PDA

View Full Version : অ্যাকাউন্ট ব্লক হবার কারন কি?



fxtdr
2015-01-29, 08:27 PM
আমি নতুন। আমি অ্যাকাউন্ট ব্লক হবার কারন গুলো জানতে চাই। আপনারা যারা অভিজ্ঞ আছেন তারা দয়া করে উত্তর দিবেন?

Harun1650
2015-03-13, 02:24 AM
আমার জানা মতে যখন আপনি জেকোন লিখা নিজে মন্তব্য না করে অন্য এর কাছ থেকে কপি করে পেস্ট করেন তাহলে ব্রোকার আপনার একাউন্টি কোন ধরনের কারন দর্শানো ছাড়া একাউন্টি ব্যান অথবা ব্লক করে দিতে পারে। আবার আপনি অযথা পোস্ট দেন এবং একি পোস্ট বারবার দেন তাহলেও আপনার আইডিটি ব্লক হয়ে যাওয়ার সম্ভবনা থাকে ।

mybff
2015-03-21, 10:12 PM
আমি নতুন। আমি অ্যাকাউন্ট ব্লক হবার কারন গুলো জানতে চাই। আপনারা যারা অভিজ্ঞ আছেন তারা দয়া করে উত্তর দিবেন?

ইন্সটাফরেক্স এর ট্রেডিং একাউন্ট টি বিভিন্ন কারনেই ব্লক হতে পারে তবে আমি যতটুকু জানি ততটুকু আপনাকে জানানোর চেষ্টা করব । আপনি যদি আপনার ট্রেডিং একাউন্ট নিয়ে অনেক টানা হেচড়া করেন ( বিভিন্ন ফোরাম এ যুক্ত করে বোনাস নেয়ার চেষ্টা) তাহলে আপনার একাউণ্টটি ব্লক হতে পারে । আবার আপনি যদি সবসময় সবটুকু প্রফিট উঠীয়ে নেন নিজে কিছু ডিপোজিট করার চেষ্টা ন আকরেন তাহলে আপনার একাউন্টটি ব্লক হয়ে যেতে পারে । তাই এসব থেকে দূরে থাকবেন আপনার একাউন্টটিও নিরাপদ থাকবে ।

Tuhin
2015-04-15, 02:23 PM
আমার জানা মতে আপনি যদি অন্যর লিখা গুলো কপি করে নিজের বলে চালান এবং ওয়েবসাইট থেকে কোন লিখা হবুহু কপি পেস্ট করেন তাহলে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। আপনি বোনাস থেকে ট্রেড করে প্রাপ্ত লাভের সব উঠিয়ে নিলে আপনাকে ব্লক করা হতে পারে। নিজের লাইভ একাউন্ট এ নিজে কিছু ডিপোজিট + বোনাস দিয়ে ট্রেড করুন।

shakil003
2015-04-16, 09:02 AM
আপনারা যদি অনন্যা লেখা কপি করে নিজের বলে চালান তাহলে আপনার অ্যাকাউন্ট টি ব্লক হতে পারে।তাই পোস্ট নিজে করতে হবে অন্নর পোস্ট কপি করা যাবে না।

Imrankhan
2015-04-16, 09:10 PM
সোজা ভাবে বলতে গেলে, অপরের লেখা বা পোস্ট চুরি করে ধরা পরলে আপনার একাউন্ট ব্লক হয়ে যাবে।

mithun
2015-04-24, 01:24 AM
আমি এখানে নতুন; ১০ মিনিটের মধ্যে ৫ টির বেশি পোষ্ট দেয়া যাবে না আমাকে এই মর্মে দুইবার সতর্ক করা হয়েছে। এই ভুল পরবর্তীতে আবার করলে আমার একাউন্ট কি ব্লক হয়ে জেতে পারে? কেউ জানলে জানাবেন প্লিজ।

Bijoysingh
2015-04-25, 05:46 PM
অন্নের লেখা যদি চুরি করে এনে পুষ্ট করেন তাহলে আপনার অ্যাকাউন্ট ব্লক হবার সম্বাবনা অনেক বেশী।

