K.K.BABY
2020-03-26, 01:15 PM
ফরেক্স মার্কেটে অনেকেই নিজের ইচ্ছামত কৌশল তৈরী করে আয় করতেছে।কেউ আছে শুধুমাত্র টেকনিক্যাল এনালাইসিস করে আবার কেউ কেউ আছে শুধুমাত্র ফান্ডামেন্টাল এনালাইসিস করে আবার কেউ আছে যারা শুধুমাত্র ক্যান্ডেল স্টিক এর উপর এনালাইসিস করে আয় করতেছে।তবে আমি ক্যাল্ডেল স্টিকের সব গুলো ব্যাবহার জানিনা তবে আমি যেই কৌশলটা জানি তা হলো হ্যামার ক্যাল্ডেল স্টিক।যখন হ্যামার ক্যাল্ডেল স্টিক তৈরী হয় তখন পরের ক্যান্ডেল স্টিকটা যেই দিকে মুভ করে তখন মার্কেট ও সেই দিকে মুভ করতে থাকে।এই সময় আপনাকে রেজিস্ট্যান্স ধরতে হবে হ্যামার ক্যাল্ডেল স্টিক এর শেষের পয়েন্ট।আপনি ও আপনার কৌশল টা কমেন্ট করুন তাহলে অন্যরা উপকৃত হবে।