PDA

View Full Version : অতিরিক্ত থ্রেড পোষ্ট বন্ধ হোক



rakib.r
2020-03-28, 12:17 PM
সব কিছুর ই একটা সমতা থাকা দরকার। কয়েক দিন যাবত দুই তিন জন ফোরাম সদস্যদের দেখছি তারা খেয়ে না খেয়ে সারা দিন রাত ধরে নতুন নতুন করে থ্রেড দিয়ে যাচ্ছেন। আচ্ছা নতুন কিছু থ্রেড আসবে , শিক্ষনীয় কিছু আসবে এটাকে আমি নিজেও স্বাগতম জানাই কিন্তু অলরেডি যে থ্রেড গুলা আছে সেই থ্রেড গুলা করার মানে কি ?
Mt5 forex forum এ আমি বেশ কিছুদিন কাজ করেছি। সেখানে এক থ্রেড তো সেকেন্ড টাইম আপনি ইউজ করতে পারবেন ই না সেইম মিনিং এর কিছু ও আপনি ইউজ করতে পারবেন না।
শুধু বোনাস পাবেন এই আশায় পোষ্ট করা অফ করেন, ফোরামের সৌন্দর্য বজায় রাখতে সহায়তা করেন

amreta
2020-03-28, 02:44 PM
সব কিছুর ই একটা সমতা থাকা দরকার। কয়েক দিন যাবত দুই তিন জন ফোরাম সদস্যদের দেখছি তারা খেয়ে না খেয়ে সারা দিন রাত ধরে নতুন নতুন করে থ্রেড দিয়ে যাচ্ছেন। আচ্ছা নতুন কিছু থ্রেড আসবে , শিক্ষনীয় কিছু আসবে এটাকে আমি নিজেও স্বাগতম জানাই কিন্তু অলরেডি যে থ্রেড গুলা আছে সেই থ্রেড গুলা করার মানে কি ?
Mt5 forex forum এ আমি বেশ কিছুদিন কাজ করেছি। সেখানে এক থ্রেড তো সেকেন্ড টাইম আপনি ইউজ করতে পারবেন ই না সেইম মিনিং এর কিছু ও আপনি ইউজ করতে পারবেন না।
শুধু বোনাস পাবেন এই আশায় পোষ্ট করা অফ করেন, ফোরামের সৌন্দর্য বজায় রাখতে সহায়তা করেন
প্রিয় নম্বর হামেন সির্ফ এক দিন মে এক হি ২ য় কর্না কি কুনকি আইসে করনে সে হামারে বন্ধু হঞ্জিকে মুছবেন না এবং আমরা নিজেরাই সাহায্য করতে সক্ষম হব

sanjida
2020-04-04, 01:34 PM
আসলে এই জিনিস টা আমি নিজেও লক্ষ করছি যে অনেকে অনেক অকেন পোষ্ট করে থাকে। এতে যেমন ফোরামের পরিবেশ ঠিক থাকে না তেমনি তারা ঠিক ভাবে বোনাস ও পায় না। অনেকে অনেক প্রয়োজনীয় পোষ্ট ও খুজে পায় না ঠিক ভাবে। একটা পোষ্ট খুজতে গেলে অনেক অনেক খুজতে হয় তারপর সেটা খুজে পাওয়া যায়

mdmoshin1988
2020-04-04, 04:47 PM
আসলে এই জিনিস টা আমি নিজেও লক্ষ করছি যে অনেকে অনেক অকেন পোষ্ট করে থাকে। এতে যেমন ফোরামের পরিবেশ ঠিক থাকে না তেমনি তারা ঠিক ভাবে বোনাস ও পায় না। অনেকে অনেক প্রয়োজনীয় পোষ্ট ও খুজে পায় না ঠিক ভাবে। একটা পোষ্ট খুজতে গেলে অনেক অনেক খুজতে হয় তারপর সেটা খুজে পাওয়া যায়। সেখানে এক থ্রেড তো সেকেন্ড টাইম আপনি ইউজ করতে পারবেন ই না সেইম মিনিং এর কিছু ও আপনি ইউজ করতে পারবেন না। শুধু বোনাস পাবেন এই আশায় পোষ্ট করা অফ করেন, ফোরামের সৌন্দর্য বজায় রাখতে সহায়তা করেন

souravkumarhazra6763
2020-04-04, 05:46 PM
ভাই আমি নিজে কোন সময় অতিরিক্ত থ্রেড পোস্ট করিনা,আমি প্রতেক দিন মাত্র ৫ টি করে পোস্ট দিই,আমি মনে করি অতিরিক্ত পোস্ট না দিয়ে যা লিখেছেন তার উপর খেয়াল রাখুন,আপনি অল্প পোস্ট দিয়ে তা যদি ভালো মানসন্মত হয়ে থাকে তাহলে তাতেই আপনি ভালো বোনাস পাবেন,তাই অতিরিক্ত পোস্ট থেকে বিরত থাকুন।

