PDA

View Full Version : দেশে প্রথমবারের মতো তিনজন করোনাভাইরাস রোগী শনাক্ত।



Rajib_Biswas
2020-03-08, 04:38 PM
10279

দেশে করোনা ভাইরাসে আক্রান্ত তিন জন রোগী শনাক্ত করা হয়েছে। তিনজনের মধ্যে একজন নারী এবং দুইজন পুরুষ। আক্রান্ত দুইজন একই পরিবারের। তারা ইতালি থেকে বাংলাদেশে এসেছেন এবং তাদের মাধ্যমে অপরজন আক্রান্ত হয়েছেন। তাদেরকে বর্তমানে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে আইইডিসিআর।

Tofazzal Mia
2020-03-09, 01:07 PM
ওয়ার্ল্ড হেলথ অর্গের মতে-সাবধান হোন, আতংকিত হবেন না। আপনার বয়স যদি ৫০ এর নীচে হয় তবে মারা যাওয়ার সম্ভাবনা ০.০২% ৫০ এর ওপরে মারা যাওয়ার সম্ভাবনা ১.৫% তাও যদি শ্বাসকষ্ট থাকে। যত লোক মারা গেছে তাদের ৯৮% এর বয়স ৮০ এর ওপরে। বিষয়টা খেয়াল করুন ! আর আমরাতো পৃথিবীর সবচেয়ে দূষিত নগরের বাতাস প্রতি সেকেণ্ডে গ্রহণ করে , ফরমালিন যুক্ত খাবার দিনে তিনবেলা পেটে চালান করে, ব্যাকটেরিয়া ভাইরাসের গোডাউনে বাস করে-মশা মাছির উপদ্রবকে নিত্য সাথী করে আমাদের ইমিউন সিস্টেমকে ইস্পাতের মতো শক্ত করে নিয়েছি। আমাদের সাথে পাল্লা দিতে হলে বরং করোনা ভাইরাসকেই মাস্ক পরে আগাতে হবে। সুতরাং এতো পেনিক হওয়ার কিছু নেই। ভাইরাস যদি বাতাসে উড়তো আর যে ভাবে পেনিক ছড়িয়েছে সেভাবে সংক্রমিত হতো আর সংক্রমনের সাথে সাথে মানুষ মারা যেতো তবে দেশে দেশে এতোক্ষণে লাশের পাহাড় হয়ে যেতো। তাই পেনিক হওয়া যেমন ঠিকনা। আবার একেবারে এটি খুব সিম্পল একটা ব্যাপাার এরকম ভেবে অবহেলা করে মৌজ মাস্তি করাও ঠিক না। কথায় বলে সাবধানের মার নেই। সাবধান হোন। কিন্তু পেনিক হবেন না। পেনিক ছড়াবেন না। #শীত চলে গিয়ে গরমকাল শুরু হওয়ার সাথে সাথেই করোনার খেল খতম হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠান্ডা পানীয় এবং আইসক্রিম এড়িয়ে চলুন ! বিপদ কেটে যাক।