Log in

View Full Version : করোনাভাইরাস: চালকদের ক্ষতিপূরণ দেবে উবার



kohit
2020-03-08, 04:40 PM
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বা ১৪ দিনের জন্য আলাদাভাবে পর্যবেক্ষণে (কোয়ারেনটাইন) রাখা হয়েছে এমন চালক এবং সরবরাহ কর্মীদেরকে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে রাইড হেইলিং প্রতিষ্ঠান উবার।

ইতোমধ্যে বেশ কিছু দেশে ক্ষতিপূরণ দেওয়া শুরু করেছে প্রতিষ্ঠানটি। শীঘ্রই বিশ্বের সব দেশে একই পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে বলে বিবৃতিতে জানিয়েছে উবার-- খবর বার্তাসংস্থা রয়টার্সের।

এর আগে ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের যেসব চালক করোনাভাইরাসের ঝুঁকিতে রয়েছেন তাদেরকে অর্থ দেওয়ার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। এরইমধ্যে যুক্তরাজ্য এবং মেক্সিকোর পর্যবেক্ষণে রাখা পাঁচ জন চালককে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। ওই চালকরা এখনও আক্রান্ত হননি বলেও জানানো হয়েছে।


চালকদেরকে বরাবরই ঠিকাদার হিসেবে পরিচয় দিয়ে আসছে উবার। ঠিকাদারদেরকে কর্মী বলা হলে উবার, ডোরড্যাশ এবং পোস্টমেটস-এর প্রতিষ্ঠানগুলোকে শ্রমিক আইন অনুযায়ী আরও বেশি অর্থ এবং অন্যান্য সুবিধা দিতে হয় যার মধ্যে চিকিৎসা বীমাও রয়েছে।

এখন পর্যন্ত বিশ্বজুড়ে এক লাখ পাঁচ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন নভেল করোনাভাইরাসে। আর এতে মৃত্যু হয়েছে তিন হাজার ৫৯৫ জনের।

বিডিনিউজ টোয়েন্টিফোর