View Full Version : বিট কয়েন কি?
Sacrifice
2015-02-10, 06:49 AM
ফরেক্স মার্কেট বন্ধ থাকলে তখন কারেন্সি পেয়ারের তালিকায় বিট কয়েন নামের একপ্রকার কারেন্সির নাম দেখা যায়।
বিট কয়েন কি ধরনের কারেন্সি,
কেন মার্কেট বন্ধের দিন এটি দেখা যায়,
বিট কয়েন কি বেঁচা কেনা করা যায়,
এটি কোন দেশের কারেন্সি?
আমি উপরোক্ত প্রশ্ন সমূহের উত্তর জানতে আগ্রহী। অভিজ্ঞ ফোরাম সদস্যরা এগিয়ে আসুন।
TselimRezaa
2015-02-10, 07:17 AM
বিট কয়েনের কথা অনেকদিন ধরে শুনে আসছি। তবে আমিও ঠিক জানিনা বিট কয়েন কি, এর সম্পর্কে ধারনা প্রায় নেই বললে চলে। এক ভাইয়ের কাছ থেকে শুনেছিলাম এটা ভার্চুয়াল মূদ্রা। ভার্চুয়াল ভাবে জুয়া খেলার জন্য বিট কয়েন কাজে লাগে। বিট কয়েন অনেক দেশেই নিষিদ্ধ করা আছে। আমিও আসলে এর সম্পর্কে ভালোভাবে জানতে চাই।
FHGCXB
2015-02-10, 12:42 PM
বিট কয়েন সম্পর্কে আমার তেমন কোন ধারনা নেই। কেউ যদি ভালভাবে জানেন তবে দয়া করে বিট কয়েন সম্পর্কে বিস্তারিত পোস্ট করুন। তাহলে আমার মত অনেকেই উপকৃত হবে।
tradeking
2015-02-18, 06:25 PM
আমার জানা মতে বিটকয়েন অনলাইন লেনদেনের জন্য ব্যবহার করা হয়। এই ডিজিটাল মুদ্রা টি অর্থ স্থানান্তের জন্য এনক্রপিশন কৌশলে পরিচালনা করা হয়। কিন্তু বর্তমানে জুয়াড়িদের কাছে এই ডিজিটাল মুদ্রাটি একটি জনপ্রিয় জিনিস।
BD ONLINE
2015-09-07, 04:46 PM
বিটকয়েন হল ওপেন সোর্স ক্রিপ্টোগ্রাফিক প্রোটকলের মাধ্যমে লেনদেন হওয়া ভার্চুয়াল মুদ্রা। বিটকয়েন কে ডিজিটাল কারেন্সি ও বলা হয়। সাতসি নাকামটো ছদ্দ নামের কোন বাক্তি বা গ্রুপ এই ভার্চুয়াল মুদ্রার জনক। ২০০৮ সালের দিকে প্রথম বিটকয়েন বিষটি সবার মাঝে প্রচার করা হয়। এবং ২০০৯ সালে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। বিটকয়েন লেনদেনের জন্য কোন ধরনের অর্থনৈতিক প্রতিষ্ঠান বা নিয়ন্ত্রনকারী প্রতিষ্ঠান নেই। বিটকয়েনের লেনদেন হয় পিয়ার টু পিয়ার বা গ্রাহক থেকে গ্রাহকের কম্পিউটারে বা মোবাইলে । বিটকয়েনের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয় অনলাইনে একটি উন্মুক্ত সোর্স সফটওয়্যারের মাধ্যমে। এটা কোন দেশের মুদ্রা নয়। আমার জানা মতে কোন এখন পর্যন্ত কোন দেশ বিট কয়েন কে স্বীকৃতি দেয় নি।
onlyfx
2015-10-14, 12:36 PM
বিটকয়েন হল ওপেন সোর্স ক্রিপ্টোগ্রাফিক প্রোটকলের মাধ্যমে লেনদেন হওয়া ভার্চুয়াল মুদ্রা। বিটকয়েন কে ডিজিটাল কারেন্সি ও বলা হয়। সাতসি নাকামটো ছদ্দ নামের কোন বাক্তি বা গ্রুপ এই ভার্চুয়াল মুদ্রার জনক। ২০০৮ সালের দিকে প্রথম বিটকয়েন বিষটি সবার মাঝে প্রচার করা হয়। এবং ২০০৯ সালে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। বিটকয়েন লেনদেনের জন্য কোন ধরনের অর্থনৈতিক প্রতিষ্ঠান বা নিয়ন্ত্রনকারী প্রতিষ্ঠান নেই। বিটকয়েনের লেনদেন হয় পিয়ার টু পিয়ার বা গ্রাহক থেকে গ্রাহকের কম্পিউটারে বা মোবাইলে । বিটকয়েনের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয় অনলাইনে একটি উন্মুক্ত সোর্স সফটওয়্যারের মাধ্যমে। এটা কোন দেশের মুদ্রা নয়। আমার জানা মতে কোন এখন পর্যন্ত কোন দেশ বিট কয়েন কে স্বীকৃতি দেয় নি।
আপনাকে অনেক ধন্যবাদ । বিটকয়েন সম্পর্কে আপনি অনেক তথ্যই দিয়েছেন কিবন্তু এই বিটকয়েন দিয়ে আমাদের কি কাজ আমি এটা এখনও বুঝি নি । আপনি যদি দয়া করে আরও একুটু বুঝিয়ে বলেন তাহলে আমাদের খুব সুবিধা হয় ।
shakawath
2015-10-17, 12:22 PM
ধন্যবাদ। এতো সুন্দর করে উত্তর দেয়ার জন্য। বিটকয়েন সম্বন্ধে তেমন কিছু জানতাম না। বাংলাদেশে ও নাকি বিটকয়েন চালু হয়েছে। আমার জানা হয়ত ভুল হতে পারে, তবে আমি মনে হয় কোন এক কারেন্ট এফেয়ার্স বইয়ে পড়েছিলাম। যাই হোক, বিটকয়েন দিয়ে কি ট্রেড করা সম্ভব? আর যদি করা যায় তবে এটার কোন পেয়ার আছে কি? নাকি এটার ট্রেডিং গোল্ডের মতই?