Imrankhan
2015-04-28, 10:48 PM
অন্যের লেখা কপি করা, অযথা পোস্ট দেয়া এবং একি পোস্ট বারবার দেয়া ইত্যাদি হতে পারে আপনার আইডিটি ব্লক হবার কারন।

FxAhsan
2015-09-06, 10:58 PM
আপনি যদি কপি পেস্ট করে পোস্টিং করতে থাকেন তাহলে আপনাকে ব্লক করা হতে পারে,এছাড়া ফোরামের এডমিনরা যদি আপনাকে বোনাস শিকারি হিসাবে চিহ্নিত করে সেক্ষেত্রেও আপনি ব্লক হতে পারেন।তাই এগুলা এড়িয়ে চলার চেষ্টা করুন।

swadip chakma
2015-09-08, 08:35 PM
আমার জানা মতে একাউন্ত বেন বা ব্লক হওয়ার কয়েকটা কারন আছে তার মদেদ যদি কোন ট্রেডার আরেক জনের পোস্ট কপি করে নিজের জায়গায় পোস্ট করে থাকে বা কোন ধরনের নেগেতিভ মন্তব্য করে থাকে সে ক্ষেত্রে একাউন্ত বেব বা ব্লক হয় বা পোস্ট করার সময় ২লাইন এর কম হয়।

MotinFX
2015-09-11, 02:03 PM
আমার জানা মতে অন্যের লেখা কপি করে পোস্ট করেন তাহলে আপনার আইডি ব্লক হতে পারে। চুরি করা আার কপি পেস্ট করা অন্যায়, এরকম অন্যায় থেকে বিরত থাকা ভাল।

Defender
2015-09-11, 05:11 PM
বেশির ভাগ হয় একজন অন্যের লেখা কপি করে পোস্ট করার কারণে আইডি ব্লক হতে পারে।
এটা তো একপ্রকার বড় ধরনের খারাপ অভ্যাস এটা না পরিবর্তন করলে সে জিবনে কোন কাজ করে ভাল একটা স্থানে যেতে পারবেনা।

amdad123
2015-09-12, 12:06 AM
আমি নতুন। আমি অ্যাকাউন্ট ব্লক হবার কারন গুলো জানতে চাই। আপনারা যারা অভিজ্ঞ আছেন তারা দয়া করে উত্তর দিবেন?
আসলে আপনার প্রশ্নের উত্তরটা সঠিক ভাবে দিতে পারিনাই কারন এখানে আপনি কোন অ্যাকাউন্ট ব্লক হবার কথা বুজিয়েছেন। এখানে কি ফরেক্স ব্রোকার অ্যাকাউন্ট এর কথা বলেছেন, নাকি ফোরাম অ্যাকাউন্ট এর কথা বলেছেন ?

fxover
2015-09-13, 01:06 PM
আমি নতুন। আমি অ্যাকাউন্ট ব্লক হবার কারন গুলো জানতে চাই। আপনারা যারা অভিজ্ঞ আছেন তারা দয়া করে উত্তর দিবেন?

আপনি কি ফোরাম এর একাউন্ট ব্লক হবার কথা বলছেন ? যদি তাই হয় তাহলে আপনি এ ব্যাপারে বিস্তারিত জানার জন্য আর একবার ভালো করে ফোরাম এর নিয়ম কানুন গুলো পড়ে নিন । সেখানেই আপনি আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন । তবে আপনি যদি অন্য কারো পোস্ট কপি করেন ,আপনার অনেকগুল পোস্ট যদি খুব স্বল্প দৈর্ঘের হয়, আপনি যদি ব্যাপক হারে অন্যের ওয়েবসাইট থেকে কপি পেস্ট করেন বাঁ অনেক বানান ভুল করেন তাহলে আপনার একাউন্ট টি ব্লক হতে পারে ।

