Log in

View Full Version : নতুন ট্রেডার ফোরাম পোস্টিং এ সময় দিন অনেক কিছু জানতে পারবেন!!



Romjan1989
2020-03-30, 10:28 AM
নতুন ট্রেডাররা ফোরাম পোস্টিং এ সময় দিলে সে অনেক কিছু জানতে পারবে বলে আমি মনে করি, আপনারা কি মনে করেন।

K.K.BABY
2020-03-30, 10:41 AM
আমি নতুন ট্রেডারদের জন্য ফোরামকে পাঠাগার মনে করি।কারন ফোরমের মাধ্যমে একজন নতুন ট্রেডার অনেক কিছুই জানতে পারে এবং শিখতে পারে।এখানে অনেক অভিজ্ঞ ট্রেডাররা আছে যারা তাদের রিয়েল লাইফের অভিজ্ঞতা সিয়ার করে থাকে তাদের অভিজ্ঞতা পড়ে আমরা শিখতে পারি আমাদের কি কি করা উচিত এবং কি কি করা উচিত নয়।সেই অনুযায়ী যদি আমরা মেনে ফরেক্স মার্কেটে ট্রেড করি তাহলে আমরা সফল হতে পারবো।তাই আমাদের জন্য সব থেকে বড় উপকারী সাইড হলো ফোরাম।