Rajib_Biswas
2020-03-09, 02:45 PM
10287
করোনাভাইরাস আতঙ্কে পুঁজিবাজারে বড় দরপতন হয়েছে। আজ সোমবার দুপুর সোয়া ২টা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ২৮৫ পয়েন্ট বা ৬ দশমিক ৬৫ শতাংশ।
বাজার বিশ্লেকরা বলছেন, করোনাভাইরাসের কারণে চীন থেকে কাঁচামাল আমদানিতে সমস্যায় পড়তে হচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রায় সব কোম্পানিকে। কোম্পানিগুলোর আয়ে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। এই শঙ্কা থেকেই শেয়ারবাজারের দরপতন হচ্ছে।
তারা বলছেন, এমনিতেই গত কয়েক মাস ধরে বাজারে সূচক কমছে। তার ওপর করোনাভাইরাস আরেকটি নেতিবাচক দিক হিসেবে যুক্ত হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে একটি ওষুধ কোম্পানির প্রধান অর্থ কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বলেন, ওষুধ খাতের বেশিরভাগ কোম্পানিই তাদের কাঁচামালের একটি অংশ চীন থেকে আমদানি করে। যদি করোনাভাইরাসের প্রকোপ আগামী কয়েক মাস দীর্ঘায়িত হয় সে ক্ষেত্রে কোম্পানিগুলোর উৎপাদন কিছুটা ব্যাহত হবে। তবে বেশিরভাগ বড় কোম্পানি আগামী তিন মাসের কাঁচামাল মজুত রেখেছে।
করোনাভাইরাস আতঙ্কে পুঁজিবাজারে বড় দরপতন হয়েছে। আজ সোমবার দুপুর সোয়া ২টা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ২৮৫ পয়েন্ট বা ৬ দশমিক ৬৫ শতাংশ।
বাজার বিশ্লেকরা বলছেন, করোনাভাইরাসের কারণে চীন থেকে কাঁচামাল আমদানিতে সমস্যায় পড়তে হচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রায় সব কোম্পানিকে। কোম্পানিগুলোর আয়ে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। এই শঙ্কা থেকেই শেয়ারবাজারের দরপতন হচ্ছে।
তারা বলছেন, এমনিতেই গত কয়েক মাস ধরে বাজারে সূচক কমছে। তার ওপর করোনাভাইরাস আরেকটি নেতিবাচক দিক হিসেবে যুক্ত হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে একটি ওষুধ কোম্পানির প্রধান অর্থ কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বলেন, ওষুধ খাতের বেশিরভাগ কোম্পানিই তাদের কাঁচামালের একটি অংশ চীন থেকে আমদানি করে। যদি করোনাভাইরাসের প্রকোপ আগামী কয়েক মাস দীর্ঘায়িত হয় সে ক্ষেত্রে কোম্পানিগুলোর উৎপাদন কিছুটা ব্যাহত হবে। তবে বেশিরভাগ বড় কোম্পানি আগামী তিন মাসের কাঁচামাল মজুত রেখেছে।