে তা নিয়ে গভীর গবেষণা করে তা দিয়ে প্রতিদিন ট্রেড করা ৤ এভাবে নিদ্দিষ্ট কিছু পেয়ারে আমরা যখন ট্রেড করব তখন সে পেয়ারগুলোর গতিবিধি সম্পর্কে আমাদের একটা ভাল ধারণা জন্ম নিবে যা ট্রেডের ক্ষেত্রে অনেক বেশি উপকার হবে ৤

selena
2015-11-07, 10:52 PM
আমার মতে একটি পেয়ার এ থাকা উচিত কারন আপনি যতখন পর্যন্ত একটি পেয়ার এর কাজ শেস না করতে তত ক্ষন একবারে অনেকগুলো পেয়ার নিয়ে এনালাইসিস করা উচিত নয়। তাতে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

bonushunter
2015-11-07, 11:53 PM
ফরেক্স মার্কেট এ কারেন্সি পেয়ার অনেক গুরুত্ব পুর্ন । কারন কারেন্সি পেয়ার এর উপর স্পেরেড নিরর্ভর করে , যে সব কারেন্সি অনেক ভালো তাদের স্পেরেড অনেক কম তাই ট্রেড ওপেন করলে কম স্পেরেড কাটে । যেমন eur/usd,eur/jpy,usd/aud ইত্যাদি। ফরেক্স এ সব কারেন্সি নিয়ে এনালাইসিস করলে ভালো ট্রেড করা যায়। আপনি কারেন্সি পেয়ারে চার্ত দেখলেই বুঝতে পারবেন যে কোন কারেন্সি পেয়ার গুলো ভালো।

Furkan
2015-11-08, 01:18 AM
ফরেক্র মারকেটে অনেক গুলো পেয়ার আছেন যা আমরা সবাই জানি । তবে মনে রাখতে হবে যেই সব ভাল ট্রেডাররা যে সব পেয়ারেই ট্রেড করে ঐ পেয়ার গুলো ফল করতে হবে। তানা হলে ফরেক্র মারকেটে লস চারা লাভ করা যাবে না। কয়েকটা পেয়ারে ট্রেড করলে ঐই পেয়ার গুলো সম্পরকে ভাল ধারনা হবে আর ভাল ধারনা হলে ফরেক্র মারকেটে লাভ করা সম্ভব।

HasanXM
2015-11-08, 04:26 PM
ফরক্স এ মেজর পেয়ার গুলোতে অনেক বেশী ট্রেড হয় আমি মূলত ইউএসডি এর্ং ইয়েন পেয়ারের ট্রেড করি এবং একটি নিজেস্ব কৌশল তৈরী করার জন্য চেষ্টা করছি যা আমকে লাভ করতে সহায়তা করবে, বেশী পেয়ার নিয়ে এ্যানালাইসিস কার একটু কঠিন.

Naju
2015-11-08, 05:18 PM
আমি সাধারণত সব পেয়ারে ট্রেড করে থাকি,আমি ট্রেড করার সময় কোন নির্ধারিত পেয়ারে ট্রেড করি না ,আর নির্ধারিত পেয়ারে ট্রেড না করার কারন আমার থেকে অনেক সময় লসের সম্মুখীন হতে হয়, আর আমি লসও করেছি অনেক ,আমার লস করার পিছনে কারন হল আমি নির্ধারিত পেয়ারে ট্রেড না করার কারনে, আমি চাই আমার মত ভুল আর কেউ না করুক।

nitta
2015-11-08, 06:25 PM
ফরেক্স এ অনেক পেয়ার আছে সব গুলো পেয়ার এ ট্রেড করা কর জন্য ই ঠিক নয় কারন আপনি সব গুলো পেয়ার এ ট্রেড করে কোন লভ হবে না তাই আপনি সব গুলো পেয়ার এর পিছনে না চলে একটা তেই থাকেন তাতে আপনার ই ভাল ।

