PDA

View Full Version : নাম নিয়ে সমস্যা?



fxtdr
2015-02-06, 09:15 AM
আমার নাম এ শুধু একটা অংশই রয়েছে। যেমন ধরুন ''সামসুন্নাহার"। আমার ন্যাশনাল আইডি কার্ড এও এই নাম। কিন্তু আমি একাউন্ট করতে গেলে ফাস্ট নেম এবং লাস্ট নেম চাই। আমি এখন কি করব? দয়া করে যারা অভিঙগ আছেন তারা সাহায্য করেন। খুব উপকার হবে আমার জন্য।

TselimRezaa
2015-07-17, 10:56 AM
হ্যা নাম নিয়ে এমন সমস্যাতে আমিও পড়েছি । এটা খুবই জটিল সমস্যা । আমরা অনেকেই বুঝে উঠতে পারিনা এক্ষেত্রে কি করা উচিত। আমার মতে এক্ষেত্রে নাম টা দুইবার ব্যবহার করা যায় কিংবা ফার্স্ট নাম সামসুন্নাহার রেখে লাস্ট নেমে যেকোনো পদবী জুড়ে দেয়া যায়। যেমন সামসুন্নাহার খাতুন বা অন্য কিছু। আমার মনে হয় এটা বেশ কাজে দেবে।

mamun93
2015-07-17, 02:49 PM
দেখুন আমি যদি ভুল বুঝে না থাকি তাহলে আপনি নিশ্চই ফরেক্সে রিয়াল এ্যাকাউন্ট খোলার সময়কার সমস্যার কথাটি বলেছেন আপনার নাম সামসুন্নাহার আগে পরে নামের সাথে অন্য কিছু নেই তা হলে আপনি ফরেক্সে রিয়াল এ্যাকাউন্ট খোলার সময় যে ফরমটি আসে সেখানে ফাস্ট নেইম আর লাস্ট নেইম এর জায়গায় কি লিখবেন আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে ফাস্ট নেইমের স্থানে মিস এবং যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে ফাস্ট নেইমের স্হানে মিসেস লিখতে পারেন এতে আপনার এ্যাকাউন্ট কোন প্রকার ঝামেলা ছাড়াই হয়ে যাবে ভেরিফিকেশনেও কোন ঝামেলা হবে না।

Talha
2015-07-17, 03:03 PM
নাম নিয়ে সমস্যা এটা কোন ব্যপারই না খুবই সহজ আপনার নাম যেমন ধরেন সামসুন্নাহার তাহলে আপনি ফার্স্ট নেইম এর জায়গায় আপনার নাম সামসুন্নাহার লিখে ফেলবেন তারপরে আপনার নামের দ্বীতিয় অংশে বংশের পদবি লিখে ফেলবেন আর তা যদি বংশের কোন পদবি না থাকে তাহলে যেহেতু আপনি ফরেক্স ট্রেড করার জন্য মন স্থির করেছেন তাই নামের পরে ফরেক্স লিখে ফেলবেন তারপরে আশাকরি আর কোন সমস্যা হবে বলে আমার মনে হয় না।

shakawath
2015-10-23, 10:26 AM
আমি অবশ্য নামের একটা অংশ নিয়ে কখন ভাবিনি। প্রথমে আমি ফার্স্ট নেম লাস্ট নেম সম্বন্ধে বুঝতাম না। তবে আপনি যে সমস্যায় পড়েছেন তার প্রতিকার মনে এভাবে সম্ভব- নামের আগে মোছা: বা মিস/ মিসেস থাকলে তা ফার্স্ট নেম এর জায়গায় বসাতে পারেন। আর বাকীটুকু লাস্ট নেমে বসান। অথবা খাতুন বা আহমেদ এই টাইপের লাস্ট নেম ব্যবহার করতে পারেন। ভেরিফিকেশন এর সমস্যা হাওয়ার কথা না।

AbuRaihan
2015-10-23, 10:35 AM
ফরেক্স বিশেষ করে ভেরিফিকেশন এর সময় প্রায় মানুষ নাম নিয়ে অনেক বেশি ঝামেলা পোহাতে হয় । কারণ অনেকে ফেরেক্স রিয়েল একাউন্ট খোলার সময় এক নাম দেয় আবার ভেরিফিকেশন এর সময় যখন এনআইডি এর সাথে মিলানো হয় তখন তখন বাঁধে যতসব বিপত্তি । তাই নাম দেওয়ার ক্ষেত্রে সবসময় আমাদেরকে সতর্ক এবং সচেতন থাকতে হবে । জাতীয় পরিচয় পত্রে যে নাম অাছে সে নামই রিয়েল একাউন্টে ব্যবহার করা শ্রেয় হবে । বিশেষ করে নতুন ট্রেডারদের এই বিষয়টা মনে রাখতে হবে ।

