PDA

View Full Version : ব্রেকআউট কি আর এতে লসের সম্ভাবনা কতোটুকু????



SHARIFfx
2020-03-29, 12:05 PM
ব্রেকআউট হচ্ছে প্রাইজরেজ লেবেল ক্রস করে বাইরে ছলে যায়। এবং নতুন সাপোর্ট আর রেজিস্টেস লেভেল তৈরী করে। আর এই সময়ে আর এস আই ফল্ট করে। তাই আমার মতে লং ট্রেডিং থেকে বিরত থাকুন। ডেইলি ট্রেড ডেইলি ক্লোজ করুন। টেকনিক্যাল এনালাইসিস ফান্ডামেন্টাল এনালাইসিস কাজে লাগিয়ে ট্রেড নিতে হবে আর আপনার সেন্টমেন্ট এনালাইসিস ঠিক রাখতে হবে।

SR12
2020-03-29, 12:39 PM
যদি কোনো ক্ষেত্রে ব্রেকআউট হয় তবে আমার মনে হয় না আমাদের খুব বেশি ঘাবড়ানোর দরকার আছে। কারন মার্কেটে এই ব্রেকআউট প্রতিনিয়ই ঘটে থাকে। আপনি যদি ব্রেক আউটের আগে ট্রেন্ড অনুযায়ী ট্রেড করেন কিন্তু দেখলেন ট্রেন্ড ব্রেকআউট হয়ে গেছে তখন নতুন ট্রেন্ড এর জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। আবার সাপোর্ট রেজিস্টান্স এর ক্ষেত্রেও যখনই ব্রেকআউট হবে আমরা মার্কেটের সাথে তাল মিলিয়েই তখন নতুন এন্ট্রি নিবো।

amreta
2020-03-29, 01:24 PM
ব্রেকআউট হচ্ছে প্রাইজরেজ লেবেল ক্রস করে বাইরে ছলে যায়। এবং নতুন সাপোর্ট আর রেজিস্টেস লেভেল তৈরী করে। আর এই সময়ে আর এস আই ফল্ট করে। তাই আমার মতে লং ট্রেডিং থেকে বিরত থাকুন। ডেইলি ট্রেড ডেইলি ক্লোজ করুন। টেকনিক্যাল এনালাইসিস ফান্ডামেন্টাল এনালাইসিস কাজে লাগিয়ে ট্রেড নিতে হবে আর আপনার সেন্টমেন্ট এনালাইসিস ঠিক রাখতে হবে।

প্রিয় সদস্য আগর আপনার কাছে একটি ফরেক্স মেং ভী ছাহে হ্যায় টু জব মার্কেট ব্রেকআউট কর্টি হ্যায় এখানে থাকতে হবে এবং আপনি যদি ব্যবসায়ের মধ্যে সময় ব্যবহার করতে রাজি হন এবং আপনি আমাদের লাভজনক করে তুলছেন ইয়াহি কহতা হ্যায় কি বাজারে কারিশ কি কাশীষ কি তশির প্রথম বাজার