Realifat
2015-12-21, 09:52 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য হাজারো পেয়ারের মধ্যে নির্ধারিত কিছু পেয়ার বেছে নেওয়ায় ভালো।কারন ফরেক্সে প্রতিটি ট্রেড করতে হবে নিখুতভাবে। আর নিখুতভাবে ট্রেড করতে হলে কয়েকটা নির্দিষ্ট পেয়ার সম্পর্কে নিয়মিত ধারনা অর্জন করতে হবে। এতে করে নির্দিষ্ট ঐ পেয়ারে ভালো ধারনা তৈরি হবে এবং নিখুতভাবে ট্রেড করা সম্ভব হবে।

basaki
2015-12-21, 09:57 PM
কথটা একদম টিক বলেছেন। ফরেক্স মার্কেটে অনেক পেয়ার রয়েছে। ইচ্ছে করলে একজন ট্রেডার সবগুলো পেয়ারে ট্রেড ওপেন করতে পারে। কিন্তু এতো বেশী পেয়ারে ট্রেড না করাই উচিত।দুই একটা পেয়ারে ট্রেড করা অনেক ভাল।

sumon37
2015-12-21, 10:10 PM
আমাদের সকলের জিবনে একটি লক্ষ স্থির করে চলা উচিত। না হলে আমরা জিবনে উন্নতি করতে পারবো না। ঠিক তেমনি ফরেক্স মার্কেট এ কিছু নির্দিষ্ট পেয়ারে থাকা ভালো। আপনি যখন অনেক গুলো পেয়ার নিয়ে ট্রেড শুরু করবেন, তখন আপনি সব পেয়ার এ ধ্যান দিতে পারবেন না। এতে আপনি ফরেক্স এ লস এর সম্মুখিন হবেন। তাই কিছু নির্দিষ্ট পেয়ার নিয়ে ট্রেড করলে আপনি তাতে আপনার নজর দিতে পারবেন। এবং সঠিক এনালাইস এর মাধ্যমে ফরেক্স থেকে আয় করতে পারবেন।

rafiqfx619
2015-12-22, 01:01 PM
অভিজ্ঞ ট্রেডাররা সাধারনত মেজর পেয়ারগুলোতেই ট্রেড করেন। ক্রস পেয়ারে ট্রেড করার জন্য এনালাইসিস করলে তা অধিকাংশ সময়েই সঠিক হয় না। এজন্য মেজর পেয়ারগুলোর সাথে শুধুমত্র জাপানীজজ ইয়েন এর পেয়ারগুলোতে ট্রেড করা যায়। প্রাইস একশন ট্রেডার নেইল ফুলার এভাবেই ট্রেড করেন।

Harun1650
2015-12-22, 01:17 PM
এটা স্বাভাবিকভাবেই আমাদের গুটি কয়েকটা পেয়ার এর উপর আমাদের এনালাইসিস করা উচিত কারন অনেকগুলো পেয়ার এর উপর ফলো করা আপনার পক্ষে সম্ভব নাও হতে পারে না। আর অনেকগুলো পেয়ার এর উপর এনালাইসিস করলে সেটা অনেকক্ষেত্রে সঠিক হয় না এবং অনেকসময় এনালাইসিস কাজ করে না কারন আপনি এতোগুলো পেয়ার এর মধ্যে একসাথে মিলিয়ে ফেলি তারকারনে এই প্রব্লেম ফেস করতে হয়। তবে যেই পেয়ার গুলি সবজায়গায় আলোচিত সেই পেয়ার এর উপর ট্রেড করা ভাল এবং এগুলো প্রতিনিয়ত ট্রেড হয় যেমন ইউরো/ইউএসডি, জিবিপি/ইউএসডি,জেপিওয়াই/ইউএসডি এই পেয়ারগুলোতে ট্রেড করলে ভাল ফল আসতে পারে এবং এনালাইসিস কাজ করে।

lima1
2015-12-22, 01:39 PM
ফরেক্স মার্কেটে ভাল করার জন্য নিরধারিত কিছু পেয়ারে থাকা ভাল কারন ফরেক্স মার্কেটে অনেক পেয়ারে ট্রেড করতে গেলে অনেক ধরনের সমসা হতে পারে তাই ফরেক্স মারকেটে নিরধারিত কিছু পেয়ারে থাকলে ফরেক্স ট্রেড করে লাভবান হয়া জায় এবং ফরেক্স করে উন্নতি আশা করা জায় নিরধারিত কিছু পেয়ারে ফরেক্স ট্রেড করলে সেই পেয়ার সম্পরকে অনেক অভিজ্ঞতা থাকে তাই সেই পেয়ার সম্পরকে সবসময় বঝা জায় ।

