PDA

View Full Version : গুগলের ফিটবিট অধিগ্রহণ চুক্তিতে ঝুঁকি দেখছে ইসি



kohit
2020-02-23, 06:24 PM
বৈশ্বিক পরিধেয় ডিভাইস বাজারে প্রবেশ করতে চায় গুগল। এরই অংশ হিসেবে গত বছর নভেম্বরে ২১০ কোটি ডলারে পরিধেয় প্রযুক্তিপণ্য নির্মাতা ফিটবিটকে কিনতে চুক্তিবদ্ধ হয় প্রতিষ্ঠানটি। তবে বৈশ্বিক সার্চ জায়ান্টটির এ অধিগ্রহণ চুক্তিতে বড় ধরনের ঝুঁকি দেখছে ইউরোপিয়ান কমিশন (ইসি)। গত বৃহস্পতিবার বিষয়টি নিয়ে একটি বিবৃতি জারি করেছে ইসির ডাটা সুরক্ষাবিষয়ক স্বতন্ত্র সংস্থা ইউরোপিয়ান ডাটা প্রোটেকশন বোর্ড (ইডিপিবি)। খবর বিজনেস ইনসাইডার।

ইডিপিবির বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, গুগলের বিরুদ্ধে ইউরোপে একাধিক তথ্য কেলেঙ্কারির ঘটনা নিয়ে তদন্ত চলমান। এ পরিস্থিতির মধ্যে প্রতিষ্ঠানটি ফিটবিটকে নিজেদের নিয়ন্ত্রণে নিলে ইউরোপ অঞ্চলের গ্রাহকদের গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য বেহাত হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। গুগলের ফিটবিট অধিগ্রহণ ইউরোপের নাগরিকদের জন্য তথ্য নিরাপত্তা ঝুঁকি কয়েক গুণ বাড়াবে।

ইডিপিবির বিবৃতির জবাবে গুগলের এক মুখপাত্র জানান, আমরা তীব্র প্রতিযোগিতাপূর্ণ পরিধেয় ডিভাইস বাজারে ভালো কিছু পণ্য সরবরাহের লক্ষ্য থেকে ফিটবিট কিনতে সম্মত হয়েছি। এ অধিগ্রহণ চুক্তিটি বাস্তবায়নে বিভিন্ন দেশের নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদনের প্রয়োজন রয়েছে। গুগলের ব্যবসার প্রধান শর্তই হলো গ্রাহকের তথ্য সুরক্ষা নিশ্চিত করা। আমরা বিষয়টিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। ফিটবিট অধিগ্রহণ নিয়ে কোনো দেশ বা অঞ্চলের নিয়ন্ত্রক কর্তৃপক্ষের উদ্বেগ থাকলে আমরা তাদের সহায়তা করতে চাই। গুগলের ফিটবিট অধিগ্রহণ পরিধেয় ডিভাইস বাজারে কোনো ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে না।

বৈশ্বিক অনলাইন অনুসন্ধান ও মোবাইল অপারেটিং সিস্টেম খাতে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে আছে গুগল। বেশ কিছুদিন ধরে কোর ব্যবসায় অনলাইন অনুসন্ধান ও অ্যান্ড্রয়েড মোবাইল অপারেটিং সিস্টেমের পাশাপাশি হার্ডওয়্যার খাতে ব্যবসায় সম্প্রসারণে জোর দিচ্ছে প্রতিষ্ঠানটি। অন্যদিকে বৈশ্বিক পরিধেয় প্রযুক্তিপণ্য বাজারে প্রতিদ্বন্দ্বী অ্যাপলের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পেরে খারাপ সময় পার করছে ফিটবিট।

গত নভেম্বরে ফিটবিটের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেমস পার্ক বলেন, আমরা একটি বিশ্বস্ত ব্র্যান্ড তৈরি করতে পেরেছি। যে কারণে বিশ্বব্যাপী ২ কোটি ৮০ লাখের বেশি মানুষ সুস্থ জীবনযাপনের জন্য সক্রিয়ভাবে আমাদের পণ্য ব্যবহার করছে।

তিনি বলেন, ফিটবিটের ভবিষ্যৎ মিশন বাস্তবায়ন এবং আরো বেশি মানুষের কাছে পৌঁছানোর জন্য গুগল আদর্শ অংশীদার। গুগলের সঙ্গে অংশীদারিত্বের কারণে ভবিষ্যতে ফিটবিটের উদ্ভাবনী কার্যক্রম আরো বাড়বে। ফলে পরিধেয় প্রযুক্তিপণ্য ক্যাটাগরিতে আরো নতুন পণ্য যুক্ত হবে এবং মানুষ পরিধেয় পণ্যে আরো বেশি স্বাস্থ্যসংশ্লিষ ট সেবা পাবে।

বণিক বার্তা

kohit
2020-02-27, 06:11 PM
হাজার কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা গুগলের

মার্কিন যুক্তরাষ্ট্রের কার্যালয় এবং ডেটা সেন্টারগুলোতে চলতি বছর এক হাজার কোটি মার্কিন ডলারের বেশি বিনিয়োগ পরিকল্পনার কথা জানিয়েছে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও বলা হয়েছে, ম্যাসাচুসেটস, নিউ ইয়র্ক এবং ওহাইওসহ ১১টি অঙ্গরাজ্যে এই বিনিয়োগ করা হবে-- খবর বার্তাসংস্থা রয়টার্সের।

এক ব্লগ পোস্টে গুগল প্রধান সুন্দার পিচাই বলেন, “এই বিনিয়োগের ফলে হাজারো নতুন চাকুরির ব্যবস্থা হবে, গুগলে কাজ করার সুযোগ তৈরি হবে। পাশাপাশি ডেটা সেন্টার নির্মাণের কাজ এবং নবায়নযোগ্য শক্তির কারখানাসহ আশপাশের শহরগুলোতে স্থানীয় ব্যবসার সুযোগ তৈরি হবে।”

গত বছর গুগলের পক্ষ থেকে বলা হয়েছিল, ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের কার্যালয় এবং ডেটা সেন্টারগুলোতে ১৩০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করা হয়েছে।

৩১ ডিসেম্বর শেষ হওয়া চতুর্থ প্রান্তিকের হিসাব অনুযায়ী গুগলের খরচ ১৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৬৮১ কোটি মার্কিন ডলার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম