PDA

View Full Version : ভিসা কার্ড থেকে টাকা আনা যাবে বিকাশে



Montu Zaman
2020-03-24, 03:44 PM
10413
করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারনে ক্যাশ লেনদেন কমানোর জন্য উদ্যোগ নেয়া হয়েছে, এখন থেকে বাংলাদেশের যে কোনো ব্যাংকের ইস্যুকৃত ভিসা ডেবিট ও ক্রেডিট কার্ড থেকে মুহুর্তেই বিকাশ একাউন্টে কোনো ধরনের চার্জ ছাড়াই টাকা আনা যাবে। বিকাশ অ্যাপের অ্যাড মানি’ অপশনটি ব্যবহার করে কার্ড টু বিকাশ এবং ভিসা নির্বাচন করে, ভিসা কার্ডের তথ্য সংযুক্ত করে, টাকার পরিমান, ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) ও বিকাশ পিন দিয়ে সহজেই ফান্ড ট্রান্সফার করা যাবে।

SR12
2020-03-24, 05:27 PM
ধন্যবাদ এমন সুন্দর একটি নিউজ দেবার জন্য। এতে করে আমাদের লেনদেন অনেক সুবিধাময় হবে এবং এটা সকলের কাছে খুবই সহজলভ্য হবে বলে আমি মনে করি। যদিও আমি এখনো বিকাশে এড মানি করিনি তবে এখন থেকে চেষ্টা করে দেখবো অবশ্যই।

Tofazzal Mia
2020-04-05, 06:13 PM
ধন্যবাদ এমন সুন্দর একটি নিউজ দেবার জন্য। এতে করে আমাদের লেনদেন অনেক সুবিধাময় হবে এবং এটা সকলের কাছে খুবই সহজলভ্য হবে বলে আমি মনে করি। যদিও আমি এখনো বিকাশে এড মানি করিনি তবে এখন থেকে চেষ্টা করে দেখবো অবশ্যই।

এমন পরিস্থিতিতে এটা খুবই একটা ভাল উদ্যোগ, কেননা আমি যেকোনো ব্যাংকের ভিসা ডেবিট বা ক্রেডিট কার্ড থেকে বিকাশ একাউন্টে টাকা আনতে পারছি অনায়াসে, কোনো চার্জ ছাড়াই। শুধু তাই নয়, একবার ভিসা কার্ড থেকে টাকা আনার পর পরবর্তীতে আরো দ্রুত লেনদেনের সুবিধার জন্য কার্ডের তথ্যও সংরক্ষণ করে রাখতে পারছি। যদিও দিনে প্রতিদিন সর্বোচ্চ ৫ বার ৩০,০০০ টাকা এবং মাসে সর্বোচ্চ ২৫ বার, সর্বমোট ২,০০,০০০ টাকার বেশি অ্যাড মানি করা যাবে না

rakib.r
2020-04-05, 07:41 PM
বিকাশে অনেক আগে থেকেই মাস্টার কার্ড দিয়ে পার্সোনাল একাউন্টে টাকা আনা যাইতো। এখন নতুন করে ভিসা কার্স এড করেছে। কিন্তু এতে অনেকেই এখনো উপকৃত হতে পারবে না। বাংলাদেশের অনেকের কাছেই মাস্টাএ বা ভিসা কার্ড নাই। বাংলাদেশে এখনো ডেবিট কার্ড ইউজার সংখ্যাই বেশি। দেশের এমন অবস্থায় উচিৎ ছিলো যে সংখ্যাটা বেশি সেটা নিয়ে কাজ করে সাধারন মানুষ পর্যন্ত সেই সুবিধা টা পৌছে দেওয়া

nubiswas3
2020-04-24, 08:33 PM
হ্যাঁ অবশ্যই ভিসা কার্ড থেকে বিকাশে টাকা আনা যাবে। প্রথমে বিকাশ অ্যাপ ওপেন করে অ্যাড মানি তে গিয়ে কার্ড টু বিকাশ অথবা ব্যাংক টু বিকাশ এর মধ্য থেকে কার্টু বিকাশ অপশন সিলেক্ট করতে হবে। তারপর ওইখান থেকে ভিসা কার্ড সিলেক্ট করে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে প্রসিড করতে হবে। তাহলে ভিসা কার্ড থেকে বিকাশ একাউন্টে টাকা চলে আসবে।