Rahat015
2015-12-22, 03:17 PM
নির্দিষ্ট পেয়ারে থাকা ভাল ট্রেডার দের কাজ।। সবগুলো পেয়ার বা অনেক গুলা পেয়ার নিয়ে এনালাইসিস করা মূলত অতিরিক্ত বোঝা হয়ে দাঁড়ায়। আর নির্দিষ্ট পেয়ারে থাকলে এনালাইসিস টা মূলত ভালো হয় আর মার্কেট পেটার্ন ও ঠিক মত ধরা যায়। আর এতে করে আপনি অই পেয়ার গুলির উপর এক্সপার্ট হয়ে উঠবেন।

MotinFX
2015-12-22, 05:10 PM
আমাদের নির্দিস্ট কিছু পেয়ার নিয়ে কাজ করা উচিত কারন বেশি পেয়ার নিয়ে কাজ করলে আমাদের বুঝতে সমস্যা হবে। আর নির্দিস্ট কিছু পেয়ার নিয়ে কাজ ট্রেড করলে আমাদের ভুলের সংখ্যা কমে যাবে এবং নির্ভুল ট্রেড নিতে সুবিদা হবে।

Marufa
2015-12-22, 09:50 PM
নির্ধারিত কিছু পেয়ার নিয়ে ট্রেড করলেই ভাল ফলাফল পাওয়া যায় । এ ক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধা হল সহজেই মার্কেট মুভমেন্ট বুঝা যায় এবং সহজেই এনালাইসিস করা যায় । নির্ধারিত পেয়ার নিয়ে ট্র্রেড করলে লাভের পরিমান বেশি হয় ।

AbiR
2015-12-22, 09:52 PM
যখন অনেকগুলি পেয়ার এ ট্রেড এর জন্য এনালাসিস করবেন তখন আপনি ভালো ভাবে তা করতে পারবেন না। কারন অনেকগুলি পেয়ার একসাথে এনালাসিস করলে আপনি সঠিক ভাবে এনালাসিস করতে পারবেন না। আর এক একটি পেয়ার মানে দুই তি করে মুদ্রা , মানে দুতি দেশ এর সারবিক পরিস্থিতি উপর নজর রাখা । জত বেশি পেয়ার তত বেশি দেশ । জত বারবে তত প্যাঁচ বারবে তাই একটি থাক ।

sharifulbaf
2015-12-22, 09:59 PM
ফরেক্স মার্কেট এ আমরা কিছু নির্দিষ্ট পেয়ারে ট্রেড করে থাকি,যে ট্রেডার যে কারেন্সি পছন্দ করে সে সেটাই ট্রড করে থাকে।কিন্তু ৪ থেকে ৫ টি কারেন্সি নিয়ে এনালাইসিস করে ট্রেড করা,ভাল কারেন্সি হল ইউরো, উএসডি,গোল্ড,অয়েল,জিবিপি,ইত্যাদি।

owalith
2015-12-22, 10:06 PM
ফরেক্স করার জন্য অনেক নিওম কানুন ও অভিজ্ঞতার অনেক প্রয়জন আছে। অভিজ্ঞ ছাড়া ফরেক্স থেকে আয় করা অনেক কঠিন হয়। নতুন ফরেক্স ট্রেডার হইলে কিছু কারেন্সির ওপর ট্রেড করা ভাল হবে এবং কিছু নির্দিষ্ট পেয়ারের সিমাবদ্ধ থাকতে হবে। কারন লাভের আসায় অনেক লস হতে পারে।

Selim BU
2015-12-23, 04:55 PM
ফরেক্স হলো আন্তর্জাতিক মূদ্রাবাজার। এখানে রয়েছে অসংখ্য মূদ্রার পেয়ার। মূদ্রাগুলোর বিনিময় হয় এই পেয়ার অনুযায়ীই। এখানে যেহেতু অসংখ্য পেয়ার রয়েছে তাই একজনের পক্ষে কখনোই সবগুলো পেয়ার নিয়ে এনালাইসিস করা সম্ভব না। সবগুলো পেয়ার নিয়ে এনালাইসিস করা উচিতও না। নির্দিষ্ট কিছু পেয়ার নিয়ে এনালাইসিস করলে মার্কেট নিয়ে দক্ষতাও বাড়বে, এবং ট্রেড নেয়া এলোপাথাড়িও হবে না।

maziz6989
2016-01-13, 10:05 PM
আসলে আমরা যত বেশি পেয়ার ঘাটাঘাটি করব তত বেশি পরিমাণ ট্রেড করব। আর যত বেশি পরিমাণ ট্রেড করব লসের পরিমাণও তত বাড়বে। তাই আমার মনে হয় যদি আমরা ঠিক ভাবে মার্কেট ঠিকে থাকতে চাই আমাদের উচিত হবে অল্প কিছু পেয়ারে ঘোরফেরা করা। অযথা সব পেয়ার ঘাটাঘাটি করে নিজের মুল্যবান সময় নষ্ট করার কোন মানে হয়?