basaki
2016-02-06, 09:11 AM
আসলে আমরা অনেক কিছুই জানি না। বিট কয়েন সপর্কে আমার তেমন ধারনা নাই। তাই আমি মনে করি বা বলতে পারব না যে বিট কয়েন দিয়ে কিভাবে ট্রেড করতে হয়। কোন কোন দিন বিট কয়েন দিয়ে ট্রেড করা জায় বা মার্কেট ক্লোজ থাকলে কি বিট কর*্যেন দিয়ে ট্রেড করা জায় কি না।
lotifahelen
2016-02-06, 12:21 PM
বিট কয়েন সম্পর্কে আমার তেমন কোন ধারনা নেই।
MotinFX
2016-02-06, 01:02 PM
ফরেক্স মার্কেটে আমাদের এখনো অনেক কিছু জানার বাইরে আছে। বিট কয়েন সম্পর্কে আমার কোন ধারনা নেই । বিট কয়েন দিয়ে কি মার্কেট বন্ধ থাকা অবস্হায় ট্রেড করা যায়। আপনাদের কারো জানা থাকলে আমাদের সাথে শেয়ার করেন।
Marufa
2016-02-19, 05:00 PM
আমি বিট কয়েন সম্পর্কে তেমন কিছু জানতাম না । এই ফোরামে অংশ্রগহণ করার মাধম্যে এবং এই থ্রেড পাড়াার মাধম্যে বিট কয়েন সম্পর্কে জানলাম । আমার মনে হয় বিট কয়েন আমাদের খুব কাজে লাগবে । আসলে ফরেক্স বাংলাদেশ এই ফোরামটি নতুন নতুন বিষয় সম্পর্কে জানার জন্য একটি উন্মুক্ত প্লাটফর্ম বলা চলে ।
nasir7
2016-02-21, 06:26 PM
প্রথমে জেনে নিই বিট কয়েন কি? বিটকয়েন হল ওপেন সোর্স ক্রিপ্টোগ্রাফিক প্রোটকলের মাধ্যমে লেনদেন হওয়া সাংকেতিক মুদ্রা। বিটকয়েন লেনদেনের জন্য কোন ধরনের অর্থনৈতিক প্রতিষ্ঠান, নিয়ন্ত্রনকারী প্রতিষ্ঠান বা নিকাশ ঘরের প্রয়োজন হয় না। ২০০৮ সালে সাতোশি নাকামোতো এই মুদ্রাব্যবস্থার প্রচলন করেন। বিটকয়েনের লেনদেন হয় পিয়ার টু।
sharifulbaf
2016-03-27, 10:52 PM
বিট কয়েন হল ভার্চুয়াল মুদ্রা যা আমরা অনলাইনের মাধ্যমে ইনকাম করে থাকি,বিট কয়েন ফরেক্স মার্কেট বন্ধের দিন লেন দেন চলে আপনি চাইলে এর মাধ্যমে বিট কয়েনে ট্রেডিং করতে পারেন যদি ভাল লাগে,ফরেক্স মার্কেটের ব্রোকারে আমরা বিট কয়েন লেনদেন করাতে পারি যা আমাদের জন্য অনেক ভাল।
HasanXM
2016-08-25, 05:28 PM
বিট কয়েন হল সবচেয়ে কম পরিশ্রমে টাকা আয়ের একটি মাধ্যম। বইয়ের ভাষায়- বিটকয়েন হল ওপেন সোর্স ক্রিপ্টোগ্রাফিক প্রোটকলের মাধ্যমে লেনদেন হওয়া সাংকেতিক মুদ্রা। বিটকয়েন/Bitcoin. বিট কয়েনের দামঃ. বিট কয়েনের দাম সবসময়ই ওঠানামা করে। বর্তমানে বিটকয়েনের দাম ২৭০ ডলার।
nawfal
2016-08-25, 05:37 PM
ফরেক্স ট্রেডিংয়ে অ্যাকাউন্ট একেবারে আপনি কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। যখন লস করবেন, তখনি আপনার দুঃখ হবে। যখন এ্যাকাউন্ট জিরো হয়ে যাবে তখন খুবই কষ্ট পাবেন। ঠিক তেমনি আবার যখন আপনি লাভের মুখ দেখবেন তখন আনন্দিত হবেন। তাই বলে ফরেক্স কে দুঃখ, কষ্ট কিংবা আনন্দের জায়গা বলা যাবে না। সব সময়ই মনে রাখতে হবে এটা একটা বিজনেস। জিরো হওয়ার পেছনে অবশ্যই ট্রেডিংয়ে অদক্ষতা এবং অনভিজ্ঞতাই দ্বায়ী তবে এটি
sheam
2016-08-25, 08:17 PM
বিটকয়েন হল ওপেন সোর্স ক্রিপ্টোগ্রাফিক প্রোটকলের মাধ্যমে লেনদেন হওয়া ভার্চুয়াল মুদ্রা। বিটকয়েন কে ডিজিটাল কারেন্সি ও বলা হয়। সাতসি নাকামটো ছদ্দ নামের কোন বাক্তি বা গ্রুপ এই ভার্চুয়াল মুদ্রার জনক। ২০০৮ সালের দিকে প্রথম বিটকয়েন বিষটি সবার মাঝে প্রচার করা হয়। এবং ২০০৯ সালে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। বিটকয়েন লেনদেনের জন্য কোন ধরনের অর্থনৈতিক প্রতিষ্ঠান বা নিয়ন্ত্রনকারী প্রতিষ্ঠান নেই। বিটকয়েনের লেনদেন হয় পিয়ার টু পিয়ার বা গ্রাহক থেকে গ্রাহকের কম্পিউটারে বা মোবাইলে । বিটকয়েনের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয় অনলাইনে একটি উন্মুক্ত সোর্স সফটওয়্যারের মাধ্যমে। এটা কোন দেশের মুদ্রা নয়। আমার জানা মতে কোন এখন পর্যন্ত কোন দেশ বিট কয়েন কে স্বীকৃতি দেয় নি।
ধন্যবাদ ভাই বিষয়টির উওর আমাদেরকে জানানোর জন্য।উপকৃত হলাম।চালিতে যান ভাই।
sheam
2016-08-25, 08:23 PM
ফরেক্স মার্কেটে আমাদের এখনো অনেক কিছু জানার বাইরে আছে। বিট কয়েন সম্পর্কে আমার কোন ধারনা নেই । বিট কয়েন দিয়ে কি মার্কেট বন্ধ থাকা অবস্হায় ট্রেড করা যায়। আপনাদের কারো জানা থাকলে আমাদের সাথে শেয়ার করেন।
ভাই ফরেক্স মাকেট বন্ধ থাকা অবিস্থায় কি বিট কয়েন দিয়ে ট্রেড করা যায়,,,,?