Sahed
2016-02-07, 09:01 PM
হ্যা এই ধরনের প্রবলেম ফরেক্স মার্কেটে একাউন্ট ভেরিফাই করতে গিয়ে প্রায়ই দেখা দেয় । ফরেক্স মার্কেটে একাউন্ট ভেরিফাই করার জন্য যেহেতু আপনার ন্যাশনাল আইডি কার্ডের নামের সাথে মিল থাকতে হয় সেহেতু আপনি ফাস্ট নেইমের ক্ষেত্রে মিস বা মিসেস ব্যবহার করতে পারেন । এটি ধারা আপনার সমস্যার সমাধান হতে পারে ।

Marufa
2016-02-07, 10:05 PM
নাম এর ক্ষেত্রে আপনি কোন ধরনের সমস্যা সম্মুখীন হলে ইনস্টাফরেক্স এর লাইভ চ্যাটে যোগাযোগ করতে পারেন । তারা আপনাকে এ ব্যাপারে সসহযোগগিতা করতে পারবে । তবে আমার মনে হয় আপনার কোন সমস্যা হবে না । আপনি কোন ধরনের চিন্তা ছাড়াই ট্রেড করতে পারেন । এগুলো কোন সমস্যা নয় ।

MotinFX
2016-02-07, 11:17 PM
নাম নিয়ে আমার কোন সমস্যা হয়নাই যাদের এই সমস্যা রয়েছে তাদের উচিত নাম লিখার সময় পাস্ট নেম লিখার পর আর লাস্ট নেম আপনার যেকোন পদবি ব্যাবহার করলে সমস্যা সমাধান হয়ে যাবে। আপনাদের এরপরও সমস্যা হয় তাহলে সাপোর্ট সেন্টারে যোগাযোগ করা যায় কিন দেখবেন।

basaki
2016-02-08, 11:05 AM
ফরেক্স মার্কেটে আপনি একাউন্ট করতে গেলে আপনাকে একাউন্ট ভেরিফাই করাটা খুব জরুরি। তাই আপনার নাম নিয়ে যে সমস্যটা হয়েছে তা যদি আপনি সমাধান না করতে পারেন তবে আপনার পরিশ্রটা বিপলে যাবে। তাই একান্ট করতে আপনি প্রোয়োজনে লাইভ চেট করে একাউন্ট করতে পারেন।

sharifulbaf
2016-05-12, 10:03 PM
নামের সমস্যা হতে পারে যদি এমন সমস্যা হচ্ছে যার কারনে একাউন্ট ভেরিফাই হচ্ছে না তাহলে আমরা ফরেক্স ব্রোকারের সাথে লাইভ সাপোর্ট নিয়ে তা সমাধান করতে পারি,তাই আমাদের একাউন্ট অপেনিং করার সময় সব তথ্য এমন ভাবে দিতে হবে যাতে একাউন্টে কোন রকম সমস্যা না হয়,ফরেক্স মার্কেটে আমরা এভাবে একাউন্ট করব।

Tazul Islam
2016-05-13, 06:25 AM
র্ফার্স্ট নেম এবং লাস্ট নেম নিয়ে দু:চিন্তার কিছু নেই। আপনি এখানে আপনার নামটি দুই ভাগ করে দিলেই হবে। যেকোন এক অংশ ব্যবহার হবে। অর্থ্যাৎ যে কোন এক অংশ ধরে ভার্চুয়ালি আপনাকে ডাকবে। আপনি সেই খানে সর্তক্য থাকবেন য়েখানে বলা হবে যে ফুল নেম ইন ক্যাপিটাল লেটার । এ্টা আপনার সার্টিফিকেট অনুযায়ি দিতে হবে।

dwipFX
2016-05-13, 08:29 AM
আমি ফরেক্স মার্কেটে নতুন ট্রেড করি আমার নাম নিয়ে কোন সমস্যা হয়নাই কারন নাম দিয়ে ফরেক্স মার্কেটে অনেকে সমস্যা হয় তাদের কে বিন্ন কোন উপায় বের করতে হবে। আমার মনে হয় আপনার নামের আগে পড়ে যে কোন ধর্মে একটা ব্যাবহার করত হয় কিন্তু আপনি সেটা করেন নি তাই আমাদের ধর্মীয় নাম সাথে রাখলে ভাল হয়।