Md Akter Hossain
2016-01-13, 10:43 PM
আমিও আপনার সাথে সহমত প্রকাশ করছি । আমিও প্রথম প্রথম একাধিক পেয়ার ট্রেড করতাম । ফল সরুপ বিশাল বড় ধরনের লসের মুখে পড়তে হলো । তাই এখন আর একাধিক পেয়ার ট্রেড করি না । তবে মাঝে মাঝে মনের ভেতরটা জানি কেমন করে একাধিক পেয়ারে ট্রেড করার জন্য ।

force22
2016-03-13, 10:32 AM
আমিও আপনার সাথে সম্পুরন এক মত,ট্রেডিং এর সময় যে কোন একটি বা দটি পেয়ারেই থাকা ওচিত।বেসি পায়ারে ট্রেড করা মানে এনালাইসিস এর পরিমান ও বেরে জাওয়া,যেখানে এনালাইসিস এ ভুল থাকার সম্বভাবনা বেরে যায়।

fatemaakhter
2016-03-13, 10:53 AM
ফরেেক্স কখন পেয়ারের মুভমেন্ট কেমন হতে পারে তা নির্ধারন করে ট্রেডিং করা হয়।আর এই অ্যানালাইসিস করার জন্য নির্ধারিত কিছু পেয়ার নিয়ে ট্রেড করাই ভালো। নইলে অনেকগুলো পেয়ার নিয়ে এককভাবে সঠিক অ্যানালাইসিস সম্ভব হয়ে ওঠে না। আপনার জন্য সবচেয়ে ভাল হয় মেজর কিছু পেয়ার নিয়ে ট্রেড করা ।আমরা এতেই ভাল সাফল্য পাব ।

rahmot255
2016-03-13, 11:53 AM
আমি জানি ফরেক্স মার্কেটে অনেক পেয়ার রয়েছে। আপনি যখন অনেকগুলি পেয়ার এ ট্রেড এর জন্য এনালাসিস করবেন তখন আপনি ভালো ভাবে তা করতে পারবেন না। কারন অনেকগুলি পেয়ার একসাথে এনালাসিস করলে আপনি সঠিক ভাবে এনালাসিস করতে পারবেন না। আর এক এক পেয়াররের মুভমেন্ট এক এক রকম। তাই সবারই উচিৎ মেজর কিছু পেয়ারে ট্রেড করা।

abdulguffer
2016-03-13, 12:40 PM
অনেক গুলো কারেন্সি পেয়ার এ এনালাইসিস করে ট্রেড করতে গেলে টেনশনে মাথা খারাপ হয়ে যায় ফলে এনালাইসিস খারাপ হয় এবং সব পেয়ারের সঠিক ট্রেড এন্ট্রি নেওয়া সম্ভব হয় না ফলে ট্ট্রেড গুলোতে লস হয়। শুধুমাত্র মেজর কারেন্সি পেয়ার গুলোতে ট্রেড করা ভালো, কারণ এদের স্প্রেড অনেক কম থাকায় লাভ বেশি হয়। আর ক্রস কারেন্সি পেয়ার এর স্প্রেড অনেক বেশি থাকে তাই লাভ কম হয়।

RUBEL MIAH
2016-12-02, 11:28 AM
আমরা সব সময় নির্ধারিত কিছু পেয়ারে কাজ করার চেষ্টা করব । আমরা নির্ধারিত পেয়ারে কাজ করতে পারলেই আমরা মার্কেট ভালোভাবে বুঝতে পারব । যে ট্রেডার যত বেশী পেয়ারে কাজ করবে সে তত বেশী লসে পড়ে যাবে । অতএব আমরা সব সময় ফরেক্স ব্যবসা ধৈর্য্যের সহিত করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব ।