kholil
2016-09-22, 11:32 AM
বিট কয়েনের কথা আমি অনেক শুনেছি । তবে আমি নিজেই জানিনা যে বিট কয়েন আসলে কি । তবে আমি মনে করি বিট কয়েন সম্পর্কে আমি যদি কারো কাছ থেকে জানতে পারতাম তবে ভাল হত । শুনেছি বিট কয়েন দিয়ে নাকি জুয়া খেলা করা হয়ে থাকে । তাই এই বিট কয়েন বিভিন্ন দেশে নিশিদ্ধ আছে । কেউ জনি জানেন বিট কয়েন কি তাহলে আমাকে আরো ভাল করে বল্বেন ।
mahbubhb
2017-08-11, 04:33 PM
বিটকয়েন এর কথা অনেক দিন থেকেই শুনে আসছিলাম তবে আজ এখানে এই সম্পর্কে কিছুটা ধারণা পেলাম। আজ আমি এই ব্যাপারে গুগল থেকে বিস্তারিত জেনে আপনাদেকেও জানানোর চেষ্টা করবো। যতদুর বুঝলাম বিটকয়েন টা ফরেক্সের জন্য বেশী জরুরি না। এটা সম্পূর্ণ একটি আলাদা কারেন্সি। আমি মনে করি এটা ফরেক্সের জন্যে এত জরুরী কিছুই না বিশেষ করে আমাদের বাংলাদেশে।
kashi93
2017-09-08, 05:32 PM
মুদ্রাযুদ্ধে উল্টোপথে বাংলাদেশ এই কথাটা আপনি ভালো নাকি মন্দ অর্থে বলেছের সেটা আমি জানি না । তবে আপনি যদি ভালো কিছু বুঝিয়ে থাকেন তাহলে আপনাকে সাধুবাদ আর যদি মন্দ অর্থে বুঝিয়ে তাহলে বলবো আপনি দেশের অর্থনীুত সম্পর্কে তেমন একটা অবগত না । ২০০১ এর পর থেকে যখন সারা বিশ্ব অর্থনৈতিক মন্দায় পড়ে তখনো কিন্তু আমরা অর্থনৈতিক মন্দায় পড়িনি ।
01797733223
2017-09-22, 05:59 PM
বিট কয়েন হলো একধরনের ডিজিটাল কারেন্সি । এটি দেখা যায় না বা ছোঁয়া যায় না । এই কারেন্সি বর্তমানে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে । ১ বিটকয়েন = ২০০০ ডলার । এবং ১০ কোটি সাতোশি = ১ বিটকয়েন । এটি বর্তমানে নতুন একটি ট্রেডিং পদ্ধতি চালু করেছে । এখানে মনে রাখা উচিৎ* যে এটি আপনি নিজেও বাসায় উৎ*পাদন করতে পারবেন । এই কয়েন কম্পিউটারে তৈরী করা যায় খুব সহজেই । এবং এর জন্য কোনো কাজ করতে হয় না । শুধু আপনার কম্পিউটার চালু রাখতে হয় । এটি একটি বিশেষ সফট্ওয়্যার এর মাধ্যমে আপনা-আপনি তৈরী হয় । এই সফট্ওয়্যার টি মাইক্রোসফট স্টোর এ বিনামূল্যে ফ্রীতে ডাউনলোড করা যায় ।
Rajib_Biswas
2020-03-31, 08:41 PM
বিটকয়েন হলো এক ধরনের ভার্চুয়াল কারেন্সি যার আক্ষরিক অর্থে প্রচলিত কোনো ধাতব মুদ্রা বা কাগজের মুদ্রা নেই। এ কারণে বিটকয়েন লেনদেন করতে হয় শুধুমাত্র অনলাইন মাধ্যমে। বিটকয়েন ভার্চুয়াল কারেন্সি হওয়ায় সরাসরি কোন ব্যাংক কর্তৃপক্ষের মাধ্যমে বিটকয়েনের নিয়ন্ত্রণ হয় না। এ কারণে ফরেক্স মার্কেট বন্ধ থাকলেও বিটকয়েন সহ অন্যান্য কিছু ক্রিপ্টোকারেন্সি তে ট্রেডিং করা যায়।
Suriya Sultana Hira
2020-03-31, 08:57 PM
আমি এই ফরেক্স মার্কেটে নতুন,,,, তাই এই বিট কয়েন সম্পর্কে আমার কোনো ধারনাই নাই । তবে বিডি অনলাইন সিনিয়র বড়ো ভাইয়ের কমেন্টের মাধ্যমে এই বিট কয়েন সম্পর্কে কিছুটা হলো ধারণা অর্জন করতে পেরেছি । তাই আমি আমার অবস্থান থেকে বিডি অনলাইন সিনিয়র বড়ো ভাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই,,,,, ধন্যবাদ ।
XXXTentacion
2020-04-13, 12:07 PM
তার বাইরে কিছু করতে পারে না। আর এটাকেই রোবট বলা হয়। আমি রোবট ব্যাবহার এর পক্ষে না। কারণ এটি দিয়ে সবসময় লাভ আসে না। তাছাড়া এটা অনেক দামী। ফরেক্স ট্রেড করার জন্য অনেকেই রোবট ব্যবহার করে, এই রোবট অভিজ্ঞ ট্রেডার দারা তৈরী তারা তাদের ট্রেড এনালাইসিস এর উপর এই রোবট তৈরী করে। তবে রোবট সব সমায় প্রফিত করাতে পারে না কারন ফরেক্স মার্কেট রোবট এর
MDRIAZ777
2020-04-13, 12:25 PM
