PDA

View Full Version : ফরেক্স মার্কেটে হতাশ হবেন না।



md mehedi hasan
2020-03-23, 11:01 AM
ফরেক্স হচ্ছে এমন একটি মার্কেট যেখানে আপনি ট্রেড করতে গেলে বারবার ব্যর্থ হবেন।আর এই ব্যর্থতা আপনার যদি হতাশার কারন হয়ে দ্বারায় তাহলে আপনি ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারবেন না।আপনি যতবার ব্যর্থ হবেন মনে করবেন এটা ব্যবসায়ের অংশ ব্যবশায় যেমন লাভ আছে তেমনি লস আছে।আপনি ব্যর্থ হওয়ার পর হতাশা না হয়ে আবার নতুন করে শুরু করবেন।

KAZIMAJHARULISLAM
2020-03-23, 11:57 AM
ফরেক্স ট্রেডিং হলো এমন একটি মার্কেট, যেখানে আপনি ট্রেডিং করতে গেলে অবশ্যই ব্যর্থতা আসবে,কিন্তু আপনার উচিত হবে সেই ব্যর্থতাকে ভুলে ধৈর্যসহকারে ট্রেডিং করা এবং এই কথাটা সব সময় মাথায় রাখতে হবে যে ব্যর্থতা হলো সফলতার সিঁড়ির প্রতিটি ধাপ অর্থাৎ আপনি সিঁড়িতে যেমন প্রতিটি ধাপ পার করে আপনি আপনার কাঙ্ক্ষিত তলায় বা কাঙ্খিত গন্তব্যে পৌঁছান, তেমনি ব্যর্থতায় হতাশ না হয়ে খুজে বের করুন আপনার ব্যর্থতার কারণ গুলো কি, তারপর সেগুলোর জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুন এবং মনে রাখুন এই ব্যর্থতাই আপনার সফলতার সিঁড়ির প্রতিটি ধাপ, যা আপনাকে পৌঁছে দেবে আপনার সফলতার দিকে,সেই জন্য ফরেক্স ট্রেডিং এ কখনই হতাশ না হয়ে ধৈর্য সহকারে কাজ করুন তাহলেই আপনি আপনার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন।

Md.Nasim Uddin
2020-03-23, 02:15 PM
ফরেক্স মার্কেট হলো এমন একটি মার্কেট যেখানে লস অত্যাবশ্যক। তবে লসের কথা চিন্তা করে হতাশ হলে চলবে না। লস হলে হতাশ না হয়ে ধৈর্যশীলতার পরিচয় দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তাহলেই একসময় ফরেক্স মার্কেট থেকে সফলতা অর্জন করতে পারবে। একজন সফল ট্রেডার তার ধৈর্যের পরিচয় দিয়েই হতাশাকে পিছনে ফেলে এ মার্কেট থেকে উপার্জন করে। তাই আমাদের উচিত ধৈর্যশীল হয়ে মার্কেট সম্পর্কে যথেষ্ট পরিমাণে জ্ঞান অর্জন করে হতাশা না হয়ে মার্কেটে লেগে থাকা। তাহলেই একসময় অবশ্যই সফলতা অর্জন করতে পারবে।,,,,,ধন্যবাদ।

amreta
2020-03-23, 06:29 PM
ফরেক্স হচ্ছে এমন একটি মার্কেট যেখানে আপনি ট্রেড করতে গেলে বারবার ব্যর্থ হবেন।আর এই ব্যর্থতা আপনার যদি হতাশার কারন হয়ে দ্বারায় তাহলে আপনি ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারবেন না।আপনি যতবার ব্যর্থ হবেন মনে করবেন এটা ব্যবসায়ের অংশ ব্যবশায় যেমন লাভ আছে তেমনি লস আছে।আপনি ব্যর্থ হওয়ার পর হতাশা না হয়ে আবার নতুন করে শুরু করবেন।
বিলকুল সর বাপত বহুত হাই আচি বাত হ্যা জব হামেন ফরেক্স মেইন হস টু হামেন মায়া বিলকুল নোনা চাঁই কিউনকি মেইন ইউজ হোন এবং আমাদের ভাল ট্রেডিং এবং হামেন হার ট্রেনের ক্ষতি নেই

Habibur shaikh
2020-03-23, 08:00 PM
ফরেক্স একটি আন্তর্জাতিক বাজার। এই মাধ্যমে অনেকেই কাজ করছে বর্তমান সময়। ফরেক্সে বাজারে লাভ লস দুই বিদ্যমান। সঠিক জ্ঞান ও দক্ষতা থাকলে ফরেক্স মাধ্যম থেকে মুনাফা অর্জন করা সম্ভব। সঠিক জ্ঞান ও দক্ষতা না থাকলে এই মাধ্যম থেকে সফলতা অর্জন করা সম্ভব নয়। এক্ষেত্রে বাজারে কাজ করার জন্য অভিজ্ঞতার বিশেষ প্রয়োজন রয়েছে.... ধন্যবাদ।