ONLINE IT
2016-12-02, 05:52 PM
সব সময় নির্ধারিত কিছু পেয়ারে ট্রেড করাই ভাল। এতে আপনার সেই পেয়ার সম্পর্কে ভাল ধারনা থাকবে। আপনি সেই পেয়ারের মুভমেন্ট সহজেই ধরতে পারবেন। আজ একটা কাল আরেকটা পরশু আরেকটা পেয়ারে ট্রেড করলে আপনার কোন পেয়ার সম্পর্কেই ভাল ধারনা হবে না। সব চেয়ে ভাল হয় যদি আপনি সব সময় মেজর কারেন্সি পেয়ারের ভিতর সীমাবদ্ধ থাকেন।

nazib72
2016-12-22, 08:49 PM
আমরা যারা নতুন সব পেয়ার সম্পর্কে আমাদের তেমন ভালো ধারোনা নেই তাই নির্ধারিত কিছু পেয়ারে ট্রেড করা ভালো।ফরেক্স ট্রেডিং হল একই সাথে একটি কারেন্সির ক্রয় এবং অন্য কারেন্সির বিক্রয়। কারেন্সি কোন ব্রোকার অথবা ডিলারের মাধ্যমে এবং Pair বা জোড়ায় ট্রেড করা হয়। ইউরো ও ইউ. এস. ডলার এর জোড় EUR/USD অথবা ব্রিটিশ পাউন্ড ও জাপানিজ ইয়েন এর জোড় GBP/JPY.আপনি যখন ফরেক্স ট্রেডিং করবেন, আপনাকে Pair বা জোড় এর মাধ্যমে ক্রয়/বিক্রয় করতে হবে।

mithunsarkar
2016-12-22, 09:05 PM
ফরেক্স থেকে আয় করতে হলে আমি মনে করি ফরেক্স মাকেট শোম্পোড়কে এনালাইসিস করতে হবে তবেই ফরেক্স থেকে আয় করা সম্ভব | ফরেক্স মাকেট রিক্সি মাকেট আপনি ফরেক্স থেকে যত সহজে আয় করতে পারবেন তত সহজে লস করতে পারেন |তাই এনালাইসিস করে ফরেক্স করা থিক হবে |

Competitor
2016-12-29, 11:08 PM
নির্ধারিত কিছু পেয়ারে থাকার সুফল হলো এর মাধ্যমে আমরা নিদ্দিষ্ট কিছু পেয়ারের আচরণ আয্ত্ত করতে পারব । ফেরেক্স শুধু ট্রেড কররে হয় না । অনেকগুলো বিষয়কে একসাথে নিয়েই তবে ট্রেড করতে হয় । বিশ্লেষণ করতে হয় নিজের ট্রেডিং অবস্থা সম্পর্কে । যে যত বেশি ট্রেড করতে পারে সে তত বেশি পরিমাণে দক্ষ তা নয় বরং যে যত বেশি ইফেক্টিভ ট্রেড করতে পারে সে তত বেশি দক্ষ ।

pkboy
2016-12-29, 11:16 PM
আমরা জানি ফরেক্স মার্কেটে অনেক পেয়ার রয়েছে। আপনি যখন অনেকগুলি পেয়ার এ ট্রেড এর জন্য এনালাসিস করবেন তখন আপনি ভালো ভাবে তা করতে পারবেন না। কারন অনেকগুলি পেয়ার একসাথে এনালাসিস করলে আপনি সঠিক ভাবে এনালাসিস করতে পারবেন না। আর এক এক পেয়াররের মুভমেন্ট এক এক রকম। তাই সবারই উচিৎ মেজর কিছু পেয়ারে ট্রেড করা।

Skfarid
2016-12-29, 11:48 PM
এটি একটি ভাল পরামর্শ। ফরেক্স অনেক গুলো পেয়ার আছে আপনি সব গুলো নিয়ে এনালাইনিস করতে হেলে আপনি ভাল কোন সিদ্ধান্ত নিয়ে ট্রেড করতে পারবেন না। এতে করে আপনার লসর সম্বাভনা শুধু বাড়বে। আর আপনি যদি নির্দষ্ট কিছু পেয়ার নিয়ে নিয়মিত এনালাইনিস করেন তাহলে এক সময় ঐ পেয়ার গুলোর কিছু টাইম ফ্রেম দেখলেই বুঝতে পারবেন মার্করট কোন দিকে মেব করতে যাচ্ছে এতে করে আপনি ভাল একটি এনালাইসিস করে ট্রেড ওপেন করে লাভ করতে পারবেন।

