View Full Version : বাংলাদেশের প্রেক্ষাপটে ফরেক্স কি বৈধ-বিশেষ করে লেনদেন ?
Mahmud1984fx
2020-03-22, 10:01 PM
অনেককেই প্রশ্ন করতে দেখা যায় যে,বাংলাদেশের প্রেক্ষাপটে ফরেক্স কি বৈধ-বিশেষ করে লেনদেনের বিষয়টা ? অনেকেই জানেন গত কিছুদিন আগে বাংলাদেশ ব্যাংক জনসাধারনের উদ্দেশ্যে একটি নোটিশ জারি করেছে সেখানে ফরেক্সকে বৈধ ব্যবসা বলা হয়েছে-তবে লেনদেনের বিষয়টা রাষ্ট্র অনুমোদিত প্রতিষ্ঠানের মাধ্যমে করতে বলা হয়েছে। কারণ ফরেক্স যেহেতু বিশাল বাজার এখানে প্রতিদিন কোটি কোটি ডলারের দেনদেন হয়। এই সুযোগে অনেকে তৃতীয় ব্যক্তির ভূমিকায় থেকে স্বার্থ হাসিল করে নেয়। এভাবে অনেকেই ক্ষতিগ্রস্থ হয়।
Hasinapx
2020-03-22, 10:26 PM
ফরেক্স শুধু বাংলাদেশে কেন এটা বিশ্বব্যাপী একটা বৈধ ব্যবসা। এটার লেনদেনও সরকার অনুমোদিত প্রতিষ্ঠানের মাধ্যমে করলে অবশ্যই তা বৈধ। সুতরাংফরেক্স ব্যবসা এবং লেনদেন সবই বৈধ। দুনিয়ার সব ব্যবসা বা পেশাতেই যেমনি বৈধ এবং অবৈধ উভয় পথই বিদ্যমান তেমনি ফরেক্স ব্যবসায়ও বৈধ ও অবৈধ উভয় পথই আছে তবে আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন পথে ইনকাম করবেন। তবে আমাদের উচিত -অবশ্যই বৈধ পথে ইনকাম করা। না জানলে সিনিয়র ভাইদের কাছে জেনে নেওয়া উচিত।
mamunjd97
2020-03-22, 10:48 PM
ফরেক্স ব্যবসা আন্তর্জাতিকভাবে বৈধ হলেও বাংলাদেশের প্রেক্ষাপটে এটা বৈধ । তবে লেনদেন বিশেষ করে ডিপোজিট করার ক্ষেত্রে কিভাবে করলে বৈধ হবে তা বিস্তারিত জানালে উপকৃত হতাম।
saraa
2020-03-23, 08:42 AM
ফরেক্স ট্রেডিং বিজনেস বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ ব্যবসা। আমাদের সফল ক্যারিয়ারের জন্য আমাদের অনেকগুলি মূলনীতি অবলম্বন করা উচিত। আমাদের আমাদের লোভকে নিয়ন্ত্রণ করতে হবে। আমাদের কখনই বড় লাভের পিছনে দৌড়ানো উচিত নয়। আমাদের বাজারের প্রবণতা বিশ্লেষণ করার ক্ষমতা আছে। আমাদের আসন্ন ইভেন্টগুলি এবং ফরেক্স ট্রেডিং মার্কেট সম্পর্কিত সংবাদ সম্পর্কে সচেতন হওয়া উচিত। ধন্যবাদ
Hasinapx
2020-05-28, 11:44 AM
ফরেক্স বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে বৈধ না হলেও অবৈধ নয় আমার জানামতে। ইতিমধ্যে অনেক ট্রেডার বাংলাদেমে তৈরী হয়েছে । আমরা আশা করি যে কোন সময় বাংলাদেশেও সরকারীভাবে অনুমোদন দিয়ে দিবে। তখন আমাদের জন্য অনেক ভাল হবে। তবে লেনদেনগুলো ব্যাংকের মাধ্যমে করতে পারলে ভাল হবে। কিছুদিন পূর্বে স্ক্রিল এর সাথে আমাদের দেশের মন্ত্রীর চুক্তি হয়েছে। আশা করি আরো ভাল কিছু হবে।
Md.shohag
2020-07-25, 12:25 PM
ফরেক্স শুধু বাংলাদেশে কেন এটা বিশ্বব্যাপী একটা বৈধ ব্যবসা। এটার লেনদেনও সরকার অনুমোদিত প্রতিষ্ঠানের মাধ্যমে করলে অবশ্যই তা বৈধ। সুতরাংফরেক্স ব্যবসা এবং লেনদেন সবই বৈধ। দুনিয়ার সব ব্যবসা বা পেশাতেই যেমনি বৈধ এবং অবৈধ উভয় পথই বিদ্যমান তেমনি ফরেক্স ব্যবসায়ও বৈধ ও অবৈধ উভয় পথই আছে তবে আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন পথে ইনকাম করবেন। তবে আমাদের উচিত -অবশ্যই বৈধ পথে ইনকাম করা। না জানলে সিনিয়র ভাইদের কাছে জেনে নেওয়া উচিত।
Emamul
2020-07-25, 01:20 PM
অন্যান্য দেশে ফরেক্স বৈধ হলেও আমার জানামতে বাংলাদেশে ফরেক্স অবৈধ । লাস্ট আপডেট জানিনা। এখানে রস্ট্রের অর্থ সরাসরি বাইরে যাওয়ার আশংকা থাকে তাই বাংলাদেশ সরকার এটাকে অবৈধ ঘোষণা করেছে। এর জন্য মানি লন্ডারিংয়ের কেসে ফেসে যাওয়ার আশংকা আছে। তবে মার মতে উন্নত বিশ্বের মত বাংলাদেশেও এটাকে অনুমোদন দেয়া উচিত।
FREEDOM
2020-07-25, 02:12 PM
আসলে এ বিষয়টা অনেকবারই শুনেছি বাংলাদেশে ফরেক্স বৈধ কিনা যদিও বেশিরভাগই আসলে এ বিষয়ে জানে না। তবে আমি যতটুকু জানি এ বিষয়ে কোন নিতিমালা নেই ফরেক্স করা যাবে কি যাবে না, তবে মানি লন্ডারিংয়ের আওতায় পরে এমন কাজ আবার নিষিদ্ধ তাছারা গ্যামবিলিং সাইট নিষিদ্ধ।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.