View Full Version : করোনাভাইরাস এর জন্য কি ফরেক্স ব্যবসাতে কোন প্রভাব পরেছে? আপনার মতামত জানান।
MdRubelShaikh
2020-03-05, 10:32 AM
ফরেক্স ট্রেডিং ব্যবসা একটি আন্তর্জাতিক অনলাইন ব্যবসা।আমি জানতে চাই যে করোনাভাইরাস এর জন্য কি ফরেক্স ব্যবসাতে কোন প্রভাব পরেছে? আপনার মতামত জানান।
alamsat
2020-03-05, 12:02 PM
করোনা ভাইরাস এর প্রভাবে ইতিমধ্যে অনেক বেশি প্রভাব ফরেক্স এ দেখা গিয়েছে। আপনি গত কয়েকদিন আগে দেখবেন যে কিছু বড় বড় শেয়ার এর দাম হঠাৎ করে একদিনে কমে গিয়েছিল আবার সেগুলির দাম ধীরে ধীরে বাড়ছে তবে এর প্রভাব আরও পড়তে পারে। তবে কাজ শুক্রবার ইউএসডি পেয়ারে একটি বড় নিউজ আছে এটা প্রকাশিত হলে আরও মার্কেট মোভ করতে পারে তাই সবাই কালকের নিউজ এর দিকে তাকিয়ে আছে । তবে নিউজ ট্রেড করা থেকে বিরত থাকাই উত্তম কারন যদি ভুল ট্রেড হয়ে যাই তাহলে অনেক বেশি ক্ষতির সম্ভাবনা হতে পারে।
MINARULRFL100
2020-03-05, 02:18 PM
করোনা ভাইরাসের জন্য ইতিমধ্যে বিভিন্ন দেশের মুদ্রা মান কমে গেছে।যার প্রভাব পড়েছে ফরেক্স মার্কেটের উপর।যার কারনে এখন অধিকাংশ কারেন্সি পিয়ারের অবস্থা খুব একটা ভাল নয়।তবে কিছু দিন পর হয়ত আবার মার্কেট উঠতে পারে সেই পর্যন্ত আমাদের ধৈর্য ধরে বিশ্লেষণ করে তার পর মার্কেটে ট্রেড এন্ট্রি নিতে হবে।তাই এখন মার্কেট কেমন কি অবস্থায় যেতে পারে অবশ্যই ফান্ডামেন্টাল এনালাইসিস না করে ট্রেড এন্ট্রি নেওয়া একদম ঠিক হবেনা।
Sapna1212
2020-03-05, 05:27 PM
এস ইন্সটাফরেক্স কোম্পানির এমন প্রভাব রয়েছে যা এর বাজারে ভালবাসা এবং মুদ্রা অন্তর্ভুক্ত করে ইন্সটাফরেক্স থেকে। এবং করোনার ভাইরাস বিশ্বে এত ছড়িয়ে পড়েছে যে ইন্সটাফরেক্সে প্যাপিরাস এবং মুদ্রার কারণে তারা এটিকে খুব সম্ভব করে তুলছে যা আমাদের ক্ষতি করতে পারে, তাই আরও সাবধান ও বাণিজ্য করুন। সাবধানে চিন্তা করুন
Suriya Sultana Hira
2020-03-05, 05:47 PM
ফরেক্স মার্কেট যেহেতু একটা আন্তর্জাতিক অনলাইন ব্যবসা,,, সেহেতু ফরেক্স মার্কেটে করোনাভাইরাস এর জন্য একটু খারাপ প্রভাব দেখা দিতে পারে । তবে ইতিমধ্যে কয়েকটি কারেন্সি পেয়ারে হটাৎ করে কারেন্সির দাম অনেক বেশি কমে গিয়েছে,, মানে ডাউন হয়ে গিয়েছে,,, তবে পরবর্তীতে অবশ্যই ধীরে ধীরে আবার মার্কেট উপরের দিকে উঠছে তবে কিছু বলা যাচ্ছে না যে কোন অবস্থাতে গিয়ে মার্কেট পৌছাবে,,,, ধন্যবাদ ।
SOMARANITHAKUR1995
2020-03-05, 06:20 PM
