PDA

View Full Version : ফরেক্সে কি করোনার মহামারীর কোন প্রভাব পড়বে ?



black-hill
2020-03-28, 08:41 AM
আজ সারাবিশ্ব এক আতংকের মধ্যে বিরাজ করছে । সারা বিশ্বেই ধমকে গেছে শুধু এই করোনা ভাইরাস এর জন্য যার খুবই খারাপ প্রভাব ফেলবে বিশ্ব অর্থনীতির উপরে। আর যদি সেটাই হয় তাহলে ফরেক্সেও করোনা ভাইরাসের প্রভাব পড়বে বলে আমি মনে করছি।

K.K.BABY
2020-03-28, 08:52 AM
হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন আজ সারাবিশ্বে থমথমে বিরাজ করতেছে অর্থনৈতিক বাজারে তার একটি মাত্র কারন করোনা ভাইরাস।আজ এই করোনাভাইরাস মহামারীতে রূপ নিয়েছে।তার জন্য আজ সারাবিশ্বের অর্থনৈতিক মন্দা চলতেছে আর তার প্রভাব পড়তেছে মার্কেটের উপর।তবে একটা বিষয় আমাদের জন্য খুশির খবর, সারাবিশ্বের অর্থনৈতিক অবস্থা এখন থেমে আছে কিন্তু আমরা ফরেক্স মার্কেটের থেকে রেগুলার আর্নিং করে টাকা উইথড্র করতেছি।তাই আমাদের সকলের উচিত ফরেক্স সম্পর্কে ভাল করে জ্ঞান অর্জন করে মার্কেটে টিকে থাকা তাহলে আমরা যারা নতুন ট্রেডার আছি তার সময়ের বিবর্তনে একজন আদর্শ ট্রেডার হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবো আর তখন আমরা রেগুলার আর্নিং করে আমাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি করতে পারবো।

amreta
2020-03-28, 03:56 PM
আমরা যদি মাসার হামিনকে ভালবাসি না, তবে আমরা ম্যাসেনকে দেখতে পাব না, তবে সে কামুঙ্কি। আমরা আপনাকে এবং হামেন মনোহর মিল্টা হাই আপনাকে মানুষ পেতে সাহায্য করতে চাই তাই আমরা আমাদের ব্যবসায়কে ভালবাসি কারণ হামেন এমন একজন ব্যবসায়ী যাঁরা ব্যবসায় যেতে চান না।

KaziBayzid162
2020-03-28, 04:08 PM
সারা বিশ্বব্যাপী করোনার ধারা যেভাবে প্রভাবিত হয়েছে তার প্রভাব ফরেক্সের উপর পড়বে না অলরেডি পড়ে গেছে। আপনি যদি খুব ভালো করে পর্যবেক্ষণ করেন তাহলে দেখতে পারবেন যে অনেক দেশের অর্থনীতির অবস্থা আগের তুলনায় বর্তমানে খুবই খারাপ। শুধু তাই নয় বর্তমানে বিশ্বের অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধ অনেক দেশই সম্পূর্ণভাবে লগ ডাউন করে রাখা হয়েছে যার ফলে তাদের উন্নতি তো দূরের কথা দিনে দিনে অর্থনৈতিক অবস্থা অবনতির দিকে ধাবিত হচ্ছে আর এই প্রভাব অলরেডি ফরেক্স মার্কেটে দেখা দিচ্ছে। তাই আমি মনে করি বর্তমান সময়ে যদি ট্রেডিং করতে হয় তাহলে খুব ভালো ভাবে দেখে বুঝে মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেডিং করা উচিত। না হলে মার্কেট থেকে লাভ করা তো দূরের কথা টিকে থাকাই কষ্টকর হয়ে দাঁড়াবে।