Reba Rani Shingha
2016-12-30, 12:26 AM
ফরেক্স মার্কেটে কাজ করার জন্য আপনাকে বিভিন্ন পেয়ারে কাজ করতে হতে পারে কিন্ত বেশি পেয়ারে কাজ না করাই ভাল হাতে গোনা দুই তিনটি পেয়ারে কাজ করা ভাল আমার মতে eurusd ও gbpusd দিয়ে ট্রেড করা ভালে এবং এই তিন টি দেশের অর্থনৈতিক অবস্থা খুবিই ভাল এবং রিক্স ফ্রি।

RUBEL MIAH
2016-12-30, 11:12 AM
আমরা সব সময় ফরেক্স ব্যবসা অল্প পেয়ারে কাজ করার চেষ্টা করব । আমরা সবাই ফরেক্স ব্যবসা ধৈর্য্যের সহিত কাজ করার চেষ্টা করব তাহলেই আমরা সফলকাম হতে পাবর । আর অাপনারাও চেষ্টা করেন কিভাবে লাভবান হওয়া যায় । কিন্তু এ্যানালাইসিস করলে লাভ অবশ্যই হবে বলে আশা করা যায় । আমরা ধৈর্য্যের সহিত কাজ করব তাহলেই আমরা লাভবান হতে পারব ।

Nodi roy
2016-12-30, 11:28 AM
ফরেক্স মার্কেট এ অনেক ধরনের পেয়ার রয়েছে। তবে আপনি সব ধরনের পেয়ার এ কাজ করতে যাবেন না। কিছু ভাল ভাল পেয়ার বেছে নিয়ে তাতে কাজ করবেন অনেক পেয়ার এ ট্রেড করলে সব পেয়ার বুঝে আপনি ট্রেড করতে পারবেন না। এর ফলে ঝামেলা সৃষ্টি হবে। তাই কিছু পেয়ার বেছে নিয়ে কাজ করতে হবে।

md noor hasan
2017-01-17, 03:28 PM
আমাদের উচিত সফল ট্রেড করা তাই ফরেক্স মার্কেটে অনেক পেয়ারে ট্রেড করা গেলেও মেজর কিছু পেয়ারেই ট্রেড করা উচিত কেননা যখন আপনি অনেকগুলো পেয়ার নিয়ে চিন্তা বা এনালাইসিস করতে যাবেন তখনই কোনটিই ঠিক ঠাক ভাবে করতে পারবেন না, নিধারিত পেয়ারেই থাকাটা বেটার মনে হয় ১ থেকে ২ টি পেয়ারে ভালো করে আনালাইসি করে ট্রেড করুন, আপনার অ্যাকাউন্ট কে শক্তিশালি হতে

real razu
2017-01-17, 04:07 PM
আমরা জানি ফরেক্স মার্কেটে অনেক পেয়ার রয়েছে। আপনি যখন অনেকগুলি পেয়ার এ ট্রেড এর জন্য এনালাসিস করবেন তখন আপনি ভালো ভাবে তা করতে পারবেন না। কারন অনেকগুলি পেয়ার একসাথে এনালাসিস করলে আপনি সঠিক ভাবে এনালাসিস করতে পারবেন না। আর এক এক পেয়াররের মুভমেন্ট এক এক রকম। তাই সবারই উচিৎ মেজর কিছু পেয়ারে ট্রেড করা।

riponinsta
2017-01-23, 04:05 PM
আপনি যদি নতুন টেড আর হল তা হলে আপনার উচিত হবে ১ টা পেয়ার এ টেড করা কারন আপনি যখন ১ টা পেয়ার এ টেড করবেন তখন আপনি ওই পেয়ার এর সব জানতে পারবেন মার্কেট কোন দিকে জাইতে পারে মার্কেট এখন কেমন আছে তাই আপনি ১ টা পেয়ার থেকে ভাল লাভ করতে পারবেন আর আপনি যদি পুরনো টেড আর হন তা হলে ৪ থেকে ৭ টা পেয়ার নিয়ে কাজ করতে পারেন তারপর আপনার সুবিধা হয় ওই কয়টি পেয়ার নিয়ে কাজ করলে ভাল হবে আপনার জন্য