আধুনিক বিশ্বে ভার্চুয়াল জগতে ব্যাপক আলোড়ন সৃষ্টিকারী একটি কারেন্সির নাম হল বিটকয়েন এটি মূলত একটি ক্রিপ্টোকারেন্সি যার ক্ষুদ্রতম ইউনিট বা একক হল সাতোশি। পৃথিবীর অর্থনৈতিক ব্যবস্থা আরো বেশি সুসংহত এবং নিরাপদ করার জন্য বিশ্ব অর্থনীতিতে এই ক্রিপ্টোকারেন্সি অর্থাৎ বিটকয়েন দিনকে দিন একটু একটু করে গ্রহণযোগ্যতা অর্জন করে নিচ্ছে। বিটকয়েনের লেনদেন ব্যবস্থা একটা নির্দিষ্ট নিরাপত্তা সিস্টেমের মধ্যে দিয়ে নিয়ন্ত্রিত হয় যার মাধ্যমে অর্থব্যবস্থা অনেক বেশি নিরাপদ রাখা সম্ভব বলে অনেক অর্থনীতি বিশ্লেষক ইতিমধ্যেই মতামত প্রদান করেছে।এমনও শোনা যাচ্ছে ভবিষ্যৎ পৃথিবীর অর্থব্যবস্থাই নাকি হবে এই বিটকয়েন বা এই ক্রিপ্টোকারেন্সি ফরেক্স মার্কেটে এই বিটকয়েন ব্যবহার করে ট্রেড করতে হলে অনেক বেশি সর্তকতা অবলম্বন এর কোন বিকল্প নেই কারণ বিটকয়েনের স্পেড অনেক বেশি হয়ে থাকে এবং এটি বিভিন্ন সময় পরিবর্তিত হয়।
FREEDOM
2020-04-13, 01:55 PM
ফরেক্স মার্কেট বন্ধ থাকলে তখন কারেন্সি পেয়ারের তালিকায় বিট কয়েন নামের একপ্রকার কারেন্সির নাম দেখা যায়।
বিট কয়েন কি ধরনের কারেন্সি,
কেন মার্কেট বন্ধের দিন এটি দেখা যায়,
বিট কয়েন কি বেঁচা কেনা করা যায়,
এটি কোন দেশের কারেন্সি?
আমি উপরোক্ত প্রশ্ন সমূহের উত্তর জানতে আগ্রহী। অভিজ্ঞ ফোরাম সদস্যরা এগিয়ে আসুন।
আমরা নিশ্চয়ই ক্রিপ্টো কারেন্সীর নাম শুনেছি যেমন ইথিরাম, লাইটকেয়ন, এক্সআরপি, বিটিসি বা বিটকয়েন। বিটকয়েন হলো একটি ডিজিটাল মুদ্রার নাম যা মার্কেটে সাত দিনই ওপেন থাকে এবং এটি অনেক হাই ভোলটালিটি একটি কারেন্সী। আমি বিটকয়েন এ এখন পর্যন্ত একবারই মাত্র ট্রেড করেছিলাম তাই এর সম্পর্কে আমার খুব বেশি একটা জানা নেই।
DIGITALBABU2020
2020-04-13, 02:48 PM
বিটকয়েন হলো এক ধরনের ডিজিটাল কারেন্সি। ১ বিটকয়েন সমান বাংলাদেশি টাকায় প্রায় ৫৬৭১৩৭.৪৩ টাকা। তবে এই প্রাইস স্থির নয় এটা প্রতিনিয়তই ওঠানামা করে। এটি বিশ্বের সর্বপ্রথম মুক্ত-সোর্স ক্রিপ্টোকারেন্সি সাতোশি নাকামতো ছদ্মনামে এক ব্যক্তি বা কোনো গোষ্ঠী ২০০৯ সালে এ মুদ্রার ব্যবহার প্রচলন করে। একে পেয়ার টু পেয়ার মুদ্রা বলেও অভিহিত করা হয়। প্রেরক টু প্রাপকের কম্পিউটারে অনলাইনের মাধ্যমে বিটকয়েনের লেনদেন হয়। মূলত মাইনিং এর মাধ্যমে বিটকয়েন উৎপাদিত হয় এবং কম্পিউটার প্রসেসিং ক্ষমতার ভিত্তিতে এর লেনদেন লিপিবদ্ধ করা হয়। মোট কত বিটকয়েন লেনদেন থেকে উৎপাদিত হবে তা প্রতি চার বছর পর পর হ্রাস পায়। ২১৪০ সাল পর্যন্ত এভাবে মোট দুই কোটি দশ লক্ষ বিটকয়েন তৈরি হবে এবং পরবর্তীতে আর কোন নতুন বিটকয়েন তৈরি হবে না। তবে বৈধ লেনদেনের পাশাপাশি মাদক, চোরাচালান, অস্ত্র ব্যবসা ও অর্থ পাচারের কাজেও বিটকয়েন ব্যবহৃত হয়। বাংলাদেশে বিটকয়েনের লেনদেন বৈধ নয়। ২০১৪ সালে বাংলাদেশ ব্যাংক বিটকয়েনের লেনদেনকে অবৈধ বলে ঘোষণা করে।
Md.Moniruzzaman
2020-04-13, 03:03 PM
বিট কয়েন হলো একটি আধুনিক প্রযুক্তির ভার্চুয়াল কারেন্সি বা মুদ্রা। কাগজের মুদ্রা বাঁধা দূর করতে বিট কয়েনের ব্যবহার করা হয়। এটাকে অনলাইন মুদ্রাও বলা যায়। বিভিন্ন উন্নত দেশ মুদ্রা বিনিময়ের জন্য করতে বিট কয়েনের ব্যবহার করে থাকে। দুর্ভাগ্যবশত আমাদের দেশে বিট কয়েনের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
বিটকয়েন হল ওপেন সোর্স ক্রিপ্টোগ্রাফিক প্রোটকলের মাধ্যমে লেনদেন হওয়া সাংকেতিক মুদ্রা। বিটকয়েন লেনদেনের জন্য কোন ধরনের অর্থনৈতিক প্রতিষ্ঠান, নিয়ন্ত্রনকারী প্রতিষ্ঠান বা নিকাশ ঘরের প্রয়োজন হয় না।
konok
2020-08-13, 05:55 PM
বিট কয়েন সম্পর্কে তেমন কিছু জানতাম না । এই ফোরামে অংশ্রগহণ করার মাধম্যে এবং এই থ্রেড পাড়াার মাধম্যে বিট কয়েন সম্পর্কে জানলাম । যতদুর বুঝলাম বিটকয়েন টা ফরেক্সের জন্য বেশী জরুরি না। এটা সম্পূর্ণ একটি আলাদা কারেন্সি। আমি মনে করি এটা ফরেক্সের জন্যে এত জরুরী কিছুই না বিশেষ করে আমাদের বাংলাদেশে।
