PDA

View Full Version : ট্রেডিং প্রাইস চ্যানেল বলতে কি বুঝায়?



Rajib_Biswas
2020-03-31, 08:09 PM
10486

ফরেক্স চার্টে কোনো ট্রেন্ড লাইনের কয়েকটি হাইয়ার হাই (Higher High) এবং কয়েকটি হাইয়ার লো ( Higher Low) কে দুটি ট্রেন্ড লাইনের মধ্যে সংযুক্ত করলে যে চ্যানেল তৈরি হয় তাকেই ট্রেডিং প্রাইস চ্যানেল বলা হয়। একে ট্রেডিং চ্যানেলও (Trading Channel) বলা হয়। কমপক্ষে দুটি হাইয়ার হাই এবং দুটি হাইয়ার লো সংযুক্ত করে একটি ট্রেডিং প্রাইস চ্যানেল তৈরি করতে হয়। এই চ্যানেলের উপরে ট্রেন্ড লাইনকে বলা হয় রেজিস্ট্যান্স লাইন এবং নিজের ট্রেন্ড লাইনকে বলা হয় সাপোর্ট লাইন। ট্রেডে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে এই ট্রেন্ড লাইনদ্বয়ের যথেষ্ট গুরুত্ব রয়েছে। মার্কেট প্রাইস উপরের ট্রেন্ড লাইন অর্থাৎ রেজিস্ট্যান্স লাইন ব্রেক করলে বাই এন্ট্রি এবং নিচের ট্রেন্ড লাইন অর্থাৎ সাপোর্ট লাইন ব্রেক করলে সেল এন্ট্রি নিতে হয়।