PDA

View Full Version : লোভ কিভাবে নিয়ন্ত্রণ করা যায় ?



Hasinapx
2020-03-22, 09:36 PM
টাকার প্রতি আকর্ষণ নেই এমন কোন ব্যাক্তি পাওয়া দুষ্কর। সেখানে ডলার বললে তো কথায়ই নেই।এ্যান্ট্রি দিলেই ডলার ইনকাম। আবার বাংলাদেশে চাকরির বাজারে যে উত্তাপ তাতে ঘরে বসে ইনকাম ডলার সেখানে মন কি কোন বাধা মানে ? রঙীন স্বপ্নে ভাসে মন-উড়ে যায় আকাশে।বিশেষ করে প্রথম দিকে যদি কিছু ইনকাম হয় তাহলে তো গতি আরো বেড়ে যায়। পরিশেষে এই লোভ তাকে শূন্য বানিয়ে ছাড়ে,ব্যালেন্স জিরো, ঠিক তখনই মার্কেট পজেটিভ চলতে শুরু করে- শুরু ভূক্তভোগীর আফসোস পর্ব। সম্ভবত প্রায় অনেক ট্রেডার ভাইয়েরই এই অবস্থা হয়। এক্ষেত্রে লোভ নিয়ন্ত্রণ করাটাই মূল কাজ হয়ে দাড়ায়।অনেকে অনেক উদাহরণ বা পদ্ধতি বলেন যে,লোভ কিভাবে নিয়ন্ত্রণ করা যায়? আমি বলবো নিজেকে বা নিজের মন বা আবেগকে নিয়ন্ত্রণ করতে পারলেই কেবল ফরেক্সে সফলতা সম্ভব। নিজস্ব মতামত ব্যক্ত করলে হয়তো অনেকে উপকৃত হবে ইনশা আল্লাহ।

Mahmud1984fx
2020-03-22, 10:16 PM
আসলে লোভ এমন একটা বিষয় যা পরামর্শ বা বুদ্ধি দিয়ে নিয়ন্ত্রণ করা যায় না। তবুও বলবো নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারলে তাদের জন্য ফরেক্স নয়। কারণ এটা একটা বিশাল লোভনীয় জায়গা যেখানে প্রতিদিন কোটি কোটি ডলারের লেনদেন হয়।ফরেক্স সম্পর্কে ভালভাবে জেনে,লোভ নিয়ন্ত্রণ করতে পারলে ভাল ইনকাম করা সম্ভব। এজন্য প্রয়োজন নিজের একান্ত প্রচেষ্টা। অল্প অল্প করে ইনকামের প্রতি সন্তুষ্ট থাকলেই কেবল লোভ নিয়ন্ত্রণ করা সম্ভব। তাড়াতাড়ি বা দ্রুত কোটি পতি হওয়ার কথা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে।

Romjan1989
2020-03-22, 10:29 PM
ফরেক্স ট্রেডিং ব্যবসায় আবেগ একটি গুরুত্বপূর্ণ বিষয়। ফরেক্স ট্রেডিং ব্যবসায় আবেগ কে কন্ট্রোল করতে না পারলে ব্যবসায় লস অবধারিত। তাই ফরেক্স ট্রেডিং ব্যবসা করতে হলে আবেগে লোভ করে কোন বড় ট্রেডিং করা যাবে না। আবেগ কন্ট্রোল করার সব থেকে বড় উপায় হল চোট চোট ট্রেডিং করা, আয় বুঝে ব্যায় করা, এভাবে লোভ কে পরিহার করা যায়।

mamunjd97
2020-03-22, 10:42 PM
যে কোন ব্যবসা বা পেশাতেই লোভ করা ক্ষতিকর। এটা নিয়ন্ত্রণ করা নিজের কাছে। নিয়ন্ত্রণ করতে পারলে লাভবান হওয়া যায় বিপরীতে লস হওয়ার সম্ভাবনাই বেশী । সুতরাং ফরেক্সে ভাল করতে হলে অবশ্যই লোভকে নিয়ন্ত্রণ করতে হবে।

Emamul
2020-03-22, 10:47 PM
লোভ হচ্ছে সাফল্য লাভের প্রধান অন্তরায়। ফরেক্সে লোভ যেকোনো সময় নিজেকে শেষ করে দিতে পারে।সবাই বেশি লাভের আশায় বেশি লট নিয়ে ট্রেড করে, পরবর্তীতে দেখা যায় এই লোভ টা তার জন্য কাল হয়ে দাড়িয়েছে। লোভ যত বেশি লস ততো বেশি। একটা কথা মনে রাখবেন, আপনি প্রফিট না করলে না খেয়ে মারা যাবেন না। বাট লস হয়ে গেলে আপনার কেপিটাল ও হারাতে পারেন।সুতরাং আমাদের অবশ্যই লোভকে কন্ট্রোল করতে হবে।