AbuRaihan
2015-10-16, 11:27 PM
আসলে আমিও একজন নতুন ট্রেডার তাই অাপনাকে আপনার প্রশ্ন সম্পর্কে কিছুই জানাতে না পারার জন্য আামি দুঃখিত । ফরেক্সে যারা নুতন তাদের জন্য এই বিষয়টা জেনে নেওয়া জরুরি যে কেন একটা একাউন্ট ব্লক হতে পারে । আমি যতটুকু জানি তা হল আপনি যদি ব্রোকারর কোন ধরনের নিয়ম ভঙ্গ করেন এবং একাধিক ফোরাম যুক্ত করার প্রচেষ্টা করেন তবে আপনি নিশ্চিতভাবেই ব্লক খাবেন । তাই আমাদের উচিত ব্রোকারের প্রদত্ত নিয়মকানুন মেনে ট্রেড করা ।

Momen
2015-10-18, 01:11 PM
এই ফোরামে কিছু নিয়ম-কানুন আছে যা মেনে না চললে একাউন্ট ব্লক করে দেওয়া হয়। যেমন কারো পোস্ট কপি পেস্ট করা। ফোরাম অযথা অনৈতিক কোন পোস্ট করা ইত্যাদি।

Furkan
2015-10-21, 02:16 AM
অ্যাকাউন্ট ব্লক হবার কারণ হলো আমরা যে ফোরামে কাজ করতেছি এই ফোরামের নিয়ম হলো যে যা জানেন তা নিজের ভাষায় লিখা। এখানে হাজার হাজার গ্রহক রয়েছে তারা তাদের নিজের মনমতে করে লিখে। এখানে মেইন কারণ হচ্ছে যারা অন্যের লেখা কপি করে রিপলাই পাটান তখন ব্রোকার রা তাদের কে সাবধান করে দেয় যে আপনারা কারো লেখা কপি করে পাটাবেন না। যদি পাটান তাহলে আপনাদের অ্যাকাউন্ট ব্লক করে দিব। যারা মানেনা তাদের অ্যাকাউন্ট ব্লক করে দেন।

mlbasumata
2015-10-21, 02:18 PM
আপনি কোন একাউন্টের কথা বলেছেন জানি না। তবে যদি-
ফোরাম একাউন্ট হয়-
১। অন্যের পোস্ট কপি করে পেস্ট করা।
২। একই পোস্ট বার বার দেওয়া।
ইন্সটা একাউন্ট হয়-
১। ভেরিফিকেশনের সঠিক ডকুমেন্ট দিতে না পারা।
২। সব লাভ তুলে নেওয়া।
৩। নিজে কোন ডিপজিট না করা।
৪। একাধিক ফোরামে একাউন্ট যোগ করা।

RUBEL MIAH
2016-05-27, 10:17 PM
অন্য ট্রেডারগণের লেখা যদি অাপনি হুবাহু পেষ্ট করেন তাহলে সেই পোষ্ট দিয়ে ডলার আয় করা যায় না । ডলার আয় করতে হল নিজেদের কিছু অভিজ্ঞতার প্রয়োজন । সুতরাং আমরা এ্যাকাউন্ট ব্লোক হয়ে যায় এমন কাজ কখনোই করব না । তাহলেই আমরা ফোরাম থেকে লাভবান হতে পারব ।

Sahed
2016-07-28, 07:19 PM
এ্যাকাউন্ট ব্লক হওয়ার জন্য আমরা নিজেরাই দায়ী । কারন আমরা ফোরামের কিংবা ব্রোকারের কোন নিয়মনীতি কিছুই মেনে চলি *না । যার কারনে আমরা আমাদের এ্যাকাউন্টটি ব্যান খাওয়াই । প্রতিটি প্রতিষ্টানের কিছুনা কিছু নিয়ম কানুন রয়েছে । ঠিক তেমনি ফোরামের কিংবা ব্রোকারের নিয়ম কানুন মেনে না চললে আমরা আমাদের একাউন্ট হারাব ।

