PDA

View Full Version : গাছের শখ



rakib.r
2020-03-12, 10:40 PM
ফুল গাছ হোক বা ফল গাছ অথবা সাজানোর গাছ
গাছ দেখলেই আমার ভালো লাগে। গাছ আমাদের অক্সিজেন দেয় আর কার্বন ডাই অক্সাইড টেনে নেয়। কিন্তু আমরা গাছ ভালোবাসি না। গাছের প্রতি আমার আলাদা একাটা মায়া কাজ করে এই ব্যাপার গুলার জন্য। নিজে গাছ লাগান অন্যকে গাছ লাগাইতে বলেন

HASIBURRAHMAN
2020-04-09, 09:36 PM
ফুল গাছ হোক বা ফল গাছ অথবা সাজানোর গাছ
গাছ দেখলেই আমার ভালো লাগে। গাছ আমাদের অক্সিজেন দেয় আর কার্বন ডাই অক্সাইড টেনে নেয়। কিন্তু আমরা গাছ ভালোবাসি না। গাছের প্রতি আমার আলাদা একাটা মায়া কাজ করে এই ব্যাপার গুলার জন্য। নিজে গাছ লাগান অন্যকে গাছ লাগাইতে বলেন

ছোটকাল থেকেই আমার শখ ছিল কম্পিউটার বিষয়ে কোন কাজ করা। কারণ কম্পিউটার ছিল আমার নেশা। নেশা আর পেশা যদি এক হয় তবেই সেটাতে সত্তিকারের সফলতা আসা সম্ভব। তাই সব সময় ইচ্ছা ছিল কম্পিউটারকে পেশা হিসেবে গ্রহণ করা। আর এক্ষেত্রে ফরেক্স আমাকে যথেষ্ট সহযোগিতা করছে।

Badman12
2020-06-07, 11:33 AM
আসসালামু আলাইকুম।
গাছের শখ!!!
একেক মানুষ এর একেক ধরণের শখ আছে।
তার মধ্যে গাছ রোপণ করা ও একটি অন্য তম শখ! হোকনা সেটা ফল গাছ বা ফুল গাছ।
ফুল গাছ আপনার বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করবে আর ফল গাছ আপনার বাড়ি সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি প্রতি বছর ফল দিবে সাথে ছায়া ও দিবে।
তাই আমি চেষ্টা করি প্রতি বছর দু একটা করে গাছ লাগানোর।

FXBD
2020-07-19, 06:43 PM
একটু সবুজের ছোঁয়া পেলে মন স্নিগ্ধ হয়ে ওঠে। ইট পাথরের এই শহরে আমাদের প্রিয় ঘরেই বিভিন্ন ধরনের ইনডোর প্লান্ট বা বাহারি গাছ রাখতে পারি। ঘরে আমরা যে গাছ রাখতে পারি তার মধ্যে রয়েছে- তুলসি গাছ, পুদিনা, কারিপাতা, ধনেপাতা, পেঁয়াজ পাতা। এছাডাও পাতাবাহার, মানিপ্লান্ট, ক্যাকটাস, বাঁশপাতা, ডের্জাট রোজ, থাই রোজ, কেবি রোজ, ডেসিরা, পাথরকুচি, কলকি লাভ ক্যাকটাস, বট বনসাইসহ আরও অনেক গাছ। এগুলো আমাদের ঘরটিকে আরও সুন্দর করে তোলে সঙ্গে অক্সিজেন পাওয়া যায় আর প্রয়োজনে বিভিন্ন গাছের পাতাগুলোও কাজে লাগে। জুসে বা সালাদে, রান্নায় খাবারের স্বাদ বাড়াতে, ঠান্ডা কাশি সারাতে জুড়ি নেই *এই ছোট ছোট পাতাগুলোর।
11637

sagar0835
2020-08-25, 06:39 PM
বাগান এবং শরীর এবং মন উভয়ের জন্য দুর্দান্ত ব্যায়াম। ওজন হ্রাসের সুস্পষ্ট সুবিধাগুলি ছাড়াও অধ্যয়নগুলি প্রমাণ করেছে যে বাগান করা হতাশার সম্ভাবনা হ্রাস করে, রক্তচাপকে হ্রাস করে এবং রক্তে কোলেস্টেরলের মাত্রা হ্রাস করে। স্ট্রেস এলে বাগান করাও সহায়ক। এটি একটি শখ যে আপনি যখন শিথিলতা চাইছেন তখন আপনার মনোনিবেশ করা উচিত এবং এটি অবশ্যই তা সরবরাহ করবে।