hasan019
2017-01-23, 08:34 PM
অনেক গুলো কারেন্সি পেয়ার আছে ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য । আমার মতে কিছু পেয়ারে থাকা একদম থিক না। জখন যেটায় ট্রেড নেওয়া যাবে সেটাই নেওয়া উচিত। ট্রেড নেওয়ার আগে স্প্রেড দেখা উচিত।

kazirasel
2017-01-24, 02:13 PM
ফরেক্স মার্কেট এ অনেক গুলো পেয়ার থাকে সব পেয়ার এ ট্রেড করা সম্ভব নয় । আমাদের মাঝে অনেকে আসে যারা অনেক গুলো পেয়ার নিয়ে কাজ করে এতে করে তারা মার্কেট এনালাইসিস করতে পারেনা ঠিক মত । আমাার মতে ফরেক্স কিছু পেয়ার নিয়ে ট্রেড করা ভাল যেমন ৪-৫ টা এর কম পেয়ার নিয়ে কাজ করলে আরো ভাল কারন এত মার্কেট ঠিক ভাবে এনালাইসিস করা যায় । আর ট্রেড এর ভুল এন্টি কম হয় । অনেক গগুলো পেযার নিয়ে কাজ করলে মেটারকে অগোছাল দেখায় ।

asik
2017-01-29, 11:44 PM
ফরেক্স মার্কেটে কিছু প্রধান করেন্সি রয়েছে যেগুলোকে মেজর করেন্সি বলে।এসব করেন্সিতে মার্কেট বেশি মুভমেন্ট হয় বলে আমি জানি।তাই একাধিক করেন্সিতে ট্রেড না করে একটি বা দুটি মেজর করেন্সিতে ট্রেড করাটাই লাভজনক হবে বলে আমি ধারনা করছি এর জন্য জিবিপি-ইউএসডি বা ইউএসডি-জেপিওয়াই ভালো হতে পারে।

biplopkumardas007
2017-01-30, 12:03 AM
ফরেক্স মার্কেটে দুইটি কারেন্সি নিয়ে একটি পেয়ার হয় এবং এই পেয়ার ধরে আমরা ট্রেড করি । প্রতিটি ট্রেডারের কিছু পেয়ার নিধারন করা উচিত এবং সেই সকল পেয়ার সব সময় এণালাইসিস করা উচিত এছাড়া তার উপর ট্রেড করা উচিত যেমন eurusd/gbpusd/audusd ইত্যাদি ।

Peace
2017-01-30, 12:32 AM
নিদির্ষ্ট কিছু পেয়ারেই থাকুন। বার বার পেয়ার চেঞ্জ করবেন না। নতুন নতুন পেয়ার নিয়ে ভাবতে গেলে মাথা ঠিক রাখতে পারবেন না। প্রথমেই আপনার পছন্দমত কিছু পেয়ার সিলেক্ট করুন। তারপর ঐ পেয়ার গুলিতেই ট্রেড করুন। ধীরে ধীরে ঐ পেয়েয়ারগুলি আপনার আয়ত্বে চলে আসবে। আর আপনি সহজে পেয়ার গুলির উঠানামা বিভিন্ন গতিবিধি সহজে বুঝতে পারবেন। তাই বার বার নতুন পেয়ারে না গিয়ে নির্ধারি কিছু পেয়ারে থাকুন। এতে করে আপনার জন্য ট্রেড করা সহজ হবে।

maziz6989
2017-01-30, 09:26 AM
কথায় আছে যে অনেক কিছু শুরু করে সে কিছুই শেষ করতে পারে না। তাই আপনিও একটা বা দুটো পেয়ারে ট্রেড করুন। যত বেশি পেয়ার নিয়ে ঘাটবেন তত লসের মাত্রাই বাড়বে। তাই আমি বলব আপনার সাথে যায় এমন দুটো বা একটা পেয়ার চুজ করেন আর ট্রেড করতে থাকেন।

shukumar8099
2017-01-30, 04:14 PM
আপনি যদি সফল ট্রেডার হতে চান তাহলে আপনাকে যা যা করতে হবে
১। পরিশ্রমি হতে হবে
২। লোভ পরিত্যগ করতে হবে।
৩। ধয্যশীল হতে হবে ।
৪। ফরেক্স শিক্ষা করতে হবে ।
৫। নিময়িত সময় দিতে হবে ।