kholil
2016-09-26, 11:55 PM
শুধু ফরেক্সে না ইমেল খোলার সময়ও এই নাম নিয়ে ঝামেলা হয়ে ইথাকে এই ঝামেলাতে আমি কয়েকবার পরেছি । ফরেক্সে নাম যদি একই হয়ে যায় তাহলে আমি মনে করি নামের আগে বা পরে কিছু একটা লিখে দিলে হয়ে যায় । এতে নিজের নামের সাথে আর কারো নামের মিল থাকে না । নামের মিল হয়ে গেলে নামের শেষে বা আগে যদি কোন পদবি ব্যবহার না করি তাহলে যে কোন সংখ্যাও ব্যবহার করা যাবে এতে কোন সমস্যা নেই ।

Mohammadriazulislam893
2016-09-27, 08:23 PM
সেক্ষেত্রে আপনি ফাস্ট নেইম মিসেস এবং লাস্ট নেইম সামসুন্নাহার ব্যাবহার করে আপনার অ্যাকাউন্ট তৈরি করতে পারেন তার পরও যদি সমস্যা হয় তা হলে আপনি পরিবারের অন্য কোন সদস্যের আইডি কার্ড ব্যাবহার করে অ্যাকাউন্ট খুলতে পারেন এবং অ্যাকাউন্ট ভেরিফাই করে ট্রেড করতে পারেন।

shukumar8099
2016-09-27, 09:51 PM
আমি অবশ্য নামের একটা অংশ নিয়ে কখন ভাবিনি। প্রথমে আমি ফার্স্ট নেম লাস্ট নেম সম্বন্ধে বুঝতাম না। তবে আপনি যে সমস্যায় পড়েছেন তার প্রতিকার মনে এভাবে সম্ভব- নামের আগে মোছা: বা মিস/ মিসেস থাকলে তা ফার্স্ট নেম এর জায়গায় বসাতে পারেন। আপনি কোন ধরনের চিন্তা ছাড়াই ট্রেড করতে পারেন|

janasa
2016-10-11, 01:23 PM
আমার জানা মতে ফরেক্স মার্কেটে নাম নিয়ে কোন সমস্যা নাই । অনেকের নামের সমস্যা থাকতে পারে । যেহেতু আমার নাম নিয়ে কোন সমস্যা নাই তাই আমি সঠিক বলতে পারছি না যে নাম নিয়ে কি কি সমস্যা হয়ে থাকে । তবে কখনো নাম নিয়ে সমস্যা হলে আপনাদের সকলকে জানাবো । আসা করি আমার নাম নিয়ে কখনো সমস্যা হবে না । কারন আমি রিয়েল নাম ব্যবহার করে থাকি ।

forexboy
2016-10-11, 02:45 PM
হ্যা এই ধরনের প্রবলেম ফরেক্স মার্কেটে একাউন্ট ভেরিফাই করতে গিয়ে প্রায়ই দেখা দেয় । তাই আপনার নাম নিয়ে যে সমস্যটা হয়েছে তা যদি আপনি সমাধান না করতে পারেন তবে আপনার পরিশ্রটা বিপলে যাবে। তাই একান্ট করতে আপনি প্রোয়োজনে লাইভ চেট করে একাউন্ট করতে পারেন।

shimul77ss
2016-10-11, 07:08 PM
এ ধরনের সমস্যা প্রায় দেখা যাই।একাউন্ট ভেরিফিকেশনে সময় আপনার আইডির যে নাম তার সাথে ফরেক্স এ যে নাম দেওয়া আছে তার সাথে কোম্পানি নাম মিল করে।তাই ফার্স্টনামের জাইগাই আপনি মিস দিতে পারেন।আশা করি নাম ভেরিফিকেশন হয়ে যাবে।

udaydebnath
2016-11-05, 11:53 AM
নামকে তিন ভাগে ভাগ করা যেতে পারে। যেমন, মোছা: সামনুন নাহার, এত করে নামের প্রথম নাম হবে মোছা: মিডল নেম সামসুন লাষ্ট নেম হবে নাহার। এত করে সমস্যার সমাধান হবে বলে মনে করি। চেষ্টা করে দেখতে পারেন। এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য যাদের এমন নামের সমস্যা আছে।

mdtorikul
2017-02-26, 11:15 PM
আমি বলবো নাম এর ক্ষেত্রে আপনি কোন ধরনের সমস্যা সম্মুখীন হলে ইনস্টাফরেক্স এর লাইভ চ্যাটে যোগাযোগ করতে পারেন । তারা আপনাকে এ ব্যাপারে সসহযোগগিতা করতে পারবে । তবে আমার মনে হয় আপনার কোন সমস্যা হবে না । আপনি কোন ধরনের চিন্তা ছাড়াই ট্রেড করতে পারেন । এগুলো কোন সমস্যা নয় ।