IFXmehedi
2020-08-14, 04:59 PM
ফরেক্স মার্কেট বন্ধ থাকলে তখন কারেন্সি পেয়ারের তালিকায় বিট কয়েন নামের একপ্রকার কারেন্সির নাম দেখা যায়।
বিট কয়েন কি ধরনের কারেন্সি,
কেন মার্কেট বন্ধের দিন এটি দেখা যায়,
বিট কয়েন কি বেঁচা কেনা করা যায়,
এটি কোন দেশের কারেন্সি?
আমি উপরোক্ত প্রশ্ন সমূহের উত্তর জানতে আগ্রহী। অভিজ্ঞ ফোরাম সদস্যরা এগিয়ে আসুন।
ভাইব্রেট কানে হলো একটা কারেন্সি । আমরা যেমন টাকা বা ডলার ব্যবহার করি বিটকয়েন অন্ধকার জগতে বা আপনার নিজের পরিচয় গোপন রেখে অর্থ লেনদেন করার একটি প্রক্রিয়া । এই নিজের পরিচয় গোপন করে অর্থ লেনদেনের প্রক্রিয়া যে মুদ্রা ব্যবহৃত হয় সেটার নাম বিটকয়েন । বর্তমানে বাংলাদেশে বিটকয়েন এর প্রচলন নেই তবে বিশ্বের অনেক দেশে বিটকয়েন এর প্রচলন আছে তবে সেটাও সব দেশে আবার নয় । আর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিটকয়েন বাংলাদেশে অবৈধ তাই এটা নিয়ে অযথা চিন্তা ভাবনা করা আমাদের উচিত নয় ।
muslima
2020-08-15, 01:00 AM
বিটকয়েন ভার্চুয়াল কারেন্সি হওয়ায় সরাসরি কোন ব্যাংক কর্তৃপক্ষের মাধ্যমে বিটকয়েনের নিয়ন্ত্রণ হয় না। এ কারণে ফরেক্স মার্কেট বন্ধ থাকলেও বিটকয়েন সহ অন্যান্য কিছু ক্রিপ্টোকারেন্সি তে ট্রেডিং করা যায়। বইয়ের ভাষায়- বিটকয়েন হল ওপেন সোর্স ক্রিপ্টোগ্রাফিক প্রোটকলের মাধ্যমে লেনদেন হওয়া সাংকেতিক মুদ্রা। বিটকয়েন/Bitcoin. বিট কয়েনের দামঃ. বিট কয়েনের দাম সবসময়ই ওঠানামা করে। বর্তমানে বিটকয়েনের দাম ৯০০ ডলার।
বিট কয়েন হল ভার্চুয়াল মুদ্রা যা আমরা অনলাইনের মাধ্যমে ইনকাম করে থাকি,বিট কয়েন ফরেক্স মার্কেট বন্ধের দিন লেন দেন চলে আপনি চাইলে এর মাধ্যমে বিট কয়েনে ট্রেডিং করতে পারেন যদি ভাল লাগে,ফরেক্স মার্কেটের ব্রোকারে আমরা বিট কয়েন লেনদেন করাতে পারি যা আমাদের জন্য অনেক ভাল।সব সময়ই মনে রাখতে হবে এটা একটা বিজনেস। জিরো হওয়ার পেছনে অবশ্যই ট্রেডিংয়ে অদক্ষতা এবং অনভিজ্ঞতাই দ্বায়ী।
sss21
2020-08-29, 08:08 PM
বিট কয়েন হল ভার্চুয়াল মুদ্রা যা আমরা অনলাইনের মাধ্যমে ইনকাম করে থাকি,বিট কয়েন ফরেক্স মার্কেট বন্ধের দিন লেন দেন চলে আপনি চাইলে এর মাধ্যমে বিট কয়েনে ট্রেডিং করতে পারেন যদি ভাল লাগে,ফরেক্স মার্কেটের ব্রোকারে আমরা বিট কয়েন লেনদেন করাতে পারি যা আমাদের জন্য অনেক ভাল।
ভার্চুয়াল জগতে ব্যাপক আলোড়ন সৃষ্টিকারী একটি কারেন্সির নাম হল বিটকয়েন এটি মূলত একটি ক্রিপ্টোকারেন্সি যার ক্ষুদ্রতম ইউনিট বা একক হল সাতোশি। পৃথিবীর অর্থনৈতিক ব্যবস্থা আরো বেশি সুসংহত এবং নিরাপদ করার জন্য বিশ্ব অর্থনীতিতে এই ক্রিপ্টোকারেন্সি অর্থাৎ বিটকয়েন দিনকে দিন একটু একটু করে গ্রহণযোগ্যতা অর্জন করে নিচ্ছে। বিটকয়েন লেনদেনের জন্য কোন ধরনের অর্থনৈতিক প্রতিষ্ঠান বা নিয়ন্ত্রনকারী প্রতিষ্ঠান নেই।
jimislam
2020-09-18, 07:53 PM
আধুনিক বিশ্বে ভার্চুয়াল জগতে ব্যাপক আলোড়ন সৃষ্টিকারী একটি কারেন্সির নাম হল বিটকয়েন এটি মূলত একটি ক্রিপ্টোকারেন্সি যার ক্ষুদ্রতম ইউনিট বা একক হল সাতোশি। পৃথিবীর অর্থনৈতিক ব্যবস্থা আরো বেশি সুসংহত এবং নিরাপদ করার জন্য, ফরেক্স মার্কেটের ব্রোকারে আমরা বিট কয়েন লেনদেন করাতে পারি যা আমাদের জন্য অনেক ভাল।সব সময়ই মনে রাখতে হবে এটা একটা বিজনেস। জিরো হওয়ার পেছনে অবশ্যই ট্রেডিংয়ে অদক্ষতা এবং অনভিজ্ঞতাই দ্বায়ী।
ABDUSSALAM2020
2020-09-18, 11:38 PM
বিট কয়েন কি?