ক্রয় ক্ষমতার সমতা অনুযায়ী অর্থনৈতিক দিক থেকে বিশ্বে চীনের অবস্থান দ্বিতীয়। ২০০৫ সালের হিসাব অনুযায়ী আমেরিকান ডলার বিনিময় হারের দিক থেকে বিবেচনা করলে দেখা যাবে চীনের অবস্থান বিশ্বে চতুর্থতম। এখানে জিডিবি প্রায় ৮.১৮৫ ট্রিলিয়ন মার্কিন ডলার। চীনের অর্থনীতি মূলত নির্ভর করে রপ্তানির উপর। পোশাক, চামড়া বা চামড়াজাত দ্রাব্য, ইলেকট্রনিক্স যন্ত্রপাতি বা এক্সসরিস, প্লাস্টিক দ্রব্য ইত্যাদি চীনের প্রধান রপ্তানিজাত দ্রব্য। বিশ্ববাজারে রপ্তানি রপ্তানিশিল্পে চায়না একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। কিন্তু করোনা ভাইরাস আক্রান্ত দেশটি মহামারি আকার ধারণ করেছে। দিনদিন আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে এবং ইতোমধ্যে আক্রান্ত বহু মানুষের মৃত্যু হয়েছে। এই ভয়ঙ্কর রোগের এখনো পর্যন্ত কোনো প্রতিষেধক আবিষ্কৃত হয়নি। এ রোগ প্রতিরোধে গোটা চীন এখন হিমশিম খাচ্ছে। এই অবস্থায় কোন দেশে এখন রপ্তানি হচ্ছে না। যার কারণে অর্থনৈতিক দিক থেকে চীন দুর্বল হয়ে পড়েছে। এর প্রভাব আমরা ফরেক্স মার্কেটে অবশ্যই দেখতে পারছি। চায়না দুর্বল হওয়ার কারণে কিছু কিছু দেশের অর্থনৈতিক অবস্থা উন্নত হচ্ছে। কারণ চিনা প্রডাক্ট যেহেতু রপ্তানি হচ্ছে না তাই বিকল্প হিসেবে অন্য দেশ থেকে রপ্তানির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। যেমন আমেরিকা। এদানিং আমেরিকা সহ ইউরোপ কান্ট্রিগুলির মুদ্রা খুব স্ট্রং হয়েছে। কারণ এই দেশগুলোর অর্থনৈতিক অবস্থার উন্নয়ন হয়েছে। অন্যদিকে যেসব পেয়ারের 1st কারেন্সি চীনা মুদ্রা ওই পেয়ারগুলি অনেক দূর্বল হয়েছে।
Mas26
2020-03-05, 09:39 PM
করোনা ভাইরাস এর প্রভাবে ইতিমধ্যে অনেক বেশি প্রভাব ফরেক্স এ দেখা গিয়েছে। আপনি গত কয়েকদিন আগে দেখবেন যে কিছু বড় বড় শেয়ার এর দাম হঠাৎ করে একদিনে কমে গিয়েছিল আবার সেগুলির দাম ধীরে ধীরে বাড়ছে তবে এর প্রভাব আরও পড়তে পারে। তবে কাজ শুক্রবার ইউএসডি পেয়ারে একটি বড় নিউজ আছে এটা প্রকাশিত হলে আরও মার্কেট মোভ করতে পারে তাই সবাই কালকের নিউজ এর দিকে তাকিয়ে আছে । তবে নিউজ ট্রেড করা থেকে বিরত থাকাই উত্তম কারন যদি ভুল ট্রেড হয়ে যাই তাহলে অনেক বেশি ক্ষতির সম্ভাবনা হতে পারে।
TANJIRZOOM2020
2020-03-06, 09:42 AM
করোনাভাইরাস এটি বিশ্বের প্রতিটি দেশেই আত্মক সৃষ্টি করেছে।যার ফলে বিভিন্ন দেশের সাথে বিভিন্ন দেশের আমদানি রপ্তানি বন্ধ হয়ে গেছে।বেশ কয়েক দিন ফরেক্সে ও এই সমস্যা হচ্ছে।ফরেক্স ও তো ওয়াল্ড ওয়াইড একটি ব্যাবসায়ি প্রতিষ্ঠান। তাই করোনা ভাইরাসের জন্য ফরেক্সে অনেক সমস্যা হচ্ছে।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.