PDA

View Full Version : ফরেক্স মার্কেটে করোনা ভাইরাসের প্রভাব!!!!



Emarif1992
2020-03-27, 03:27 PM
করোনা ভাইরাস গোটা পৃথিবীতে এক বিশাল প্রভাব বিস্তার করেছে!!! যার প্রভাবে গোটা পৃথিবীর মানুষ আজ ভীষন অচিন্তিতপূর্ণ। এই মহামারী তে পৃথিবী এক বিশাল সংকটের মুহুর্তে আর এই মুহুর্তে পৃথিবীর সকল মানুষ অর্থহীনতায় ভুগবে বলে প্রচারিত হচ্ছে। তবে অবলাইনের সকল ধরনের ইনকাম্ সোর্স বন্ধ হয়ে গেলেও অনলাইনের ইনকাম কিন্ত চলছেই। তারপরেও মানুষ কিন্তু অনলাইন ইনকাম থেকেও বিরত রয়েছে এই করোনা ভাইরাসের প্রভাবে কারণ সবাই রয়েছে এক বিশাল ভীতির মধ্যে।।।। করোনার ভয়াবহতা থেকে জাতিকে রক্ষা করে সবাই এক সাথে কাজ করতে হবে।

Habibur shaikh
2020-03-27, 03:40 PM
গোটা বিশ্ব জুড়ে করোনা ভাইরাসের প্রভাব। এর প্রভাব বিশ্বের অর্থনৈতিক কর্মকাণ্ডতে ও পড়েছে। এতে ক্ষতিগ্রস্থ হচ্ছে বিশ্বের অসংখ্য মানুষ। এই সংক্রমণ প্রতিরোধ করতে পারলে এই সংকট নিরসন করা সম্ভব.... ধন্যবাদ।

souravkumarhazra6763
2020-03-27, 03:41 PM
সারা বিশ্বের আর্থিক বাজারে করোনা ভাইরাস এর প্রভাব পরে,সেই হিসেবে ফরেক্স মার্কেট এ অনেক বেশি প্রভাব পরে,মার্কেট এর মুভমেন্ট বৃদ্ধি পাই,মার্কেট গ্যাপ দিয়ে ওপেন হয়,কিছু কিছু পেয়ার স্পাইক দেই এবং ২০০০ পিপস এর মতো আপ ডাউন করে,এই ভাইরাস এর প্রভাব এ অনেক ট্রেডার তার ব্যালেন্স জিরো করে ফেলায়,মার্কেট শুধুমাত্র ফান্ডামেন্টাল মুভ করছে তখন।

forex_fighter
2020-03-27, 04:39 PM
হ্যা গত কয়েক সপ্তাহ ধরে মার্কেটে হিউজ দরপতন হয়েছে এই করোনা ভাইরাস মহামারী আকারে রুপ নেয়ার পরে। যদিও মার্কেট এখন কিছুটা পুলব্যাক করেছে। তবে এই অবস্হায় নতুন ট্রেডারদের অনেক বেশি সতর্ক থাকা উচিত।

rakib.r
2020-03-27, 05:01 PM
সারা বিশ্ব এখন স্থবির হয়ে গেছে করোনার ভয়াল থাবায় । করোনা মোকাবেলায় বিশ্বের প্রায় সব গুলো দেশেই এখন লক ডাউন চলছে। সব কিছু থমকে এখন বিশ্ব অর্থনীতি নিম্নমুখি । প্রতিটা মুদ্রা তার আগের থেকে অনেক নিচে নেমে গেছে। এমন অবস্থা যদি চলতেই থাকে তাহলে বিশ্ব অর্থনিতি অনেক হুমকির মুখে পড়বে

K.K.BABY
2020-03-27, 07:02 PM
করোনার বা মহামারীর কারনে আজ গোটা বিশ্ব থমথমে পরিবে৷ সৃষ্টি হয়েছে।যার প্রভাব প্রতিটি দেশের অর্থনৈতিক অবস্থার উপর বিরাজ করতেছে।গণমাধ্যমে বলা হচ্ছে প্রতিটি দেশের প্রায় ৩০% মানুষের খাদ্যের অভাব দেখা দিতে পারে।কারন পৃথিবীর প্রায় ১৯৮ টা দেশে ছড়িয়ে পড়েছে এই মহামারী যার কারন অধিকাংশ দেশ এখন তাদের দেশের মানুষকে বাচানোর জন্য পুরা দেষ লকডাউন করে দিচ্ছে আর তার প্রভাব পড়েছে প্রতিটি দেশের অর্থনৈতিক অবস্থার উপর ল।তবে আমরা কিন্তু এখনো অনলাইনে ব্যাবসা করে যাচ্ছি।তবে এই খানে কিন্তু অনেক প্রভাব পড়তেছে তবে আমাদের প্রতিটি ট্রেড এন্ট্রি নেওয়ার আগে ১০০% শিয়র হয়ে তার পর ট্রেড এন্ট্রি নেওয়া উচিত।তানাহলে আমাদের অবস্থা ও খুব খারাপ হতে পারে।তাই আমাদের এন্ট্রি নেওয়ার আগে অবশ্যই অনেক ভেবে তার পর ট্রেড করতে হবে।

amreta
2020-03-28, 04:45 PM
আপনি যদি জেনেট হেইনের করোনার ভাইরাসটি ব্যর্থ না হতে চান এবং করোনার ভাইরাস বজায় লগইন করতে চলেছে এবং এটি বজায় বাজারের আন্দোলন হতে চলেছে, তবে আপনি নিজের বাটা ডান দিয়ে এটি করতে সক্ষম হবেন। আপনি যদি আমার সাথে ট্রেড না করে এবং মুলক ব্যবহার করেন তবে আমি আছার সাথে আপনাকে ট্রেডিং করতে জেসমিন করোনভাইরাস ব্যবহার করব।