ফরেক্স মার্কেট বন্ধ থাকলে তখন কারেন্সি পেয়ারের তালিকায় বিট কয়েন নামের একপ্রকার কারেন্সির নাম দেখা যায়।
বিট কয়েন কি ধরনের কারেন্সি,
কেন মার্কেট বন্ধের দিন এটি দেখা যায়,
বিট কয়েন কি বেঁচা কেনা করা যায়,
এটি কোন দেশের কারেন্সি?
আমি উপরোক্ত প্রশ্ন সমূহের উত্তর জানতে আগ্রহী। অভিজ্ঞ ফোরাম সদস্যরা এগিয়ে আসুন। তবে বিটকয়েন হলে বৈদেশিক মুদ্রা।
Md.shohag
2020-12-01, 05:25 PM
আমার জানা মতে বিটকয়েন অনলাইন লেনদেনের জন্য ব্যবহার করা হয়। এই ডিজিটাল মুদ্রা টি অর্থ স্থানান্তের জন্য এনক্রপিশন কৌশলে পরিচালনা করা হয়। কিন্তু বর্তমানে জুয়াড়িদের কাছে এই ডিজিটাল মুদ্রাটি একটি জনপ্রিয় জিনিস।
Rony1122
2021-01-25, 12:10 PM
বিট কয়েন কি ধরনের কারেন্সি,সাতসি নাকামটো ছদ্দ নামের কোন বাক্তি বা গ্রুপ এই ভার্চুয়াল মুদ্রার জনক।বিটকয়েনের লেনদেন হয় পিয়ার টু পিয়ার বা গ্রাহক থেকে গ্রাহকের কম্পিউটারে বা মোবাইলে ।
EK092
2021-01-25, 12:24 PM
বিটকয়েন একটি ডিজিটাল মুদ্রা। এটি দেখা বা ছোঁয়া যায় না। এই মুদ্রা বর্তমানে দুর্দান্ত জনপ্রিয়তা উপভোগ করে। 1 বিটকয়েন = ডলার 2000. এবং সটোশি 10 কোটি = 1 বিটকয়েন। এখন তিনি নতুন ব্যবসায়িক মডেল নিয়ে এসেছেন। এটি লক্ষ করা উচিত যে আপনি বাড়িতে এটি উত্পাদন করতে পারেন। এই কয়েনগুলি সহজেই একটি কম্পিউটারে তৈরি করা যায়। এবং এটি সম্পর্কে কিছু করার প্রয়োজন নেই। আপনাকে যা করতে হবে তা হ'ল আপনার কম্পিউটারে কাজ চালিয়ে যাওয়া। এটি স্বয়ংক্রিয়ভাবে বিশেষ সফ্টওয়্যার দ্বারা তৈরি করা হয়। এই সফ্টওয়্যারটি মাইক্রোসফ্ট স্টোর থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাবে।
FRK75
2021-02-05, 05:43 PM
বিটকয়েন হল ওপেন সোর্স ক্রিপ্টোগ্রাফিক প্রোটকলের মাধ্যমে লেনদেন হওয়া সাংকেতিক মুদ্রা। বিটকয়েন লেনদেনের জন্য কোন ধরনের অর্থনৈতিক প্রতিষ্ঠান, নিয়ন্ত্রনকারী প্রতিষ্ঠান বা নিকাশ ঘরের প্রয়োজন হয় না। ২০০৮ সালে সাতোশি নাকামোতো এই মুদ্রাব্যবস্থার প্রচলন করেন। বিটকয়েনের লেনদেন হয় পিয়ার টু।এটা সম্পূর্ণ একটি আলাদা কারেন্সি। আমি মনে করি এটা ফরেক্সের জন্যে এত জরুরী কিছুই না বিশেষ করে আমাদের বাংলাদেশে।
Banimallickfx
2021-02-05, 09:03 PM
বিটকয়েন হল বর্তমান বিশ্বের সবথেকে জনপ্রিয় ডিজিটাল মুদ্রা বা ভার্চুয়াল মুদ্রা। ডিজিটাল মুদ্রা বলার কারণ এর লেনদেন শুধুমাত্র অনলাইন সিস্টেমে হয়ে থাকে। বিটকয়েনের কোন অবকাঠামোগত মুদ্রা নেই এ কারণে হাতে হাতে লেনদেন করা যায় না। তার বিটকয়েন ডিজিটাল মুদ্রা হওয়ায় বিশ্বের কোন দেশে এর নিয়ন্ত্রনকারী কোন সংস্থা বা কর্তৃপক্ষ নেই। এ কারণে অপরাধ জগতে অনেক লেনদেন বিটকয়েনের মাধ্যমে হয়ে থাকে যাতে করে ট্রানজেকশনের কোন হিসাব না থাকে। দিনদিন বিট কয়েনের মূল্য বৃদ্ধি পেয়ে যাচ্ছে। বর্তমানে 1 বিটকয়েন বাংলাদেশি মুদ্রায় 3,241,987.26 টাকা।
