View Full Version : টেকনিক্যাল এনালাইসিস করে ও আপনি সফল হতে পারছেন না???
K.K.BABY
2020-03-25, 08:31 PM
আমরা ফরেক্স মার্কেটে ট্রেড এন্ট্রি নিয়ে থাকে অনেকেই অনেক রকমের এনালাইসিস করে।অনেক ট্রেডাররা টেকনিক্যাল এনালাইসিস করে মার্কেটে ট্রেড করে আবার অনেকেই ফান্ডামেন্টাল এনালাইসিস করে ট্রেড এন্ট্রি নিয়ে থাকে। আবার অনেকেই আছে শুধুমাত্র ইন্ডিকেটর এর উপর নির্ভর করে মার্কেটে ট্রেড এন্ট্রি নিয়ে থাকে।কিন্তু এই ইন্ডিকেটর কি অনেকেই আমরা জানিনা অথবা অনেকেই ইন্ডিকেটর কি জানলেই তার সঠিক ব্যবহার জানিনা।তাই এর সঠিক ব্যবহার বুঝতে হলে আপনাকে ডেমোতে অনেক বেশি অনুশীলন করতে হবে।তাহলে সেই অনুযায়ী আপনাকে বুঝে ট্রেড এন্ট্রি নিতে হবে।অনেক সময় আপনার এনালাইসিস সঠিক হবেনা কিন্তু আপনাকে থেমে থাকলে হবেনা।আপনাকে বেশি বেশি অনুশীলন করে মার্কেটে ট্রেড করতে হবে।একটা সময় আপনি আপনার দক্ষতা দিয়ে আপনি বুঝতে সক্ষম হবেন যে আপনাকে মার্কেটে কখন ট্রেড এন্ট্রি নিতে হবে। তাই একবার এনালাইসিস নয় বার বার এনালাইসিস করতে হবে।
SHARIFfx
2020-03-25, 08:48 PM
আপনার উচিত টেকনিক্যাল এনালাইসিস ফান্ডামেন্টাল এনালাইসিস আর সেন্টিমেন্টাল এনালাইসিস কাজে লাগিয়ে ট্রেড করা। তবে ডেইলি ট্রেড ডেইলি ক্লোজ করতে পারলে টেকনিক্যাল এনালাইসিস দিয়েও ভালো আয় করা যায়। এর জন্য প্রয়োজন দক্ষতা। প্রতিটি ট্রেডে টেক প্রফিট আর স্টোপ লস ইউজ করা। মানিমেনেজমান্ট করে ট্রেড নেওয়া।
DIGITALBABU2020
2020-03-25, 09:28 PM
ফরেক্স মার্কেটে যতগুলি এনালাইসিস আছে তারমধ্যে টেকনিক্যাল এনালাইসিস খুবই জনপ্রিয়। কিন্তু এই এনালাইসিস এর মাধ্যমে মার্কেটের সঠিক মুভমেন্ট সবসময় বোঝা যায় না। তাই অবশ্যই টেকনিক্যাল এনালাইসিসের পাশাপাশি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করা খুবই জরুরি। ফরেক্স মার্কেটে কারেন্সি পেয়ারগুলির প্রাইস মুলত ওই পেয়ারে থাকা মুদ্রার দেশগুলির অর্থনৈতিক অবস্থার উপর নির্ভর করে ওঠানামা করে । কোন কারেন্সি পেয়ারের প্রাইস কেমন উঠানামা করতে পারে তা বোঝার জন্য অবশ্যই ফান্ডামেন্টাল এনালাইসিস এর প্রয়োজন। ফরেক্স নিউজ এর উপর নির্ভর করে ফান্ডামেন্টাল এনালাইসিস করা হয়। যারা ফরেক্স মার্কেটে অনেক দক্ষ তারা টেকনিক্যাল ও ফান্ডামেন্টাল এনালাইসিস ছাড়াও তাদের নিজস্ব কিছু এনালাইসিস অবলম্বন করেন, একে বলা হয় সেন্টিমেন্টাল অ্যানালাইসিস। যারা এই তিন প্রকার এনালাইসিস জানেন এবং ট্রেডিং এর রুলগুলি মেনে ট্রেড করেন তারাই ফরেক্স মার্কেটে বেশি সফল।
শুধুমাত্র টেকনিক্যাল এনালাইসিস করেই ফরেক্স মার্কেট থেকে ভালো ফলাফল অর্জন করা সম্ভব নয়। পাশাপশি ফান্ডামেন্টাল এনালাইসিস এর দিকেও খেয়াল রাখতে হবে। বর্তমান প্রেক্ষাপটের দিকে খেয়াল করলেই দেখা যায় মার্কেট টেকনিক্যালি চলছে না বরং এখানে মার্কেটে বৈশ্বিক সেন্টিমেন্ট বেশি কাজ করছে। তাই শুধুমাত্র কিছু ইন্ডিকেটর দিয়ে বা টেকনিক্যাল এনালাইসিস দিয়ে মার্কেটে টিকে থাকাটা সহজসাধ্য হবে না।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.