Hridoy6763
2020-04-05, 10:18 AM
আসলে আমিও এই ফোরাম এ অনেক দিন যাবত,আমি কিছু দিন ধরে দেখছি অনেক সদস্য অতিরিক্ত পোস্ট করছে যা মানসন্মত নয় এবং শিক্ষনীয় নয়,তাই আমি মোডারেটর কে বলবো এদের সর্তক করতে যাতে তারা অতিরিক্ত থ্রেড পোস্ট থেকে বিরত থাকে,মানসন্মত অল্প পোস্ট করা সব থেকে বেশি উওম,তাই সবাই এটা মাথায় রাখবেন।

alamsat
2020-04-05, 10:59 AM
আমি ফোরামে কাজ করছি ৩ বছর যাবৎ এটা নতুন কিছু নয় যে, থ্রেড থাকা সত্বেও সেটা আবার পোষ্ট করা হয়। আসলে এটা হয় মুলত নতুন নতুন পোষ্টকারী যখন ফোরামে আসে তখন তারা বিগত পোষ্টগুলি না দেখেই এ ধরনের থ্রেড করে থাকে। তাই যদি নিয়মিত ফোরামে এমন সদস্য আসতে শুরু করে তাহলে এমনটি আমরা দেখবো এটা কোন ব্যাপার না। তবে যারা একটু পুরাতন হয়ে যাই তারা কিন্তু নতুন নতুন থ্রেড না পোষ্ট করে যে গুলি আছে সেখানে পোষ্ট করে এবং পোষ্ট পড়ে থাকে। তাই এটা মুলত নতুন সদস্যগন দের সামান্য ভুলের কারনেই হয়ে থাকে।

black-hill
2020-04-05, 11:54 AM
সত্যিই বিরক্তিকর একটা জিনিস। অনেক সময় পোস্ট খুজতে খুজতেই মিজাজ খারাপ হয়ে যায়। ভাল কোন পোস্ট পাই না যে একটা কমেন্ট করব। অযথায় ট্রেড পোস্ট দেয়ার মানে হয় না। মান-সম্মত একটা পোস্ট হলেই যতেস্ট। কাজেই অযতায় ট্রেড পোস্ট দেয়া বন্ধ হওয়া দরকার।

ENGR:SUZON
2020-04-05, 12:11 PM
অতিরিক্ত থ্রেড পোস্ট খুবই বিরক্তিকর আর অনুসন্ধিৎসুদের প্রয়োজনীয় উত্তর খুঁজে পাওয়ার ক্ষেত্রে অন্তরায়। এই বিষয়ে খুবই দ্রুত একটা সমাধান বের করতে না পারলে, অনেকেই হয়তো আগ্রহহীন হয়ে পড়বে।
আমার কাছে মনে হয়, ফেসবুকে যেমন কোন গ্রুপে পোস্ট করার পর যতক্ষণ না গ্রুপ অ্যাডমিন অথবা মডারেটররা এপ্রুভ করার আগে সেই পোস্ট গ্রুপে সাবমিট হয় না, ঠিক তেমনই ফরেক্স ফোরামের এমন কোন পদ্ধতির মাধ্যমে থ্রেড পোস্ট এপ্রুভ করার ব্যবস্থা করলে ভালো হয়। একই প্রশ্ন কেউ আগে করে থাকলে, তার কাছে সিগন্যাল পাঠানোর একটা পদ্ধতিও রাখা যায়, যাতে করে সেও বুঝতে পারবে, এর আগেও এমন প্রশ্ন করা হয়েছে বিধায়, তা খুঁজলেই সে কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাবে আবার নতুন নতুন বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোও অনেকেই করতে পারবে। আবার আমরা পূর্বেকৃত প্রশ্নের একাধিক ভালো আর মানস্মত উত্তর করতে পারবো, জানতেও পারবো।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি।