বিটকয়েন এটি মূলত একটি ক্রিপ্টোকারেন্সি যার ক্ষুদ্রতম ইউনিট বা একক হল সাতোশি। পৃথিবীর অর্থনৈতিক ব্যবস্থা আরো বেশি সুসংহত এবং নিরাপদ করার জন্য বিশ্ব অর্থনীতিতে এই ক্রিপ্টোকারেন্সি অর্থাৎ বিটকয়েন দিনকে দিন একটু একটু করে গ্রহণযোগ্যতা অর্জন করে নিচ্ছে। বিটকয়েন সম্পর্কে আপনি অনেক তথ্যই দিয়েছেন কিবন্তু এই বিটকয়েন দিয়ে আমাদের কি কাজ আমি এটা এখনও বুঝি নি ।
samun
2021-06-29, 09:32 AM
আমরা অনেকেই জানি আধুনিক বিশ্বে ভার্চুয়াল জগতে ব্যাপক আলোড়ন সৃষ্টিকারী একটি কারেন্সির নাম হল বিটকয়েন এটি মূলত একটি ক্রিপ্টোকারেন্সি যার ক্ষুদ্রতম ইউনিট বা একক হল সাতোশি। পৃথিবীর অর্থনৈতিক ব্যবস্থা আরো বেশি সুসংহত এবং নিরাপদ করার জন্য বিশ্ব অর্থনীতিতে এই ক্রিপ্টোকারেন্সি অর্থাৎ বিটকয়েন দিনকে দিন একটু একটু করে গ্রহণযোগ্যতা অর্জন করে নিচ্ছে। বিটকয়েনের লেনদেন ব্যবস্থা একটা নির্দিষ্ট নিরাপত্তা সিস্টেমের মধ্যে দিয়ে নিয়ন্ত্রিত হয় যার মাধ্যমে অর্থব্যবস্থা অনেক বেশি নিরাপদ রাখা সম্ভব বলে অনেক অর্থনীতি বিশ্লেষক ইতিমধ্যেই মতামত প্রদান করেছে।এমনও শোনা যাচ্ছে ভবিষ্যৎ পৃথিবীর অর্থব্যবস্থাই নাকি হবে এই বিটকয়েন বা এই ক্রিপ্টোকারেন্সি ফরেক্স মার্কেটে এই বিটকয়েন ব্যবহার করে ট্রেড করতে হলে অনেক বেশি সর্তকতা অবলম্বন এর কোন বিকল্প নেই কারণ বিটকয়েনের স্পেড অনেক বেশি হয়ে থাকে এবং এটি বিভিন্ন সময় পরিবর্তিত হয়।
বিটকয়েন লেনদেন করতে হয় শুধুমাত্র অনলাইন মাধ্যমে। বিটকয়েন ভার্চুয়াল কারেন্সি হওয়ায় সরাসরি কোন ব্যাংক কর্তৃপক্ষের মাধ্যমে বিটকয়েনের নিয়ন্ত্রণ হয় না। এ কারণে ফরেক্স মার্কেট বন্ধ থাকলেও বিটকয়েন সহ অন্যান্য কিছু ক্রিপ্টোকারেন্সি ট্রেড নেয়া যায়। কাগজের মুদ্রা বাঁধা দূর করতে বিট কয়েনের ব্যবহার করা হয়। এটাকে অনলাইন মুদ্রাও বলা যায়। বিভিন্ন উন্নত দেশ মুদ্রা বিনিময়ের জন্য করতে বিট কয়েনের ব্যবহার করে থাকে।
Starship
2021-09-28, 09:11 AM
আপনি হয়তো বা ট্রেড করতে গিয়ে বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি নামে একটি পেয়ার দেখতে পেয়েছেন। বিটকয়েন মূলত অনলাইন ভিত্তিক একটি কারেন্সি যেখানে আমরা টাকার মতো লেনদেন করে থাকি। আর অনলাইন ভিত্তিক কারেন্সি হওয়ার চাহিদা দিন দিন বেড়েই চলেছে। যেখানে খুব সহজে আমরা এর লেনদেন সম্পাদন করতে পারি। এক বিটকয়েন এর মান হলো বাংলাদেশি টাকায় ৩৬,৪৩,৩৩৪ টাকা। বিশ্বের প্রায় বড় ধরনের লেনদেন বিটকয়েনের মাধ্যমে হয়ে থাকে। তবে এটি আন্তর্জাতিকভাবে এখনো আইনগত ভাবে স্বীকৃত হয়নি। এটা যদি স্বীকৃতি লাভ করে তাহলে লেনদেনে বড় ধরনের পরিবর্তন হতে পারে।
Mas26
2021-09-28, 10:19 AM
কয়েন হলো একধরনের ডিজিটাল কারেন্সি।এটি দেখা যায় না বা ছোঁয়া যায় না।এই কারেন্সি বর্তমানে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।১ বিটকয়েন = ২০০০ ডলার । এবং ১০ কোটি সাতোশি = ১ বিটকয়েন।আমার জানা মতে বিটকয়েন অনলাইন লেনদেনের জন্য ব্যবহার করা হয়। এই ডিজিটাল মুদ্রা টি অর্থ স্থানান্তের জন্য কৌশলে পরিচালনা করা হয়। কিন্তু বর্তমানে জুয়াড়িদের কাছে এই ডিজিটাল মুদ্রাটি একটি জনপ্রিয় জিনিস।
EmonFX
2021-09-28, 11:00 AM