InstaForex Sushantay
2017-02-27, 08:55 AM
আমার নাম এ শুধু একটা অংশই রয়েছে। যেমন ধরুন ''সামসুন্নাহার"। আমার ন্যাশনাল আইডি কার্ড এও এই নাম। কিন্তু আমি একাউন্ট করতে গেলে ফাস্ট নেম এবং লাস্ট নেম চাই। আমি এখন কি করব? দয়া করে যারা অভিঙগ আছেন তারা সাহায্য করেন। খুব উপকার হবে আমার জন্য।


হ্যা নাম নিয়ে এমন সমস্যাতে আমিও পড়েছি । এটা খুবই জটিল সমস্যা । আমরা অনেকেই বুঝে উঠতে পারিনা এক্ষেত্রে কি করা উচিত। আমার মতে এক্ষেত্রে নাম টা দুইবার ব্যবহার করা যায় কিংবা ফার্স্ট নাম সামসুন্নাহার রেখে লাস্ট নেমে যেকোনো পদবী জুড়ে দেয়া যায়। যেমন সামসুন্নাহার খাতুন বা অন্য কিছু। আমার মনে হয় এটা বেশ কাজে দেবে।

প্রিয় ফোরাম ট্রেডার,
ইন্সফরেক্স এর সাথে অ্যাকাউন্ট খোলার জন্য কিংবা এই ফোরামে অ্যাকাউন্ট খোলার জন্য আপনার নাম নিয়ে সমস্যায় পড়তে হবে না। আমাদের রেজিস্ট্রেশনের সময় ফাস্ট নেম বা লাস্ট নেম অপশনটি নেই, এখানে শুধুমাত্র আপনার পুরো নাম প্রদান করতে হয়।
কিন্তু যদি আপনি এধরনের সমস্যায় পরে থাকেন তাহলে আপনাকে উপদেশ দিব যে আপনি নামের শুণ্যস্থানে Fx, Mr, Ms বা Mrs ব্যবহার করতে পারেন। ধন্যবাদ

asaa
2017-03-16, 08:33 AM
ব্যক্তিগতভাবে আমি অবশ্য নামের একটা অংশ নিয়ে কখন ভাবিনি। প্রথমে আমি ফার্স্ট নেম লাস্ট নেম সম্বন্ধে বুঝতাম না। তবে আপনি যে সমস্যায় পড়েছেন তার প্রতিকার মনে এভাবে সম্ভব- নামের আগে মোছা: বা মিস/ মিসেস থাকলে তা ফার্স্ট নেম এর জায়গায় বসাতে পারেন। আর বাকীটুকু লাস্ট নেমে বসান। অথবা খাতুন বা আহমেদ এই টাইপের লাস্ট নেম ব্যবহার করতে পারেন। ভেরিফিকেশন এর সমস্যা হবার কথা না।

ahpalash
2017-04-21, 01:15 AM
আমার নাম এ শুধু একটা অংশই রয়েছে। যেমন ধরুন ''সামসুন্নাহার"। আমার ন্যাশনাল আইডি কার্ড এও এই নাম। কিন্তু আমি একাউন্ট করতে গেলে ফাস্ট নেম এবং লাস্ট নেম চাই। আমি এখন কি করব? দয়া করে যারা অভিঙগ আছেন তারা সাহায্য করেন। খুব উপকার হবে আমার জন্য।
নাম নিয়ে এই ধরণের সমস্যায় পড়েছেন অনেকেই। বিশেষ করে সমস্যাটা সামনে চলে আসে যখন আমরা এ্যাকাউন্ট ভেরিফাই করতে যাই তখন। তাই আমরা প্রথমতঃ যেটা করবো,সেটা হচ্ছে অবশ্যই আমরা এ্যাকাউন্টে এন আই ডিতে যে নাম আছে সেটা ব্যবহার করব। একটি নামই থাকলে নামের আগে বা পরে পদবী ব্যবহার করব।