Log in

View Full Version : আপনারা কি কেউ ফেব্রুয়ারি 2020 এর ফোরামে পোস্ট এর বোনাস পেয়েছেন?



KaziBayzid162
2020-03-12, 01:49 PM
ফরেক্স এর বর্তমান নিয়ম অনুসারে প্রতি মাসের 11 তারিখে পূর্ববর্তী মাসে ফোরামে যে পোস্ট করা হয় তার জন্য ৎবোনাস প্রদান করে থাকে। সে অনুযায়ী মার্চ মাসের 11 তারিখে ফেব্রুয়ারি মাসে ফোরামে যে পোস্ট করা হয়েছে তার বোনাস প্রদান করার কথা।কিন্তু মার্চ মাসের 11 তারিখ পার হয়ে যাওয়ার পরেও আমার ফোরামে বা ট্রেডিং একাউন্ট এ কোন প্রকার বোনাস যোগ হয়নি।আপনারা কি কোন প্রকার বোনাস পেয়েছেন বা বোনাস দেবে কি দেবে না এই ব্যাপারে কি আপনাদের কোন ধারণা আছে থাকলে অবশ্যই শেয়ার করবেন।

jasminbd
2020-03-12, 06:34 PM
ফেব্রুয়ারী মাসের বোনাস এখনো দেয় নি। ফোরামের রুলস অনুযায়ী বোনাস দেওয়া হয় প্রতি মাসের ১-১৫ তারিখের মধ্যে। আমি জানুয়ারী মাসের বোনাস পেয়ছিলাম ১১/০২/২০২০ তারিখে। তাই জানুয়ারী মাসের বোনাস এখনো কেউ পাইনি আমার মনে হয়। আর আজকে মাত্র ১২ তারিখ। আপনি ১৫ তারিখ পর্যন্ত অপেক্ষ করুন। আশা করি এই মাসের ১৫ তারিখের মধ্যে আমরা যার যার প্রাপ্য বোনাস পেয়ে যাব। তার বোনাস আসতে কোন কোন সময় দেরি হয়। এমনকি দুই মাসের বোনাস এক সাথে পেয়েছি এমন রেকর্ডও আছে। তাই আপনাকে বলব যে এই মাসের ১৫তারিখ পর্যন্ত অপেক্ষ করুন। যদি ১৫ তারিখ পার হয়ে যায় তাহলে ফোরামের মোডারেটরের বিষয়টি জানান। তারা আপনাকে বোনাস না আসার কারন বলতে পারবেন।

TANJIRZOOM2020
2020-03-12, 09:41 PM
আমার জানামতে ফরেক্স ফোরামের বোনাস এখনো পর্যন্ত কেউ পায়নি। তবে ফেব্রুয়ারি মাসের বোনাসটা হয়তোবা এক থেকে দুই দিনের ভিতরে দিবে। অন্যান্যদের কাছ থেকে এরকমটা শোনা যাচ্ছে। বোনাস নিয়ে চিন্তা না করে মার্চ মাসের কাজগুলো আমরা মনোযোগ সহকারে করতে থাকি। অবশ্যই ফেব্রুয়ারি মাসের বোনাস টা পাবো।

rakib.r
2020-03-12, 10:09 PM
আমার বোনাস মানি এখনো আমি পাইনি। হয়তো কাল বা পরশু দিয়ে দিতে পারে। আবার আজ এখনো সময় আছে চলেও আসতে পারে। আমার মনে হয় খুব সম্ভবত কাল বোনাস ঢুকবে সবার একাউন্টে। এটা নিয়ে টেনশন করার কিছুই নাই

Suriya Sultana Hira
2020-03-12, 10:43 PM
আমি এই ফরেক্স মার্কেটে নতুন,,, আমি ২০২০ সালের মার্চ মাসে জয়েন্ট করছি তাই আমি ফরেক্স বাংলা ফোরামের থেকে কোনো প্রকার পোস্টিং বোনাস পাইনি । তবে আশা করি আগামী মাসে আমি আমার পোস্টিং বোনাস পেয়ে যাবো,,,, ইনশাআল্লাহ ।

KANIZFATEMA1997
2020-03-12, 11:06 PM
ফরেক্সের নতুন নিয়ম অনুযায়ী পোষ্ট লাইকের ভিত্তি বোনাস প্রদান করা হয়।তাই হয়তোও একটু দেরী হয়।
ফরেক্স এর বর্তমান নিয়ম অনুসারে প্রতি মাসের 11 তারিখে পূর্ববর্তী মাসে ফোরামে যে পোস্ট করা হয় তার জন্য ৎবোনাস প্রদান করে থাকে। সে অনুযায়ী মার্চ মাসের 11 তারিখে ফেব্রুয়ারি মাসে ফোরামে যে পোস্ট করা হয়েছে তার বোনাস প্রদান করার কথা।কিন্তু মার্চ মাসের 11 তারিখ পার হয়ে যাওয়ার পরেও আমার ফোরামে বা ট্রেডিং একাউন্ট এ কোন প্রকার বোনাস যোগ হয়নি।আপনারা কি কোন প্রকার বোনাস পেয়েছেন বা বোনাস দেবে কি দেবে না এই ব্যাপারে কি আপনাদের কোন ধারণা আছে থাকলে অবশ্যই শেয়ার করবেন।

Romjan1989
2020-03-12, 11:24 PM
আমি এখনো ফোরাম পোস্টিং বোনাস পাই নি। আমার মনে হয় আজ ১২ তারিখ বোনাস দেওয়া হবে। কারন গত মাসে ও টিক এই টাইমে ফোরামের বোনাস দেওয়া হয়ে ছিল। আপনারা সবাই বোনাস পাবেন একটু অপেক্ষা করুন।

Jid13
2020-03-13, 01:37 AM
আসলে আমি এখনো অপেক্ষায় আছি বোনাস পাবার জন্য। কারন সবসময় ১১ তারিখেই বোনাস দিয়েছে আগের কিছু মাসে সে হিসেবে কালই পাবার কথা ছিলো। হয়তো দু একদিনের মধ্যেই দিবে এরকমটাই আশা করছি। আর বোনাস পেলে সবাই কেয়ারফুলি ট্রেড করবো এমনটাই আশা রাখি।

amreta
2020-03-13, 10:21 AM
তৃষ্ণার্ত আপনি যদি একটি ভাল মেয়ের জামাইয়ের সাথে চাচাতো ভাই থাকতে চান তবে ভাল পোস্ট করে আপনি নীচে নামবেন youআপনি যদি ভাল পোস্ট করেন তবে আপনি সাবান সাতটি সাঁতার কাটাতে পারবেন, যিনি পরিষ্কার করতে চান এবং ভাল হয়ে যেতে পারেন। তিনি অবশ্যই এতে সফল হবেন, তাই আমার প্রিয় বন্ধুরা, আপনি যদি শহরবাসী চান তবে আপনাকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে।

MdRubelShaikh
2020-03-13, 10:37 AM
আজ ১৩/৩/২০২০ তারিখ কিন্তুু এখুনো কোন বোনাস যোগ হয়নি।আমার প্রতিমাসে ১২ তারিখের মধ্য যোগ হয়ে যেত কিন্তুু কিছু বুঝতে পারছিনা কেন এমুনটা হচ্ছে।যেহেতু কেউ এখুনো পাইনি তাহলে সবাই একসাথে পাব ইনশাআল্লাহ।