বিটকয়েন হলো এক ধরনের ভার্চুয়াল ও ডিজিটাল কারেন্সি যেটা শুধু ভার্চুয়াল প্লাটফর্মে ক্রয়-বিক্রয় করা যায় কিন্তু ধরা ছোঁয়া যায় না। এটি হলো ক্রিপ্টোকারেন্সি একটি ওপেনসোর্স যেটা সতোশি নামক এক ব্যক্তি প্রথম আবিষ্কার করেছিলেন। এবং ২০০৮/৯ সালের দিকে এটি অনলাইন মার্কেটে মোটামুটি ভাবে ক্রয় বিক্রয় শুরু হয়। এটি শুধুমাত্র কম্পিউটার টু কম্পিউটার বা ইন্টারনেট ইমেইলের মাধ্যমে ক্রয়-বিক্রয় করা যায়। যদিও ইতোমধ্যে ভার্চুয়াল মার্কেটে ক্রিপ্টোকারেন্সি অনেকগুলো ভার্শন বের হয়েছে। তবে এদের মধ্য থেকে সবথেকে বহুল ব্যবহৃত ভালো বিটকয়েন। যদিও এটা এখনও কোন দেশের প্রচলিত মুদ্রা নয় তবে বর্তমানে উন্নত বিশ্বের প্রায় প্রতিটা দেশেই বিটকয়েন ক্রয়-বিক্রয়ের বৈধতা দিয়েছে।
samun
2021-11-18, 10:58 PM
বিটকয়েন এটি মূলত একটি ক্রিপ্টোকারেন্সি যার ক্ষুদ্রতম ইউনিট বা একক হল সাতোশি। পৃথিবীর অর্থনৈতিক ব্যবস্থা আরো বেশি সুসংহত এবং নিরাপদ করার জন্য বিশ্ব অর্থনীতিতে এই ক্রিপ্টোকারেন্সি অর্থাৎ বিটকয়েন দিনকে দিন একটু একটু করে গ্রহণযোগ্যতা অর্জন করে নিচ্ছে। বিটকয়েনের লেনদেন ব্যবস্থা একটা নির্দিষ্ট নিরাপত্তা সিস্টেমের মধ্যে দিয়ে নিয়ন্ত্রিত হয় যার মাধ্যমে অর্থব্যবস্থা অনেক বেশি নিরাপদ রাখা সম্ভব বলে অনেক অর্থনীতি বিশ্লেষক ইতিমধ্যেই মতামত প্রদান করেছে।
samun
2022-07-27, 10:27 AM
বিটকয়েন হল ওপেন সোর্স ক্রিপ্টোগ্রাফিক প্রোটকলের মাধ্যমে লেনদেন হওয়া ভার্চুয়াল মুদ্রা। বিটকয়েন কে ডিজিটাল কারেন্সি ও বলা হয়। সাতসি নাকামটো ছদ্দ নামের কোন বাক্তি বা গ্রুপ এই ভার্চুয়াল মুদ্রার জনক। বিটকয়েন লেনদেনের জন্য কোন ধরনের অর্থনৈতিক প্রতিষ্ঠান, নিয়ন্ত্রনকারী প্রতিষ্ঠান বা নিকাশ ঘরের প্রয়োজন হয় না। মাইনিং এর মাধ্যমে বিটকয়েন উৎপাদিত হয় এবং কম্পিউটার প্রসেসিং ক্ষমতার ভিত্তিতে এর লেনদেন লিপিবদ্ধ করা হয়। মোট কত বিটকয়েন লেনদেন থেকে উৎপাদিত হবে তা প্রতি চার বছর পর পর হ্রাস পায়। ২১৪০ সাল পর্যন্ত এভাবে মোট দুই কোটি দশ লক্ষ বিটকয়েন তৈরি হবে এবং পরবর্তীতে আর কোন নতুন বিটকয়েন তৈরি হবে না। তবে বৈধ লেনদেনের পাশাপাশি মাদক, চোরাচালান, অস্ত্র ব্যবসা ও অর্থ পাচারের কাজেও বিটকয়েন ব্যবহৃত হয়। বাংলাদেশে বিটকয়েনের লেনদেন বৈধ নয়। ২০১৪ সালে বাংলাদেশ ব্যাংক বিটকয়েনের লেনদেনকে অবৈধ বলে ঘোষণা করে।
FRK75
2023-04-18, 12:46 PM
বিটকয়েন হল ওপেন সোর্স ক্রিপ্টোগ্রাফিক প্রোটকলের মাধ্যমে লেনদেন হওয়া সাংকেতিক মুদ্রা। বিটকয়েন লেনদেনের জন্য কোন ধরনের অর্থনৈতিক প্রতিষ্ঠান, নিয়ন্ত্রনকারী প্রতিষ্ঠান বা নিকাশ ঘরের প্রয়োজন হয় না। ২০০৮ সালে সাতোশি নাকামোতো এই মুদ্রাব্যবস্থার প্রচলন করেন। বিটকয়েনের লেনদেন হয় পিয়ার টু।মুদ্রাযুদ্ধে উল্টোপথে বাংলাদেশ এই কথাটা আপনি ভালো নাকি মন্দ অর্থে বলেছের সেটা আমি জানি না । তবে আপনি যদি ভালো কিছু বুঝিয়ে থাকেন তাহলে আপনাকে সাধুবাদ আর যদি মন্দ অর্থে বুঝিয়ে তাহলে বলবো আপনি দেশের অর্থনীুত সম্পর্কে তেমন একটা অবগত না । ২০০১ এর পর থেকে যখন সারা বিশ্ব অর্থনৈতিক মন্দায় পড়ে তখনো কিন্তু আমরা অর্থনৈতিক মন্দায় পড়িনি ।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.