Realifat
2016-07-30, 03:04 PM
ইন্নটাফরেক্সে বোনাস ট্রেডিং অ্যাকাউন্টের ব্লক হবার অনেক কারন রয়েছে। যখন কেউ অতিরিক্ত ফ্রি মার্জিন ব্যবহার করবে এবং ফ্রি মার্জিন যখন মাইনাসে চলে যাবে তখন মাঝে মধ্য অ্যাকাউন্টে ব্লক করে দিতে পারে। তাই সবসময়ই স্বল্প লটে স্বল্প লাভের ট্রেড পরিচালনা করার চেষ্টা করি এবং এটাই ভালো সিসস্টেম ব্লক থেকে বাচার।

fatema begum
2016-07-31, 12:13 PM
ফোরামের কিছু নিয়ম কানুন আছে।আপনি যদি সকল নিয়ম মেনে একটি ফোরামের মাধ্যমে পোষ্ট করেন তা হলে এ ধরণের সমস্যায় পড়বেন না।ফরেক্স ফোরাম এমন একটি ব্যবস্থা যেখানে আপনি আপনি পোষ্ট করে বা অভিঙ্গতা শেয়ার করার মাধ্যমে ফরেক্স শিখবেন।সুতরাং এডমিনরা এখানে কিছু নিয়ম করে দিয়েছেন। যেগুলো আমাদেরকে পালন করতে হয়।

Md. Tariqul Islam
2016-07-31, 01:15 PM
ইন্সটাফরেক্স এর ট্রেডিং একাউন্ট টি বিভিন্ন কারনেই ব্লক হতে পারে তবে আমি যতটুকু জানি ততটুকু আপনাকে জানানোর চেষ্টা করব । আপনি যদি আপনার ট্রেডিং একাউন্ট নিয়ে অনেক টানা হেচড়া করেন ( বিভিন্ন ফোরাম এ যুক্ত করে বোনাস নেয়ার চেষ্টা) তাহলে আপনার একাউণ্টটি ব্লক হতে পারে । আবার আপনি যদি সবসময় সবটুকু প্রফিট উঠীয়ে নেন নিজে কিছু ডিপোজিট করার চেষ্টা ন আকরেন তাহলে আপনার একাউন্টটি ব্লক হয়ে যেতে পারে । তাই এসব থেকে দূরে থাকবেন আপনার একাউন্টটিও নিরাপদ থাকবে ।

fardin222333
2016-07-31, 05:20 PM
ট্রেডিং একাউন্ট বিভিন্ন কারন ব্লক হতে পারে। আপনার ট্রেডিং একাউন্ট নিয়ে টানা হেচড়া করেন, বিভিন্ন ফোরামের বোনাস নেওয়ার চেষ্টা করেন আপনার একাউন্ট ব্লক হয়ে যাবে। আপনি যদি আপনার প্রফিট সব তুলে ফেলেন, নিজে কোন ডিপোজিট না করেন এসব কারনে আপনার একাউন্ট ব্লক হয়ে যাবে।

vodrolok
2016-09-07, 04:29 PM
একউন্ট ব্লক হবার কারণ সম্পর্কে ঠিক আমার জ্ঞান নেই। তবে এতটুকু জানি যে যদি আমার ডিপোজিট একউন্টে থাকে তাহলে ব্রোকার স্ক্যাম হলে তা ফেরত পাওয়ার নিশ্চয়তা খুবই কম। তাই একউন্ট করার সময় নীতি গুলো খুব ভালো করে জানা থাকা উচিত। অথবা অন্য কেউ এই ব্রোকার থেকে ব্লক খেলে তার কাছ থেকে খোঁজ নেয়া উচিত। আর ব্লকে কপি পেস্ট কারী রাই ব্লক খায়।

forexboy
2016-09-09, 11:01 AM
অ্যাকাউন্ট ব্লক হবার অন্যতম কারণ হচ্ছে আকাউন্ট ভেরিফিই না করা । অন্তত আমরা প্রথম লেভেল টা ভেরিফােই করে রাখব এতে আমাদের আকাউন্ট টট ব্লক হবে না আসা করা যায়।

milonkhanfx1993
2016-10-02, 10:19 PM
নিজে শুধু বোনাসের জন্য পোস্ট না করলে সহজে অ্যাকাউন্ট ব্যান্ড হবে না পাশাপাশি আপনার এ্যাকাউন্ট এ বোনাস পাউয়ার পর আপনাকে কিছু পরিমান ডলার ইনভেস্ট করতে হবে তাছাড়া শুধু বোনাস দিয়ে ট্রেড করবেন না,কপি পেস্ট থেকে বিরত থাকুন,স্পামিং কিছু করবেন না।

