PDA

View Full Version : mt4/mt5



mybff
2015-02-16, 07:50 PM
foram এ একটা পস্ট পড়লাম তাতে আমি নতুন অনেক কিসুই দেকলাম সিকলাম।। মেটা ট্রেডার ৫ অনেক নতুন কিছুই নিয়ে এসেছে আমাদের জন্য।। যা আমাদের ট্রেড করতে ও এনালাইসিস করতে অনেক সাহায্য করবে।।

জাহাঙ্গীর
2015-02-18, 11:43 AM
আমরা যারা ফরেক্স ট্রেডিং করি তারা সবাই জানি কম্পিউটারে ট্রেড করতে হলে একাউন্ট করার পরই ব্রোকার হাউজ থেকে একটি সফটওয়্যার ডাউনলোড করে ইন্সটল করতে হয়। এটাকে প্লাটফর্ম বলে। আগে শুধু মেটা টেডার ৪ ছিল। বর্তমনেে আপডেট ভার্সন মেটা টেড ৫ এসেছে। যাতে ৪ এর চেয়ে বেশি সুযোগ-সুবিধা রয়েছে। এছাড়াও মোবাইলে ট্রেড করার জন্যও আলাদ সফট ওয়্যার রয়েছে।

easinarafat
2015-04-12, 09:54 PM
মেতা ট্রেডার ৪ আর ৫ দুটোর সব কিছুই এক রকম। মেটা ট্রেডার ৫ এ সুদু কয়েকটা নতুন নতুন ইনডিকেটর সংযুক্ত হয়েছে আর কিছুটা নিউ লুকিং এনেছে। তাছাড়া বাকি সব কিছুএ একরকম।

fxtdr
2015-07-01, 10:02 AM
মেটাট্রেডার ৪ প্লাটফর্মে যা কিছু আছে মেটা ট্রেডার ৫ প্লাটফর্মেও তার সবকিছু আছে । কিন্তু ৫ এ আর ও বেশি কিছু সংযোগ করা হয়েছে যা মেটাট্রেডার ৪ এ নাই । তাই ভালো হয় আমরা যদি নতুন প্লাটফর্মের সাথে নিজেকে খাপ খাইয়ে নিয়ে ট্রেড করতে পারি । তাহলে আমরা মেতা ট্রেডার ৪ এর সুবিধা ভোগ করারা পাশা পাশি আমরা মেটা ট্রেদার ৫ এর সুবিধা ভোগ করতে পারব । তাই আমদের মেটা ত্রেদার ৫ কে ঝামেলা না ভেবে একে ব্যাবহার করা উছিত।

Aunik
2015-08-28, 09:44 PM
সব থেকে বড় কথা হল দুইটাই মেটা ট্রেডার ।। একটা মেটা ট্রেডার ফোর আর একটা মেটা ট্রেডার ফাইভ ।। আর বড় কথা হল দুইটা প্লাতফরম ই একি কাজ করে ।। মেটা ট্রেডার ফাইভ এ যা আছে , মাটা ট্রেডার ফোর এউ তাই আছে ।। সুধু একটু ফাংশনের ভিন্নতা ।। অনেকেই মেটা ট্রেডার ফোর প্লাট ফর্ম এ অভ্যস্থ ।। তাই তাদের জন্য প্রথমে এক্ট সমস্যা হতে পারে ।। তবে তেমন কন ভিন্ন্যতা নেই ।। আর অনেক কিইছুই নতুন যেগুলা মেটা ট্রেডার ফাইভ এ নাই , তাই এই সুবিধা গুলা ভগ করতে হলে মেটা ট্রেডার ৫ ই ব্যবহার করা ভালো//

fxover
2015-09-28, 08:24 AM
মেটাট্রেডার ৫ মুলত মেটাট্রেডার ৪ এর আপগ্রেড ভার্সন । দুটির মধ্যে বিশেষ কিছু পার্থক্য নাই যেটা আপনার সুবিধা সেটা ব্যাবহার করে ট্রেড করতে পারেন । আমি মেটা ট্রেডার ৪ ব্যাবহার করি কারন আমি আগে থেকে এটি ব্যাবহার করেই অভ্যাস্থ । আপনি যেটাতে ডেমো ট্রেড করেছেন সেই প্ল্যাটফর্মেই এখন রিয়াল ট্রেড করুন । কারন আপনি যেটাতে অভ্যাস্থ সেতাতে আপনার সবগুলো খুব পরিচিত । কোথায় কি আছে আর কোনটা কি কাজ করে আপনি সবই জানেন । তাই যেটাতে আপনি আগে থেকেই ট্রেড করছে ।

