PDA

View Full Version : করোনা সংকটে ট্রেডিং স্ট্রাটেজি!



Montu Zaman
2020-03-30, 02:22 PM
10451
অনেকেই বিশ্ব মার্কেটগুলোর অবস্থা দেখে সত্যিই বুঝতে পারছে না কিভাবে ট্রেডিং করলে প্রফিট পাব এবং কিভাবে বর্তমান প্রেক্ষাপটে ট্রেডিং করা উচিৎ? তাই আমি আমার ট্রেডিং স্ট্রেটেজি বা অভিজ্ঞতা শেয়ার করলাম। অবস্থা বুঝে ব্যাবস্থা মানে ট্রেডিং স্ট্রাটেজি ঠিক করতে জানতে হয়। সবার আগে সেফটি। বিশ্ব বাজার, অর্থনৈতিক অবস্থা ,অনিশ্চয়তা বিবেচনা করে ট্রেড করুন।লট সাইজ ছোট করুন অথবা পকেট ডিপ করুন। আমি লট সাইজ ছোট করেছি।অল্প সময় ট্রেড করি ।আমি স্মার্ট মানি অর্ডারব্লক ,পিটিজি ফলো করে স্ক্যালিং করে ট্রেড করি ।হিট এন্ড রান মেথড ইউজ করে ট্রেড করি। আমি অনেক ভাল আছি, আশা করি সবার ট্রেডিং অ্যকাউন্ট ভাল এবং নিরাপদ থাকুক।

SR12
2020-03-30, 03:13 PM
বর্তমান পরিস্থিতিতে করোনা ভাইরাস মহামারী আকার ধারন করার পরে মার্কেটে হিউজ দরপতন হয়েছে হয়তো এই অবস্হায় অনেক ট্রেডারই তাদের মুলধন হারিয়ে নিঃস হয়েছে আবার অনেকে পরিস্হিতি বুজে ট্রেড করে ভালো প্রফিট তুলেছে আবার কেউ ট্রেড থেকে বিরত থেকেছে যেমন আমি কিছুদিন ট্রেড থেকে বিরত আছি যদিও মাঝে মাঝে কিছু স্কাল্পিং করে প্রফিট নিয়ে তবে তা নিয়েই সন্তুষ্ট। মার্কেট এখন অনেকটাই রিকোভার করার চেষ্টা করেছে যতটুকু দরপতন হয়েছিলো তার অনেকটাই পুলব্যাক করেছে। তবে আরো কিছুদিন ভালো করে মার্কেট এনালাইসিস করেই আমাদের ট্রেড করা উচিত কারন এখন মার্কেটের একটি ঝুকিপূর্ণ সময় বলেই আমার মনে হচ্ছে।

Tofazzal Mia
2020-04-05, 05:32 PM
10536
করোনা পরিস্থিতিতে মেজর পেয়ারগুলোতে সাপোর্ট/রেজিস্ট্যান্স এরিয়া থেকে ভালো কনফার্মেশন পেলে তুলনামূলক কম আক্রান্ত এবং তুলনামূলক শক্তিশালী কারেন্সিগুলোর বিপরীতে আমেরিকান ডলার সেল করা যেতে পারে। বর্তমানে মার্কেটে লিকুইডিটি অনেক কমে গেছে যার ফলে ছোটখাট ইভেন্ট বা নিউজের ফলে হুটহাট মুভমেন্ট হতে পারে। তাই নিজের ব্যালেন্সকে সুরক্ষিত রাখতে বর্তমান পরিস্থিতিতে স্টপলস সহ এবং অল্প লটে ট্রেডের কোনো বিকল্প নেই। কারন ব্যালেন্স সুরক্ষিত থাকলে মার্কেটে ভালো সময় পাওয়া যাবেই।

FATEMAKHATUN
2020-04-27, 04:58 AM
আমাদের অনেকেরই ধারণা ছিল কারণে ভাইরাসের কারণে মার্কেট হয়তো ডাউন হয়ে যাবে। কিন্তু ব্যাপারটা কেমন উল্টো ঘটে গেল। অপ্রত্যাশিতভাবে মার্কেট অনেক উপরে উঠে যাচ্ছে।

Rokibul7
2020-07-05, 04:03 PM
আমি সব সময়ই লট সাইজ কমে টেড করি আমার ব্যালেন্স অভিজ্ঞতা দুটোই কম।তাই লাভ লস দুটোই কম গুনি