MoinFX
2016-10-03, 12:27 PM
একাউন্ট ব্লক হয় হয় তখন আমরা কোন নিয়ম ভানলে তখন একাউন্ট ব্লক করে দিবে।ফরেক্স মার্কেটে আমাদের কে সব কিছু নিয়ম মেনে ট্রেড করতে হবে তাহলে এই রকম সমস্যা হবেনা।

md mehedi hasan
2016-11-12, 09:18 AM
ফরেক্স মার্কেটে বোনাস একাউন্ট ব্লোক হওা অন্যতম কারন গুলো হল অন্যকোন সাইট থেকে কপিপেষ্ট করা,বোনাস ডলার উত্তোলনের চেষ্টা করা,মানসম্মত পোষ্ট না করা এবং ফোরামের অন্যান্য নিয়ম না মানলে আপনার একাউন্ট ব্লোক হতে পারে।

sohrab
2016-11-12, 09:40 AM
অ্যাকাউন্ট ব্লক হওয়ার অনেক গুলো কারন আছে । ফরেক্স ফোরামের কিছু নিয়ম কানুন আছে যে গুলো অমান্য করলে বা না মানলে একান্টটি ব্লক হতে পারে । বিশেষ করে ফোরামে যদি কেউ কপি পেস্ট করে ,অপ্রাসঙ্গিক কিছু লিখে বোনাস শিকারী হিসেবে চিহ্নিত হয় ।

Shimul77
2016-11-13, 04:37 PM
একাউন্ট ব্লক হবার অন্যতম কারন হল
১।কারো পোস্ট কপি করলে
২।কোন ওয়েব সাইট থেকে পোস্ট চুরি করলে
৩।একই পোস্ট বার বার দিলে।
৪।আপনার পোস্ট যদি ২ লাইনের কম হয়।

shimul77ss
2016-11-13, 05:56 PM
ফরেক্স মার্কেট এ একাউন্ট ব্লক হবার কারন হল আপনি যদি কারো পোস্ট কপি বা চুরি করেন।তাছাড়া ব্লক হতে পারে যদি অন্য কোন ওয়েবসাইট থেকে পোস্ট কপি করেন তাহলে ব্লক হতে পারে।

Shimul77
2016-11-25, 10:36 PM
একাউন্ট ব্লক হবার কারন হল-
১।কারো পোস্ট কপি পেস্ট করলে
২।আপনার পোস্ট যদি ২ লাইনের কম হলে
৩।আপনার পোস্টটি যদি ফরেক্স বিষয়ক না হয়
৫।১০ মিনিটে ৫টা পোস্টের বেশি করলে

nisho5533
2016-11-26, 08:01 PM
আপনি যদি বার বার কপি পেস্ট করেন তবে আপনি একাউন্ট ব্লক করে দিতে পারে বাংলা ফরেক্স | তাই আমার মতে ফরেক্স করার জন্য কপি পেস্ট না করা ভাল হবে আপনি আপনার মত করে ফরেক্স করেন সথিক ভাবে আর ফরেক্স থেকে আয় করেন সবার মত |

Mamun13
2017-10-04, 11:16 PM
আপনি যদি পোষ্টিং বাবদ বোনাসের লোভে অন্যের লেখা কপি করে পেষ্ট করতে থাকেন তাহলে আপনার একাউন্ট সঙ্গে সঙ্গে ব্যান্ড করে দিবে৷আবার যদি আপনার একই লেখা বিভিন্ন থ্রেডে একাধিক বার পোষ্ট করেন তাহলেও ব্যান্ড করে দিবে৷কমপক্ষে ২ লাইন বা ততোধিক লাইন লিখতে হবে৷ থ্রেড অনুযায়ী আপনার লেখা প্রাসঙ্গিক ও শুদ্ধ বানান সহ তথ্যপূর্ণ কার্যকরী লেখা হতে হবে৷