Aunik
2015-09-28, 10:32 AM
foram এ একটা পস্ট পড়লাম তাতে আমি নতুন অনেক কিসুই দেকলাম সিকলাম।। মেটা ট্রেডার ৫ অনেক নতুন কিছুই নিয়ে এসেছে আমাদের জন্য।। যা আমাদের ট্রেড করতে ও এনালাইসিস করতে অনেক সাহায্য করবে।।

হ্যা আপনি ঠিক বলেছেন , মেটা ট্রেড আর ৫ অনেক কিছুই নতুন নিয়ে আসেছে এবং এটা নতুন ভারসন মেটা ত্রেদার এর তবে আমি মনে করি মেটা ট্রেড আআর এর ৪ ভারসন ই ভালো ৪ এর চেয়ে মেটা ট্রেড আর এর ৫ এ খু ব বেশি কিছু বেশি দেয়া হই নি ।। আমি এই জন্যি বলছি কারন আপনি অনেকদিন ধরে মেটা ট্রেড আর এর ৪ ভারসনে কাজ করেছে ন এখন যদি হুট করে নতুন ভারসনব্যাবহার করেন তা হলে আপনার সমস্যা হতে পারে ।।

HKProduction
2015-12-13, 07:14 AM
আমরা যারা মেটা চার ব্যবহার করি তারা মেটা পাঁচ সম্পর্কে তেমন কিছুই জানি না। যারা মেটা পাঁচ ব্যবহার করেন তারা যদি নতুন ইন্ডিকেটরের ভাল গুণাগণ সম্পর্কে আমাদের একটু ধারণা দেন তাহলে আমরা এটা ব্যবহার করতে সাহস পাব। এর যদি কোন অসুবিধা থাকে তবে তাও লিখবেন। আমরা নতুন ট্রেডাররা সব কিছু ভালভাবে জানতে চাই।

MotinFX
2016-02-04, 05:33 PM
mt4 হল ফরেক্স মার্কেটের একটি ট্রেডিং প্লাটপর্ম। এই সাফটওয়ার মাধ্যমে আমরা ফরেক্স মার্কেটে ট্রেড করে থাকি আমি mt4 সাফটওয়ার দিয়ে ট্রেড করে থাকি কারন আমার এমটি ফোর সাফটওয়ার অনেক ভাল লাগে যা দিয়ে সহজে ট্রেড করা যায়। এমটি ফাইব সম্পর্কে আমার কোন ধারনা নেই আপনাদের কারো জানা থাকলে আমাদের সাথে শেয়ার করেন।

Tazul Islam
2016-03-03, 12:24 AM
ফরেক্স এ ট্রেড করতে হলে একটা সফট্অয়ার লাগে আর সেটাই হচ্ছে মেটাট্রেডার। মেটা ট্রেডার এর দুইটি ভার্সন আছে একটি হচ্ছে মেটাট্রেডার-৪ অন্যটি হচ্ছে মেটাট্রেডার-৫।

Tazul Islam
2016-03-30, 08:39 AM
আমি মেটা ট্রেডার ৪ ব্যবহার করি । যতটুকু জানি মেটাট্রেডার ৫ মেটাট্রেডার ৪ অপেক্ষা ভাল । মেটাট্রেডার ৫ এ অনেক টুলস আছে যা মেটা ট্রেডার ৪ এ নাই। এই সব টুলস দিয়ে আমরা সহজেই টেকনিক্যাল এনালাইসিস করতে পারি। অনেক সুবিধা থাকা সত্তেও আমি মেটাট্রেডার ৪ ব্যবহার করি কারন এই প্লাটফর্ম আমার ভাল লাগে।

Md Akter Hossain
2016-03-30, 12:28 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্যে আমার পছন্দের প্লাটফম হলো মেটা ট্রেডার ৪ । কেননা আমি এটাতে ট্রেড করে অভস্থ হয়ে পড়েছি । তবে বেশ কিছুদিন আমি ইসিএন প্লাটফম এ ও ট্রেড করেছি । ইসিএন প্লাটফমটা অনেক বেশি স্মুথ । খুব দ্রুত ট্রেড নেয়া যায় । কবে অনেক কঠিন মনে হয় ।

yasir arafat
2016-04-05, 12:58 AM
আমিতো ভাই মেটাট্রেডার ৪ ব্যবহার করি।আর এটিতে অন্যান্য ট্রেডারের মত প্রায় সকল টুলস আছে।আমি প্রথম থেকে মেটাট্রডার ৪ ব্যবহার করে আসছি।আমার থেকে এটা ছাড়া আর কোন মেটাট্রেডার ভাল লাগে না।ঘুরে ফিরে সবগুলোর কাজ প্রায় একই ।আর মেটাট্রেডার ৫ এ কিছু নতুন টুলস আছে।তবে আপনি মেটাট্রেডার ৫ ব্যবহার করতে পারেন।