Mas26
2020-04-05, 01:04 PM
আসলে এই জিনিস টা আমি নিজেও লক্ষ করছি যে অনেকে অনেক অকেন পোষ্ট করে থাকে। এতে যেমন ফোরামের পরিবেশ ঠিক থাকে না তেমনি তারা ঠিক ভাবে বোনাস ও পায় না। অনেকে অনেক প্রয়োজনীয় পোষ্ট ও খুজে পায় না ঠিক ভাবে। একটা পোষ্ট খুজতে গেলে অনেক অনেক খুজতে হয় তারপর সেটা খুজে পাওয়া যায়

XXXTentacion
2020-04-09, 12:41 PM
শিক্ষানবিশকে গভীরতর চেহারা এবং এগুলি মান্য করার পক্ষে পরামর্শ দেব। বৈদেশিক মুদ্রা মার্কেটপ্লেসের কেন্দ্র সম্পর্কে সচেতন হওয়ার সাথে সাথে তিনি যথাযথ অ্যাকাউন্টে পরিবর্তন আনতে চাইছেন। আমার ধন্যবাদ জানানো উচিত যে আপনি সেই সর্বোচ্চ গুরুত্বপূর্ণ নির্দেশিকা দিয়েছেন যা প্রতিটি ডিলার অনুসরণ করতে চান। জন্য প্রতিটি শিক্ষানবিসকে সমস্ত প্রয়োজনীয় জটিল পরামর্শ দিতে পারে। যখন আমি প্রযুক্তিগতভাবে প্রভাব বিকল্পগুলি রাখি। আমি

FREEDOM
2020-04-09, 01:53 PM
হ্যা অতিরিক্ত থ্রেড পোস্ট থেকে বিরত থাকা উচিত। অনেকেই আছে যারা প্রতিদিন কয়েকটা থ্রেড পোস্ট করছে অথচ সেই পোস্টের রিলেটেড থ্রেড পোস্ট আগে থেকেই ফোরামে রয়েছে। তাই যে বিষয়ে জানতে বা বুজতে হবে সেই রিলেটেড পোস্ট আপনাকে একটু কষ্ট করে খুজে বের করতে হবে। কারন একই পোস্ট বারবার দেখাটা একটু বিরক্তিকর তাছারা এতে ফোরামের পরিবেশ কিছুটা হলেও নষ্ট হয়। শুধু বোনাস আর বেশি লাইক পাওয়ার উদ্দেশ্য অতিরক্ত থ্রেড পোস্ট করা থেকে বিরত থাকাই ভালো। ধন্যবাদ

Mas26
2020-04-09, 02:36 PM
আসলে এই জিনিস টা আমি নিজেও লক্ষ করছি যে অনেকে অনেক অকেন পোষ্ট করে থাকে। এতে যেমন ফোরামের পরিবেশ ঠিক থাকে না তেমনি তারা ঠিক ভাবে বোনাস ও পায় না। অনেকে অনেক প্রয়োজনীয় পোষ্ট ও খুজে পায় না ঠিক ভাবে। একটা পোষ্ট খুজতে গেলে অনেক অনেক খুজতে হয় তারপর সেটা খুজে পাওয়া যায়@@@

Suriya Sultana Hira
2020-04-09, 05:38 PM
ফরেক্স মার্কেট সম্পর্কে নিত্য নতুন থ্রেড পোস্ট শিক্ষনীয় বিষয় তবে সেগুলি অবশ্যই মানসম্মত পোস্ট হতে হবে এবং সেই পোস্টগুলির মাধ্যমে যাতে আমরা ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো কিছু শিখতে পারি । কিন্তু যুক্তিহীন থ্রেড পোস্ট কখনোই শিক্ষনীয় হতে পারে না বরং সেগুলো নতুন বা পুরাতন সকল শ্রেণীর সদস্যদের কাছে বিরক্তিকর বলে মনে হয় । তাই আমাদের উচিত অতিরিক্ত থ্রেড পোস্ট করা থেকে বিরত থাকি এবং শিক্ষনীয় পোস্ট করি ও সেই পোস্টের কমেন্ট ও শিক্ষনীয় কমেন্ট লেখার চেষ্টা করি,,,, ধন্যবাদ ।