amdad123
2017-01-30, 04:43 PM
ফরেক্স ট্রেডিং মার্কেটে সফলতার আরেকটি অন্যতম উপায় হল ট্রেডিং পেয়ার নির্বাচন করা। সঠিক পেয়ারের নির্বাচনের মাধ্যমে ট্রেডিং করে খুব সহজে সফলতা পাওয়া যায়। তবে এক্ষেত্রে ২ থেকে ৪টির বেশি পেয়ার নিয়ে ট্রেড করা উচিত নয়, কারন অনেক পেয়ার নিয়ে যারা ট্রেড করে তাদের লস হওয়ার সম্ভাবনা থাকে বেশি। তাই আপনি যে পেয়ারে ট্রেড করার জন্য নির্বাচন করবেন শুধুমাত্র সে পেয়ার নিয়ে ভালমত এনালাইসিস করে ট্রেড করলে ভাল সফলতা আসে। আর রীতিমত ঐ সকল পছন্দকৃত পেয়ারে ট্রেড করা অনেক ভাল।

ucall
2017-02-15, 07:09 PM
আমরা জানি ফরেক্স মার্কেটে অনেক পেয়ার রয়েছে। আপনি যখন অনেকগুলি পেয়ার এ ট্রেড এর জন্য এনালাসিস করবেন তখন আপনি ভালো ভাবে তা করতে পারবেন না। কারন অনেকগুলি পেয়ার একসাথে এনালাসিস করলে আপনি সঠিক ভাবে এনালাসিস করতে পারবেন না। আর এক এক পেয়াররের মুভমেন্ট এক এক রকম। তাই সবারই উচিৎ মেজর কিছু পেয়ারে ট্রেড করা।

Rana2017
2017-02-15, 07:45 PM
আসলে নির্ধারিত কিছু পেয়ার বলতে ইউরো-ইউএসডি, অড-ইউএসডি, এঞ্জেড-ইউএসডি, জিবিপি-ইউএসডি, ইউএসডি-জেপিওয়াই, ইউরো-জেপিওয়াই এই পেয়ার গুলোতে ট্রেড করাটাই উত্তম। কারণ, এদের হিস্টোরিক ট্রেন্ড দেখলে ফিউচার ট্রেড সম্পর্কে একটা আইডিয়া পাওা যায়।

nbfx
2017-03-27, 01:10 PM
ফরেক্স ব্যবসা করতে হলে অনেক পড়া-লেখা করতে হয়। বিভিন্ন দেশের পত্রিকা পড়ে জ্ঞান অর্জন করতে হয়। খোজ খবর নিতে হয় বিভন্ন দেশের অর্থনৈতিক অবস্থার। কারন ফরেক্স এমন একটি ব্যবসা যেখানে বিভিন্ন দেশের অর্থনৈতিক অবস্থার পরিবর্তনে ঐ দেশের মুদ্রার উপর বড় ধরনের প্রভাব পরে এবং মার্কেট প্রাইস উঠা-নামা করে থাকে।কোন কারেন্সি পেয়ারে ট্রেড করা লাভ ফরেক্স মার্কেটের ক্ষেত্রে এ কথাটি ঠিক মানায় না।কারন হলো ফরেক্স সারা পৃথিবীর জন্য ওপেন মুদ্রাবাজার । এখানে একটি নিদিষ্ট কারেন্সি পেয়ারে সব সময় ট্রেড সিগন্যাল পাওয়া যাবে না। মার্কেট অনেক সময় সাইডওয়ে বা সমান্তরাল ভাবে চলতে থাকে তখন ট্রেড ওপেন করা বেশ ঝুকিপূর্ণ। কাজেই যে কারেন্সি পেয়ার আপনার এনালাইসিসের ভিত্তিতে সঠিক নিগন্যাল দিবে সেই কারেন্সি পেয়ারে ট্রেড ওপেন করা ভাল। তাই নির্ধারিত কিছু পেয়ারে থাকাই ভাল।

Md Masud
2017-05-24, 05:32 PM
অনেকগুলো পেয়ারে থাকবে তখন স্বাভাবিকভাবেই আপনি কোন পেয়ারেই ভালো এ্যানালাইসিস করতে পারবেন না । নির্দিষ্ট কিছু পেয়ার নিয়েই কাজ করা এবং এ্যানালাইসিস করা । নিধারিত পেয়ারেই থাকাটা বেটার মনে হয় ১ থেকে ২ টি পেয়ারে ভালো করে আনালাইসি করে ট্রেড করুন । অামরা বেশী করে দক্ষতা অর্জন করার চেষ্টা করব ।